جدیدترین ویدیوها
।।
..
আমিনবাজার স্টান্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, এর পিছনে কারা বিষয়টি জানা যায়নি, আমিনবাজার স্টান্ডে মাদকের স্থান নামে পরিচয় পেয়েছে, তাই ইতিমধ্যে স্থানীয় ছাত্র সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ছাড়ে সবার সহযোগিতা কামনা করে এটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে
,,
।।
,
..
.
,,
,,
..
..
,,
,,
,,
রাজধানী আমিন বাজারে নির্মাণাধীন একটি ভবনে নিচে গ্যাস পাইপ লিখেজের কারণে গত তিনদিন আগে আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভায় । গ্যাস কর্তৃপক্ষ কোনরকম নিরাপত্তা ছাড়াই খনন কাজ করার মুহূর্তে পুনরায় আগুন লাগে এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসে আগুন পর্যবেক্ষণ করে কোন রকম ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি অনেক ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী হতে পারে বলে জানিয়েছে। গ্যাস কর্তৃপক্ষ নিয়োজিত শ্রমিকদের কাছ থেকে জানা গেছে আমিনবাজার বড়দেশী গ্রামের সম্পূর্ণ গ্যাস বন্ধ করে দেয় কতদিন বন্ধ থাকবে বিষয়টি জানা যায়নি। গ্যাস লিকেজ পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় আতঙ্কে এলাকাবাসী।
,
।
