- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
Mirzapur Mosque Press Conferece
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে ‘চলমান অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মসজিদ কমিটি, মুসুল্লি ও স্থানীয় গ্রামবাসী।
শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সভাপতি এ এস জাহাঙ্গীর আলম ও সহসভাপতি মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামুর্কী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী সোহেল রহমানসহ এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লি।
লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম ও আনিছুর রহমান বলেন, গুনটিয়া গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক সহায়তায় মসজিদটি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু একটি মহল মসজিদ কমিটি ও নামাজে মুসল্লিদের উপস্থিতি নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ গুজব ছড়াচ্ছে।
সম্প্রতি মসজিদটি নিয়ে একজন ইউটিউবার ভিডিওর মাধ্যমেও অসন্তোষজনক অপপ্রচার চালান। তারই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, গুনটিয়া মসজিদের সাবেক সদস্য আলমগীর হোসেন, বারি মিয়া, হাবিব মিয়া, জয়নাল, মহসীন, নাছির ও স্বাধীন মিলে একটি দুষ্টচক্র গঠন করে মসজিদের সুনাম ক্ষুণ্ন করতে চায়।
তারা মসজিদের দানের টাকা আত্মসাৎ, আইপিএস চুরির মতো অভিযোগ তুললেও নিজেদের কমিটিতে থাকাকালীন এসব বিষয়ে কোনও প্রমাণ দিতে পারেনি। বরং পরে নিজেরাই আরেকটি মসজিদ নির্মাণে জড়িত হয়ে গুনটিয়া মসজিদের বিরুদ্ধে ব্যানার, ফেস্টুন ও সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও ধর্মীয় কর্তৃপক্ষের প্রতি অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।