close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Vijesti iz okruga

মিনহাজুল বারী
40 Pogledi · 7 mjeseca prije

⁣আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

Ranajit Barman
50 Pogledi · 7 mjeseca prije

⁣শ্যামনগরের কৈখালী দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ

রনজিৎ
বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ উপকূলের সাতক্ষীরার শ্যামনগর
উপজেলার সীমান্ত সংলগ্ন ইউনিয়ন কৈখালীতে বৃহস্পতিবার(৮ মে) বিকাল ৫টায়
ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর
পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়।

কৈখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা
কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও
সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচির আওতায়
মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।


জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায়
সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন।
গল্পটি লিখেছেন মাহফুজ আলম। গল্পের মধ্যে শিল্পিবৃন্দ নান্দনিকভাবে ফুটিয়ে
তুলেছেন ঘূর্নিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড়কালীন ও পরবর্তী সময়ে করণীয় বিষয়,
উদ্ধার কার্যক্রম, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা,
প্রতিবন্ধী, নারী ও শিশু বান্ধব সাইক্লোন শেল্টার প্রস্তত সহ অন্যান্য
বিষয়ে।

মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি
দুর্যোগ প্রবন এলাকা কৈখালীর মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। এছাড়া
উপকূলীয় এলাকায় এধরনের মহড়া পরিবেশন করার আহব্বান জানান।

মাঠ মহড়া
পরবর্তী বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য
রনজিৎ বর্মন, কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর আলম, সিপিপি
সদস্য পঙ্কজ মন্ডল, উত্তরণের প্রজেক্ট সমন্বয়কারী ছাবেকুন্নাহার, উপজেলা
সমন্বয়কারী রেণুকা কর্মকার, মনিটরিং সমন্বয়কারী সেজিনা খান, ইউপি ফিল্ড
ফ্যাসিলিটেটর তফুরা খাতুন প্রমুখ।

GK Shohag
121 Pogledi · 7 mjeseca prije

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভিকে গ্রেফতারে, শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে পুলিশের অভিযান। গ্রেফতারের বিরুদ্ধে, বাড়ির বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার নেতাকর্মীরা।

মিনহাজুল বারী
45 Pogledi · 7 mjeseca prije

⁣মহাস্থানের শেষ বৈশাখী মেলায় ছিকল বাবার সন্ধান

Badsha Alamgir
11 Pogledi · 7 mjeseca prije

⁣আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী

Rudra Biswas
35 Pogledi · 7 mjeseca prije

⁣১৫ বছর পর মৃত পাওনাদারের স্ত্রীকে খুজে পাওনা টাকা পরিশোধ করে প্রশংসায় ভাসছেন খুলনার ব্যবসায়ী।

Rudra Biswas
26 Pogledi · 7 mjeseca prije

খুলনা জেলা, ডুমুরিয়া উপজেলার, ০৯ নং সাহ-ইউনিয়নে (খরসন্ডা গ্রামে) জমিজমা সংক্রান্ত ঝামেলা নিয়ে ব্যাপক সংঘর্ষ।

Rudra Biswas
22 Pogledi · 7 mjeseca prije

কুয়েট শিক্ষার্থীর জলে ডুবে মৃত্যু
থমথমে অসস্থা বিরাজ করছে কুয়েটে।।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস

Badsha Alamgir
24 Pogledi · 7 mjeseca prije

কুষ্টিয়ায় নান্না বিরিয়ানি হাউজে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন। আনুমানিক দুপুর ১২ টার সময় একজন ভোক্তা অভিযোগ করায় কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী এ অভিযান পরিচালনা করে। অভিজানা সত্যতা পেলে নান্না বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Juwel Hossain
134 Pogledi · 7 mjeseca prije

⁣সিরাজগঞ্জের হোসেনপুর দুই গ্রুপের সংঘর্ষ, দুটি বাড়ি ও ১ টি গোডাউন আগুন দিয়েছে দুর্বৃত্বরা

Gourob Shaha
21 Pogledi · 7 mjeseca prije

গৌরব সাহা | আই নিউজ বিডি | নরসিংদী

নরসিংদীতে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কর্মচারীরা ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে:

1. বিচার বিভাগীয় কর্মচারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণ।


2. কর্মস্থলে নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা।



বিচার বিভাগীয় কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত হয়ে আসছেন। বারবার দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে শান্তিপূর্ণ কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।

এ বিষয়ে নরসিংদী জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং দাবি পূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এই কর্মসূচির ফলে আদালতের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটে।

Al Mamun Gazi
6 Pogledi · 7 mjeseca prije

⁣তাহলে প্রশ্ন ওঠে—শুধু একচেটিয়াভাবে জামায়াত-শিবিরের বিরুদ্ধেই কেন অপপ্রচার চালানো হলো?

ঘটনায় তো কেবল জামায়াত-শিবির নয়, স্থানীয় বিএনপি এবং সাধারণ অনেক মানুষও যুক্ত ছিল। তবুও দেখা গেল, বারবার লক্ষ্যভ্রষ্টভাবে দায় চাপানো হলো কেবল জামায়াত-শিবিরের ওপর। সবচেয়ে অবাক করার বিষয়, লিস্টের কিছু বিএনপি-সমর্থিত ভাইয়েরাই ঝাঁপিয়ে পড়লেন জামায়াত-শিবিরের বিরুদ্ধে পোস্ট আর স্ট্যাটাস দিতে।

এই জগতে হায়!
যা কিছু ঘটে, তার অর্ধেকের জন্য দায়ী করা হয় জামায়াতকে,
আর বাকি অর্ধেকের জন্য শিবিরকে!

