
Alamin hosen suvo
|Subscribers
Breaking news
..
,,
,,
,,
রাজধানী আমিন বাজারে নির্মাণাধীন একটি ভবনে নিচে গ্যাস পাইপ লিখেজের কারণে গত তিনদিন আগে আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভায় । গ্যাস কর্তৃপক্ষ কোনরকম নিরাপত্তা ছাড়াই খনন কাজ করার মুহূর্তে পুনরায় আগুন লাগে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসে আগুন পর্যবেক্ষণ করে কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি অনেক ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী হতে পারে বলে জানিয়েছে। গ্যাস কর্তৃপক্ষ নিয়োজিত শ্রমিকদের কাছ থেকে জানা গেছে আমিনবাজার বড়দেশী গ্রামের সম্পূর্ণ গ্যাস বন্ধ করে দেয় কতদিন বন্ধ থাকবে বিষয়টি জানা যায়নি। গ্যাস লিকেজ পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় আতঙ্কে এলাকাবাসী।
,
।
।।
।।
।।
।।
,,
।।
ঈদের আমেজ মানেই কোরবানির পশু , আর কামারের দোকানে টুংটাং শব্দ, ঈদে গাবতলী গরুর হাটের খামাররা পার করছে ব্যস্ত সময়, দা, বটি , ছুরি, চাপাতি তৈরি করছে।
ঈদুল আযহা যত নিকটে ততই হাটে বাড়ছে মানুষের সমাগম, ক্রেতারা যেমন গরু দেখছে এবং দাম করছে তেমনি বিক্রেতারা চাচ্ছে দাম, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশে-বিদেশি নানা প্রজাতির ট্রাক ভর্তি গরু নিয়ে হাজির হচ্ছেন রাজধানীর গাবতলী গরুর হাটে ।
ঈদুল আযহারকে কেন্দ্র করে গাবতলী গরুর হাটে চলছে ক্রেতা সমাগম আর এই ক্রেতা সমাগমের মাঝেই হঠাৎ দেখা মিলল বাউল শিল্পী কুদ্দুস বয়াতি কোন একটি বিশেষ গানের শুটিংয়ে, পরবর্তীতে দর্শনার্থীদের অনুরোধে গান করে শোনান, পূরণ করেন অনেকের মনের ইচ্ছাছবি ও ভিডিও করে।
প্রতিবারের মতো এবারও গাবতলী গরুর হাটে একটি বিশাল সাইজের উট এসেছে, মরুভূমির উট এবার দেখা মিলল গাবতলী হাটে যার দাম চাওয়া হচ্ছে ২৫ লক্ষ টাকা
ঢাকার রাজধানীতে গত তিন দিনের ধারেই ভারী বৃষ্টির কারণে রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলী গরুর হাটে নেই ক্রেতা সংখ্যা, বিশ্বের বলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ক্রেতারা হাঁটতে পারছে না, ব্যাপারী জানিয়েছে বৃষ্টির কারণে ক্রেতা নাই যার কারণে তাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে, গরুর হতে পারে না না পানি বাহিত রোগ এবং নানা মুখী সমস্যা চাপে পড়তে পারে।
অতি বৃষ্টির কারণে আসলে তেমন ক্রেতা সংখ্যা দেখা দিচ্ছে না , বলে জানিয়েছে গরুর ব্যাপারীরা, তাই গান গেয়ে, অলস সময় পার করছে এমন তারা আকর্ষণের বিশেষ গান গাচ্ছে।
ঢাকা আরিচা মহাসড়কে হাইওয়ে রোডে যাত্রী নামানো নিয়ে যাত্রী ও বাস ড্রাইভার সাথে দ্বন্দ্ব লাগে এক পর্যায়ে ছাত্ররা এগিয়ে আসে সমস্যা সমাধান করে