close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Crime

Azizar Rahman
6 Views · 10 hours ago

⁣ভূমি উন্নয়ন করের অনিয়মের বিষয় জানতে চাইলে সংবাদকর্মীকে গালিগালাজ করলেন কর্মকর্তা

দিনাজপুরের খানসামার স্থানীয় এক প্রতিনিধিকে হুমকি দেন, গোয়ালডিহি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুস সাদেক।

Rahmatullah Ashik
13 Views · 13 hours ago

⁣নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্য ও গণঅধিকার পরিষদের সদস্য পরিচয়ে চাঁদাবাজি :আটক ২

Dr Md Jonaid
17 Views · 18 hours ago

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান কারি আটক

Dr Md Jonaid
13 Views · 19 hours ago

⁣গতকাল মিরপুর কলেজ মার্কেটের একটি দোকানে টাকা চুরি করতে গিয়ে ধরা খেল এক সুন্দরী রমনী। সুন্দরী মেয়েটির নাম আনিকা। তবে সে শুধু একবারই নয় এর আগেও সে একই কাজ করেছে।
মেয়েটির বাড়ি বরিশাল ওজিরপুর

Rahmatullah Ashik
13 Views · 1 day ago

⁣চাঁপাইনবাবগঞ্জের আড্ডা- রহনপুর রোডে নজরপুর ব্রিজের পাশে ডা*কা*তির চেষ্টা।চালকের দক্ষতায় অল্পের জন্য র*ক্ষা পেলেন যাত্রীরা।
গতকাল ১৭/০৯/২৫ইং ভোরে ঘটনাটি ঘটেছে।

Salahuddin Ahmed
21 Views · 2 days ago

⁣খানসামায় ৬৭ কেজি গাঁজাসহ মাদক
ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জেলার খানসামা থানার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে বিশেষ অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেপ্তার করেছে খানাসামা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাত ওই অভিযান চালিয়েছে তারা।

জেলা ডিবি পুলিশের পক্ষে মানসুম হুদা সাজিব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদেন ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হকের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে স্থানীয় মাদক ব্যবসায়ী আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০) কে গ্রেফতার করেছে।
অভিযানের সময় আসামির বসতবাড়ির শোয়ার ঘরে রাখা একটি সবুজ রঙের স্টিলের ট্রাংক তল্লাসি করে বিশেষভাবে মোড়ানো অবস্হায় ১৭ টি পোটলার মধ্যে ৬০ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।

গ্রেফতার ইসলাম ওরফে আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Md Abu Rayhan
24 Views · 2 days ago

⁣হোমনায় পূর্ব শত্রুতার জেরে ফিল্মি স্টাইলে হামলায় আহত ৩, দোকানপাট ভেঙ্গে লক্ষাধিক টাকার মালামাল লুপাট

স্টাফ রিপোর্টার এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জেরে ফিল্মি কায়দায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ ব্যক্তি গুরুত্বর আহত এবং দোকানপাট ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের উত্তর পাড়ায়। পূর্ব শত্রুতার জের ধরে মহিউদ্দিন নামের এক রাজমিস্ত্রী পরিবারের উপর হামলা, ঘর লুটপাট এবং দোকানপাট ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। হামলায় আহতরা হলেন- রাজমিস্ত্রি মহিউদ্দিন ও তার ছোট ভাই মাইন উদ্দিন এবং তাদের বাবা খান সাব। এ বিষয়ে আহত মহিউদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানাগেছে, মহিউদ্দিন ও তার পরিবারের লোকজনের সাথে একই গ্রামের প্রতিবেশি মৃত শের আলী মিয়ার ছেলে শুভ মিয়া (৩০), মৃত মালেক মিয়ার ছেলে ইউসুফ (৪৫), ছামির আলীর ছেলে মোমেন মিয়া (৫৫), মৃত কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (৩০), মোমেন মিয়ার ছেলে সোহান (২৫), সেলিম মিয়া (২০), মৃত শুক্কুর আলীর ছেলে সিরাজ মিয়া (৪০) গংদের দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও নানান বিষয় নিয়ে শত্রুতা ও বিরোধ চলে আসিতেছে।
সেই শত্রুতার জের ধরে ঘটনার দিন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহিউদ্দিনের বসত বাড়িতে ডুকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেন তাদের এবং ঘর-বাড়ি ও দোকানপাট ভাংচুর করে লক্ষাধিক টাকার মালামাল লুপাট করেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দুই দফায় হামলাকারীদের আক্রমণের শিকার হন ভুক্তভোগী মহিউদ্দিন এবং তার পরিবার। প্রথম দফায় গত ২৩ এপ্রিল ২০২৫ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাদীর বসত বাড়িতে আইনবর্হিভূত ভাবে জোরপূর্বক প্রবেশ করে বাড়ি ঘরে ফিল্মি স্টাইলে হামলা চালায় সন্ত্রাসীরা। বাড়িতে থাকা লোকজনের উপর দেশিয় অস্ত্র ধারালো দা, লাঠি, লোহার রড, হকিস্টিক ইত্যাদি দিয়ে আক্রমণ চালায় এবং পিটিয়ে ও কুপিয়ে আহত, ব্যাপক ভাংচুর এবং দোকান লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। এ হামলায় মহিউদ্দিন ও তার বাবা খান সাব এবং ছোট ভাই মাইন উদ্দিন মারাত্মক রক্তাক্ত জখম ও গুরুত্বর আহত হন। এসময় হামলাকারীরা দোকান ঘর ভাংচুর এবং লুটপাট করে ৮০ হাজার টাকা, আহত মাইন উদ্দিন এর পকেটে থাকা ৭ হাজার টাকা ও বাদী মহিউদ্দিনের সাথে থাকা নগদ ৫ হাজার টাকা নিয়ে যায় এবং বাড়ি ঘরের বিভিন্ন ক্ষতিসহ লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ করা হয়। তাদের "শোরচিৎকারে" আশেপাশের বাড়ির প্রতিবেশিরা এগিয়ে আসলে এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে হামলাকারী সন্ত্রাসীরা চলে যায়।

এ সময় "শোরচিৎকার" শুনে স্থানীয় ও বাড়ির লোকজন এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে মহিউদ্দিনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করেন। হামলাকারীরা যাবার সময় তাকে আবার পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হামলাকারীদের বিরুদ্ধে মহিউদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আহত মহিউদ্দিন বলেন, মৃত শের আলীর ছেলে শুভ, মৃত মালেক মিয়ার ছেলে ইউসুফ, ছামির আলীর ছেলে মোমেন মিয়া, মৃত কাদির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া, মোমেন মিয়ার ছেলে সোহান, সেলিম মিয়া, মৃত শুক্কুর আলীর ছেলে সিরাজ মিয়া গংদের সাথে আমাদের দীর্ঘদিনের শত্রুতা ও বিরোধের বিষয়টি স্থানীয় ভাবে একাধিকবার সালিশ মিমাংসার চেষ্টা করিয়া ব্যার্থ হয় স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় সালিশ মিমাংসা তোয়াক্কা না করে আমার এবং আমার পরিবারের উপর হামলা করে। জোর পূর্বক বাড়িতে ডুুকে বসত ঘরের সামনে উঠানে বেআইনী জনতাবন্ধে দেশীয় অস্ত্র ধারালো দা, লোহার রড, লাঠিসোঠা ইত্যাদি নিয়া আমার পরিবারের সদস্যদের উপর এলোপাথারী মারধর শুরু করে। এসময় হামলাকারীরা দোকান ঘর ভাংচুর এবং লুটপাট করে নগদ অর্থসহ বাড়ি ঘরের বিভিন্ন আসবাপত্র ভাংচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। শুধু তাই নয় এই হামলার রেশ কাটতে না কাটতেই ২য় দফায় আমি রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় আমাকে একা পেয়ে আবার হামলা করে। আমি প্রাণ ভয়ে দৌড়ে রাস্তার পার্শ্ববর্তী সালাম ভূঁইয়ার বাড়িতে ডুকে পড়লে তারা আমার পিছু নিয়ে সেখানে ডুকে তাদের হাতের লাঠিসোটা দিয়ে এলোপাথারি পিটিয়ে আমাকে গুরুত্বর আহত করে এবং বাম ও ডান পায়ের হাড় ভেঙ্গে ফেলে। আমি এখন মৃত্যুর চেয়েও ভংয়ঙ্কর যন্ত্রণায় ভুগছি। আইন প্রশাসনের নিকট সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

