সর্বশেষ ভিডিও

Al Mamun Gazi
11 ভিউ · 3 দিন আগে

যশোরের অভয়নগর নওয়াপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম বিশ্বাসের নেতৃত্বে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও আন্দোলন-সংগ্রামে অটল থাকবে।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Al Mamun Gazi
4 ভিউ · 3 দিন আগে

⁣নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা জনাব মোঃ দুলাল হোসেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা । তিনি দীর্ঘ ১৭টি বছর রাজপথে সংগ্রাম করে গেছেন।

Al Mamun Gazi
37 ভিউ · 3 দিন আগে

ইজি ভ্যানের ধাক্কায় সেনা কর্মকর্তা আহত

Al Mamun Gazi
1,704 ভিউ · 3 দিন আগে

⁣রাষ্ট্রের মালিক সবাই, রাষ্ট্র সব মানুষের, একক গোষ্ঠীর রাজনীতি মানবতার অপরাধ।
- আল্লামা ইমাম হায়াত
(চেয়ারম্যানঃ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)

Al Mamun Gazi
6 ভিউ · 4 দিন আগে

বাংলাদেশে নির্বাচন হওয়ার আগে সংস্কার দরকার

Al Mamun Gazi
10 ভিউ · 5 দিন আগে

বাংলাদেশে আর কোন স্বৈরাচার সরকার ক্ষমতায় না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বললেন যশোর অভয়নগর এর ৪ নং পায়রা ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামীর জনপ্রিয় নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম

Al Mamun Gazi
13 ভিউ · 5 দিন আগে

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। তিনি রাজন গ্রুপের একজন সক্রিয় সমর্থক ছিলেন।

Al Mamun Gazi
15 ভিউ · 7 দিন আগে

হবিগজ্ঞের নবীগজ্ঞ ঢাকা সিলেট মহাসড়কে আউশকান্দি ফিলিং ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল সহ ফিলিংস্টেশনের
প্রায় ৫০ % পুঁড়ে ছাঁই৷ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে৷ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্তরের অদূরে সিএনজি ফিলিং স্টেশন এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল অনুমান ৬ ঘটিকায় একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস ঢাকা মেট্রো (জ-১১-২৩০২) এতে গ্যাস ভরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন৷ এতে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল ও বাস সহ উক্ত সিএনজি ফিলিং স্টেশনের ৫০% পুড়ে ছাঁই হয়ে গেছে৷ এ ঘটনায় কোটি টাকার ক্ষয় কতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে৷ আহত হয়েছেন ৬জন৷ আগুনের লেলিহান শিখার হাতথেকে প্রান বাঁচাতে অনেক শ্রমিক ফিলিং স্টেশনের আবাসিক ভবনের ৩য় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেয়েছেন, এসময় অনেকেই আহত হয়েছেন। হবিগজ্ঞ ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,আমরা সকাল ৬টায় সংবাদ পাওয়ার সাথে আমরা ঘটনাস্থলে পৌছে ৬টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট
নবীগঞ্জ, বাহুবল ও ওসমানী নগরের দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি৷
এদিকে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে কর্মরত সিনিয়র ইঞ্জিনিয়ার এম,এ বাছিত বলেন, লোকাল বাসটিতে গ্যাস ভরার সময় এই বাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে৷
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে না বলতে পারলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে৷

Al Mamun Gazi
18 ভিউ · 7 দিন আগে

যায়যায়দিনের সাংবাদিক মাসুম ভাইয়ের ওপর ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের এমন ঘৃণ্য আচরনের তীব্র নিন্দা জানাই। অনেক ছাড় হয়েছে আর নয়। এবার আমরা সাংবাদিক সমাজ এর শেষ দেখতে চাই। নয়তো তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ গড়ে উঠবে

©সাংবাদিক ঐক্য পরিষদ

Al Mamun Gazi
1 ভিউ · 8 দিন আগে

⁣বটিয়াঘাটার গজালিয়া নদীতে জেলেদের জালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Al Mamun Gazi
1 ভিউ · 11 দিন আগে

ভোলাহাটে নির্যাতিত এক নারী! ঘুরছে দ্বারে দ্বারে! পাচ্ছে না ন্যায্য বিচার!

