Foysal Sourov
|Subscribers
Breaking news
ফয়সাল সৌরভ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট
জেলা প্রতিনিধি,
হেড অফিস ও উপরমহলের নাম ভাঙ্গিয়েই দুর্নীতি করছে লালমনিরহাট জেলার শিক্ষা প্রকৌশলীর- হিসাব রক্ষক মো: আকতারুল জ্জামান শাহিন,
জনগণের অজ্ঞতার সুযোগ নিয়ে এভাবেই দুর্নীতি করে আসছে দীর্ঘদিন থেকে,
দুর্নীতি সমাজ ও সমাজের জনগনের জন্য হুমকির কারণ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ঠিকাদারী লাইসেন্স করার জন্য বাংলাদেশ সরকার কর্তিক নির্ধারিত ফি ৫ হাজার ৭৫০ টাকা , হিসাব রক্ষক আকতারুল জ্জামান শাহিনের ভাষ্যমতে বাড়তি টাকা তার উপর মহলে যায়,
একজন ব্যক্তি যখন লাইসেন্স করতে কি কি প্রয়োজন হয়, তা জানার জন্য সংশ্লিষ্ট অফিসে যায় , তখন তাদের লাইসেন্স করার দায়িত্ব অফিস নেয়, , অফিস কর্তৃপক্ষ তাকে সঠিক পরামর্শ না দিয়ে নিজেরাই দালালে রূপান্তরিত হয়ে ভুলভাল বুঝিয়ে বাড়তি টাকা হাতিয়ে নেয়, ভুক্তভোগীর অভিযোগের সত্যতার ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও জেলা শিক্ষা প্রকৌশলীর পক্ষ থেকে হিসাব রক্ষক আখতারুজ্জামান শাহিন এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির জন্য নেয়া হয়নি শাস্তিযোগ্য কোন ব্যবস্থা
আইনের তোয়াক্কা না করে, বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিদিন দৈনন্দিন জীবনের চলাচলের রাস্তা নষ্ট করে
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়ন এর দুরাকুটির রেলব্রিজ এলাকায় জমজমাট মাটি বিক্রয়ের বাণিজ্য, নেই কোন প্রশাসনিক তৎপরতা,
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার টিপার বাজার, তেরিয়ার মোড়ের ময়নালের দিঘিতে আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে মাটি ও বালু বিক্রয় করা হচ্ছে
#lalamonirhat #banglanews #bangladesh #lalmonirhat #লালমনিরহাট