আহত মাইন উদ্দিন জানান, গ্রাম্য আধিপত্য এবং দলীয় বিষয় নিয়ে আমাদের উপর এই হামলার ঘটনা ঘটে। ৫ই আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকার পালালেও তার দোসররা এখনও শক্তিশালী। আমরা বিএনপির লোক বিগত ১৭ বছরে গ্রামের আওয়ামী দোসরদের ধারা বহু হামলা মামলায় জর্জরিত। তারা এখনও চাচ্ছে সেই প্রভাব খাটাতে। তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলে আমাদের উপর চলে নির্যাতন হতে হয় মারধরও হামলার শিকার। আমি বিএনপির সিনিয়র নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করছি। এবং সেই সাথে প্রশাসনের নিকট এর সুষ্ঠ বিচার ও হামলার ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির জোর দাবী জানাই।

অভিযুক্ত শুভ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে হামলার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত ঘটনা গ্রামের এক গৃহবধুকে মহিউদ্দিনের উত্যক্ত করাকে কেন্দ্র করে বিচার সালিশ বসানো নিয়ে।



গ্রামের প্রবীণ ব্যক্তি ও সাবেক ইউপি সদস্য এবং প্রত্যক্ষদর্শী আমির হোসেন এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি ঘটনা সত্য নিশ্চিত করে বলেন, হামলার ঘটনাটি সম্পূর্ণ সত্য এবং গৃহবধুকে মহিউদ্দিনের উত্যক্ত করা বা বিচার সালিশ বসানো নিয়ে এমন কোনো ঘটনা আমার জানা নেই। অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের বাচানোর জন্য প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা অপবাদ রটাচ্ছেন।

এ ব্যাপারে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Juwel Hossain
19 Views · 4 days ago

⁣সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলে লাবুর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত

⁣খেলা করার কথা বলে ডেকে নিয়ে ৫ বছরেরর এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Md Abu Nayem
27 Views · 9 days ago

⁣টাঙ্গাইল সখীপুর উপজেলার ১নং কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজার অগ্রণী এজেন্ট ব্যাংক শাখা থেকে আনুমানিক এফডিআরে ৩ কোটি ১০ লক্ষ টাকা নিয়ে এজেন্ট ব্যাংক মালিক মো:হাবিবুর রহমান(হাবিব) উধাও।

হাবিবের বাড়ির ঠিকানা: পারখী,কালিহাতী,টাঙ্গাইল। তার পিতার নাম : মো.রফিকুল ইসলাম।

Md Sale
21 Views · 10 days ago

⁣জুলাই বিপ্লবের বিপ্লবী সাংবাদিকের নামে মামলা : প্রত্যাহারের দাবী সর্বমহলে।
সাংবাদিক মোজাহিদ দাবী করেন।
তিনি জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে তিনি সংবাদ কাভার করেছেন।

Dr Md Jonaid
15 Views · 11 days ago

⁣নুরা পাগলার ছেলের যত অপকর্ম,মুসলিম থেকে খ্রিস্টান বানানোর পায়তারা লোকদের

Juwel Hossain
8 Views · 11 days ago

⁣সিরাজগঞ্জ যমুনা ইকো শিশু পার্কের উদ্বোধনী ফলক ভেংগে ফেলেছে দুর্বৃত্তরা।

Mehedi Hasan
84 Views · 11 days ago

⁣প্রবাসীর নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি, নিরাপত্তাকর্মীকে পিটুনি

Md Abu Rayhan
8 Views · 12 days ago

⁣বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ ৬ মাদক কারবারি গ্রেফতার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির তথ্য ও ভিডিওতে বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৫ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার কালারের নোহা মাইক্রোবাস গাড়ী জব্দ করা হয়েছে।

৫ই সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার দুপুর ১.৪৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন উপজেলার আইয়ুবপুর - কানাইনগর এলাকার বাঞ্ছারামপুর টু ফেরী ঘাট রাস্তার উপর ০৬ মাদক কারবারীকে গ্রেফতার করেন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ (পনের) কেজি গাঁজাসহ বহনকারী একটি সিলভার কালারের নোহা মাইক্রোবাস গাড়ী উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন - মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার দামলা তিন দোকান গ্রামের মৃত মনু মিয়ার ছেলে রিয়াদ হোসেন (৩০), ঢাকা জেলার গেন্ডারিয়া থানার ডালকানগর গ্রামের আকবর হোসেন এর ছেলে মো. সালমান (২৭), শ্যামপুর থানার পাইপরাস্তা গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মো. ইমন (২৭), গেন্ডারিয়া থানা ফায়ার সার্ভিসের পিছনে মো. হাবিব মিয়ার ছেলে আরিফ (২৭), গেন্ডারিয়া ডিআইটি প্লট ৩নং গলির মৃত মফিজুল ইসলাম এর ছেলে মো. মনজু (৩২), গেন্ডারিয়া শহিদ নগর সাহিনসাহা গলি (সাবেক বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার দরিচর খাজুরিয়া গ্রামের আলম এর ছেলে সুমন (২৮)।

এব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Monsur Alam
14 Views · 12 days ago

⁣তুর্কী নাগরিক পরিচয়ে প্রতারণা,ফেনীর লেমুয়ায় ব্যবসায়ী নিঃস্ব নগদ ৩ লাখ ২২ হাজার টাকা লুট

Sujat Molla
18 Views · 12 days ago

⁣নুরাল পাগলের লাশ কবর থেকে উঠে লাথি

Juwel Hossain
488 Views · 12 days ago

⁣সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর সারটিয়া গ্রামে এক নারীর উপর নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগী নারী মোছা. জান্নাতী খাতুন (৩৮), স্থানীয় শাকিল তালুকদারের স্ত্রী। তিনি দাবি করেছেন, জমি ও টিন বদলানোকে কেন্দ্র করে গ্রামের কয়েকজন যুবক তাকে প্রকাশ্যে মারধর করেছে। তবে তদন্তে জানা যাচ্ছে, এ ঘটনার পেছনে জমির বিরোধ, প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম এবং স্থানীয় সামাজিক দ্বন্দ্ব—সবকিছুই জড়িয়ে আছে।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, নাঈম, অন্তর ও তাদের সহযোগীরা টিনের বেড়া ভেঙে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি করেছে এবং বাঁধা দিতে গেলে জান্নাতীকে বেধড়ক পেটায়। [তদন্তের পর জানা গেছে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।]

অভিযুক্ত আলাউদ্দীন বলছেন ভিন্ন কথা। তার সাথে কথা বলে জানা যায়, “জমির কাগজপত্র এখনো ঠিক হয়নি। এরই মধ্যে জায়গা বিক্রির বায়না নিয়ে একই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। সেখান থেকেই এ ঘটনার সূত্রপাত।”

অর্থাৎ, ঘটনাটি হয়তো সরল পারিবারিক/জমিজটিলতা নয়; এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো স্বার্থ।

ভুক্তভোগী জান্নাতী স্বজনরা অভিযোগ করেছেন, এ হামলার নেপথ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী শাহাদত হোসেন বাচ্চু। তিনি শুধু কলেজের শিক্ষকই নন, একইসাথে যমুনা ডিগ্রী কলেজের সভাপতি এবং গত ৫ আগস্টের পর বিএনপির সক্রিয় নেতা দাবী করেন তিনি। জান্নাতীর স্বজনদের দাবি, তার নির্দেশেই নাঈম-অন্তররা হামলায় অংশ নেয়।

তবে বাচ্চু এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, নাঈম-অন্তর ও তাদের সহযোগীরা লাঠি নিয়ে জান্নাতীর ঘরের দিকে যায়। সেখানে বাঁধা দিলে জান্নাতীকে টেনে-হিঁচড়ে বেধড়ক মারধর করা হয়। ভিডিওর এ দৃশ্যই ঘটনার ভয়াবহতা নিশ্চিত করছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পুতিন বলেন, “ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে হামলার প্রমাণ মিলেছে। ওসি স্যারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে তদন্ত কতটা নিরপেক্ষ হবে—সেটাই এখন মূল প্রশ্ন। কারণ ঘটনায় প্রভাবশালীর নাম জড়িয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

চর সারটিয়ার এই হামলার ঘটনাকে ঘিরে প্রশ্ন এখন একটাই—এটা কি কেবল জমিজটিলতা থেকে সৃষ্ট একটি মারপিট, নাকি এর আড়ালে প্রভাবশালী মহলের নির্দেশ ও রাজনৈতিক প্রভাব কাজ করছে?