Al Mamun Gazi
12 ভিউ · 11 দিন আগে

জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ পেকুয়া থানা এর তত্বাবধানে রবিবার (১৭ আগস্ট) পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর হইতে অস্ত্রসহ ০২ (দুই) জনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।

এসআই (নিঃ)/সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ইং ১৭/০৮/২০২৪ খ্রিঃ তারিখ অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর চেকপোস্ট করাকালীন সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রবিউল হাসান (১৭), পিতা-মিজান, মাতা-রোকেয়া বেগম, সাং-লামছড়ি, ৮নং ওয়ার্ড, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমান সাং-লামছড়ি, তের বেপারী, সোনামিয়া মাস্টার বাড়ি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর চকরিয়া থানাধীন বদরখালী এলাকা হইতে একটি সিএনজি যোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় নিয়মিত তল্লাশীকালে ০১টি নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগের মধ্যে একটি ছোট কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় ০৩ (তিন) টি দেশীয় তৈরী এলজি উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক তাহার সহযোগি ২। হৃদয় হোসেন (২২), পিতা-ইলিয়াছ হোসেন, মাতা-নুর জাহান বেগম, সাং-সোনাপুর, খেরু বাড়ি, ৫নং পার্বতীনগর ইউপি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরকে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা হইতে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ এর সহায়তায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, উদ্ধারকৃত অস্ত্র (দেশীয় তৈরী এলজি) মহেশখালী এলাকা হইতে ক্রয় করিয়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের উদেশ্যে লক্ষীপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলিয়া জানায়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Al Mamun Gazi
3 ভিউ · 12 দিন আগে

১৬, আগস্ট ২০২৫
নাগেশ্বরী উপজেলার লেক সিটি নামে পরিচিত, হোলি কেয়ার ক্লিনিকের পিছনে গোরধার পার নদীতে কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছেন নাগেশ্বরী থানা পুলিশ




সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন( ৭০) ওরফে স্বপন প্রধানী, নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ও বিত্তশালী ব্যক্তি


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৬ আগস্ট) ভোর ছয়টার দিকে সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।




নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি একসময় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।


জানা গেছে, কয়েক বছর আগে তিনি গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন।


বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক-এর একটি কক্ষে মাঝেমধ্যে বসতেন তিনি


স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের এক সৎ ভাইকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে


প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে


এই হত্যাকাণ্ড নিয়ে নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যাচ্ছে

Al Mamun Gazi
9 ভিউ · 12 দিন আগে

শুভ জন্মষ্টিমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী(হিন্দু সম্প্রদায়ের) কাছে এইদিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রুপে ধরাদামে আর্বিভাব ঘটে।

আজ শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কালীবাড়ি মন্দিন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মন্দিরে গিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রসেজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও।

সভায় বিশেস অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. শেরেনুর আলী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকসহ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে আজকের এইদিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবেিত ভূমিষ্ট হয়েছিলেন তিনি। তাই আগামীর স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণে সকল ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হয়ে একটি বাসযোগ্য সুন্দর বাংলদেশ গঠনের আহবান জানানো হয়।

Al Mamun Gazi
7 ভিউ · 12 দিন আগে

⁣কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্ট্রারের রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধার

Al Mamun Gazi
12 ভিউ · 13 দিন আগে

⁣১৫ ই আগস্টে মরহুম শামসুল হক সাহেবের এলাকার সাহসী মানুষগুলোর প্রতি ধন্যবাদ জানিয়েছে ময়মসিংহ জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা

Al Mamun Gazi
7 ভিউ · 13 দিন আগে

⁣গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী যুব সম্মেলন অনুষ্ঠিত

Al Mamun Gazi
7 ভিউ · 14 দিন আগে

⁣যশোর অভয়নগর নওয়াপাড়ায় ৪ কোটি টাকা চাঁদাবাজি, সাবেক বিএনপি নেতা জনি গ্রেপ্তার ও সহযোগীরা

Al Mamun Gazi
1 ভিউ · 15 দিন আগে

গাছ লাগান পরিবেশ বাচান
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুরে আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

Al Mamun Gazi
2 ভিউ · 15 দিন আগে

⁣শহীদ জিয়াউর রহমানকে ও জনাব তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে। পাবনা ১ আসনের মনোনয়ন প্রার্থী ভিপি শামসুর রহমানের নেতৃত্বে ছাত্রদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল

আরো দেখুন