Al Mamun Gazi
Al Mamun Gazi

Al Mamun Gazi

      |      

Subscribers

   Breaking news

Al Mamun Gazi
8 Views · 22 hours ago

⁣যশোরের অভয়নগর পৌরসভার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের ঢালাই ও সংস্কার কাজ চলছে। এতে যান চলাচলে কিছুটা ভোগান্তি হলেও কাজ শেষ হলে ভাঙাচোরা সড়ক মেরামত হয়ে জনদুর্ভোগ কমবে।

Al Mamun Gazi
14 Views · 24 hours ago

⁣রংপুরে জামায়াতের বিশাল জনসভায় হিন্দু নেতা শ্রী যোগেন চন্দ্র বর্মনের বক্তব্য............

Al Mamun Gazi
5 Views · 1 day ago

কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ,
বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ও বরেণ্য হাফেজ মাওলানা আবদুল্লাহ (৪৯) ইন্তেকাল করেছেন 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। হঠাৎ ডায়াবেটিস বেড়ে গেলে নাক ও মুখ দিয়ে ফেনা উঠতে শুরু করে। তাৎক্ষণিকভাবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভাগিনা মো. ওমর ফারুক।

হাফেজ আব্দুল্লাহ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মিনজিরিতলা আমির মুহাম্মদ তালুকদার বাড়ি (আইম্মার পাড়া) এলাকার বাসিন্দা এবং মরহুম মাওলানা হাফেজ। আহমদ-এর পুত্র।

তিনি ছিলেন একজন দক্ষ ও সুনামধন্য আলেম, শিক্ষক এবং হাফেজে কোরআনের শিক্ষক। তিনি চট্টগ্রামস্থ সেগুনবাগান মাদরাসার সাবেক শিক্ষক, জলদী মিয়ার বাজার নুরুল কোরআন হেফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং ভাদালিয়া দারুল উলুম হামিউছসুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। তাঁর হাত ধরে বহু হাফেজে কোরআন তৈরি হয়েছে।

তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারকও। তাঁর মৃত্যুতে বাঁশখালীসহ চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক, ধর্মীয় সংগঠন, বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আজ রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় তাঁর জানাজার নামাজ আল্লামা খলিলুর রহমান শওকী সাহেবের ইমামতিতে
ভাদালিয়া বড় মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উক্তা জানাজার নামাজে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের হাজারো হাফেজ করার কারিগর। হাফেজ
মাওলানা তৈয়দ সাহেব সহ
বাঁশখালীর কিংবদন্তি আলেম গান। উপস্থিত ছিলেন বাঁশখালীর জামাতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী শাখার আমির। মাওলানা তৈয়ব বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম। বাঁশখালীর সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। অত্র এলাকার কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত নেতা মাওলানা মাহফুজুর রহমান আনিস। এবং বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। মানবিক মাওলানা ওসমান গনি সাহেব

Al Mamun Gazi
5 Views · 2 days ago

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক চার সন্ত্রাসী হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Al Mamun Gazi
7 Views · 2 days ago

যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Al Mamun Gazi
7 Views · 4 days ago

গতকাল ⁣ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে কিছুক্ষণ আগে সুয়াগাজি বাজারে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষ আহত ১

Al Mamun Gazi
885 Views · 6 days ago

⁣জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই শহীদদের প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে

Al Mamun Gazi
7,868 Views · 7 days ago

মুন্সীগঞ্জের শ্রীনগরে দালাল চক্রের মূলহোতা, বিদ্যুৎ ।
ফেমাস হওয়ার চিন্তা মাথায় রেখে ফেসবুকের নাম রেখেছেন সেফায়েতুল্লা সেফুদা,খবরের কাগজে তার নাম উঠে আসার নেশায়,নেতাদের সাথে চলেন উচ্চবিলাসী স্বপ্ন নিয়ে । রয়েছে অত্যাধুনিক অহংকার, কাগজ বিহীন মোটর বাইক নিয়ে চলেন, বীরের বেশে, চুল এবং পোশাকের বিভিন্ন স্টাইল সহ করেন রূপের রদবদল প্রতি সপ্তাহে। দেখে বোঝার উপায়নেই সে দালাল চক্রের সদস্য। পরিচয় দেন পুলিশের সোর্স কখনো আবার ডিবি পুলিশ।

