ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Other
যশোর-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল তরকারি ব্যবসায়ী আবুল কালামের
আজ ভোরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার আলিপুর ব্রীজের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরকারি ব্যবসায়ী আবুল কালাম (৪৫)। তিনি নওয়াপাড়া বাজারের পরিচিত এক সবজি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম প্রতিদিনের মতো আজ ভোরেও নিজ গ্রামের বাড়ি থেকে নওয়াপাড়া বাজারে তরকারি বিক্রি করতে যাচ্ছিলেন। তিনি প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় আনোয়ার মেম্বরের ভাই। সকাল আনুমানিক ৫টার দিকে তিনি আলিপুর ব্রীজ এলাকায় পৌঁছালে যশোর দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই ভয়াবহ ছিল যে, আবুল কালাম ঘটনাস্থলেই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মহাসড়কের ওপর লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর আশপাশের স্থানীয়রা ছুটে এসে মহাসড়কে থমকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই সেখানে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, “ট্রাকটি এত দ্রুতগতিতে আসছিল যে, ব্রেক করার সময়ও দেয়নি। চোখের পলকে মানুষটা রাস্তায় ছিটকে পড়ে।”
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়, তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের কিছু অংশের ভাঙা নম্বরপ্লেট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাজারের সহকর্মী ব্যবসায়ীরা জানান, আবুল কালাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন মানুষ। প্রতিদিন ভোরে বাজারে আসতেন তাজা সবজি বিক্রি করতে। হঠাৎ এমন মৃত্যুর খবরে সবাই হতবাক।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং দ্রুত চালককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়কে বাড়তে থাকা দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, “মহাসড়কে দিনরাত বেপরোয়া গতিতে ট্রাক ও পণ্যবাহী যানবাহন চলাচল করলেও সেগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। প্রায় প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা, অথচ প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।”
পরিশ্রমী এক পরিবারের উপার্জনকারী সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন।
যশোর-খুলনা মহাসড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক। পণ্যবাহী ট্রাক, বাস, ও ছোট যানবাহনের চাপের কারণে এ মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে আলিপুর ব্রীজ এলাকা অতীতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে।