Laatste video's

Juwel Hossain
56 Bekeken · 3 dagen geleden

⁣তরুণ প্রজন্মের রাজনীতি নষ্ট করে দিয়েছে হাসিনা, একান্ত সাক্ষাৎকারে মন্তব্য করেছেন বিএনপি নেতা আপেল মাহমুদ
.
#bogura | #bnp | #tariquezia | #applemahmud

Juwel Hossain
22 Bekeken · 5 dagen geleden

⁣বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠে নেমেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে বুধবার (২০ আগস্ট) দুপুর ২টায় শহরের বড়বাজার ও এসএস রোড এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, দোকানদার, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে প্রায় পাঁচ হাজার লিফলেট বিতরণ করা হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মো. শাহিন রেজা প্রমুখ।

এছাড়া আরও অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল রানা হামিদ, জাকির হোসেন, জাসাস নেতা আরিফুল ইসলাম, জেলা শ্রমিক নেতা হানিফ, মো. বাবলু, মো. মাসুদ, যুবনেতা রিপন, অলি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা সর্বদা মাঠে থাকবেন। ধানের শীষে ভোট দিয়ে দেশকে মুক্ত করার আহ্বান জানান তারা।

Juwel Hossain
16 Bekeken · 6 dagen geleden

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার শুরু থেকেই বগুড়ার রাজনীতিতে ত্যাগী নেতাদের অবদান গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় শেরপুর-ধুনটের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে আলোচিত ও গ্রহণযোগ্য এক নাম— জানে আলম খোকা।

মরহুম গাজিউর রহমানের জ্যেষ্ঠ সন্তান খোকা ছাত্রদলের মাধ্যমে ১৯৮০-৮১ সালে রাজনীতিতে প্রবেশ করেন। অল্প সময়েই সাংগঠনিক দক্ষতা, কর্মীদের প্রতি আন্তরিকতা ও জনগণের আস্থার জায়গা দখল করে নেন তিনি। দল গঠন, কর্মী ধরে রাখা এবং তৃণমূলকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিলো অনন্য।

১৯৯১ সালে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই শেরপুর-ধুনটে তার জনপ্রিয়তা অন্য এক উচ্চতায় পৌঁছে যায়। তখন প্রচলিত একটি কথা ছিল— “শেরপুরের বিএনপি মানেই খোকা, আর খোকা মানেই বিএনপি।” তার আহ্বানে হাজারো নেতাকর্মী মাঠে নেমে আসতেন। দুঃসময়ে তিনি যেমন ছিলেন সবার পাশে, তেমনি বিজয়ের সময়ও ছিলেন অগ্রভাগে।

২০০১ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে শুরু করে ২০০৮ সালে বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী হওয়া— সর্বত্রই খোকা প্রমাণ করেছেন তিনি ভোটারদের আস্থার প্রতীক। পৌরসভা নির্বাচনে একাধিকবার জয়লাভও তার জনপ্রিয়তার স্বাক্ষর বহন করে।

তবে রাজনৈতিক জীবনে বারবার বহিষ্কারের মুখোমুখি হয়েছেন খোকা। সর্বশেষ ২০২১ সালের পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। কিন্তু বহিষ্কারের গ্লানি তার জনপ্রিয়তা কমাতে পারেনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, খোকা দলে না ফিরলে শেরপুর-ধুনটে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে পারে।

সাবেক সেনা কর্মকর্তা ও শেরপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন— “জানে আলম খোকা শেরপুর-ধুনটে মাটি ও মানুষের সাথে মিশে গেছেন। বহু ত্যাগ শিকার করে আজ তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।”

শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ বলেন— “খোকা ভাই আমাদের সাহসের প্রতীক। রাজনীতিক পরিবার থেকে উঠে আসা এই নেতাকে দলে ফিরিয়ে এনে মনোনয়ন দিলে বিএনপির সর্বোচ্চ অর্জন হবে এই আসনে।”

শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য হাসানুল মারুফ শিমুল বলেন— “খোকা ভাই নিঃসন্দেহে তৃণমূলের আস্থাভাজন নেতা। তার জনপ্রিয়তা অনেক নেতার চেয়ে আলাদা। এজন্যই ২০০৮ সালে তার আবেদনেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল এবং তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল।”

যুবদল ও ছাত্রদলসহ তৃণমূল নেতাদের প্রত্যাশাও একই। তারা মনে করেন, দলে বিভাজন ভুলে খোকাকে ফিরিয়ে আনলে বিএনপি এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

নিজের রাজনৈতিক যাত্রা ও বর্তমান অবস্থান প্রসঙ্গে জানে আলম খোকা বলেন— “গ্রুপ পলিটিক্স এবং হাইব্রিড নেতাদের কোন্দলের ফাঁদে ফেলা হয়েছে আমাকে। আমি দলের কাছে বহিষ্কারের বিরুদ্ধে আবেদন করেছি। আল্লাহ ভরসা।”

তিনি আরও বলেন— “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছি। মৃত্যু পর্যন্ত বিএনপির একজন সক্রিয় সৈনিক হয়ে থাকতে চাই।”

শেরপুর-ধুনুটের সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন— জানে আলম খোকাকে যদি দলে ফিরিয়ে আনা হয়, তবে তিনি শুধু বিএনপির ভোটব্যাংক পুনর্গঠিত করবেন না, বরং জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

বর্তমানে কেন্দ্রীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি। আর তৃণমূলের নেতাকর্মীরা দিন গুনছেন— কবে প্রিয় খোকা ভাই দলে ফিরবেন, হাতে তুলে নেবেন ধানের শীষ, আর শেরপুর-ধুনটের রাজনীতিতে নতুন আশার আলো জ্বালাবেন

Juwel Hossain
35 Bekeken · 9 dagen geleden

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের নিজ বাড়ির সংলগ্ন সাবেক ছাত্রনেতা রাশেদুল হাসান রঞ্জনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আবারও শক্ত ভিত্তি ফিরে পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে জাতির কল্যাণ, দেশ ও দলের অগ্রগতি এবং বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়।

Juwel Hossain
3 Bekeken · 9 dagen geleden

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনগুলো হয়—সিরাজগঞ্জ শহরের বানোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে, রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে এবং জেলা বিএনপির দলীয় কার্যালয় সহ জেলার বিভিন্ন জায়গায়। প্রতিটি আয়োজনেই দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে ঐতিহাসিক বানোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।

মাহফিলে অংশ নেন স্থানীয় মুসল্লি, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। মির্জা মোস্তফা জামান বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা চান না, চান কেবল মানুষের ভালোবাসা ও দোয়া। আমরা তাই এখানে সমবেত হয়েছি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতে।”

এসময় মসজিদের ইমাম বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

বিকেলে অনুষ্ঠিত হয় রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে দ্বিতীয় আয়োজন। এখানেও প্রধান অতিথি ছিলেন মির্জা মোস্তফা জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহাব, বড় বাজার ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ্ সরদার, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনির) প্রমুখ। সভাপতিত্ব করেন রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আছের আলী।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাঁর সুস্থতা, দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়।

দিনের শেষ আয়োজন হয় সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান বাচ্চু। এখানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অদম্য নেতৃত্ব। তাঁর অসুস্থতা দেশের রাজনীতির জন্য এক শূন্যতা তৈরি করেছে। তাই দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজিত এই দোয়া মাহফিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়—এগুলো ছিল নেতাকর্মীদের হৃদয়ের টান ও শ্রদ্ধার প্রকাশ। মসজিদের নীরবতা, শ্রমিক সংগঠনের আন্তরিকতা এবং দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকতা—সব মিলিয়ে দিনটি সিরাজগঞ্জ জেলা বিএনপির জন্য হয়ে ওঠে ভালোবাসা, ঐক্য ও প্রার্থনার দিন।