এক সময় মোটরসাইকেল চোর চক্রের দাদাভাই খ্যাত নাম থাকলেও বর্তমানে স্টাইল করে বিশেষজ্ঞদের মত কথা বলেন বলে সংশ্লিষ্টরা ডাকেন (পাকনা বিদ্যুৎ)
উপজেলার শ্রীনগর বাড়ৈগাও মোল্লাপাড়া এলাকার মৃত সিরাজুল পুত্র বিদ্যুৎ। নানা অপকর্মের সাথে জড়িত অনেক আগে থেকেই, যুক্ত রয়েছেন ঢাকা-মাওয়া মহাসড়কের ডাকাতি চুরি ছিনতাই সিন্ডিকেটের সাথে দেড় বছর আগে কয়েক দফা সাময়িক বাহিনীর হাতে ধরা পড়েন সে, ওই সময় সাধারণ শাস্তি দিয়ে মুশলেকা রেখে ছেড়ে দেন তারা।

কিছুদিন এলাকায় গা ঢাকা দিয়ে থাকার পর নেমে পড়েন ভিন্ন পেশায় বিদেশে পাঠানোর নামে শ্রীনগর এলাকায় নিতে চান অফিস সেখান থেকে ঘুরে যায় ভাগ্যের চাকা বেশ কিছু যাত্রীর টাকা-পাসপোর্ট লুটে নেন বিদেশে পাঠানোর নামে, এরপর গা ঢাকা।

ইমু হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করে ভুক্তভোগী যাত্রীরা টাকা পাসপোর্ট ফেরত চাইলে জানান বর্তমানে দেশের বাইরে রয়েছি দেশে এসে
শ্রীনগরে অফিস নিচ্ছি তখন দেখা করবেন কলে এরিয়ে চলেন ।
নামে বেনামে রয়েছে অগণিত ফেসবুক আইডি যা ব্যবহার করে হাতিয়ে নেন উঠতি বয়সি মেয়েদের সহ বিশেষ ব্যক্তিদের ব্ল্যাকমেল করে টাকা।
এ ছাড়াও শ্রীনগরের এক সিনিয়র সাংবাদিকের ছবি এডিট সহ অনেকের ছবি দিয়ে মিথ্যা গুজব ,এর আগেও ছড়িয়েছে তিনি ।
গেল মাসে ডিবি পুলিশ পরিচয়ে করছেন চাদা বাজি এ বিষয়ে তার ভিডিও ডকুমেন্ট তৈরী রয়েছে ৪টি,এ প্রতিবেদকের হাতে। উদাহরনে উঠে আসে পুলিশ পরিচয়ে দিন মজুরদের "শাসানো একটি ভিডিও তা সামিাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়ে শ্রীনগর বাসির। গেল ফেব্রয়ারীতে আড়িয়াল বিলে নির্জন এলাকায় সামির কে মাওয়া থেকে খবর দিয়ে এনে অন্ধকার রুমে আটকিয়ে রেখে নিম্মম ভাবে অত্যাচার করে বিকাশ মাধ্যম ত্রিশ হাজার টাকা এবং একটি আইফোন এলিভেন মোবাইল ছিনিয়ে নিয়ে। মোটর সাইকেল চোর আখ্যায়িত করে সন্ধ্যায় ছেড়ে দেয়া। আটক করা সেই মোটরসাইকেল টি ১৫ দিন পরে দ্বিতীয় পক্ষের কাছে বিক্রয় করেন, শ্যামসিদ্ধি ইউনিয়নের এক কিশোরের কাছে বিক্রির ১০ দিন পর মোটর বাইক টি সড়ক দুর্ঘটনা হলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন ওই চালক, এমন সংবাদের ভিক্তিতে সেখানে চক্রের সদস্যদের নিয়ে হাসপাতালের বেট থেকে বাইরে ডেকে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরের পরিবারের নিকট মোটরসাইকেল চোর আখ্যায়িত করে ২লক্ষ টাকা দাবি করেন। নানা ভাবে ভয় ভীত, হাতিয়ে নেওয়া হয় ৮০ হাজার টাকা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কামনাও দ্রুত"তার বিষয়ের ব্যবস্থা নেয়া প্রয়োজন" বলছেন প্রদক্ষ সংশ্লিষ্ঠরা


