close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

次に

যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

465 ビュー· 27/12/25
Noor Islam
Noor Islam
加入者
0

⁣ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত ঘিরে দলটির তৃণমূল পর্যায়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করায় টানা দুই দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন মণিরামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির পক্ষ থেকে পূর্বে ঘোষিত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের মনোনয়ন প্রত্যাহার করে জোটের শরিক দলকে আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌরসভা এলাকায় কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে যশোর–সাতক্ষীরা মহাসড়কে কাফনের কাপড় পরে বসে পড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা, এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

সমাবেশে বক্তারা জোটের প্রার্থীকে বাদ দিয়ে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে পুনরায় বিএনপির প্রার্থী ঘোষণার দাবি জানান। কর্মসূচি থেকে রোববার উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিক্ষোভ পালনের ঘোষণা দেওয়া হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, দুই দশকের বেশি সময় ধরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক দমন-পীড়নের শিকার হলেও তাদের মূল্যায়ন করা হয়নি। সংসদ নির্বাচন এলেই আসনটি শরিক দলের কাছে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্রের সিদ্ধান্ত মেনে বারবার শরিক দলের পক্ষে কাজ করেছেন নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, এবার প্রাথমিকভাবে বিএনপির প্রার্থীর নাম ঘোষণায় তৃণমূল উজ্জীবিত হয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমাবেশ থেকে জোটের প্রার্থী প্রত্যাহার না হলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা।

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করেন। তবে ২৪ ডিসেম্বর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকেই মণিরামপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মণিরামপুর বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に