Juwel Hossain
6 Bekeken · 11 dagen geleden

⁣এই সরকার ব্যর্থ হলে ১৮ কোটি জনতা ব্যর্থ হবে- বিএনপি নেতা ও লেখক আলহাজ্ব সাইদুল ইসলাম

Juwel Hossain
4,947 Bekeken · 13 dagen geleden

⁣দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব সংলগ্ন শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

Juwel Hossain
13 Bekeken · 17 dagen geleden

⁣সিরাজগঞ্জের রায়পুর ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত একাদশ ২-০ গোলে অবিবাহিত একাদশকে পরাজিত করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় সরকারি শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে মাঠে ছিল উপচে পড়া দর্শক।

খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল করতে ব্যর্থ হয় উভয় পক্ষ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বিবাহিত একাদশ পরপর দুটি গোল করে জয়ের পথ নিশ্চিত করে। দর্শকদের উচ্ছ্বাস, চিৎকার আর করতালিতে মাঠ মুহূর্তে উৎসবমুখর হয়ে ওঠে।

ম্যাচের উদ্বোধন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন— "খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আজকের এই আয়োজন প্রমাণ করে, সিরাজগঞ্জের মানুষ খেলাধুলাকে কতটা ভালোবাসে। এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।"

তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সিরাজগঞ্জ পৌর বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম, ধানবান্ধি ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, ইসলামীয় সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিসান সরদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেজান সরদার, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, সাবেক পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা সেজাব শিকদার ও সেলিম শিকদার এবং ওয়ার্ড জাসাস সভাপতি নয়ন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী শেষে বিজয়ী ও রানার্সআপ উভয় দলকে অভিনন্দন জানান অতিথিরা। আয়োজনটি শুধু একটি ফুটবল ম্যাচেই সীমাবদ্ধ থাকেনি—এটি ছিল মিলনমেলার এক প্রাণবন্ত উদাহরণ, যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

Juwel Hossain
31,422 Bekeken · 17 dagen geleden

⁣রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করা। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এমন একজন নেতার নাম বারবার উঠে আসছে, যিনি কর্মীবান্ধব ও জনবান্ধব হিসেবে তৃণমূলে দীর্ঘদিনের আস্থা অর্জন করেছেন। তিনি জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক।

ভিপি আয়নুল হকের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রজীবন থেকেই। রায়গঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে তিনি বিএনপির আদর্শকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেন। ছাত্ররাজনীতির সেই সময় থেকেই তিনি ত্যাগ, সাহস এবং নেতৃত্বের কারণে সহপাঠী ও কর্মীদের কাছে প্রিয় হয়ে ওঠেন।

৯০ দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে বিএনপির নানা আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগে। এ সময়ের অভিজ্ঞতা ও সংগ্রাম তাকে গড়ে তোলে একজন নিবেদিতপ্রাণ নেতায়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও যখন বিরোধীদলের নেতারা নানা বাধার মুখে পড়ছিলেন, তখন ভিপি আয়নুল হক বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। জনগণের ভালোবাসা ও আস্থার এই ফলাফল আজও রাজনৈতিক অঙ্গনে আলোচ্য।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং দুঃস্থ মানুষের সহায়তায় অগ্রণী ভূমিকা রাখেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন জনবান্ধব নেতৃত্বের প্রতিচ্ছবি।

২০১৩ সালে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি কারাবরণ করেন। দমন-পীড়ন ও মামলার মধ্যেও দল ও জনগণের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান মৃত্যুবরণ করার পর এখন বিএনপির পক্ষ থেকে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ভিপি আয়নুল হকের বিকল্প নেই।

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, “আওয়ামী লীগের দমন-পীড়নের সময় ভিপি আয়নুল জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন।”

রায়গঞ্জ পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু শেখ বলেন, “ভিপি আয়নুল হক এখন রায়গঞ্জ-তাড়াশবাসীর রাজনৈতিক আশার প্রতীক।”