ভুক্তভোগী বিদেশ যাত্রী কবির হাসান জানান। সাড়ে ৪ লক্ষ টাকা নেন, রোমানিয়া পাঠাবেন বলে পাকনা বিদ্যুৎ। মাসের পর মাস পেরিয়ে গেলেও হচ্ছে না বিদেশ
ঘোরাচ্ছেন বছর জুড়েই বার বার বিদ্যুৎ কে ফোন দিলে পাওয়া যায়নি তবে কোন এক দফায় গণ্যমান্য ব্যক্তিদের কথা মীমাংসা মেটানো হয় ফেরত দিবেন টাকা এবং পাসপোর্ট তাও আজ দের বছর ফেরত দিচ্ছে না ফোন ও ধরছেন না যদিও দুই একবার ফোন ধরেন তাও বেগুতি কথাবার্তা বলে ফোন কেটে দেন। কয়েক দিন ধরে হুমকি ও দিচ্ছেন টাকা পাসপোর্ট এবং ফোন তার কাছে দাবি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন তিনি।
শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের,ইকবাল আরিফ জানান, এক বছর ধরে দুইটি পাসপোর্ট নিয়ে ফেরত দিচ্ছেন তো নাই, বরং হুমকি দিচ্ছেন নানাভাবে, টাকা পাসপোর্ট ফেরত চাইলে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম,বলেন মৌখিকভাবে শুনেছে তিনি অনেকের পাসপোর্ট এবং টাকা নিয়ে বিদেশের কথা বলে,তাদের সাথে যোগাযোগ এবং গা ঢাকা দিয়ে রেখেছে প্রায় দেড় বছর হয়, তবে তার বিষয়ে লিখিত অভিযোগ কেউ দেয়নি দিলে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিদুৎতের মোবাইলে বিকাল সাড়ে ৪টায় বারবার ফোন দিলে পাওয়া যায়নি।

Al Mamun Gazi
6,550 Views · 7 days ago

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে নদী ও পরিবেশ রক্ষায় একদল সেচ্ছাসেবী তরুণ নিরলসভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। “নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন” ব্যানারে সংগঠিত এই সামাজিক উদ্যোগে দিনরাত মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন ছাত্রনেতা ও সংগঠনের সমন্বয়ক মো. আজমল।

প্রাকৃতিক সম্পদে ভরপুর গোয়াইনঘাট উপজেলার পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। বালু-পাথর উত্তোলনে অবৈধ কর্মকাণ্ড, নদী দখল, পাহাড় ধ্বংস ও বন উজাড়ের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি সরাসরি অভিযান পরিচালনা করছে এই সংগঠনটি।

বিশেষ করে রাতের আঁধারে যেসব চক্র নদী ও পরিবেশ ধ্বংসে লিপ্ত হয়, তাদের তথ্য সংগ্রহ ও প্রতিবাদে রাতেও মাঠে থাকেন আজমল ও তাঁর দল। পরিবেশ রক্ষায় ত্যাগ ও সাহসিকতার এই নজির স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তারা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজমল বলেন, “নদী ও পরিবেশ আমাদের অস্তিত্বের অংশ। একে বাঁচাতে হলে শুধু দিনে নয়, রাতেও পাহারা দিতে হয়। আমরা কেউ পেছনে সরে যাবো না, এই আন্দোলন চলবে গোয়াইনঘাটের প্রকৃতি রক্ষার স্বার্থে।”