আইনের সঠিক প্রয়োগ না হলে এ ধরনের ঘটনা শুধু সামাজিক অস্থিরতাই বাড়াবে না, বরং গ্রামের সাধারণ মানুষের মধ্যে ভয় এবং অবিশ্বাস আরও গভীর করবে।

Md Hamidul Islam
15 Views · 13 days ago

⁣🇧🇩🎀✅🌅পটুয়াখালীর কলাপাড়ায় জেলের মৃত্যু ঘিরে নতুন রহস্য ফাঁস হয়েছে। অভিযোগ উঠেছে, এ ঘটনায় মন্টু ফরাজির লোকজন সরাসরি জড়িত। হত্যা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র – তা নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয়দের দাবি, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

Sujat Molla
18 Views · 13 days ago

আগুন দেয়া হয়েছে নুরাল পাগলের মাজারে ভেঙে ফেলা হয়েছে পুলিশের গাড়ি

Md Hamidul Islam
18 Views · 14 days ago

✅✅✅প্রেমে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছে পটুয়াখালীর গলাচিপার আমরান। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে আমরানের মা ন্যায়বিচার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে টিসি প্রদানের দাবি জানিয়েছেন।
Amran from Patuakhali in Galachipa committed suicide after alleged betrayal in love. In a press conference, his mother demanded justice and issuance of Transfer Certificate (TC) from the concerned institution.

Md Hamidul Islam
18 Views · 14 days ago

⁣গলাচিপায় (পটুয়াখালী) আবারও উত্তাল হয়ে উঠেছে আমরান হত্যাকাণ্ডকে ঘিরে। স্থানীয় জনমনে আতঙ্ক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। 🚨
In Galachipa, Patuakhali, the Amran murder incident has once again stirred up unrest and tension. The local people are demanding justice and a fair investigation.

Sujat Molla
17 Views · 14 days ago

📰 মাত্র ১০০ টাকার জন্য দুই পক্ষের মা"রা"মা"রি!

Belhaj Badhon
11 Views · 15 days ago

⁣বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীকে অপহরণ; ভুয়া পুলিশের একজন আটক

Belhaj Badhon
19 Views · 15 days ago

⁣বড়াইগ্রামে গাঁ'জা কান্ডে এসআই আব্দুর রাজ্জাক ও সঙ্গী দুই কনস্টেবল প্রত্যাহার

Dr Md Jonaid
22 Views · 15 days ago

⁣সেপ্টেম্বর ৩/২৫, পূবাইল স্টেশন এলাকায়, পূবাইল পোষ্ট অফিসের তালা কেটে চুরি করার সময় জনতার হাতে আটক ১

SHARIF MIA
17 Views · 15 days ago

⁣আশুলিয়ার জামগড়া এলাকায় 'শয়তানের নিঃশ্বাস' চক্রের এক সদস্যকে আটক করেছে জনতা। নিজের মুখেই বলছে বিস্তারিত...

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়িয়া বাজারে বুধবার সকাল ১০টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘোরাচোরা গ্রামের বাসিন্দা বেল্লাল মাস্টার (৫০) নিহত হন। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, বেল্লাল মাস্টার রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগলে তিনি সিএনজির নিচে পড়ে যান। সিএনজির নিচে চাপা পড়ার ফলে তার মাথার একপাশ থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।সিরাজগঞ্জ সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অটোরিকশাচালককে আটক করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, স্থানীয় মেম্বার আব্দুল মমিন এবং ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দুধু খা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, "এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।" তাদের মতে, এই ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন এবং জনগণের মধ্যে সমন্বয় প্রয়োজন।বেল্লাল মাস্টারের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। স্থানীয়রা রাস্তা বন্ধ করে আগুন জ্বালিয়ে দেন।এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশে সড়ক নিরাপত্তা আইন এবং ট্রাফিক নিয়ম আরো কঠোরভাবে বাস্তবায়ন দরকার। এছাড়া, সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি, যা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

MD JAHANGIR ALAM
36 Views · 16 days ago

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—জোয়ারিয়া গ্রামের বিল্লাল মিয়া (৩৮) ও বাদল মিয়া (৪৮)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পিরিজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩৩টি খালি বস্তা এবং ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, জব্দ হওয়া সরকারি চালের সঙ্গে পিরিজপুর ইউনিয়ন যুবদল নেতা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাবিবুর রহমানের সম্পৃক্ততা রয়েছে।

ডিলার হাবিবুর রহমান অবশ্য দাবি করেছেন, তার দোকান থেকে কোনো চাল বিক্রি হয়নি এবং তিনি নিয়ম মেনেই সব চাল বিতরণ করেছেন।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, “অভিযানে ঘটনাস্থল থেকে সরকারি চালের খালি বস্তা ও আলগা চাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্তে আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা খাদ্য কর্মকর্তা তাহিদুল ইসলাম রিয়াদ জানান, প্রশাসন এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে। ডিলার জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাসিদ বিন এনাম বলেন, সরকারি চাল নিয়ে কেউ কারসাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত চাল ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। যেসব উপকারভোগী তাদের কার্ডের চাল বিক্রি করেছেন, শনাক্ত হলে তাদের কার্ড বাতিল করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হতদরিদ্র মানুষের প্রাপ্য চাল সঠিকভাবে পৌঁছাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—জোয়ারিয়া গ্রামের বিল্লাল মিয়া (৩৮) ও বাদল মিয়া (৪৮)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পিরিজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩৩টি খালি বস্তা এবং ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, জব্দ হওয়া সরকারি চালের সঙ্গে পিরিজপুর ইউনিয়ন যুবদল নেতা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাবিবুর রহমানের সম্পৃক্ততা রয়েছে।

ডিলার হাবিবুর রহমান অবশ্য দাবি করেছেন, তার দোকান থেকে কোনো চাল বিক্রি হয়নি এবং তিনি নিয়ম মেনেই সব চাল বিতরণ করেছেন।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, “অভিযানে ঘটনাস্থল থেকে সরকারি চালের খালি বস্তা ও আলগা চাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্তে আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা খাদ্য কর্মকর্তা তাহিদুল ইসলাম রিয়াদ জানান, প্রশাসন এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে। ডিলার জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাসিদ বিন এনাম বলেন, সরকারি চাল নিয়ে কেউ কারসাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। জব্দকৃত চাল ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। যেসব উপকারভোগী তাদের কার্ডের চাল বিক্রি করেছেন, শনাক্ত হলে তাদের কার্ড বাতিল করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হতদরিদ্র মানুষের প্রাপ্য চাল সঠিকভাবে পৌঁছাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Rudra Biswas
17 Views · 16 days ago

⁣খুলনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী আরটিএম রিয়েল এস্টেট কোম্পানীর মালিক ও কিউ পি এস ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানীর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ও রাজনীতি বিদ গনসংহতি নেতা ও নাগরিক আন্দোলন খুলনা সংগঠনের নেতা কামরুজ্জামান টুকু স্বাদ ও তার পরিবারের ১৭ জন সদস্য নিখোঁজ।
তার ১০ তলা বাড়ি দখল পরিবারের কেউ বেছে নী একমাত্র স্ত্রী আছে ।

SHARIF MIA
23 Views · 17 days ago

⁣আবাসিক হোটেলের দালাল জিরানি বাজার আশুলিয়া

Dr Md Jonaid
17 Views · 17 days ago

⁣সাঁথিয়া উপজেলার হাঁপানিয়া ( রামচন্দ্রপুর) গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র নজরুল ইসলাম ও তার স্ত্রী মিলে নজরুল ইসলামের মায়ের উপর চালানো অমানবিক
অত্যাচারের চিত্র।

Md Uzzal Mia
18 Views · 17 days ago

ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হা'ম'লার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

Md Abu Rayhan
15 Views · 18 days ago

⁣কুমিল্লার হোমনায় ⁣আদালতকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে কুখ্যাত ভূমি দস্যু অরুন ও শেখ কামাল সিন্ডিকেট চক্রের জমি দখল নিয়ে অনলাইন নিউজ পোর্টাল হোমনা টিভি ও আই নিউজ বিডিতে সংবাদ প্রকাশের জের ধরে ⁣সাংবাদিককে সনাক্ত করে দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ প্রয়োগ করেন। কুখ্যাত ভূমি দস্যু অরুন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খ্যাত শেখ কামাল। তারা সাংবাদিক এবং ভুক্তভোগী পরিবারকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন বলে জানান ওই পরিবার।

