
সালমান বিশ্বাস
|Subscribers
Breaking news
[9/4, 11:58 PM] Salman: ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে অ'বহেলা , দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আলাল সজীব ভিডিও করলে গা'য়ে হাত দিয়ে ধা'ক্কা দিয়ে মা'মলার হুম'কি ও ক্যামেরায় হাত দিয়ে ভিডিও করতে বাঁ'ধা।
এ বিষয় ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুরশেদ চৌধুরী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন এই আচরণ নি'ন্দা নিও হাসপাতালে যারা চাকরি করে তারা জনগনের সেবক কোন ভাবেই খা'রাপ আচরণ বা উচ্চ সুরে কথা বলতে পারে না।
এছাড়াও তিনি লিখিত অভি'যোগ দেওয়ার আহবান জানিয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
[9/5, 12:03 AM] Salman: ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিতে অ'বহেলা , দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আলাল সজীব ভিডিও করলে গা'য়ে হাত দিয়ে ধা'ক্কা দিয়ে মা'মলার হুম'কি ও ক্যামেরায় হাত দিয়ে ভিডিও করতে বাঁ'ধা।
এ বিষয় ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুরশেদ চৌধুরী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন এই আচরণ নি'ন্দা নিও হাসপাতালে যারা চাকরি করে তারা জনগনের সেবক কোন ভাবেই খা'রাপ আচরণ বা উচ্চ সুরে কথা বলতে পারে না।
এছাড়াও তিনি লিখিত অভি'যোগ দেওয়ার আহবান জানিয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
আগামী ফেব্রুয়ারিতে কোন শক্তি নির্বাচন থামাতে পারবে না
-------মিজান খান
বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বললেন সাবেক যশোর জেলা বিএনপির ও ঝিকরগাছা উপজেলা বিএনপি'র প্রয়াত সভাপতি শহীদ নাজমুল ইসলামের স্ত্রী বর্তমান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবরিনা সুলতানা মুন্নি