এছাড়াও রায়গঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূরে আলম পালো, ধানগড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউয়নিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামিদ হাসান সরকার, ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মো. আসাদ উল্লাহ বলেন, “এ এলাকার জনগণ তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।”

ভিপি আয়নুল হক বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আমার ওপর আস্থা রাখেন, তাহলে জীবন বাজি রেখে জনগণের পাশে থাকব। মনোনয়ন পেলে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।” জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি চাই আমাদের প্রিয় নেতা সিরাজগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য, শ্রদ্ধাভাজন মৃত. আব্দুল মান্নান ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের এক প্রবীণ ভোটার বলেন, “আমরা গরিব মানুষ। চেয়ারম্যান থাকাকালে তিনি গ্রামের রাস্তা করেছেন, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা করেছেন। মনোনয়ন পেলে আমরা প্রাণভরে তাকেই ভোট দেব।”

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা হিন্দু মানুষ, আমরা চাই একটু শান্তি আর চাঁদাবাজমুক্ত সমাজ। ফ্যাসিস্ট আমলে আমরা কিছুই পাইনি। আয়নুল ভাই আমার প্রতিবেশি, আমরা চাই তিনি সংসদ সদস্য হয়ে আমাদের আরও সাহায্য করুন।”

চান্দাইকোনা পাবনা বাজারের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শ্রী গোপিনাথ চক্রবর্তী বলেন, “বিগত সরকার কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি চাল দিয়েছে কিন্তু আমরা গরীব মানুষ আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা চাই আয়নুল ভাই এমপি হয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি নজর রাখুন। ভোটে দাড়ালে আমরা আয়নুল ভাইকেই ভোট দিব।

এই গ্রামীণ জনগোষ্ঠীর কণ্ঠে স্পষ্ট—ভিপি আয়নুল হক কেবল রাজনীতিবিদ নন, তিনি তাদের জীবনের অংশ। মানুষের সুখে-দুঃখে তার নিরলস উপস্থিতি সাধারণ ভোটারদের মনে এক গভীর আস্থার সম্পর্ক গড়ে তুলেছে, যা আগামী নির্বাচনে বিএনপির জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

Juwel Hossain
2,852 Bekeken · 18 dagen geleden

⁣বৃষ্টি থেমে নেই, কিন্তু থামেনি মানুষের ঢল। ৬ আগস্ট (বুধবার) বিকেলে সিরাজগঞ্জের ইবি রোডের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর যেন পরিণত হয়েছিল বিজয়ের মিছিলে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপি আয়োজন করে বিশাল সমাবেশ ও বিজয় মিছিল।

প্রচণ্ড বৃষ্টির মাঝেও হাজারো নেতাকর্মী হাতে পতাকা, কণ্ঠে স্লোগান নিয়ে উপস্থিত হন। তাদের দৃঢ় পদক্ষেপে যেন স্পষ্ট হয়ে ওঠে—গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলন এখনও জীবন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ। তিনি স্মৃতিচারণ করে বলেন, “২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল এক যুগান্তকারী ঘটনা। ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আজ সেই বিজয়ের বর্ষপূর্তিতে আমরা নতুন করে শপথ নিচ্ছি—গণতন্ত্রের স্বপ্ন পূরণ করব।”

এ দিনের সমাবেশে বিশেষ নজর কাড়েন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি শুধু উপস্থিত ছিলেন না, বরং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সংগঠিত করে সমাবেশকে সফল করেন। আলোচনায় তিনি বলেন,
“জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মাঠে থাকতে হবে। আমরা একসাথে থাকলে বিজয় আমাদের হবেই।”

নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, জামানের এই ত্যাগী নেতৃত্বই স্থানীয় পর্যায়ে আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

আলোচনা সভা শেষে শুরু হয় বিজয় মিছিল। জেলা বিএনপি সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৃষ্টি ভিজে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা পৌর মুক্তমঞ্চে গিয়ে সমাবেশ শেষ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “মানুষ বিএনপিকে ভালোবাসে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারা বিএনপিকে ক্ষমতায় আনবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আন্দোলনকে আরও বেগবান করার শপথ নেন নেতাকর্মীরা।