গোয়াইনঘাটের সচেতন মহল মনে করেন, এই আন্দোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশার আলো।

Al Mamun Gazi
690 Views · 7 days ago

যশোর অভয়নগরে গত (২৯ জুন ২০২৫) শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যশোর অভয়নগরের আইকন আসাদুজ্জামান জনি বলেন, “তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। মাদক ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এক নতুন বাংলাদেশ গড়তে হবে। সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে স্থানীয় তরুণ-তরুণীরা উচ্ছ্বাসের সাথে তার আহ্বানে সাড়া দেন।

Al Mamun Gazi
5,680 Views · 8 days ago

২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি,১৩ পিস লেহেঙ্গা,৪৯২২ পিস কসমেটিক্র সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

আজ সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,২ জন পুলিশ সদস্য,২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,১৬ জন বিজিবি”র সদস্যসহ মোট ২০ জন অভিযানে অংশগ্রহন করেন।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গত একমাসে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এযাবত ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরেনর পন্যসামগ্রী আটক করতে সক্ষম হয়েছে।

Al Mamun Gazi
1,763 Views · 9 days ago

যশোর অভয়নগরের তারুণ্যের সমাবেশে আসাদুজ্জামান জনির উদ্দীপ্ত আহ্বান

আজকের তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান জনি বলেছেন, “তরুণরাই আগামী দিনের শক্তি। এই দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে হবে।"
তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশ প্রমাণ করছে, আমাদের তরুণ সমাজ জেগে উঠেছে। আমরা একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না।”
জনি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে এলাকার শত শত তরুণ-তরুণী উপস্থিত হয়ে জনির এই আহ্বানে সাড়া দেন এবং দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

Al Mamun Gazi
788 Views · 9 days ago

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬২কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকার সংশোধিত বাজেট ঘোষনা করা হয়েছে।

আজ রোববার বিকেল ৪টায় সুনামগঞ্জ পৌরসভার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক মোঃ রেজাউল করিম।

তিনি বলেন,চলতি বছরে বাজেটে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন) খাতে ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকা,সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা এবং স্থিতি ৫ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৩৯০ টাকা। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন)খাতে ৩৬ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৩৯০ টাকা এবং সর্বমোট ব্যয় ছিল(রাজস্ব ও উন্নয়ন)খাতে ২৯ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকা এবং স্থিতি ছিল ৭ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৩৯০ টাকা।

বাজেট ঘোষনায় এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা মাধ্যমিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস,কৃষি পকৌশলী তাস কুমার তালুকদার,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল,পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ কুমার দাস,সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস,ডাঃ রাজেশ সিংহ মিথুনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Al Mamun Gazi
8,103 Views · 9 days ago

মুরাদনগরে দরজা ভে'ঙে নারীকে ধ*র্ষ*ণ করা সেই আ.ওয়ামী নেতা সহ গ্রে-প্তা-র ৫ ..

Al Mamun Gazi
881 Views · 9 days ago

জামালপুরের মাদারগঞ্জে নব্যচর হাই স্কুল এন্ড কলেজ মাঠে ১ নং চরপাকেরদহ ইউনিয়নের ১,২,৪ ও ৯ নং ওয়ার্ডে বাস্তবায়িত প্রকল্পের আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সুইডিস রেড ক্রসের কারিগরি সহযোগিতায় জামালপুর ইউনিটে বাস্তবায়িত আত্ম নির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটিস এস এন এস আর সি 'র আয়োজনে পারিবারিক ও সামাজিক পর্যায়ে বন্যা পূর্ব প্রস্ত্ততি ও ঝুকিহ্রাস বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর এর ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ্।

