En yeni videolar

Al Mamun Gazi
19 Görünümler · 6 günler önce

⁣যশোর অভয়নগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্দির পরিদর্শন করলেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার টি.এস আইয়ুব

Al Mamun Gazi
6 Görünümler · 10 günler önce

⁣যশোর অভয়নগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মিছিল

Al Mamun Gazi
4 Görünümler · 18 günler önce

⁣যশোরের অভয়নগরে কুকুরের কামড়ে আহত ৮ জন

Al Mamun Gazi
22 Görünümler · 1 ay önce

⁣লালমনিরহাটে সংঘর্ষে যুবকের মৃত্যু: লাশ নিয়ে মহাসড়ক অবরোধে উত্তাল হাতীবান্ধা

Al Mamun Gazi
21 Görünümler · 1 ay önce

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী।আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

রবিবার ৩১ আগস্ট বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক মোঃ আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন।(প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে। এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন।জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Al Mamun Gazi
18 Görünümler · 1 ay önce

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা পেশাজীবী বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়

Al Mamun Gazi
18 Görünümler · 1 ay önce

মোঃ ফজলুল করিম
নবাগত অফিসার ইনচার্জ, নওয়াপাড়া হাইওয়ে থানা,অভয়নগর,যশোর।

Al Mamun Gazi
33,381 Görünümler · 1 ay önce

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কের সামনে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান। এ সময় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন এবং কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা ও তাদের নিবন্ধন বাতিল করার দাবি জানান। পাশাপাশি ভিপি নুরের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

Al Mamun Gazi
10,679 Görünümler · 1 ay önce

খুলনায় জেলা ও মহানগর কার্যালয়ে হামলার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৫টার দিকে ডাকবাংলো মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, “সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে একটি মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে মারমুখি অবস্থান নেয়। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভাঙা হলেও অপরটি ভাঙতে পারেনি, তবে সাইনবোর্ড ভেঙে দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।”

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, “জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। আমরা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম।”

প্রত্যক্ষদর্শীরা জানান, “হঠাৎ করেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। তারা সাইনবোর্ড ভেঙে ফেলে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আমরা ভয়ে আশেপাশে দৌড়াতে বাধ্য হই। গাড়ি ও দোকানপাটের সামনে অবরোধও দেখা যায়। বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেয়, যা শহরের পরিবেশকেও ব্যাহত করে।”

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিলসহকারে আমাদের অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

Al Mamun Gazi
18 Görünümler · 1 ay önce

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ ৩০ আগস্ট শনিবার সকাল ১০ টায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম।

উদ্বোধক হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ আহমদ আলী বিএসসি,নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভইয়া, ওসমান গনি মারাজ, খাইকুল ইসলাম লিটন, হাদিউল ইসলাম কামাল,হানিফ ভূঁইয়া, রফিকুল ইসলাম বিপুল, হানিফ ভূঁইয়া, মতিউর রহমান, প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সমাজসেবক শাহ আজিমুদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন এসময় বলেন এলাকায় অনেকের সুনির্দিষ্ট কবরস্থানের জায়গা ছিল না তাই বাধ্য হয়েই অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে কবর দেয়া হতো। এখন উন্মুক্ত কবরস্থান হওয়ায় যে কোন এলাকার মৃত ব্যক্তিদেরকে এখানে দাফন করতে পারবে। তাছাড়া যে কোন এলাকার বেওয়ারিস লাশ এবং গরিব মৃত ব্যক্তিদের দাফন কাফনের সম্পূর্ণ খরচ
উন্মুক্ত কবরস্থানের কর্তৃপক্ষ ব্যায়ভার বহন করবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, উন্মুক্ত কবরস্থান নির্মাণে মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মাহমুদুল ইসলাম এবং এলাকাবাসীকে
এরকম মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সামাজিক কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে। উন্মুক্ত কবরস্থানে যাওয়ার জন্য একটি রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আলোচনা শেষে অতিথিবৃন্দরা কয়েক শতাধিক গাছের চারা উন্মুক্ত কবরস্থানের চারপাশে রোপন করেন।

Al Mamun Gazi
14 Görünümler · 1 ay önce

যশোর অভয়নগরের রিয়াদুল ইসলাম ডাকসু নির্বাচনের স্বতন্ত্র পদপ্রার্থী

Al Mamun Gazi
24,610 Görünümler · 1 ay önce

যশোরের অভয়নগর উপজেলার পাচুড়িয়া গ্রামে ভুয়া কবিরাজ মাফিয়া ওরফে মনিমা কুসংস্কার ও অজ্ঞতাকে পুঁজি করে প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছে। জ্বীনের গল্প, তাবিজ-কবজ আর ভুয়া চিকিৎসার নামে তিনি প্রতিদিনই সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

Al Mamun Gazi
4 Görünümler · 1 ay önce

⁣রোহিঙ্গা প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানালেন কক্সবাজার জেলা প্রেসক্লাব'র সভাপতি তৌহিদ বেলাল

Al Mamun Gazi
15 Görünümler · 1 ay önce

যশোরের অভয়নগর নওয়াপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম বিশ্বাসের নেতৃত্বে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও আন্দোলন-সংগ্রামে অটল থাকবে।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Al Mamun Gazi
17 Görünümler · 1 ay önce

⁣নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা জনাব মোঃ দুলাল হোসেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা । তিনি দীর্ঘ ১৭টি বছর রাজপথে সংগ্রাম করে গেছেন।

Al Mamun Gazi
41 Görünümler · 1 ay önce

ইজি ভ্যানের ধাক্কায় সেনা কর্মকর্তা আহত

Al Mamun Gazi
1,716 Görünümler · 1 ay önce

⁣রাষ্ট্রের মালিক সবাই, রাষ্ট্র সব মানুষের, একক গোষ্ঠীর রাজনীতি মানবতার অপরাধ।
- আল্লামা ইমাম হায়াত
(চেয়ারম্যানঃ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)

Al Mamun Gazi
6 Görünümler · 2 ay önce

বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে সংস্কার দরকার

Al Mamun Gazi
21 Görünümler · 2 ay önce

বাংলাদেশে আর কোন স্বৈরাচার সরকার ক্ষমতায় না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বললেন যশোর অভয়নগর এর ৪ নং পায়রা ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামীর জনপ্রিয় নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম

Al Mamun Gazi
20 Görünümler · 2 ay önce

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। তিনি রাজন গ্রুপের একজন সক্রিয় সমর্থক ছিলেন।

Daha fazla göster