Md Uzzal Mia
10 Views · 18 days ago

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হা'ম'লা।

⁣সিরাজগঞ্জ শহরে অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার অকার্যকারিতা নিয়ে দিন দিন উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। অপরাধ দমনে সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু সিরাজগঞ্জ শহরের অধিকাংশ সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এতে করে অপরাধীরা সহজেই অপরাধ সংঘটিত করে যাচ্ছে।
পুলিশ জানায়, অপরাধীরা প্রায়শই অপরাধ করার আগে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলার চেষ্টা করে, যাতে তারা দ্রুত শনাক্ত না হয়। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যখন সিসি ক্যামেরা সক্রিয় থাকে, তখন আমাদের অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। কিন্তু ক্যামেরাগুলো অকেজো থাকায় আমাদের কাজ কঠিন হয়ে পড়ছে।’শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরাগুলো নষ্ট অবস্থায় রয়েছে। বিশেষ করে এসএস রোড, মুজিব সড়ক, কড়িতলা ও বাজার স্টেশন এলাকার ক্যামেরাগুলো অকেজো হয়ে আছে। জেলা পুলিশের তথ্যমতে, ২০২১ সালে শহরের ৬৫টি পয়েন্টে ১০০টি ক্যামেরার একটি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার চালু করা হয়েছিল। তবে বর্তমানে বেশিরভাগ ক্যামেরা অকেজো।
স্থানীয় ব্যবসায়ী জানান, ‘সিসি ক্যামেরা না থাকায় শহরে চুরি-ছিনতাই বেড়েছে। ক্যামেরা থাকলে পুলিশ দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারত।’ একইভাবে, স্থানীয় ব্যবসায়ী নোমান, ‘ব্যাংকের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীরা সুযোগ নেয়, মাঝে মাঝে মোটরসাইকেলও চুরি হয়।’
এই পরিস্থিতিতে পুলিশ সুপার অফিস থেকে বলা হয়েছে , ‘সিসি ক্যামেরা থাকলে অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। এ বিষয়ে জেলা প্রশাসক ও পৌরসভার সাথে আলোচনা করা হয়েছে, যাতে অতি দ্রুত সিসি ক্যামেরাগুলো নতুন করে স্থাপন করা যায়।

Md Hamidul Islam
21 Views · 18 days ago

⁣📌 আমরানের মৃত্যু নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন – এটি কি হত্যা, নাকি আত্মহত্যা? পরিবার, এলাকাবাসী ও প্রশাসনের বক্তব্যে এসেছে ভিন্ন ভিন্ন তথ্য। আমরানের অকাল মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য ও আলোচনা। পুরো ঘটনাটি জানুন বিস্তারিত ভিডিওতে🕯

👉 আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।

Al Mamun Gazi
20 Views · 18 days ago

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী।আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

রবিবার ৩১ আগস্ট বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক মোঃ আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন।(প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে। এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন।জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Md Sale
7,568 Views · 19 days ago

⁣গাজীপুর শ্রীপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে এনসিপির মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

Md Hamidul Islam
37,801 Views · 19 days ago

⁣গলাচিপা মডেল সরকারি হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আমরান আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে জনমনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাবি করছেন, ছলনাময়ী এক নারীর প্ররোচনার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটে। আমরানের মৃত্যুর সুষ্ঠু বিচার ও দায়ীদের আইনের আওতায় আনার দাবিতে গলাচিপাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

Md Abu Rayhan
22,686 Views · 19 days ago

⁣বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক গাড়ি জব্দ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির তথ্য চিত্রে বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি নোয়া মাইক্রোবাসসহ সাইফুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক ২:৪০ মিনিটের দিকে পৌরসভার দূর্গারামপুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ হাসান উদ্দিন এবং এ এস আই মাসুদ ও সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম সফল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামের নসু মিয়া ও রানোয়ারা বেগমের ছেলে মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালিয়ে ২০ কেজি গাঁজাসহ সাইফুলকে আটক করেন থানা পুলিশ। পরে মাদকসহ গাড়িটিও জব্দ করা হয়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “আটককৃত আসামিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”

Azizar Rahman
17,359 Views · 19 days ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর (পালোয়ান পাড়া) গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Al Mamun Gazi
24,608 Views · 20 days ago

যশোরের অভয়নগর উপজেলার পাচুড়িয়া গ্রামে ভুয়া কবিরাজ মাফিয়া ওরফে মনিমা কুসংস্কার ও অজ্ঞতাকে পুঁজি করে প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছে। জ্বীনের গল্প, তাবিজ-কবজ আর ভুয়া চিকিৎসার নামে তিনি প্রতিদিনই সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

Md Abu Rayhan
1,322 Views · 20 days ago




















































আদালতকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে কুখ্যাত ভূমি দস্যু অরুন ও শেখ কামাল সিন্ডিকেট চক্রের জমি দখল


ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদনের ১ম পর্ব


নিজস্ব প্রতিবেদকের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত

কুমিল্লার হোমনায় আদালতের নির্দেশ অমান্য করে বহিরাগত এলাকায় জোরপূর্বক জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে ভূমি দস্যু অরুন এবং তার ছোট ভাই শেখ কামাল বাহিনীর বিরুদ্ধে।

কুখ্যাত ভূমি দস্যু ও ভয়ংকর এক মূর্তিময় আতংকের নাম অরুন ও শেখ কামাল। বাড়ি হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে। পরিচয় ওয়ার্ড বিএনপির নেতা। রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে রয়েছে তাদের নিজস্ব দস্যু বাহিনী। এবং পিছনে রয়েছে বিএনপির বড় একটি গ্রুপের হাত। ৫ই আগস্টের পর ওই গ্রুপের ছায়া তলে অরুন আক্রমণাত্মক রূপে নিজের আত্মপ্রকাশ করেন।

বিগত আওয়ামী লীগের সময়ে বিচার শালিসসহ অপরাধ মূলক সকল কর্মকান্ড থেকে অনেকটা বিরত থাকলেও। আওয়ামী ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার কিছুদিনের মধ্যেই পুরোনো কায়দায় আবারও মাথাচারা দিয়ে ওঠেন অরুন। তার সন্ত্রাসী কার্যক্রম চালাতে আশ্রয় নিয়েছেন বিএনপির একটি শক্তিশালী গ্রুপের ছত্রছায়ায়।

দীর্ঘ অনুসন্ধানে জানাগেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামে অরুন সরকারের বাড়ি। তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি। সেই সুবাধে এলাকায় রয়েছে তার বিশাল আধিপত্য। শুধু তাই নয় নিজের এলাকার বাহিরেও ক্ষমতার প্রভাব খাটায় সে। পাশের ইউনিয়ন গুলোতেও রয়েছে তার বিস্তার। বিচার শালিস থেকে জায়গা - জমি দখলসহ এমন কোনো অপরাধ মূলক কর্মকান্ড নেই যা তার হাতের ইশারা ছাড়া কিংবা না জানিয়ে সংঘঠিত হওয়ার সাহস রাখে কেউ। অরুন এতোটাই প্রভাবশালী এবং হিংস্র যে তার ভয়ে অতিষ্ঠ দুই ইউনিয়ন বাসী। তার এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পার্শ্ববর্তী চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রীজের নিচে লাকড়ির দোকানের পাশে অফিস ভাড়া নেয় অরুন। এখান থেকেই তার সকল অপরাধ সাম্রাজ্য পরিচালিত হয়। এ যেন সাধারণ মানুষের মূর্তিময় ভয়ংকর এক আতঙ্ক। কিন্তু তার খুঁটির জোর কোথায়? এমনটাই প্রশ্ন সুশিল সমাজ ও সচেতন মহলের। অরুন নিজেই তার পরিচয় বলে বেড়ান সারাক্ষণ। সম্প্রতি প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি নিয়ে হোমনা টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হলে। ওই সাংবাদিকের পিঠের চামড়া তুলে উল্টো ঝুলিয়ে রাখার হুমকি প্রদান করনে অরুন। "হুমকিতে নিজের পরিচয় বলেন, আমি ১৭ মামলার আসামী। হত্যা মামলা দিয়েও কিছুই করতে পারে নি। তোর মত সাংবাদিককে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখলে কিছুই হবে না আমার। কথা গুলো অত্যন্ত বীরদর্পেই বলেন অরুন সরকার। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। এখন প্রশ্ন হলো একজন মিডিয়া (সংবাদকর্মী)কেই যদি এভাবে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেয়া হয়। তা হলে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাবে কি করে! তাদের কথা কে শুনবে? কে লিখবে অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। তাদের বিচার বা কান্না শুনবার বুঝি কেউ আর থাকলো না।

