Bangladesh

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুরে গৃহিণীকে উত্তাক্তের অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা

Md Faysal
7 Views · 2 days ago

কৃষক কার্ড"-এর মাধ্যমে কৃষিতে স্বচ্ছতা ও দালালমুক্ত সুবিধা নিশ্চিত হবে: তারেক রহমান

২৩ এপ্রিল ২০২৫, ঢাকা:
কৃষকদের জন্য নতুন যুগের সূচনা ঘটাতে যাচ্ছে "কৃষক কার্ড"। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেছেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং তাদের জীবনে সরাসরি উপকার আনতে "Farmers Card" বা "কৃষক কার্ড" চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কার্ডে প্রতিটি কৃষকের সব তথ্য থাকবে, যা তাকে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষি ঋণ, বীজ, সার, কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সুবিধা গ্রহণে সহায়তা করবে।

তারেক রহমান বলেন,

> “আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই, যেখানে কৃষক নিজেই নিজের অধিকার বুঝে পাবে এবং সরকারি সহায়তা পেতে কোনো অনৈতিক বা দুর্নীতিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। এই কার্ড একটি ডিজিটাল পরিচয়ের রূপে কাজ করবে, যাতে কৃষকের জমির পরিমাণ, ফসলের ধরন, ঋণের ইতিহাস এবং সরকারের কাছ থেকে পাওয়া সহায়তার তথ্য সংরক্ষিত থাকবে।”



তিনি আরও জানান, কৃষকদের তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। এই তথ্য-ভিত্তিক পদ্ধতি সরকারের নীতিনির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদাহরণস্বরূপ, কোনো এলাকায় বন্যা বা খরার মতো দুর্যোগ দেখা দিলে সরকার দ্রুত ও যথাযথভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে পারবে।

কৃষকের মর্যাদা ও ক্ষমতায়নই মূল লক্ষ্য
তারেক রহমান জোর দিয়ে বলেন, “কৃষক শুধু খাদ্য উৎপাদনকারী নন, তিনি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

এই উদ্যোগ বাস্তবায়নে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি প্রশাসন গড়ে তোলা হবে, যেখানে কৃষকের তথ্য থেকে শুরু করে সরকারি সুবিধা প্রাপ্তি পর্যন্ত সবকিছুই স্বচ্ছভাবে হবে।

বিশ্লেষকরা বলছেন, যদি এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে এটি বাংলাদেশের কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে।

Al Mamun Gazi
4 Views · 3 days ago

⁣ভবদহের জলাবদ্ধতা—যশোরের দুঃখ ঘোচাতে মাঠে তিন উপদেষ্টা, আশায় বুক বেঁধেছেন লাখো মানুষ

যশোর, ২২ এপ্রিল:
দীর্ঘদিনের যন্ত্রণার নাম ভবদহ। বছর পর বছর ধরে যশোর, খুলনাসহ বিস্তীর্ণ এলাকার লাখো মানুষ এই জলাবদ্ধতার কারণে ভোগান্তির শিকার। কৃষি, যোগাযোগ, শিক্ষা—জীবনের প্রতিটি খাতেই নেতিবাচক প্রভাব পড়েছে। এক কথায় বলা চলে, ভবদহ যেন হয়ে উঠেছে যশোর অঞ্চলের এক চিরস্থায়ী দুঃখ।

তবে এবার সেই দুঃখ ঘোচানোর আশায় নতুন করে বুক বাঁধছেন এলাকাবাসী। সরকার নিযুক্ত তিনজন উপদেষ্টা সরেজমিনে ভবদহ এলাকা পরিদর্শন করেছেন। তাঁদের মধ্যে ছিলেন পরিবেশ আন্দোলনের খ্যাতনামা নেত্রী অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, পানি বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদরা।

পরিদর্শন শেষে রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, “ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। মানুষের কষ্টের চিত্র না দেখে বোঝা যায় না—এই সমস্যা কতটা প্রকট।” তিনি আরও বলেন, “অতীতের ভুল পরিকল্পনায় আজকের এই দুর্দশা। তাই এবার হবে সমন্বিত উদ্যোগ, যার ভিত্তি হবে বিজ্ঞান, পরিবেশ ও স্থানীয় জনগণের মতামত।”

