বকশীগঞ্জে অসহায় পরিবারকে ইউএনও’র দেওয়া নগদ অর্থ ও ঢেউটিন ফেরত নিলেন চেয়ারম্যান
অসহায় পরিবারকে ইউএনও’র দেওয়া নগদ অর্থ ও ঢেউটিন ফেরত নিলেন চেয়ারম্যান!
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামালের বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যাপক অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসহায় এক পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেন। কিন্তু পরে সেই সহায়তা ফেরত নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান গোলাপ জামালের বিরুদ্ধে।
এমন গুরুতর অভিযোগ সত্ত্বেও কেন একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না—তা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয়দের দাবি, বকশীগঞ্জ উপজেলা প্রশাসন দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
আপনি চাইলে এটিকে খবরের শিরোনাম, স্ট্যাটাস, প্রেস রিলিজ বা ভিডিও স্ক্রিপ্ট—যেটা দরকার সেভাবে সাজিয়ে দিতে পারি।