(শিবিরের উপর দায় দিয়ে দাও)

শাহাজাদ ইসলাম
75 Pogledi · 7 mjeseca prije

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ ধর্ষকের ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন।

ছাইম ইবনে আব্বাস
49 Pogledi · 7 mjeseca prije

ছয় থেকে সাত বছর পর রাস্তার কাজ আসলেও এখনো শেষ হয়নি রাস্তা সম্পূর্ণ অংশের কাজ ভোগান্তিতে সাধারণ জনগণ।

Rudra Biswas
40 Pogledi · 7 mjeseca prije

কুয়েট অডিটরিয়ামে, শিক্ষার্থীদের নিয়ে সভা করেছেন কুয়েট এক্টিং ভিসি
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস

MD JAHANGIR ALAM
670 Pogledi · 7 mjeseca prije

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলা ৫০ শয্যা সরাকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ দুদকের অভিযান, নিম্ন মানের খাবার ও ডাক্তার সংকটের অভিযোগ প্রমানিত, তাছাড়া অধিকাংশ অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জানালেন দুদকের সহকারী পরিচালক মাহাথির মোহাম্মদ সামী, কিশোরগঞ্জ। এদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ নাজমুস সালেহীন জানান যে খাবারের টিকাদার প্রতিষ্ঠানকে নিম্ন মানের খাবার সরবরাহের কারণ দর্শানোর নোটিশ করা হবে।

মিনহাজুল বারী
30 Pogledi · 7 mjeseca prije

⁣বগুড়া সোনাতলায় সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Badsha Alamgir
11 Pogledi · 7 mjeseca prije

⁣কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ মাদক কারবারি জেলে


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে পৃথক তিনটি স্থান থেকে মদ, হেরোইন ও ট্যাপেন্টা ডল সহ ৩ জন আটক।

গতকাল ৪ মে ২০২৫ (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে পৃথক তিনটি স্থান থেকে, ১০ বোতল চোরাই মদ, ২০ পিচ ট্যাপেন্ডা ডল, ৩ পুরিয়া হেরোইন সহ তিন জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক ইকবাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সিপাই নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টার মধ্যে কুষ্টিয়ার তিনটি আলাদা জাইগা থেকে আলাদা আলাদা তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল সাত্তার (৫৫), মো: শাওন রেজা (৩২), হাসিনা (৩২)

এসময় কুষ্টিয়ার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, মোবাইল কোর্ট পরিচালনা করে, ফৌজদারী কার্যবিধির ২৪৫ এ ২৫৮ ধারায়, মোঃ আব্দুল সাত্তার(৫৫) কে, ৪০ দিনের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে। মোঃ শাওন রেজা (৩২) কে, ১৪ দিনের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। হাসিনা (৩২) কে, ৪ দিন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে একদিন বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছে।।

Rudra Biswas
99 Pogledi · 7 mjeseca prije

খুলনা নগরীর বাগমারা এলাকায়
গো/লা/গু/লি.....
তথ্যচিত্র
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা।

Mamun Sorder
216 Pogledi · 7 mjeseca prije

⁣চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময়ের জামিন ঘিরে বিক্ষোভ

মিনহাজুল বারী
57 Pogledi · 7 mjeseca prije

⁣বগুড়া সোনাতলা প্রাইভেট কার ও ভটভটি সংঘর্ষে নিহত ১

মিনহাজুল বারী
24 Pogledi · 7 mjeseca prije

⁣বগুড়ায় মোটর শ্রমিক নেতাকে পুলিশের কাছে থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Rabiul Alam
28 Pogledi · 7 mjeseca prije

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটিতে এবছরে প্রতিপাদ্য বিষয়ছিলঃ গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণ মাধ্যমের স্বাধীনতা জরুরী। এর মূলবিশ্লেষন হচ্ছে স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেওয়া। এই ঘোষণার মাধ্যমে বোঝানো হয় যে, অর্থনৈতিক উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি। মূলত ৩ মে এই ‘উইন্ডহক ডিকলারেশন’ ঘোষিত হওয়ায় প্রতি বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

কুমিল্লাতে নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা দিবসটি পালন করেছে। ৩মে শনিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাও রোটারী ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার আয়োজন করা হয়।

সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক,দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। এই বছর গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন,প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য কুমিল্লার ৬জন সাংবাদিককে সম্মননা ক্রেষ্ট ও ফুলের মালা গলায়দিয়ে শুভেচ্ছা জানানো হয়। যারা সম্মননা পেলেন তারা হলেন এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লার ব্যুরো রিপোর্টার মুহাম্মদ আবুল খায়ের, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অনলাইন পোর্টাল কুমিল্লার জমিন এর সম্পাদক ও টক শো উপস্থাপক শাহাজাদা এমরান, ও সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, দিবসের ওপর বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল,সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান কাশেম, ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সফি,পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন,বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু,সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লার সহ সাধারণ সম্পাদক রবিউল বাশার খান ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে হামলা মিথ্যা মামলা আসতে পারে আর সেসব মোকাবেলা করতে হবে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে। কুমিল্লায় সাম্প্রতিকসময়ে অনিয়মের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন। সাংবাদিক কারো শত্রু নয়। সাংবাদিকরা সত্য প্রকাশ করে ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরে। সাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্থ হবে। জাতিসংঘ ও ইউনেস্কো বিশ্ব মুক্ত গণ মাধ্যম দিবসে সে কথাই বলছে।

Abdul Aziz
11 Pogledi · 7 mjeseca prije

আখাউড়া থেকে সিলেটগামী রেলপথে চুরির ঝুঁকির কারণে যাত্রীদের নিরাপত্তার উপর সন্দেহের কথা জানান৷ প্রশাসনের অবহেলা এবং রেল কর্তৃপক্ষের উদাসীনতা কারণে রেলপথে চরম অব্যবস্থা রয়েছে৷