তাঁদের আগমনে স্থানীয়দের মধ্যে ফিরে এসেছে একরাশ আশার আলো। অনেকে বলছেন, এত বছর পর মনে হচ্ছে কেউ যেন সত্যিই আমাদের কথা শুনতে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, ভবদহ সমস্যার মূল কারণ হচ্ছে নদী ভরাট, অপরিকল্পিত স্লুইসগেট নির্মাণ ও সঠিক পানি নিষ্কাশনের অভাব। এসব কারণ চিহ্নিত করে একটি টেকসই ও বাস্তবমুখী সমাধান প্রস্তাব করা হবে বলে আশ্বস্ত করেছেন উপদেষ্টারা।

এলাকাবাসীর চাওয়া, এইবার যেন আর শুধু ‘প্রতিশ্রুতির বন্যা’ না বইয়ে, বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়। যেন ভবদহ আর যশোরের দুঃখ না হয়ে, হয় গর্বের নাম।

Mahamud Mithu
445 Views · 5 days ago

⁣মাতৃভূমিতে ফিরে যেতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী। এরই মধ্যে প্রশিক্ষণও নিয়ে ফেলেছেন তাদের একটি অংশ।

Rahmatullah Ashik
11 Views · 5 days ago

⁣বাংলাদেশের এখন সবচেয়ে বড় যে সংস্কারের দাবি সেটা হলো দেশের মানুষের নিরাপত্তাব্যবস্থা সংস্কার।

Mahamud Mithu
7 Views · 7 days ago

⁣ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তিন নং দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের উত্তর দিকের রাস্তা হতে শুরু হয়ে শাহাবুদ্দিন মেম্বারের বাড়ির পশ্চিম পাশ পর্যন্ত সরকারী রাস্তার পাশের মোট সত্তরটি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Rakibul Islam
2 Views · 8 days ago

⁣ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Mehedi Hasan
4 Views · 9 days ago

⁣নরসিংদী পৌর এলাকায় সিএনজি-অটোবাইক স্ট্যান্ডের এক বছরের ইজারা পেলেন মো. আলমগীর

Md Shafiqul Islam Shagor
6 Views · 16 days ago

সখিপুরে বিক্ষোভ মিছিল ইসরাইলের বিরুদ্ধে

Md Faysal
11 Views · 16 days ago

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বরিশালে

Nazrul Islam
5 Views · 17 days ago

⁣‎বঙ্গোপসাগর থেকে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী



‎নজরুল ইসলাম, কুতুবদিয়া:



‎বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ একটি মাছ ধরার নৌকা আটক করেছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ এ অভিযান পরিচালনা করে।



‎সূত্র জানিয়েছে, সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনী জাহাজ। পরে নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিকভাবে ওই নৌকার গতিপথ রোধ করে এবং তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করে। আটককৃতদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।



‎প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা সকলেই মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক এবং অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের উদ্দেশ্যে সাগর পথে যাত্রা করেছিল। নৌকাটিতে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারতো। তবে, বাংলাদেশ নৌবাহিনীর কার্যকর পদক্ষেপের ফলে ওই বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।



‎অতঃপর, নৌকাটি এবং আটককৃত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্সে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।



‎এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও সমুদ্রপথে চোরাচালান রোধে তারা অবিচলভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Akm Kaysarul Alam
8 Views · 19 days ago

⁣কবি শেখ ফজলল করিম স্মৃতি গণ পাঠাগারে বছরের পর বছর ধরে ঝুলছে তালা ।

⁣আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৫ এপ্রিল) দুপুরে খুলনা নৌ অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে আনুলিয়ার নয়াখালী গ্রামে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সংকটকালে জনগণের পাশে থাকা শুধু কর্তব্য নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার। দুর্যোগে মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

গত ৩১ মার্চ খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে আনুলিয়ার কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেত, ঘরবাড়িসহ বিশাল এলাকা পানির নিচে চলে যায়। বহু মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে।

এ অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর একটি ত্রাণ ও মেডিকেল দল ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। নয়াখালী গ্রামের প্রায় ২৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, মোমবাতি ও দিয়াশলাইসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

নৌবাহিনী জানায়, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Akm Kaysarul Alam
6 Views · 22 days ago

⁣সড়ক দুর্ঘটনা নিহত ৪,আহত ২

Mehedi Hasan
2,376 Views · 25 days ago

⁣⁣⁣মাদারীপুরে হাজার অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদারীপুর প্রতিনিধি , মেহেদী হাসান ছবি তুলেছেন রাসেল তালুকদার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাদারীপুর প্রতিনিধি , ছবি তুলেছেন রাসেল তালুকদার

⁣বিগত ১৭ বছর ভালো ছিলাম