এই দিনটি শুধু বর্ষপূর্তি নয়, বরং গণতন্ত্রের স্বপ্নকে পুনর্জাগরণের দিন হয়ে উঠেছিল। বৃষ্টি সেদিনও নেমেছিল, কিন্তু মানুষের আগ্রহ, উদ্দীপনা ও ঐক্যকে থামাতে পারেনি।

Juwel Hossain
16,382 Bekeken · 20 dagen geleden

⁣সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো "জুলাই গণঅভ্যুত্থান দিবস"। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মালশাপাড়া ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

আবেগঘন পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রাজনৈতিক সংকট ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনে শহীদ হওয়া নেতা-কর্মীদের স্মরণেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এ দিবসটি পালন করে আসছে। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জ, যেখানে সে সময়কার সংঘর্ষে অন্তত ৩১ জন তরুণ নেতা-কর্মী শহীদ হন।

এদিন মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করা হয়। এছাড়াও স্মরণ করা হয় আব্দুর রশিদ, আব্দুল আলীমসহ সিরাজগঞ্জ ও দেশের অন্যান্য শহীদদের।

কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সহ-সভাপতি ডা. এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস এবং বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোকাদ্দেস আলী বলেন,“জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র রক্ষার সাহসী অধ্যায়। যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”

সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন,“আমরা শহীদদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূলের প্রতিটি কর্মী আজও তাঁদের রক্তঋণ মাথায় নিয়ে রাজপথে অবিচল।”

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে গণ-আন্দোলন গড়ে তোলে। জুলাই মাসে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী সংঘর্ষের মধ্য দিয়েই শুরু হয় দেশের রাজনীতির বড় পরিবর্তন।

Juwel Hossain
40,004 Bekeken · 20 dagen geleden

⁣সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান ও আগামীর রাজনীতিতে ত্যাগি নেতৃত্ব প্রত্যাশা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে নো ফটোশেন কৌশল অবলম্বন করে মামলার হাত থেকে রেহায় পেয়েছি বলে আজ কোন মামলার হয়রানিতে পড়তে হয়নি।
.
তারিখ: ৩১ জুলাই ২০২৫ইং
বার: বৃহস্পতিবার
সময়: বিকাল ০৫.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ মো. শামীম হাসান, সাবেক সাধারণ সম্পাদক, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Juwel Hossain
7,298 Bekeken · 21 dagen geleden

⁣সিরাজগঞ্জে মিম হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হিজরা সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক হিজরা অংশ নেন। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, মিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও স্থানীয় থানায় মামলা নিতে গড়িমসি করা হচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ—বিভিন্ন অজুহাতে পুলিশ মামলার এজাহার গ্রহণ করছে না, ফলে হত্যাকারীরা এখনও আইনের বাইরে রয়েছে।

মানববন্ধনে হিজরা সম্প্রদায়ের নেত্রী বলেন, “মিম আমাদের পরিবারের সদস্য, সে আমার ভাতিজি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা পর্যন্ত নিচ্ছে না। আমরা সঠিক বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।”

Juwel Hossain
10 Bekeken · 21 dagen geleden

⁣সাক্ষাৎকারে তিনি জিয়া পরিবারের রাজনীতি ও জনপ্রিয়তার কথা উল্লেখ করেন এবং বর্তমান ও আগামীর রাজনীতিতে ত্যাগি নেতৃত্ব প্রত্যাশা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়া- ৭ আসন জিয়া পরিবারের আর এই আজসে জিয়া পরিবারের জনপ্রিয়তা আকাশচুম্বী।
.
তারিখ: ০১ আগষ্ট ২০২৫ইং
বার: শুক্রবার
সময়: রাত ০৯.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ এনামুল হক শাহীন, সভাপতি, শাজাহানপুর উপজেলা বিএনপি, বগুড়া।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Juwel Hossain
10 Bekeken · 23 dagen geleden