মিনহাজুল বারী
580 Pogledi · 7 mjeseca prije

মিনহাজুল বারী, বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলা প্রেসক্লাবের সভাপতি পদ নিয়ে মিথ্যাভাবে দাবি তোলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাবের বর্তমান কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে সোনাতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাধারন সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ঘটনার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাত ১০টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ‘যায়যায়দিন’ পত্রিকা ও বাংলা টিভির সাংবাদিক ইমরান হোসাইন লিখন নিজেকে সোনাতলা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দাবি করেন। এঘটনায় সোনাতলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিনসহ কার্যনির্বাহী সদস্য ও সকল সদস্য তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দাবী করেছেন— এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর।
এঘটনায় প্রেসক্লাবের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম শাহিন জানান, পূর্বে অর্থ কেলেঙ্কারির অভিযোগে সংখ্যা গরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরের ভিত্তিতে ইমরান হোসাইন লিখনকে প্রেসক্লাবের সভাপতি পদ থেকে অপসারণ করা হয়। এরপর সদস্যদের সম্মতিক্রমে শহিদুল ইসলাম শাহিনকে সভাপতি এবং লতিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা এখনও পর্যন্ত সক্রিয় ও বৈধভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, লিখনের এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার সোনাতলার সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

SHARIF MIA
5,655 Pogledi · 7 mjeseca prije

শরীয়তপুর সখিপুর থানাদিন বাজারে ১ কেজি গাজাসহ অটোরিকশা চালক আটক

Badsha Alamgir
39 Pogledi · 7 mjeseca prije

নানা আয়োজনের মধ্যে দিয়ে ⁣কুষ্টিয়ায় পালিত হলো মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।

Abdullah Ibne Khalid
25 Pogledi · 7 mjeseca prije

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিন ২০০৭ সালে সেনা সামর্থিত সরকারের সময়ে দায়ের কৃত মামলায় সাজাপ্রাপ্ত হন। সেই মামলায় গত মঙ্গলবার ঢাকার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপি, শ্রমিকদল সহ অন্যান অঙ্গসংগঠনসমূহ পৃথক পৃথক মিছিল বের করে। তারা সকলে তুহিনের মুক্তির দাবি জানান।

বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে মঙ্গলবার (১ মে) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Salahuddin Ahmed
36 Pogledi · 7 mjeseca prije

মহান ⁣মে দিবসে জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলসহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

Salahuddin Ahmed
21 Pogledi · 7 mjeseca prije

চাকুরি জাতীয়করন বেতন বৃদ্ধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে আগের নিয়মে পৌর কর্তৃপক্ষের অধিনে কাজসহ বিভিন্ন দাবিতে দিনাজপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা আজ ১লা মে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে

Alauddin Rayhan
25 Pogledi · 7 mjeseca prije

রাজধানীর বাস টার্মিনালে প্রচুর ভিড়

মিনহাজুল বারী
32 Pogledi · 7 mjeseca prije

⁣বগুড়া সোনাতলার লোহাগাড়া মেলায় পুলিশি পাহাড়ায় বিভিন্ন স্থানে বসেছে জুয়ার আসর

Rabiul Alam
25 Pogledi · 7 mjeseca prije

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

প্রধান উপদেষ্টা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ৩০০ টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে কুমিল্লা জেলায় নির্মিত ৭০টি ঘর উদ্বোধন করা হয়।

জেলার বুড়িচংয়ে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১০, সদর দক্ষিণে ০৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ০৫ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে।

প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।

বগুড়া মহাস্থান করতোয়া নদী থেকে না'রীর ভাসমান লা'শ উ'দ্ধা'র

Rabiul Alam
21 Pogledi · 7 mjeseca prije

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি মাছের ঘেড়ে থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে শিশু দুই জন পানিতে ‍ডুবে মৃত্যুবরণ করেছে বলে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

লাকসাম থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের জন্য পরিবার ব্যবস্থা গ্রহন করছে। শিশুদের শরীরে কোন আঘাতের চিহ্ন প্রাথমিক ভাবে দেখা যায় নি।

নিহত দুই শিশু হলো- গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭) গুনতি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং মো. মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন (১০), সে গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও নিহত শিশুদের পারিবার জানায়, আগেরদিন সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই তারা নিখোঁজ হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি, ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মিলেনি। অবশেষে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে আশেপাশের লোকজনকে খবর দেন ঘেরের লোকজন। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন এসে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেন।

নিহত জিহাদের মা জান্নাতুল ফেরদৌর জানান, গতকাল মঙ্গলবার সকালেও ছেলেটাকে বাড়ির পাশে খেলতে দেখে আমি বাড়ি ফিরতে বলি। সে আসে নাই। এরপর দুপুরের দিকে মহিনের মা এসে মহিনকে খোঁজে। না পেয়ে পরে আমরাও খোঁজাখুঁজি শুরু করে তাদেরকে পাই নাই। আজ সকালে শুনি মহিন আর আমার ছেলের লাশ পানিতে পরে আছে।
নিহত জিহাদের বাবা রুবেল হোসেন জানান, তারা কিভাবে মারা গেছে কেউ জানে না। গতকাল খেলাতে গিয়ে তারা দুই জন ফিরে আসে নি।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনিন সুলতানা বলেন, কুমিল্লার লাকসামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে খবর পেয়ে আমরা গুন্তি গ্রামের মাছের ঘেড়ে পুলিশ পাঠিয়ে লাশগুলো উদ্ধার করে থানায় এনেছি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Rabiul Alam
24 Pogledi · 7 mjeseca prije

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন শুরু হয়। এসময় শিক্ষার্থীরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করেন। তাঁরা সবাইকে বের করে পরে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর নিজ ক্যাম্পাসে প্রশাসনিক ভবন তালা এবং ছয় দফা বাস্তবায়নে রুপরেখা না আসা পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালনের ঘোষনা দেন।

Mohammed Shahid
37 Pogledi · 7 mjeseca prije

আরকান আর্মির কাছ থেকে কিভাবে ফিরে আসছে শুনবো মুখের বর্ণনা

বগুড়ায় বিয়াম মডেল স্কুল ও কলেজ জাতীয়করণের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে শিক্ষক শিক্ষিকারা অবস্থান কর্মসূচী পালন করছেন।

