close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
গরু গোস্ত ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দিলেন চেয়ারম্যান ছোটন
3
0
63 Visualizzazioni·
21/09/25
In
Nazionale
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারের গরু গোস্ত ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দিয়েছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন। রবিবার বাজার ব্যবসায়ীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি গুরু গোস্ত ব্যবসায়ীদের প্রতি কিছু নির্দেশনা দেন। তিনি বলেন, গোস্তের বাজারে গুরু আর কুকুর মিলে একাকার হয়ে যায়। কুকুরের কারনে মানুষ বাজারে প্রবেশ করতে পারে না। কসাইদের দায়ের নিচে দেখা যায় কুকুরের মাথা। ফলে ব্যবসায়ীরা গুরুর গোস্ত বিক্রি করছে নাকি কুকুরের গোস্ত বিক্রি করছে বুঝা মুশকিল হয়ে পড়ে। তাই তিনি ব্যবসায়ীদের সর্তক করেন। কুকুর থেকে মুক্ত থাকার জন্য নেটের ব্যবস্থা করতে বলেন। পরিবেশ স্বাস্থ্যকর রাখতে বলেন। নিয়ম মেনে গরু জবাই করতে বলেন। এ ছাড়া গোস্ত ব্যবসায়ীদের যথাযথ লাইসেন্স নিতে একদিন সময় বেঁধে দেন।
Mostra di più
0 Commenti
sort Ordina per