⁣সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান ও আগামীর রাজনীতিতে ত্যাগি নেতৃত্ব প্রত্যাশা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, আমরা যেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মত ছিটকে না পড়ি।
.
তারিখ: ১১ জুলাই ২০২৫ইং
বার: শুক্রবার
সময়: বিকাল ০৪.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ রাশেদুল হাসান মিরন, সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ পৌর বিএনপি, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Juwel Hossain
11 Bekeken · 24 dagen geleden

⁣বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, যদি আপনারা বলেন, পাকিস্তানের সাথে ভুল বোঝাবুঝির জন্য বাংলাদেশ আলাদা হয়ে গেছে, এ ধরনের কোনো ব্যাখ্যা আমরা মানতে রাজি না।

টুকু বলেন, ‘পাকিস্তান আমাদের নির্যাতন করেছে, পাকিস্তান আমাদের শোষণ করেছে। এই শোষণের বিরুদ্ধে দেশের মানুষ এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় পিআর পদ্ধতির সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘যে পিআর পদ্ধতি দেশের সাধারণ মানুষ বোঝে না, সেই পিআর পদ্ধতির কী দরকার। আমরা যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত হয়েছি, সেভাবেই ভোট করলেই তো হয়।’

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট সিমকী ইমাম খান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি রকিবুল করিম খান পাপ্পু, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি থান হাসান সহ বিভিন্ন উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Juwel Hossain
1,672 Bekeken · 25 dagen geleden

⁣সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা, কিশোর গ্যাং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান। এসময় তিনি বলেন, ততকালীন ফ্যাসিস্ট সরকারের সাবেক বিচারপতি খায়রুল হকের করা কালো আইন দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।
.
তারিখ: ২৮ জুলাই ২০২৫ইং
বার: সোমবার
সময়: বিকাল ০৩.০০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ প্রফেসর মো. আমিনুল ইসলাম, অধ্যক্ষ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Juwel Hossain
13,880 Bekeken · 26 dagen geleden

⁣শিক্ষককে মামলার ভয় দেখিয়ে সিরাজগঞ্জে ভূয়া পুলিশের চাঁদাবাজী একটি চক্র।

Juwel Hossain
12,009 Bekeken · 26 dagen geleden

⁣প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলার প্রায় ৪ শতাধিক কিন্ডারগার্টেনের তিন হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি পাঠ্যবই ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাও বাতিল করে সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান শুরু হয়। তবে ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে সমাপনী পরীক্ষা স্থগিত হলে আবারো চালু হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২২ সালের বৃত্তি পরীক্ষায়ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা অংশ নেয় এবং গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

গত ১৭ জুলাই হঠাৎ করে একটি সরকারি নির্দেশনায় জানানো হয়, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এতে বঞ্চিত হয় হাজারো কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, এই সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা চরম হতাশাগ্রস্ত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি বৈষম্যমূলক, অমানবিক ও শিক্ষার সমান সুযোগের পরিপন্থী।

এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. বরকতুল্লাহ, সদস্য সচিব ফজলুল করিমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা।

Juwel Hossain
1,715 Bekeken · 27 dagen geleden

⁣সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ পুলিশের ডিআইজি থাকাকালীন সময়ের অভিজ্ঞতার, তার প্রতি ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও জুলুমের কথা জানান। এসময় তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা স্বাক্ষ্য দিতে বলা হয়, আমি সেই স্বাক্ষ্য না দেওয়ায় আমাকে ২১শে আগষ্টের মামলায় জড়িয়ে চাকুরিচ্যুত করা হয়।
.
তারিখ: ২৭ জুলাই ২০২৫ইং
বার: রবিবার
সময়: বিকাল ০৫.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ খান সাঈদ হাসান জ্যোতি, সাবেক ডিআইজি ও সদস্য সচিব, বাংলাদেশ পুলিশ সংষ্কার কমিটি- বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।

Laat meer zien