অনুসন্ধানে ওঠে আসে, উপজেলার চান্দের ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ৬০ বছরেরও বেশি সময় ধরে মালিকানা দখলদার থাকা অবস্থায় সিরাজ মিয়ার পৈত্রিক সম্পত্তি কুখ্যাত ভূমি দস্যু অরুন ও তার সেকেন্ড ইন কমান্ড ছোট ভাই শেখ কামাল বাহিনীর নেতৃত্বে এবং তাদের সহযোগিতায় জোরপূর্বক দখল নিয়ে মাটি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের বিমল চন্দ্র ঘোষের ছেলে তরুন কান্তি ঘোষ ও মৃত মান্নান মাষ্টারের ছেলে আজিজুর রহমান ওরফে লোকা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। আদালতের ১৪৫ ধারা রায় উপেক্ষা করে প্রকাশ্যে জমিতে মাটি ভরাট। এ নিয়ে ভূক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শুধু তাই নয় আজিজুর রহমান ওরফে লোকা দীর্ঘদিন ধরে জায়গা জমির দলিল জাল জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত।

জমির প্রকৃত মালিক মৃত সিরাজ মিয়ার বড় ছেলে ভুক্তভোগী কামরুল ইসলাম ওরফে কামাল জানান, নিষেধাজ্ঞার নোটিশ পুলিশের মাধ্যমে বিবাদীদের জানানো হলেও তা অমান্য করে অরুনসহ তার সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে রাতের আধারে মাটি ভরাট করে। এবং দিনের বেলা এসে জমিতে কেউ গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে যান। ভুক্তভোগী পরিবার থানা পুলিশকে অভিযোগ জানালে প্রশাসন বিষয়টি দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, বলে অভিযোগ রয়েছে।

এদিকে মৃত সিরাজ মিয়ার পুত্র বধু ভুক্তভোগী কুলসুম বেগম জানান, আদালতের নিষেধাজ্ঞা দেখানোর পরও তারা জমি দখল নিয়ে মাটি ভরাট করে। এতে আমাদের জীবন আর সম্পত্তি দুই অনিশ্চয়তায় পড়েছে।”অরুন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে এসে জোর খাটায়। আমরা তার হাত থেকে বাচতে চাই। প্রশাসনের নিকট এর বিচার ও অরুনের শাস্তির দাবী জানাই।

আর এক ভুক্তভোগী কামাল মিয়ার ছেলে সজিব বলেন, আমি জন্মের পর থেকে দেখে আসছি। আমার বাপ - দাদারা এই জমিটি হালচাষ করে আসছেন। হঠাৎ করে অরুন বাহিনী একটি ভূয়া ৩শত টাকার স্ট্যাম্পে বায়না নামা দিয়ে জমির মালিক দাবী করছেন।

জমির পার্শ্ববর্তী বাড়ির মালিক শহিদ মিস্ত্রি নামের এক ব্যক্তি বলেন, আমি এখানে বাড়ি করেছি প্রায় দেড় যুগেরও বেশি সময় হয়েছে। আসার পর থেকেই দেখছি জমিটি সিরাজ মিয়া গংদের দখলে এবং তারা চাষাবাদ করছে। এখন আবার শুনতেছি মিঠাইভাঙ্গা গ্রামের অরুন সরকার নামে এক লোক জমির মালিকানা দাবী করছেন।

স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে। আদালতের আদেশ কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

তবে বিষয়টি মিথ্যা ও বানোয়াট দাবী করে অরুন সরকার বলেন,

এব্যাপারে হোমনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। এ বিষয়ে এখনও অবগত নই। তবে আমি খোজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Saif Uddin
13 Views · 20 days ago

সন্ত্রাসী সোহেল এর মাস্তানী। মাদক সম্রাট সোহেল, দেশে এসেই মাদকদ্রব্য বিক্রি শুরু করে দিছে।

Dr Md Jonaid
18 Views · 21 days ago

শরিয়ত পুর এর জাজিরাতে মাটির নিচ থেকে বস্তাবন্দি পচা লাশ উদ্ধার করা হয়েছে

Md Abu Rayhan
42 Views · 21 days ago

⁣হোমনায় পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিবেশিদের বিরুদ্ধে।

গত ১৮ আগস্ট ২০২৫ সোমবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী আক্তার হোসেন এর সাথে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে একই গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র আমজাদ, সাবেক ইউপি সদস্য হাসান, মৃত রেহমান মিয়ার পুত্র আব্দুল মতিন, মৃত গফুর মিয়ার পুত্র অদুদ মিয়া, নুরু মিয়ার পুত্র প্রিন্সের সাথে অনেক দিন ধরে শত্রুতা চলিয়া আসিতেছে। সেই শত্রুতার জের ধরে ঘটনার দিন দুপুর আনুমানিক ১.৩০ মিনিটের দিকে দেশিয় ধারালো অস্ত্র দা, ছুরি, লোহার রড, হকিস্টিক, লাঠিসোটা ইত্যাদি নিয়ে অর্তকিত ভাবে আক্তার মিয়ার বসত বাড়িতে হামলা চালায়। এবং তাদের মারধর করলে চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী ও আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এসময় হামলাকারীরা বিল্ডিংয়ের থাইগ্লাস ভাঙ্গিয়া ৭ হাজার টাকা এবং ঘরে ডুকে স্ট্রীলের আলমারীর তালা ভেঙ্গে ড্রয়ার থেকে ৯০ হাজার টাকা ও সোকেসের ড্রয়ার ভেঙ্গে এবং অন্যান্য আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করিয়া আনুমানিক ৩০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। এ বিষয়ে আক্তার এর স্ত্রী রাশিদা বাদী হয়ে ওই দিনই থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী রাশিদা বলেন, বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মৃত আব্দুল খালেক এর পুত্র আমজাদ, সাবেক ইউপি সদস্য হাসান, মৃত রেহমান মিয়ার পুত্র আব্দুল মতিন, মৃত গফুর মিয়ার পুত্র অদুদ মিয়া, নুরু মিয়ার পুত্র প্রিন্সের সাথে আমাদের দীর্ঘদিন ধরে শত্রুতা ও ঝগড়া বিবাদ চলে আসছে। সেই শত্রুতার জের ধরে ঘটনার দিন দুপুরে আমাদের বাড়িতে অর্তকিত হামলা চালায় তারা। এবং ঘরে ডুকে ভাংচুর ও নগদ অর্থসহ লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতি করেন। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশি নজু মিয়ার স্ত্রী শারমিন, মানিক মিয়ার স্ত্রী সুজনা, কাশেম এর পুত্র মজিবর, সফিকুল ইসলাম সাফির পুত্র মিজানুর রহমান মির্জা, মৃত মুনছর আলীর পুত্র আরফত আলীসহ আরও লোকজন এগিয়ে আসলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এখন জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের নিকট আমরা এর সঠিক বিচার চাই।

আক্তার মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন দুপুরে তারা আমার বাড়িতে অর্তকিত হামলা চালায়। এবং ঘরে ডুকে ভাংচুর ও নগদ অর্থসহ লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতি করেন। আমি এর সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

SHARIF MIA
15 Views · 21 days ago

⁣আশুলিয়া সাডে তিন বছর এর শিশু দর্শনের অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার

Md Abu Rayhan
21,272 Views · 22 days ago

⁣কুখ্যাত ভূমি দস্যু অরুন তার খুটির জোর কোথায় ? সাংবাদিককে ঝুলিয়ে পেটানোর হুমকি


রিপোর্টঃ - বিভাগীয় প্রধান চট্টগ্রাম, আই নিউজ বিডি


⁣কুখ্যাত ভূমি দস্যু ও ভয়ংকর এক মূর্তিময় আতংকের নাম অরুন। বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে। পরিচয় ওয়ার্ড বিএনপির নেতা। রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে রয়েছে তার নিজস্ব দস্যু বাহিনী। এবং পিছনে রয়েছে বিএনপির বড় একটি গ্রুপের হাত। ৫ই আগস্টের পর ওই গ্রুপের ছায়া তলে অরুন আক্রমণাত্মক রূপে নিজের আত্মপ্রকাশ করেন।