Mohammed Shahid
12 Pogledi · 7 mjeseca prije

নতুন পাসওয়ার্ড

বগুড়া নবাববাড়ি রোডের পুলিশ প্লাজার সামনে থেকে এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার সময় জনগণ অপহরনকারী কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

>>>এইমাত্র পাওয়া<<<
বজ্রপাতে কুমিল্লার বরুড়া উপজেলায় ২ জন নিহত। তাদের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে।

Rabiul Alam
31 Pogledi · 7 mjeseca prije

ব‌কেয়া বেতন দ্রুত প‌রি‌শোধের একদফা দা‌বি‌তে কর্ম‌বির‌তি ক‌রে আন্দোলন কর‌ছেন কু‌মিল্লা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে কর্মরত সকল আউট‌সো‌সিং কর্মচারীবৃন্দরা।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থে‌কে কু‌মে‌ক ভব‌নের ফট‌কে ব‌্যানার ফেস্টুন নি‌য়ে বি‌ক্ষোভ কর‌ছেন ১৫৩ জন আউট‌সো‌সিং কর্মচারীরা। কর্মচারীরা বল‌ছেন -কু‌মে‌কে চতুর্থ‌শ্রেনীর আউট‌সো‌সিং কর্মচারীরা দীর্ঘ ৭,৮ মাস যাবত বেতনভাতা পা‌চ্ছেন না। তা‌দের দাবী চাকুরীর নিশ্চয়তাসহ নিয়‌মিত বেতনভাতা দিতে হবে । একদফা একদা‌বি ব‌কেয়া বেতন দি‌তে হ‌বে,কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না, ২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শ্লোগা‌নে প্রক‌ম্বিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের
কর্মরত সকল আউট‌সো‌সিং কর্মচারীবৃন্দরা।

Nazmul Mia
29 Pogledi · 7 mjeseca prije

⁣জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৫
বর্ণাঢ্য র‍্যালি।

আয়োজনে: জেলা লিগ্যাল এইড কমিটি, শেরপুর

Abdullah Ibne Khalid
62 Pogledi · 7 mjeseca prije

নীলফামারীর যে স্হানে নির্মিত হবে চীনের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলের পরিত্যক্ত জমিতে নির্মান করা হবে চীনের উপহার ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল।
মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানের ওপর মা’র’ধর

shahadat hossain Munsy
16 Pogledi · 7 mjeseca prije

⁣কচুয়া সাংবাদিক ফোরামের উদ্দোগে সাংবাদিক বুনিয়াদী প্রশিক্ষণম।। শাহাদাত হোসেন মুন্সীঃ চাঁদপুরের কচুয়া সাংবাদিক ফোরাম কচুয়া পৌরসভার উদ্দোগে সাংবাদিদের আগামীর মান উন্নয়ন শির্ষক আলোচনা ও বুনীয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ার ঐতিহ্যবাহি আল ফতেহা মাদ্রাসা মিলনায়তনে ২৭ এপ্রিল রবিবার বিকালে সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টার সাংবাদিক ফোরামের বুনিয়াদী কর্মশালা সাংবাদিক ফোরামের সেক্রেটারি নব দিগন্ত সম্পাদক ও অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি, চাঁদপুর জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি এড.শাহজাহান মিয়া। প্রশিক্ষণের আগে প্রধান অতিথি একে একে সকলম সাংবাদিকের পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন। আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত ইসলামি কচুয়া পৌরসভা আমির মাওলানা আমিনুল হক মীর, সেক্রেটারি মাওলানা মনির হোসাইন সাইদ ও সাংবাদিক ফোরমের পৌর সভাপতি মাওলানা আবু হানিফ নোমান। প্রধান আলোচকের বক্তবে প্রধান অতিথি সাংবাদিকদের সহযোগীতা,উদারতা,ন্যায় নিষ্টা ও আমানতদারীতা কামনা করেন। সমাজ সংস্কারে আন্তরিকভাবে কাজ করতে সকলে নিজ উদ্দোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। মাওলানা আমিনুল হক মীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নব দিগন্ত সম্পাদক, চেটেলাইট টিভি আইনিউজ, যায়যায়দিন প্রতিনিধি অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, সুমন মিয়া, আশরাফুল আলম,সুফিয়ান,ওমর ফারুক, মেহেদী হাসান, নাছির উদ্দিন সোহেল, জোবায়ের হোসেন প্রমুখ।

Shazzadul Alam Khan
33 Pogledi · 7 mjeseca prije


ভালুকা ডাকাতিয়া ইউনিয়নে পাঁচগাঁও পানিভান্ডায় বৈশাখী মেলায় বক্তব্যে ভালুকা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল

Shazzadul Alam Khan
10 Pogledi · 7 mjeseca prije

⁣ভালুকায় হবিরবাড়ী এলাকায় তিনটি বসতঘর ও রান্নাঘরে আগুন লেগে পুড়ে ছাঁই।

Hossain Mahmud
23 Pogledi · 8 mjeseca prije

⁣বেঁধে দেয়া সময় শেষ হলেও দাবী না মানায়।
মাদারীপুর বিআরটিএ অফিস সম্মুখে অবস্থান কর্মসূচী পালন করছেন জেলার সেচ্ছাসেবী সংগঠন ও সাধারণেরা।

Badsha Alamgir
127 Pogledi · 8 mjeseca prije

কুষ্টিয়ার একজন সাধারণ রিকশাচালক তিনি বলেছেন, কখনো সে এমপি মন্ত্রী হতে পারলে কুষ্টিয়া শহরের ভিতর দিয়ে যে ট্রেন লাইন গিয়েছে, সেটি সে অপসারণ করে শহরের বাইরে নিয়ে যাবে।

এরপরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন।

Md Sahadat Hossain
283 Pogledi · 8 mjeseca prije

⁣মাদ্রাসার ছাত্র হয়ে হুজুরদেন নিয়ে নায়িকাদের নিয়ে ফানি ভিডিও বানান এ অভিনেতা

ইসলাম কে ভিন্ন ধর্মের মানুষের কাছে হাসি তামাশার ধর্ম বানাচ্ছে

শাহাজাদ ইসলাম
25 Pogledi · 8 mjeseca prije

পন্ততান্ত্বিক স্থাপনার অন্যতম দর্শনীয় স্থানের একটি ঢোলার হাট শিব মন্দির Dholar Hat Shib Mondir

শাহাজাদ ইসলাম
49 Pogledi · 8 mjeseca prije

ঠাকুরগাঁওয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরনো আজব গাছের Thakurgaon Tree 400 year old

Abu Raihan
27 Pogledi · 8 mjeseca prije

⁣নিখোঁজের ৯ দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির স্কুলছাত্র কাফি খন্দকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর দুইটার দিকে ওই গ্রামের একটি পুকুর পাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি শিশুটিকে হত্যা করে লাশ পুকুরের পাড়ের ঝোপঝারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

নিহত স্কুলছাত্র কাফি ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের ন্যয় গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন কাফি খন্দকার। সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের কোন সন্ধ্যান না পেয়ে পাগলপ্রায় বাবা-মা। শনিবার দুপুর দুইটায় শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার অর্ধগলিত মরদেহ দেখেন গ্রামবাসীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের ধারনা তাকে হত্যার পর লাশ পুকুরের পাড়ে ফেলে রাখা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি দীপেন্দ্র নাথ সিংহ জানান, যেহেতু শিশুটির লাশ গলে-পচে গেছে, তাই কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছেনা। ময়নাতন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Nazrul Islam
42 Pogledi · 8 mjeseca prije

⁣‎কুতুবদিয়া বড়ঘোপ বাজারে নাজুক স্যানিটেশন পরিস্থিতি: স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী





‎কুতুবদিয়ার বড়ঘোপ বাজারে পান বাজার এলাকা বর্তমানে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বাজার কমিটি ও উপজেলা প্রশাসনের কোনো নজরদারি নেই। ফলে বাজারের কেন্দ্রস্থলে পানির পাম্প ও নলকূপের আশপাশে জমে উঠেছে আবর্জনার স্তূপ ও পচা নোংরা পানি।





‎বিশেষ করে মাছি-মশার উপদ্রব ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই স্থানটি এখন দুর্গন্ধময় ও বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। প্রতিদিন শত শত মানুষ এই এলাকায় চলাচল করেন, তবুও নেই কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ। বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, “বছরের পর বছর ধরে এই চিত্র দেখে আসছি, কিন্তু কেউ এগিয়ে আসে না।”





‎ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে, পানির পাম্পের পাশে ময়লা-আবর্জনা, প্লাস্টিক বোতল, পঁচা-গলা খাবার, ও নর্দমার পানিতে বাজার এলাকা একেবারে নোংরা হয়ে পড়েছে। কোনো সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও নর্দমার পানি একাকার হয়ে যায়।





‎স্থানীয় সচেতন নাগরিক আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।





‎স্থানীয়দের দাবি:





‎বাজারে নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা নিতে হবে





‎ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে





‎পানির পাম্প ও আশপাশের এলাকা দ্রুত জীবাণুমুক্ত করা হোক





‎বাজার কমিটিকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে








‎এমন অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Aminul Islam
114 Pogledi · 8 mjeseca prije

⁣ভোলা সদর বাপ্তা ইউনিয়নে পরীক্ষা খারাপ হওয়ায় মালিহা আফরিন ছিমি নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা মোকামতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি অভিযান পরিচালিত হয়েছে। ইউনিয়ন আমীর মাও: শামছুল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত দাওয়াতি অভিযান চলাকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ অনেক মানুষ নিজ আগ্রহে সদস্য ফরম পূরন করেন।

Md Sahadat Hossain
189 Pogledi · 8 mjeseca prije

⁣অনুমতি পাইনি এখনো সুন্নি মহাসমাবেশের ২৬ এপ্রিল ঢাকাতে আব্বাসি হুজুরকে প্রশ্ন

abrar Labib
20 Pogledi · 8 mjeseca prije

⁣কুড়িগ্রাম পৌর এলাকায় আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়ক, দূর্ভোগে ৩ টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।

কুড়িগ্রাম পৌরসভার এলাকাধীন টাপু ভেলাকোপায় গত আট বছর ধরে ভেঙে আছে সেতুর সংযোগ সড়ক। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় নিজ উদ্যোগে বাঁশ ও কাঠের দিয়ে পাটাতন তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম পৌরসভাধীন টাপু ভেলাকোপা এর হানাগড় এলাকায় ২০১১ সালে তৈরি করা হয় ৬০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের সেতুটি। গত ২০১৭ সালের ভয়াবহ বন্যায় সেতুর একপাশের সংযোগ সড়কটি ভেঙে যায়। তখন থেকে ৮ বছর ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে সেতুর সংযোগ সড়কটি।

চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় নিজেরাই শ্রম ও অর্থ দিয়ে বাঁশ ও কাঠের পাটাতন তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড় করছে স্থানীয়রা।

থ্রি-হুইলার ও মোটরসাইকেল পারাপার করতে পারলেও আটকে যায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাদান কাজে নিয়োজিত গাড়িগুলো। বিশেষ করে বন্যার সময় কোনো গাড়ি পারার করতে পারে না। এতে গুরুতর রোগী নিয়ে হাসপাতালে যেতে বা কোথায় অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটলে বেগ পেতে হয় এলাকাবাসীদের।

স্থানীয়রা জানান, সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য একাধিকবার পৌরসভা থেকে লোকজন গেলেও কোনো কাজ এখনো শুরু করেনি পৌরসভা প্রশাসন।

Rudra Biswas
14 Pogledi · 8 mjeseca prije

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়ে
খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস।

