- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Other
মাদারীপুরে হাজার অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মাদারীপুরে হাজার অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদারীপুর প্রতিনিধি , মেহেদী হাসান ছবি তুলেছেন রাসেল তালুকদার
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে এক হাজারের অধিক হত দরিদ্র নারী,পুরুষ ও ভ্যান চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে। শনিবার বিকেলে সদর উপজেলার আঙ্গুলকাটা এলাকায় ব্যাবসায়ি হাবিব ছলাকারের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেক নারী এবং পুরুষকে একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।এসময় তিন শতাধিক ভ্যান চালকদেরকে লুঙ্গি বিতরন করা হয়েছে। আর পাশাপাশি তাদের ইফতার করানো হয়। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ছিলারচরের কৃতি সন্তান সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফজুল হল ছলাকার,ছিলারচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন হাওলাদার, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ছলাকার, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাচ্চু ও সাবেক ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহার হোসেন ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদারীপুর প্রতিনিধি , ছবি তুলেছেন রাসেল তালুকদার