⁣বিগত আওয়ামী লীগের সময়ে বিচার শালিসসহ অপরাধ মূলক সকল কর্মকান্ড থেকে অনেকটা বিরত থাকলেও। আওয়ামী ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার কিছুদিনের মধ্যেই পুরোনো কায়দায় আবারও মাথাচারা দিয়ে ওঠেন অরুন। তার সন্ত্রাসী কার্যক্রম চালাতে আশ্রয় নিয়েছেন বিএনপির একটি শক্তিশালী গ্রুপের ছত্রছায়ায়।


⁣দীর্ঘ অনুসন্ধানে জানাগেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামে অরুন সরকারের বাড়ি। তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি। সেই সুবাধে এলাকায় রয়েছে তার বিশাল আধিপত্য। শুধু তাই নয় নিজের এলাকার বাহিরেও ক্ষমতার প্রভাব খাটায় সে। পাশের ইউনিয়ন গুলোতেও রয়েছে তার বিস্তার। বিচার শালিস থেকে জায়গা - জমি দখলসহ এমন কোনো অপরাধ মূলক কর্মকান্ড নেই যা তার হাতের ইশারা ছাড়া কিংবা না জানিয়ে সংঘঠিত হওয়ার সাহস রাখে কেউ। অরুন এতোটাই প্রভাবশালী এবং হিংস্র যে তার ভয়ে অতিষ্ঠ দুই ইউনিয়ন বাসী। তার এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পার্শ্ববর্তী চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রীজের নিচে লাকড়ির দোকানের পাশে অফিস ভাড়া নেয় অরুন। এখান থেকেই তার সকল অপরাধ সাম্রাজ্য পরিচালিত হয়। এ যেন সাধারণ মানুষের মূর্তিময় ভয়ংকর এক আতঙ্ক। কিন্তু তার খুঁটির জোর কোথায়? এমনটাই প্রশ্ন সুশিল সমাজ ও সচেতন মহলের। অরুন নিজেই তার পরিচয় বলে বেড়ান সারাক্ষণ। সম্প্রতি প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি নিয়ে হোমনা টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হলে। ওই সাংবাদিকের পিঠের চামড়া তুলে উল্টো ঝুলিয়ে রাখার হুমকি প্রদান করনে অরুন। "হুমকিতে নিজের পরিচয় বলেন, আমি ১৭ মামলার আসামী। হত্যা মামলা দিয়েও কিছুই করতে পারে নি। তোর মত সাংবাদিককে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখলে কিছুই হবে না আমার। কথা গুলো অত্যন্ত বীরদর্পেই বলেন অরুন সরকার। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। এখন প্রশ্ন হলো একজন মিডিয়া (সংবাদকর্মী)কেই যদি এভাবে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেয়া হয়। তা হলে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাবে কি করে! তাদের কথা কে শুনবে? কে লিখবে অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। তাদের বিচার বা কান্না শুনবার বুঝি কেউ আর থাকলো না। একাধিক অভিযোগ থাকার পরও রহস্যজনক কারনে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

Mehedi Hasan
4,776 Views · 22 days ago

⁣অন্যত্র বিয়ে প্রবাসীর স্ত্রীর —
চরম অনিশ্চয়তায় ছোট্ট শিশুর ভবিষ্যৎ

কসবামাজাইল নিউজ
4,810 Views · 23 days ago

⁣কসবামাজাইল ইউনিয়নে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: মূল হোতা নুরুল ও মিজান,
এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক #kashbamajailnews #crimenews

কসবামাজাইল নিউজ
15,134 Views · 23 days ago

কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত খান ওরফে লিয়াকত মাস্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের বর্তমান সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নারী নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বহাল তবিয়তে রয়েছেন এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিস্তারিত: স্থানীয় একাধিক সূত্র এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, লিয়াকত মাস্টার তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো:
জমি দখল: নিরীহ ও অসহায় মানুষের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছেন। যারা প্রতিবাদ করতে সাহস করেন, তাদের ওপর নেমে আসে হামলা ও হুমকি।
নারী নির্যাতন: তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন না।
সন্ত্রাসী কর্মকাণ্ড: এলাকায় যেকোনো বিরোধ বা সালিশে তিনি সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে প্রভাব বিস্তার করেন। তার ক্ষমতার দাপটে সাধারণ মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।প্র
শাসনের নীরবতা নিয়ে প্রশ্ন: লিয়াকত মাস্টারের বিরুদ্ধে এসব অভিযোগ দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন, একজন প্রভাবশালী ব্যক্তি কেন রাজনৈতিক ছত্রছায়ায় এতোদিন ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন? এই নীরবতা নিয়ে জনমনে গভীর সন্দেহ সৃষ্টি হয়েছে।
জনগণের ক্ষোভ ও উদ্বেগ: স্থানীয় এক বাসিন্দা জানান, "আমরা আতঙ্কে আছি। যখন তখন আমাদের ওপর হামলা হয়, আমাদের জমি দখল হয়। কিন্তু কোনো বিচার পাই না।" এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

⁣কসবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগে অনিয়ম ও শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগ
#kashbamajailnews #crimenews

Monjuroul Haque
5,801 Views · 23 days ago

⁣এটা কেমন দেশ? যেদেশে যে যার মতো অসামাজিক কর্মকাণ্ড শুরু করেছে!!!নাই কোনো প্রশাসনের ভয়,নাই কোনো মানুষের ভয়,,তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কথাই?

সুধুমাত্র সম্পত্তির ভাগাভাগির জন্য নিজের ভায়ের চোখ উপড়ে ফেলতে পারে? এমন্ই ঘটোনা ঘটতে দেখা গেছে,

বরিশাল জেলার নাজিরপুর ইউনিয়নে,

#সম্পত্তির ভাগাভাগির কারনে আপোন ভায়ের চোখ উঠিয়ে বাবা আরশেদ বেপারির হাতে তুলে দিলো অপোর দুউ ভাইরোকোন বেপারি তার স্ত্রী ও মেয়ে এবং সপোন বেপারী!

এই ঘটনাই থমথমে এলাকাবাসি,,,একেমন ইতিহাস?

যা আমরা কখনোই চাইনি,,,!

এবিষয়ে, আশেপাসের লোক জন কেও আইনের আওতাই আনার দাবি জানাচ্ছি,,,কারন তারা বিষয়টি বাধা না দিয়ে কেমেরা নিয়ে বেস্তো কেন? আসে পাসে লোক জন তো কম ছিলো না,,,তাদেরকেও আইনের আওতাই আনাহোক,,,

#মন্জুরুল হক,

#কালিগন্জ ঝিনাইদহ

Md Shakhawat Hossain
10 Views · 23 days ago

⁣গ্রেফতারের পর যা জানালেন আফ্রিদি

Md Shakhawat Hossain
7,125 Views · 23 days ago

⁣তৌহিদ আফ্রিদির গ্রেফতারে ভিডিও

Md Shakhawat Hossain
3,570 Views · 23 days ago

⁣কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির সিসি টিভি ফুটেজ

Md Abu Rayhan
17 Views · 23 days ago

⁣কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে পেট কেটে ভুরি বের করে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় মন্দিরের সামনে। নিহত রফিকুল ইসলাম বেঙ্গা (৬০) ওই গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে।

ঘটনার সময় রফিকুল ইসলামের আত্মচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে হত্যাকারীরা পালিয়ে যায়, এ ঘটনায় মূল অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। সে একই বাড়ীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সম্পর্কে নিহতের চাচাতো ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্তকে থানায় নিয়ে যান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ছিলো।এজন্য একজন মানুষকে এভাবে মেরে ফেলবে এটা দুঃখজনক।

নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, "আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী, কবির হোসেন সহ তিন পরিবারের কয়েকজন মিলে দশ লাখ টাকা বাজেট করে আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমি বিষয়টি জানিয়ে হোমনা থানায় লিখিত অভিযোগ করেও আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। পঞ্চবটি ঔষধ আনতে গেলে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা করে "রাধা মন্দিরের সামনে" আমার স্বামীর পেট কেটে ভুরি বের করে মেরে ফেলে। খুনিরা বাড়িতে এসেও আবার আমাদেরকে মারধর করে এবং দলবলে হামলা চালায়। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।আমি আমার স্বামী হত্যার বিচার চাই।"

এ বিষয়ে হোমনা থানার অঅফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম আই নিউজ বিডিকে বলেন, আমরা যতটুকু দেখেছি জায়গা দখল-বেদখল নিয়েই তাদের দ্বন্দ্ব ছিলো। সে কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মূল অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের প্ররোচনায় এঘটনা ঘটে নিহতের স্ত্রীর দাবি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Akm Kaysarul Alam
14 Views · 23 days ago