Rudra Biswas
33 Pogledi · 8 mjeseca prije

⁣যশোর - খুলনা হাইওয়ে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল....
নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ।
খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস

⁣হাটহাজারীতে সড়ক দূর্ঘটনা নিহত-১, আহত-৩

মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ হাটহাজারী গুমানমর্দ্দন ও মির্জাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড কুমারীকুল রাস্তার মাথা অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে, মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। আরো ৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ২৩ এপ্রিল বুধবার দুপুর ১.৩০ মিনিট কুমারীকুল রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে ২-৩ টি মোটরসাইকেল প্রতিযোগীতামূলক বাইক চালানোর কারণে অটোরিকশা সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ ছিটকে পড়ে। মাথায় বড় ধরনের আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়।

শাহাজাদ ইসলাম
15 Pogledi · 8 mjeseca prije

ঠাকুরগাঁও/অবৈধ ইটভাটা অভিযান/ নিমিষেই শেষ

Badsha Alamgir
34 Pogledi · 8 mjeseca prije

কুষ্টিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি। কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে, কুমারখালী দধি ভান্ডার নামে এই দোকানের কারখানায় পাওয়া গেছে এমন দৃশ্য।

MD IMRAN MUNSHI
49 Pogledi · 8 mjeseca prije

ভান্ডারিয়া কাঁঠালিয়া মহাসড়কে বীনাপানি বাজার সংলগ্ন ব্রীজের সংস্কার কাজের জন্য ৭ দিনের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে। বিকল্প কোন রাস্তার ব্যাবস্থা না করে শুধুমাত্র একটি নৌকা খেয়া। মালবাহী ও গাড়ী চলাচল বন্ধ। তবে এপাশে ও ওপাশে ইজিবাইক চলাচল করছে তবে ভাড়া তুলনামূলক একটু বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে প্রশাসন ও সড়ক পরিবহন উল্লেখযোগ্য কোন ভূমিকা চোখে পড়ে নি।

⁣রাণীশংকৈল উপজেলার ভরনিয়া চেংমারি চোচপাড়া এলাকায় সেচ পাম্পের তার মেরামত করার সময় বৈদ্যুতিক শক লেগে মিষ্টার আলী (৩৮) নামে এক যুবককের মৃত্যু

Nazrul Islam
70 Pogledi · 8 mjeseca prije

⁣কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ রক্ষায় ডাম্পিং করা জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। ফলে চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।





‎উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সরেজমিনে দেখা গেছে, অন্তত ২০-২৫টি বালুভর্তি জিও ব্যাগ কেটে ফেলে ব্যাগগুলো নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ব্যাগ ঘরের চাল ও অন্যান্য বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে।

শাহরিয়ার মোরশেদ
24 Pogledi · 8 mjeseca prije

সিরাজগঞ্জের কামারখন্দে আফজাল নগর দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকার চিহ্নিত বালু দস্যু ও প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দরবার শরীফের প্রয়াত পীর মুফতি খাজা গোলাম আম্বীয়ার বড় ছেলে শানে খোদা ওরফে মামুন ও তার পরিবার ।

Rabiul Alam
32 Pogledi · 8 mjeseca prije

⁣মোঃ রবিউল আলম,কুমিল্লা প্রতিনিধি।।



‌কু‌মিল্লা নগরের রামমালা এলাকার সড়‌কে কাভার্ডভ‌্যা‌নের চাপায় ব‌্যবসায়ী ইমন সরকার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ শে এপ্রিল) সকালে কু‌মিল্লা নগরের ঠাকাুরপাড়া- রামমালা এলাকায় পা‌নির ট‌্যাং‌কির সাম‌নের সড়‌কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন সরকার রামপুর মইমান ভিলা ল্যাবরোটরি হোষ্টেলের পিছনের মহল্লার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

দূর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ- সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।।
পুলিশ জানায়, সকালে রামমালা এলাকায় পা‌নির ট‌্যাং‌কির সাম‌নের সড়‌কে পারাপারের সময় একটি কাভার্ডভ্যান ইমন সরকার চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Rabiul Alam
28 Pogledi · 8 mjeseca prije

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


কুমিল্লা র্যা ব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল সকালে( ২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রিমন (৩১) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১৪.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী রিমন (৩১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে বলে জানান কুমিল্লা র‍্যাব-১১, সি পি সি- ২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কবরের উপর থেকে মৃত মহিলা লাস উদ্ধার

রানীশংকৈল হোসেনগাঁওয়ে চেয়ারম্যানকে আটক করায়,থানায় অবরোধ।

Nazrul Islam
33 Pogledi · 8 mjeseca prije

⁣কুতুবদিয়ায় বৃষ্টির মধ্যে চলমান রাস্তা সংস্কার কাজ। উপজেলা মেডিকেল গেইট এলাকার ব্যস্ত সড়কে দেখা গেছে এ চিত্র। এমন দায়িত্বহীন কাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে চারদিকে সমালোচনার ঝড় উঠে।



‎ভিডিও তে দেখা যায়, চারপাশে কাদামাটি। পানি জমে আছে। ভারী বৃষ্টিপাতের সময়েও রোলার দিয়ে পিচ ঢালাইয়ের কাজ চলছে। গরম পিচে বৃষ্টির পানি পড়ার ফলে রাস্তার ওপর ধোঁয়া উঠছে।



‎সচেতন মহল জানিয়েছেন, এ ধরনের কাজ প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে যেমন অকার্যকর, তেমনি রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও বটে। ভেজা আবহাওয়ায় পিচ ঢাললে তা যথাযথভাবে জমে না। যার ফলে কিছুদিনের মধ্যেই রাস্তা আবার ভেঙে পড়ে।



‎তারা জানান, এই দৃশ্য শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং জনসাধারণের করের টাকার প্রতি অবজ্ঞার প্রকাশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সুষ্ঠু পরিকল্পনা ও আবহাওয়ার উপযুক্ত সময় দেখে সংস্কার কাজ চালানো।যাতে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা যায়।