তিনি বক্তব্যে বলেন ---এখানকার স্থায়ী নিবাসী যারা আছেন, তার সবসময় বন্যার সাথে যুদ্ধ করে এখানকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। রেড ক্রিসেন্ট এর সহযোগিতা করলে, এখানকার আরো অর্থ পাবে।
সেই অর্থ দিয়ে দুর্যোগ মোকাবেলা করতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক, খায়রুল ইসলাম লিয়ন,

এসময়ে জেলা রেড ক্রিসেন্ট এর ইউএলও জীবন কুমার বিশ্বাস, সহকারী প্রকল্প কর্মকর্তা, আনোয়ার হোসেন,সহকারী হিসাব কর্মকর্ত হুমায়ুন কবির, নব্যচর হাই স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, মেম্বার নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা যুব রেড ক্রিসেন্ট সদস্য বৃন্দ ও চরপাকেরদহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Al Mamun Gazi
2 Views · 10 days ago

ঢাকার খিলক্ষেতে হিন্দু সম্প্রদায়ের দূর্গামন্দির বুলড্রোজার দিয়ে উচ্ছেদ,প্রতিমা ভাংচুর,লালমণিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মব সন্ত্রাসী,সেলুনে বাবা ও ছেলে পিটিয়ে পুলিশে সোপর্দ এবং যশোরের অভয়নগরে বর্বরোচিত হামলাসহ সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টার্ন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের সকল সংঘটনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সবাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় এ সময় বক্তব্যে রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু,জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিশ^জিৎ চক্রবর্তী,জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি কলি তালুকদার আরতি,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,জেলা জাগ্রহ যুবসংঘের প্রতিনিধি হিমাদ্রি রায় প্রান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী,সাধারন সম্পাদক বিধান দাস,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধার্থ এষ বলাই, লোকনাথ সেবাসংঘের সভাপতি মতিলাল চন্দ,সাধারন সম্পাদক জয়ন্ত বণিক,শংঙ্কর বণিক,সুদিন রায়,বিশ^জিৎ রায়,মলয় দাস,দিপংঙ্কর শর্মা চৌধুরী,অরুণ তালুকদার,অমিত চক্রবর্তী,রাজগোবিন্দ চক্রবর্তী,এড. অশোক গোস্বামী,নিতাই চন্দ, অনন্ত বণিক,শিশির তালুকদার,মলি রায়,জবা ঘোষ,অন্তু বণিক,কাজলী দাস,সীমা চৌধুরী,পিনাক দাস,চয়ন দাস,সুমন নন্দী,রবি বণিক,নিরঞ্জন দাস,চমক সেন,লিটন দে,রাজু বণিক,বাপন রায় ও জয় বণিক প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,সম্প্রতি ঢাকার খিলক্ষেতে হিন্দু সম্প্রদায়ের দূর্গামন্দির বুলড্রোজার দিয়ে যেভাবে গুড়িয়ে দিয়ে প্রতিমা ভাংচর করা হয়েছে এটা কোনভাবেই কাম্য নয়। কেননা ১৯৭১ সালে সকল ধর্মের মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহনের মাধ্যমে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশটি সৃষ্টি হয়েছিল। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্ব-অবস্থনে থেকে স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন।কিন্তু স্বাধীনতা পরবর্তী প্রতিটি সরকারের আমলে সংখ্যালঘুরা মন্দির ভাঙ্গার শিকার, প্রতিমা ভাংচুরসহ সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তারা আরো বলেন এই দেশে সবাই আমরা নিজের মাতৃভূমি হিসেবে বসবাস করতে চাই। তাই বর্তমান অন্তবর্তী এই সরকার কোন দলীয় সরকার নয় । কাজেই সম্প্রতি দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাংচৃুর করা হয়েছে এবং লালমণিরহাটে মব সন্ত্রাসীর মাধ্যমে সেলুনে বাবা ও ছেলেকে ধমীর্য় অবমাননতার অভিযোগ তুলে তাদের পিটিয়ে আহত করে পুলিশে দেয়ার ঘটনায় যারাই জড়িত রয়েছেন সকল অপরাধিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের দাবী জানান।