⁣কালীগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেও রাস্তাহীন দুর্ভোগ ।

খায়রুল ইসলাম
16 Views · 24 days ago

⁣গত ১৭/৮ / ২০২৫ তারিখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: নজরুল ইসলাম নযির কে একই গ্রামের রিফাত মন্ডল ডাক নাম সৌরভ পুর্ব শত্রুতার যের ধরে বাকি টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে চেতনা নাষক ঔষধ নাকে ধরে অজ্ঞান করে তাকে ধারালো ছুরি দারা গলাকেটে হত্যা করে,, আসামিকে গ্রেফতার করা হয়েছে,,,,,

Nazrul Islam
12 Views · 24 days ago

⁣শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ)মেডিকেল গেইট ইউনিট শাখার এর উদ্যোগে আলোচনা সভা ও নতুন কমিটির অনুমোদন,⁣সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন।,

সিরাজগঞ্জ খোকসা বাড়ি ইউনিয়ন পলিটেকনিক ইনস্টিটিউট এর পাশে অজ্ঞাত মোটরসাইকেল এর সন্ধান

Mehedi Hasan
34 Views · 26 days ago

⁣নরসিংদীতে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হত্যা মামলায় পিবিআই’র সংবাদ সম্মেলন

Saif Uddin
16 Views · 26 days ago

⁣চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান দুর্ঘটনায় হতাহতের ঘটনা

Monjuroul Haque
27 Views · 27 days ago

⁣ঝিনাইদহ জেলার কালীগঞ্জে শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।

Azizar Rahman
147 Views · 27 days ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাটে নির্মিত যাত্রী ছাউনী এখন আর যাত্রীদের জন্য ব্যবহার হচ্ছে না। এসব ছাউনী দখল করে নেওয়া হয়েছে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসায়িক কাজে। ফলে যাত্রীরা বৃষ্টি ও রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত এসব চলে যাওয়ায় সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
পথচারী ও যাত্রীরা বলছেন, “যাত্রীদের জন্য ছাউনী করা হলেও সেখানে বসার জায়গা নেই, সব জায়গা দোকানে রূপ নিয়েছে।”
প্রশাসনের তদারকি না থাকায় এই অবস্থা দিন দিন বেড়ে চলেছে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Al Mamun Gazi
20 Views · 27 days ago

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। তিনি রাজন গ্রুপের একজন সক্রিয় সমর্থক ছিলেন।

Monjuroul Haque
6 Views · 27 days ago

ঝিনাইদহ,কালিগন্জের শামিমার মৃত্যুর পরে তার মৃত্যুর রহশ্যনিয়ে কৌতুহল জনসাধারণের,

খায়রুল ইসলাম
21 Views · 27 days ago

⁣সিলেটে লুকিয়ে রাখা সাদা পাথর
উদ্ধার করতে গেলে প্রশাসন
এবং সাংবাদিক উপর হাম/লা করেছে!
#বিএন/পির সাবেক চেয়ারম্যানের লোকজন বলে জানিয়েছেন এলাকার লোক
পরে বি/এন/পির তোপের মুখে
অভিযান সমাপ্তি করে চলে আসে প্রশাসন!

MD NAZMUL KARIM TAREQ
10 Views · 27 days ago

⁣ইয়াবা ব্যাবসায়ী কট

Nurullah Al Mamun
10 Views · 27 days ago

⁣লালমোহন বদরপুর ইউনিয়ন ৩ং ওয়ার্ডের কুট্টি হাজির বাড়ির, লোকমান এর ছেলের বাবুর স্ত্রী লাশ কাল রাতে নিজ ঘর থেকে উদ্ধার করে থানা পুলিশ।

Gm selim imran
13 Views · 28 days ago

⁣তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীর বাড়িও জমি দখলের অভিযোগ

যশোরের মনিরামপুর উপজেলার কোনাকোলা গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রীর নূর নাহার এর বিরুদ্ধে বাড়ি দখল, হয়রানির অভিযোগে করেছেন, সাবেক স্বামী আফজাল হোসেন

Belhaj Badhon
14 Views · 28 days ago

⁣নাটোরের বড়াইগ্রামে পুকুরে বি"ষ দিয়ে ১৫ লক্ষ টাকার মাছ নিধন

Md Shakhawat Hossain
9 Views · 29 days ago

⁣কুমিল্লার মনোহরগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

Hm josim
22 Views · 29 days ago

⁣এরা কিভাবে সাধারণ মানুষের জমি দখল করছে বিএনপি দেখুন। তাই নিয়ে দ্বন্দ্ব নিজেদের মাঝে। হান্নান শাহ ছেলে রিয়াজের দাপট দেখিয়ে কাপাসিয়া নাম ধারী কিছু বিএনপি ক্যাডার নিরহী মানুষের জমি দখল করতেছে। আমার কাপাসিয়া সাধারন জনগণের কাছে প্রশ্ন??হান্নান শাহ পরিবার কি বিএনপি করে টাকা কামানোর জন্য আসছে। কাপাসিয়া বিএনপির ধ্বংস করে ফেলছে হান্নান শাহ ছেলে রিয়াজুল হান্নান আমি কাপাসিয়া প্রসানকে দৃষ্টি আকর্ষন করছি ও সেনাবাহিনী দৃষ্টি আকর্ষন করছি এই বিএনপি নামধারী ক্যাডারদের দ্রত গ্রেফতার করুন! কাপাসিয়া বিএনপি এই নাম ধারী ক্যাডর গুলো কে।

Al Mamun Gazi
1 Views · 29 days ago

⁣বটিয়াঘাটার গজালিয়া নদীতে জেলেদের জালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Rudra Biswas
40 Views · 29 days ago

⁣খুলনা বটিয়াঘাটা সুগদাড়া ব্রিজের পাশে অজ্ঞাত নারীর লাশ ভাসছে সকাল ১০ টা থানা পুলিশকে জানালে বিকেল ৫ টা বাজতে গেলেও আসে নী পুলিশ।।।।

খায়রুল ইসলাম
10 Views · 29 days ago

⁣ইন্না-লিল্লাহ
কুষ্টিয়া এনসিপি শ্রমিক উইংয়ের কর্মী আফ্রিদীর উপর ছাত্রদ'লের সন্ত্রা/সীদের অতর্কিত হা/ম/লা/র তীব্র নিন্দা জানাচ্ছি।
আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, এই হাম/লাকা/রীদের দ্রুত আইনের আওতায় এনে
শাস্তি নিশ্চিত করতে আহব্বান জানিয়েছেন সচেতন নাগরিক গন

Akm Kaysarul Alam
16 Views · 30 days ago

⁣লালমনিরহাটে মাছের খামারে অজ্ঞাত লা*শ উদ্ধার

খায়রুল ইসলাম
7 Views · 1 month ago

⁣⁣গত ১৭/৮ / ২০২৫ তারিখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: নজরুল ইসলাম নযির কে একই গ্রামের রিফাত মন্ডল ডাক না সৌরভ পুর্ব শত্রুতার যের ধরে বাকি টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে চেতনা নাষক ঔষধ নাকে ধরে অজ্ঞান করে তাকে ধারালো ছুরি দারা গলাকেটে হত্যা করে,, আসামিকে গ্রেফতার করা হয়েছে,,,,,

Md Uzzal Mia
11 Views · 1 month ago

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রেলওয়ে কর্মচারী কাকন মিয়াকে হ/ত্যা/র করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

Md Uzzal Mia
5 Views · 1 month ago

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দাপুনিয়া গ্রামের রেলওয়ে কর্মচারী কাকন হ/ত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

MD IMRAN MUNSHI
12 Views · 1 month ago

⁣ঝালকাঠি প্রেসক্লাবে চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে দুই চোর। ঝালকাঠি শহরের ঝালাইকার বাড়ি এলাকার মিনহাজ এবং তার সহযোগী কমল প্রেসক্লাবের এসির সংযোগ পাইপ ও বৈদ্যুতিক তার চুরির চেষ্টায় লিপ্ত ছিল। টানা তিন দিন ধরে চুরির চেষ্টা চালানোর পর, গত রোববার গভীর রাতে তারা সফলভাবে পাইপ ও তার চুরি করে।

পরদিন প্রেসক্লাবের কর্মকর্তারা এসি চালু করতে গিয়ে পাইপ ও তার কাটা দেখতে পান। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, মিনহাজ এবং কমল চুরির কাজে যুক্ত ছিল। ফুটেজে দেখা যায় চুরির পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পুরো দৃশ্য। খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং চুরির ২৪ ঘণ্টার মধ্যেই শহর থেকে মিনহাজ ও কমলকে গ্রেপ্তার করে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, 'সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দ্রুত সময়ের মধ্যেই দুই চোরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।' এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, 'এ ধরনের ঘটনা উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক।' তারা প্রশাসনের প্রতি সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

চুরির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের চুরি কেবল নিরাপত্তার অভাবকেই নির্দেশ করে না, বরং স্থানীয় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থার ঘাটতি সৃষ্টি করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা কার্যকর হতে পারে, তবে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি করে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

Abu Raihan
6 Views · 1 month ago

⁣জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদউত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে।
এসময় পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ⁣উপস্থিত ছিলেন।

Akm Kaysarul Alam
1 Views · 1 month ago

⁣সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাগ্নের বিরুদ্ধে মুখ খুললেন বিএনপির নেতা হুমায়ুন করিব

খায়রুল ইসলাম
9 Views · 1 month ago

⁣হাজারো জনতার উপস্থিতিতে দূর্বৃর্ত্তদের ফাসির দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো জনতা,,,,,

Al Mamun Gazi
14 Views · 1 month ago

জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ পেকুয়া থানা এর তত্বাবধানে রবিবার (১৭ আগস্ট) পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর হইতে অস্ত্রসহ ০২ (দুই) জনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

এসআই (নিঃ)/সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ইং ১৭/০৮/২০২৪ খ্রিঃ তারিখ অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর চেকপোস্ট করাকালীন সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রবিউল হাসান (১৭), পিতা-মিজান, মাতা-রোকেয়া বেগম, সাং-লামছড়ি, ৮নং ওয়ার্ড, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমান সাং-লামছড়ি, তের বেপারী, সোনামিয়া মাস্টার বাড়ি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর চকরিয়া থানাধীন বদরখালী এলাকা হইতে একটি সিএনজি যোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় নিয়মিত তল্লাশীকালে ০১টি নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগের মধ্যে একটি ছোট কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় ০৩ (তিন) টি দেশীয় তৈরী এলজি উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক তাহার সহযোগি ২। হৃদয় হোসেন (২২), পিতা-ইলিয়াছ হোসেন, মাতা-নুর জাহান বেগম, সাং-সোনাপুর, খেরু বাড়ি, ৫নং পার্বতীনগর ইউপি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরকে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা হইতে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ এর সহায়তায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, উদ্ধারকৃত অস্ত্র (দেশীয় তৈরী এলজি) মহেশখালী এলাকা হইতে ক্রয় করিয়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের উদেশ্যে লক্ষীপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলিয়া জানায়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Mamun Sorder
23 Views · 1 month ago

⁣বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করল কক্সবাজার থেকে

খায়রুল ইসলাম
4 Views · 1 month ago

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামে নজরুল ইসলাম নাজির নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি শিতল গ্রামের বাজারে বিকাশের ব্যাবসা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী, এবং তিনি বাংলাদেশ জামাতি ইসলামি অংগ সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী,,,,, মৃত্যু নজরুলের ২ সন্তান, এক ছেলে এবং এক মেয়ে,,,

Al Mamun Gazi
7 Views · 1 month ago

১৬, আগস্ট ২০২৫
নাগেশ্বরী উপজেলার লেক সিটি নামে পরিচিত, হোলি কেয়ার ক্লিনিকের পিছনে গোরধার পার নদীতে কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছেন নাগেশ্বরী থানা পুলিশ




সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন( ৭০) ওরফে স্বপন প্রধানী, নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ও বিত্তশালী ব্যক্তি


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৬ আগস্ট) ভোর ছয়টার দিকে সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।




নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি একসময় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।


জানা গেছে, কয়েক বছর আগে তিনি গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন।


বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক-এর একটি কক্ষে মাঝেমধ্যে বসতেন তিনি


স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের এক সৎ ভাইকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে


প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে


এই হত্যাকাণ্ড নিয়ে নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যাচ্ছে

Mehedi Hasan
19 Views · 1 month ago

⁣জামিনে মুক্ত মোবারকের চাঁদাবাজির তাণ্ডব: ব্যবসায়ীর গুদামে ককটেল বিস্ফোরণ

MD IMRAN MUNSHI
28 Views · 1 month ago

⁣ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসায় দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর নাম মালা আক্তার। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় যাওয়ার পথে আব্দুর রহমানের ছেলে নাসির, বশির, এবং রনি হাওলাদার মিলে তাকে উত্ত্যক্ত করে এবং পরে ধর্ষণ চেষ্টা এর অভিযোগ উঠেছে । এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

### স্থানীয় প্রতিক্রিয়া:

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অনেকেই মাদ্রাসা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

### সামাজিক প্রভাব ও বিশ্লেষণ:

এ ধরনের ঘটনা সমাজে নারীশিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করছে। সমাজের বিভিন্ন স্তরের নেতারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

### ভবিষ্যৎ দিকনির্দেশনা:

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সমাজের সকল স্তরের মানুষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং একটি নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

খায়রুল ইসলাম
9 Views · 1 month ago

সিলেট সাধা পাথর লুটের সাথে বি জি বি জরিত বলে অভিযোগ পাওয়া গিয়েছে বিস্তারিত ভিডিওতে

Akm Kaysarul Alam
7 Views · 1 month ago

⁣কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ১০৫ ফিট প্রাচীর ভাঙার অভিযোগ

MD JAHANGIR ALAM
22 Views · 1 month ago

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য চন্দ্রগ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। দিনে-দুপুরে প্রায় ৩০০ ফলন্ত কলাগাছ ও অসংখ্য কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষায়—এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

পূর্ব চন্দ্রগ্রামের খবিরুল্লাহ শিশু মিয়া জানান, পরিকল্পিতভাবে তার কলাবাগান ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদদের মতে, জমি নিয়ে মামলা থাকলেও আদালতের রায়ের আগে ফলন্ত গাছ কেটে ফেলা নিন্দনীয় ও আইনবিরোধী। এমন কর্মকাণ্ড শুধু মালিকের আর্থিক ক্ষতি নয়, পুরো পরিবেশের জন্য হুমকি।

তাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। সচেতন মহল সতর্ক করেছে—প্রশাসন যদি এটিকে তুচ্ছ ঘটনা ভেবে এড়িয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও এমন পরিবেশবিধ্বংসী ঘটনা ঘটতে পারে।

এ নিয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেনকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কি এসব নিয়ে বসে থাকি থানায়।

Najmul islam Sujan
5 Views · 1 month ago

অমানুষ আর মানুষ হলো না

Al Mamun Gazi
4 Views · 1 month ago

যৌথবাহিনীর অভিযানে জুয়া ও মাদক সেবনের সময় আটক

টাঙ্গাইল শহরে যৌথবাহিনীর অভিযানে জুয়া খেলা ও মাদক সেবনের সময় টাঙ্গাইল সদর বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের কিছু এলাকায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগ আসছিল। এ প্রেক্ষিতে জেলা পুলিশ, ডিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আছেন—
১. আজগর আলী (৫০), পিতা: মৃত আব্দুল মজিদ, গ্রাম: পাতুলিয়া, টাঙ্গাইল।
২. রক্ষিত (৫৫) বিশ্বজিৎ, পিতা: বিধুন ভূষণ লক্ষ্মী, গ্রাম: কালিবাড়ি, টাঙ্গাইল।
৩. মো: শাহ আলম খান মিঠু (৫৫), পিতা: আব্দুর সবুর খান (বীর বিক্রম), গ্রাম: পূর্ব আদালত পাড়া, টাঙ্গাইল।
৪. জসিম উদ্দিন (৫৭), পিতা: মৃত কোবাদা আলি, গ্রাম: পাট দিঘলিয়া, টাঙ্গাইল।
৫. গোলাম মাওলা (৪৮), পিতা: আব্দুল কাদের, গ্রাম: খুদর জুগলি, ডাক: বাখিল, টাঙ্গাইল।
… (এভাবে বাকিদের নাম)

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে জুয়া ও মাদক সেবনের আসর বসত। তবে একসঙ্গে এত সংখ্যক গ্রেফতারের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।

Hm josim
6 Views · 1 month ago

⁣নৌকা প্রতি ৫শ টাকা হাদিয়া নেন বিজিবির গর্বিত সদস্যরা।শ্রমিকদের মুখে শোনেন বিজিবিকে কত টাকা দিয়ে পাথর লুট করে।




Showing 1 out of 2