Shazzadul Alam Khan
38 Pogledi · 8 mjeseca prije

⁣ভালুকা কলেজের সামনে থেকে ভুয়া এনএসআই সদস্য আটক।

Salahuddin Ahmed
42 Pogledi · 8 mjeseca prije

দিনাজপুরের সদরপুরে পরিত্যক্ত টেক্সটাইল মিলের নিজস্ব ৩৬ দশমিক ৫৪ একর জমিতে বিশেষায়িত চীনা হাসপাতাল নির্মানের দাবিতে আজ ২১ এপ্রিল সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করেন দিনাজপুর পৌরসভায় সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এসসয় উপস্হিত ছিলেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Ali Sohel
21 Pogledi · 8 mjeseca prije

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বজরা বাসস্ট্যান্ড এলাকায় দুই পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ চার জন গুরুতর আহত হয়েছে।

Badsha Alamgir
9 Pogledi · 8 mjeseca prije

⁣কুষ্টিয়ার মাজারে মাদকবিরোধী অভিযানে ম্যাজিস্ট্রেট লাঞ্চিত


বাদশা আলমগীর


কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাজারের ভক্তদের হাতে লাঞ্ছিত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে ঘোড়েশাহ বাবার মাজারে এ ঘটনা ঘটে।

ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করতে গেলে মাজারে উপস্থিত ভক্তরা বাধা প্রদান করে। অভিযানে বাধা দেওয়ার পর ম্যাজিস্ট্রেট ও তার টিম লাঞ্ছিত হন এবং শেষ পর্যন্ত অভিযান পরিচালনা না করেই ফিরে আসতে বাধ্য হন।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযানে বাধা দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উচ্ছৃঙ্খল ভক্তরা প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ শুরু করেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান জানান, ওই এলাকায় গাঁজা সেবনের অভিযোগ ছিল এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Rabiul Alam
40 Pogledi · 8 mjeseca prije

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের নেতা জহিরুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। রবিবার (২০ এপ্রিল) বিকেলে নিউ মার্কেট এর চতুর্থ তলায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান শামছুল আলম সুমন নামে এক ভুক্তভোগী। অভিযোগে সুমন জানান- তিনি একজন সৌদি আরব প্রবাসী। প্রায় দুই বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে পরিবার নিয়ে মেঘনার সোনারচর এলাকায় বসবাস করে আসছিলেন তিনি। ভুক্তভোগী সুমন জানান- গত ২৮ জানুয়ারী তার ফুফাতো ভাই মোহাম্মদ বশীর উল- আলম এর নিকট হতে ১২৫৪ দাগে অর্থাৎ হালে ২৬৬০ এর ১৬ শতক জমি ক্রয় সূত্রে মালিক হয় তিনি। অন্যদিকে তার বাবা মৃত মমতাজ উদ্দিন এর একমাত্র ছেলে সন্তান হিসেবে পৈত্রিক সূত্রে ১২৭৮ দাগে অর্থাৎ হালে ২৫৮১ এর ২৩ শতক ও ১৪৫১ দাগের অর্থাৎ হালে ২৬৫৮ এর ৮ শতক জমির মালিক হন তিনি। কিন্তু তার বাবা কিছুদিন আগে সৌদি আরবে হজ্জ্বে গিয়ে ইন্তেকালের পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার (৫০) আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদার টাকা আমি দিতে অপারগতা প্রকাশ করলে সে আমাকে এলাকায় বসবাস করতে দেবে না বলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানি করে হুমকি ধামকি দেয়। গত ৫ আগষ্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম এখনো বন্ধ হয়নি। এই নেতা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে এখনো আটক করেননি। এলাকার আওয়ামী লীগের চিহ্নিত দালাল এবং সন্ত্রাসী প্রকৃতির লোক মেঘনার সোনারচর এলাকার ছাত্তার বেপারীর ছেলে আলমঙ্গীর হোসেন (৪০), মৃত সুন্দর মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৫০), মৃত কালাইয়ের ছেলে আমির হোসেন (৪৮), শুক্কুর আলীর ছেলে কফিল উদ্দিন (৫০) ও মৃত নান্নু পাঠানের ছেলে মাজহারুল পাঠান (৫২) গত এক সপ্তাহ আগে সেই চাঁদার টাকার জন্য আবারো চাপ দেয়। আমি তাতেও কোন সাড়া না দেওয়ায় তারা আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আমার জমি দখলের পায়তারা করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ওই ভুক্তভোগী। ভুক্তভোগী শামছুল আলম সুমন (৪০) কুমিল্লার মেঘনা থানাধীন ৬নং গোবিন্দপুর ইউনিয়নের সোনারচর এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

Badsha Alamgir
19 Pogledi · 8 mjeseca prije

⁣কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের কর্মকর্তার বহিষ্কার দাবিতে মানববন্ধন, তদন্তে আসেন পরিচালক



বাদশা আলমগীর, স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) :


কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাত আরজুর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ও ভোগান্তির কারণে সেবা গ্রহীতাদের গণপিটেশন ভিত্তিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন আলমগীর হোসেনের নেতৃত্বে আসে তদন্তে।


১৭ ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্নীতি মুক্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কুষ্টিয়া কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে হাউজিং এস্টেটের ভুক্তভোগী সেবাপ্রার্থী বাসিন্দারা। এ সময় তারা গৃহায়নের কুষ্টিয়া অফিসের প্রশাসনিক কর্মকর্তা তসলিমা জান্নাত আরজু এর স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবি করে। এই বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগীরা জানায়, এই কর্মকর্তা অত্যন্ত বদ মেজাজি মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলেন না এবং ঘুষ ছাড়া কোন কাজ করতে চান না। জরুরি সেবার প্রয়োজনে অফিসে আসলে ঠিক মতন তাকে পাওয়া যায় না। তাই তারা এই কর্মকর্তার বিরুদ্ধে গৃহায়ন কর্তৃপক্ষ বরাবর একটি গণপিটেশন দেওয়া হয়।