Al Mamun Gazi
9 Views · 11 days ago

⁣নওগাঁর বদলগাছীতে "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ জুন/২০২৫ ইং তারিখ সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। মূখ্য প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার আজিজুল হক। এ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিএসআইআর এর আইজিসিআরটি'র সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ রিপা রানী, প্রাণি সম্পদ সার্জন নাজমুল হোসাইন, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী প্রমুখ।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।

এ সময় বিসিএসআইআর প্রতিনিধিদল প্রজেক্টরের মাধ্যমে তাদের চলমান গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনী কার্যক্রমের ওপর সাবলীল ভাষায় বিস্তারিত ভাবে উপস্থাপনায় তুলে ধরেন।

স্থানীয় পর্যায়ে প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
উল্লেখ্য যে,সচেতন মহলের অভিমত এ ধরনের অতি গুরুত্বপূর্ণ একটি সেমিনার স্কুল- কলেজের পরীক্ষা চলাকালীন সময়ে আগামীতে যেন আর না করা হয় সে ব্যাপারে আয়োজক কর্তৃপক্ষ নজর রাখবেন।
আলোচনা পর্ব শেষে অতিথিরা সেমিনারস্থলে স্থাপিত বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী স্টল গুলো পরিদর্শন করেন।

সবশেষে সেমিনারে স্টল প্রদর্শনীদের মাঝে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

Al Mamun Gazi
11 Views · 14 days ago

⁣গতকাল রাত অনুমানিক ১১ টার সময় কর্ণফুলী উপজেলা,মোজ্জেটেক, ফয়সাল সিএনজি পাম্পে, ১টি সিএনজি গ্যাস নেয়ার পর, বৈদ্যুতিক শট হয়ে আগুন লাগে , এ সময় গ্যাস পাম্পে থাকা, গাড়ির ড্রাইভার এবং পাম্পের কর্মচারীরা,এগিয়ে আসেন আগুন নিয়ন্ত্রণ করার জন্য, হঠাৎ পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়াই,কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসকে খবর দেন, এসএসও সাঈদুজ্জামান,নেতৃত্বে কর্ণফুলী মডেল ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় ফয়সাল পাম্পে থাকা ড্রাইভার এবং কর্মচারীদের তথ্য মতে জানা যায়, অনটেস সিএনজি ড্রাইভার গ্যাস নেয়ার পর গাড়িটি সাইট করে কাউন্টারে বিল পরিশোধ করতে গেলে হঠাৎ দেখা যায় আগুন,জানা যায়
সিএন‌জির মা‌লিক এর নাম নজরুল ইসলাম,
মালিকের বাড়ি আনোয়ারা,
আনুমানিক ক্ষতি: অনটেস্ট সিএনজি দাম ২লক্ষ টাকা
আনুমানিক উদ্ধার: ১০ লক্ষ টাকা বলে জানা গেছেন,

Al Mamun Gazi
16 Views · 14 days ago

⁣২৩/০৬/২০২৫ ইং

ঢাকা -১০ আসনের মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি প্রিয় ভাইয়ের নির্দেশনায় এবং জনতার মেয়র জনাব ইশরাক হোসেন এর পরিকল্পনা বাস্তবায়নে
সাবেক সাধারণ সম্পাদক কলাবাগান থানা বিএনপি সাইদুল রহমান সাইদ ভাইয়ের নেতৃত্বে
১৭ নং ওয়ার্ড এলাকা শুক্রাবাদ সোয়ানবাগ তল্লাবাগ
কলাবাগান থানার অন্তর্গত ১৭ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে ১ম দিনের মত ডেঙ্গু মশা নির্মুল কার্যক্রমে.....

Al Mamun Gazi
763 Views · 15 days ago

⁣সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর একজন সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

সোমবার (২৩ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন সোমবার সকাল ৬ টায় কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোঃ সোহেল হোসেন মিঠু (৩৭) কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল।

কোস্টগার্ডের এধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Show more