ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
#sirajganj
পড়াশোনাকে আনন্দময় করে তুলতে এবং বিদ্যালয়ের প্রতি শিশুদের আকর্ষণ সৃষ্টি করতে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক অভিনব আয়োজন—‘ফান-ডে’। বিদ্যালয়ে এখনও ভর্তি হয়নি এমন কোমলমতি শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করেছে শহীদ মডেল স্কুল।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুজিব সড়কস্থ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় “Read With Fun” শীর্ষক এই অনুষ্ঠান। এতে অংশ নেয় এলাকার অসংখ্য শিশু ও অভিভাবক।
অনুষ্ঠানে শিশুদের হাস্যরসাত্মক কৌতুক, গান, ছড়া, ছবি আঁকা, ও শিক্ষামূলক খেলার মাধ্যমে শেখানো হয় অক্ষর, সংখ্যা ও প্রাণীর নাম। পুরো আয়োজন জুড়ে ছিল শিশুদের হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এক উৎসবমুখর পরিবেশ।
শহীদ মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমির পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো—শিশুরা যেন বিদ্যালয়কে ভয় না পায়। তারা যেন বুঝতে পারে পড়াশোনা খুব সহজ ও আনন্দদায়ক একটি বিষয়। বিদ্যালয়কে ভালোবাসতে শেখানো এবং ছোট বয়স থেকেই পড়ার প্রতি আকর্ষণ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিশুদের হাতে-কলমে শেখানো হচ্ছে। গানে গানে ছড়া শেখানো, চিত্রাঙ্কনের মাধ্যমে অক্ষরের সাথে পরিচয় করানো, প্রাণীর নাম শেখানো—সবকিছুই আনন্দঘনভাবে। আমাদের লক্ষ্য কোনো শিক্ষার্থীকে শুধু নিজেদের বিদ্যালয়ে ভর্তি করানো নয়, বরং তাদের মোবাইলের আসক্তি থেকে বইয়ের দিকে ফিরিয়ে আনা।”
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই “ফান-ডে” কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। প্রতিদিনই অংশ নিচ্ছে নতুন নতুন শিশু ও তাদের অভিভাবকরা।
অভিভাবকদের অনেকেই জানান, এমন আনন্দঘন আয়োজন শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। বই, ছড়া, ছবি আঁকা ও খেলাধুলার মেলবন্ধনে শিশুরা শেখার আনন্দ পাচ্ছে যা ভবিষ্যতে তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
এমন ব্যতিক্রমী উদ্যোগে সিরাজগঞ্জে শিক্ষায় নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে শহীদ মডেল স্কুল। স্থানীয় শিক্ষাবিদরাও মনে করছেন, এই ধরণের উদ্যোগ দেশের অন্যান্য বিদ্যালয়েও গ্রহণ করা হলে শিশুদের পাঠাভ্যাস বৃদ্ধি পাবে এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও মজবুত হবে।
#shahidmodelschool | #sms | #sirajganj
সিরাজগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
# #sirajganj #সিরাজগঞ্জ #police #দুদক
জনগণের দাবিতে সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে চান নাগরিক ঐক্যের নেতা মোখলেছুর রহমান সবুজ
.
#nagorikoikko | #elaction | #sirajganj
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন নাগরিক ঐক্যের জেলা সদস্য সচিব মোখলেছুর রহমান সবুজ। জনগণের দাবির মুখে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মাঠে-ময়দানে কাজ করে আসছেন এই নেতা।
২৯শে সেপ্টেম্বর (সোমবার) কামারখন্দ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবুজ বলেন, “জনগণের খেদমতে আমি সর্বদা প্রস্তুত। যদি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না চান, তাহলে আমি সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে রাজি আছি।”
মোখলেছুর রহমান সবুজ শুধু নামেই নন, কাজের মাধ্যমেই জেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের নীতি-আদর্শ মাঠে তুলে ধরতে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
সিরাজগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কই সবুজের মূল শক্তি। রাজনৈতিক প্রভাব বিস্তার নয়, বরং সামাজিক বন্ধন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। বিভিন্ন সময়ে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ফলে তার প্রার্থীতা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।
সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে এটি হবে মোখলেছুর রহমান সবুজের জন্য রাজনীতির বড় মঞ্চ। তার মতে, রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের খেদমত। তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সুযোগ পেলে জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই এগোতে চান।
নাগরিক ঐক্যের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির যে প্রত্যাশা, মোখলেছুর রহমান সবুজ তারই এক প্রতীক। জনগণের দাবির মুখে প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিকে নতুনভাবে নাড়া দিয়েছে—এতে সন্দেহ নেই।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই পূরণ হবে জনগণের স্বপ্ন—বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান
.
#mirzamostofa | #bnp | #sirajganj
ক্ষমতায় গেলে ৬ কোটি মানুষকে মাসে ১ হাজার করে টাকা দিব- মান্না
.
#nagorikoikkyo | #sirajganj | #mrmanna
আমি চেয়েছিলাম বলেছিল শাপলা জাতীয় প্রতীক- মাহমুদুর রহমান মান্না
.
#ncp | #shapla | #nagorikoikkyo | #sirajganj
দেবী মা খঞ্জন দিয়ে উসুলের বুকে চালিয়ে দিয়েছিল - মাহমুদুর রহমান মান্না
.
#mahmudurrahmanmanna | #nagorikoikkyo | #sirajganj
স্বাধীনতার ৫৪ বছরেও আমরা মানুষের শাসন কায়েম করতে পারিনি- মাহমুদুর রহমান মান্না
.
#mahmudurrahmanmanna | #nagorikoikkyo | #sirajganj
ভোট তাকেই দিবেন, যারা দেশটাকে বদলে দিতে পারে- মাহমুদুর রহমান মান্না
.
#ncp | #shapla | #nagorikoikkyo | #sirajganj
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের ঐক্যের আহবান জানালেন বিএনপি নেতা বাচ্চু
.
#sirajganj | #bnp | #bachchu | #36july
বেশি বেশি বলছি নাকি, এতো ভালো তো ভালো না- মাহমুদুর রহমান মান্না
.
#mahmudurrahmanmanna | #nagorikoikko | #sirajganj
ভোট দিলে পাল্লায়, পাবে আল্লাহ- বিভ্রান্তিকর শ্লোগান : ইকবাল হাসান টুকু
.
#sirajganj | #iqbalhasantuku | #bnp | #jamaat