সেবা গ্রহীতাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পরিচালক প্রশাসন আলমীর হোসেন তদন্তে আসেন ভুক্তভোগী সেবা গ্রহীতাদের সাথে কথা বলতে। এসময় জাতীয় গৃহায়নের এই কর্মকর্তা জানান

সকলের কাছ থেকে তাদের অভিযোগ শুনেছি এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য আমরা শুনেছি। এ বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবেন পরে জানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।



কুষ্টিয়ায় গৃহায়ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাত আরজুর সাথে কথা বললে তিনি সেবা গ্রহীতাদের সাথে দুর্ব্যবহারের কথা অস্বীকার করলেও সেবা দিতে গাফিলতির বিষয়টি তিনি স্বীকার করেন।


হাউজিং সি ব্লকের একজন ভুক্তভোগী বলেন, আমি সাত মাস যাবত ঘুরছি। একটা নামজারির কাগজপত্র ঠিক করতে সাত মাস সময় লাগে কিনা আমার জানা নাই। প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাত এর ব্যাবহার খুবই খারাপ, তার সাথে কথাই বলা যাইনা, সে খুব রুট ব্যাবহার করে, আদেরকে মানুষ বলে মনে করেনা। ভুক্তভোগী আরাও বলেন উনার সাথে কথা বলতে আমার আত্মসম্মানে লাগে। প্রশাসনিক কর্মকর্তা আপনার কাছে কোন টাকা পয়সা চেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভুক্তভোগী বলেন, না সে আমার কাছে কোন টাকা পয়সা চাইনি বা চাইতে পারেনি বলেই হয়তো আমার কাজ হচ্ছে না, আমাকে ঘুরতে হচ্ছে। আমার কাজ কবে হবে আমি জানিনা।


এই ভুক্তভোগীর বিষয়টি প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা জান্নাতের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমাদের অফিসের এম এল এস এস একমাস আগে বদলি হয়ে গিয়েছে, তার কাছ থেকে কাগজপত্র বুঝে নেওয়া হয়নি। তাকে বারবার ফোন দেওয়া হয়েছে কিন্তু সে বলছে আসবো আসবো কিন্তু এখনো আসেনি। এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনার অফিসের এমএলএসএস কাগজপত্র আপনাকে বুঝিয়ে দেয়নি এ বিষয়টি আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন কিনা, তখন তিনি বলেন না আমি জানাইনি এটা আমার ভুল হয়েছে।

Md Nahid Hossain
203 Pogledi · 8 mjeseca prije

শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছেন নড়িয়া উপজেলা প্রশাসন।
নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের জন্য এক মানববন্ধনের ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,
এরপর বিএনপির আরেক গ্রুপে পাল্টা কর্মসূচি দিয়েছেন,

এরপর নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন,

একারণে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,

জিন্টু বলেন নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করার জন্য নড়িয়া বিভিন্ন অঞ্চলের মানুষ এক সাথে জড় হওয়ার পর জানতে পারলাম নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন,
তিনি আরো বলেন নড়িয়া উপজেলা পদ্মা নদীতে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত নদী ভাঙ্গনে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি মসজিদ মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যায় ,
বিস্তারিত ভিডিও বার্তায়।

MD JAHANGIR ALAM
50 Pogledi · 8 mjeseca prije

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামে কামাল মিয়া নামক এক যুবককে মোবাইল চুরির অপবাদে গরম লোহার ছ্যাকা।

MD JAHANGIR ALAM
227 Pogledi · 8 mjeseca prije

⁣জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামে কাজী বাড়ি মসজিদ সংলগ্ন মুদি দোকানদার হাবিবুল মিয়া ওরফে হাবুল্লা (৪৫) আজ আনুমানিক দুপুরের দিকে তারই প্রতিবেশী মোঃ আব্বাস মিয়ার পঞ্চম শ্রেণি পড়ুয়া ১০ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টা করে।


মেয়েটি হাবুল্লার দোকানে আসলে সে জোর করে দোকানে ঢুকিয়ে দোকানের শাটার আটকিয়ে দেয়, পরে চিৎকারে শুনে লোকজন জড়ো হয়ে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী এবং হাবুল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে সকল আইনি প্রকিয়া চলমান।

Raju Mia
23 Pogledi · 8 mjeseca prije

⁣লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী আহত,,, বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Shazzadul Alam Khan
35 Pogledi · 8 mjeseca prije

⁣ভালুকা উপজেলার হাসপাতাল সংলগ্ন রাস্তা পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি মোস্তাফিজুর রহমান মামুন। রাস্তাটির বেহাল দশা ও জনদুর্ভোগ দেখে তিনি পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

শাহরিয়ার মোরশেদ
25 Pogledi · 8 mjeseca prije

⁣রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন



সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। শনিবার দুপুরে উপজেলার সরাই হাজীপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত সাংবাদিকের ভাই শামীম উদ্দিন খান। তিনি বলেন, গত ১৫ মার্চ আমার ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের রায়গঞ্জ প্রতিনধি মো: শাহিন খানের উপর পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসী হামলা চালায়।

Anik chndra monidas
24 Pogledi · 8 mjeseca prije

আওয়ামী লীগের চেয়ারম্যানসহ ৬ নেতা গ্রেফতার

Md Sahadat Hossain
56 Pogledi · 8 mjeseca prije

⁣চট্রগ্রামে নালায় পরে যাওয়া বাচ্ছা ১৪ ঘণ্টা পর যে ভাবে উদ্ধার হলো নিখোঁজ হওয়া শিশুটি

Shazzadul Alam Khan
29 Pogledi · 8 mjeseca prije


ভালুকায় গোয়ারিতে মাক্রোবাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ




Showing 11 out of 12