কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Crime
বাঞ্ছারামপুরে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক গাড়ি জব্দ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির তথ্য চিত্রে বিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি নোয়া মাইক্রোবাসসহ সাইফুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার দুপুর আনুমানিক ২:৪০ মিনিটের দিকে পৌরসভার দূর্গারামপুর সেতু এলাকায় এ অভিযান চালানো হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ হাসান উদ্দিন এবং এ এস আই মাসুদ ও সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকস টিম সফল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তার মুড়া গ্রামের নসু মিয়া ও রানোয়ারা বেগমের ছেলে মাদক কারবারি সাইফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ সময় সাদা রঙের একটি নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালিয়ে ২০ কেজি গাঁজাসহ সাইফুলকে আটক করেন থানা পুলিশ। পরে মাদকসহ গাড়িটিও জব্দ করা হয়।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “আটককৃত আসামিকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর (পালোয়ান পাড়া) গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
যশোরের অভয়নগর উপজেলার পাচুড়িয়া গ্রামে ভুয়া কবিরাজ মাফিয়া ওরফে মনিমা কুসংস্কার ও অজ্ঞতাকে পুঁজি করে প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছে। জ্বীনের গল্প, তাবিজ-কবজ আর ভুয়া চিকিৎসার নামে তিনি প্রতিদিনই সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
আদালতকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে কুখ্যাত ভূমি দস্যু অরুন ও শেখ কামাল সিন্ডিকেট চক্রের জমি দখল
ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদনের ১ম পর্ব
নিজস্ব প্রতিবেদকের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত
কুমিল্লার হোমনায় আদালতের নির্দেশ অমান্য করে বহিরাগত এলাকায় জোরপূর্বক জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে ভূমি দস্যু অরুন এবং তার ছোট ভাই শেখ কামাল বাহিনীর বিরুদ্ধে।
কুখ্যাত ভূমি দস্যু ও ভয়ংকর এক মূর্তিময় আতংকের নাম অরুন ও শেখ কামাল। বাড়ি হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে। পরিচয় ওয়ার্ড বিএনপির নেতা। রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে রয়েছে তাদের নিজস্ব দস্যু বাহিনী। এবং পিছনে রয়েছে বিএনপির বড় একটি গ্রুপের হাত। ৫ই আগস্টের পর ওই গ্রুপের ছায়া তলে অরুন আক্রমণাত্মক রূপে নিজের আত্মপ্রকাশ করেন।
বিগত আওয়ামী লীগের সময়ে বিচার শালিসসহ অপরাধ মূলক সকল কর্মকান্ড থেকে অনেকটা বিরত থাকলেও। আওয়ামী ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার কিছুদিনের মধ্যেই পুরোনো কায়দায় আবারও মাথাচারা দিয়ে ওঠেন অরুন। তার সন্ত্রাসী কার্যক্রম চালাতে আশ্রয় নিয়েছেন বিএনপির একটি শক্তিশালী গ্রুপের ছত্রছায়ায়।
দীর্ঘ অনুসন্ধানে জানাগেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামে অরুন সরকারের বাড়ি। তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি। সেই সুবাধে এলাকায় রয়েছে তার বিশাল আধিপত্য। শুধু তাই নয় নিজের এলাকার বাহিরেও ক্ষমতার প্রভাব খাটায় সে। পাশের ইউনিয়ন গুলোতেও রয়েছে তার বিস্তার। বিচার শালিস থেকে জায়গা - জমি দখলসহ এমন কোনো অপরাধ মূলক কর্মকান্ড নেই যা তার হাতের ইশারা ছাড়া কিংবা না জানিয়ে সংঘঠিত হওয়ার সাহস রাখে কেউ। অরুন এতোটাই প্রভাবশালী এবং হিংস্র যে তার ভয়ে অতিষ্ঠ দুই ইউনিয়ন বাসী। তার এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পার্শ্ববর্তী চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রীজের নিচে লাকড়ির দোকানের পাশে অফিস ভাড়া নেয় অরুন। এখান থেকেই তার সকল অপরাধ সাম্রাজ্য পরিচালিত হয়। এ যেন সাধারণ মানুষের মূর্তিময় ভয়ংকর এক আতঙ্ক। কিন্তু তার খুঁটির জোর কোথায়? এমনটাই প্রশ্ন সুশিল সমাজ ও সচেতন মহলের। অরুন নিজেই তার পরিচয় বলে বেড়ান সারাক্ষণ। সম্প্রতি প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি নিয়ে হোমনা টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হলে। ওই সাংবাদিকের পিঠের চামড়া তুলে উল্টো ঝুলিয়ে রাখার হুমকি প্রদান করনে অরুন। "হুমকিতে নিজের পরিচয় বলেন, আমি ১৭ মামলার আসামী। হত্যা মামলা দিয়েও কিছুই করতে পারে নি। তোর মত সাংবাদিককে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখলে কিছুই হবে না আমার। কথা গুলো অত্যন্ত বীরদর্পেই বলেন অরুন সরকার। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। এখন প্রশ্ন হলো একজন মিডিয়া (সংবাদকর্মী)কেই যদি এভাবে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেয়া হয়। তা হলে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাবে কি করে! তাদের কথা কে শুনবে? কে লিখবে অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। তাদের বিচার বা কান্না শুনবার বুঝি কেউ আর থাকলো না।
অনুসন্ধানে ওঠে আসে, উপজেলার চান্দের ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ৬০ বছরেরও বেশি সময় ধরে মালিকানা দখলদার থাকা অবস্থায় সিরাজ মিয়ার পৈত্রিক সম্পত্তি কুখ্যাত ভূমি দস্যু অরুন ও তার সেকেন্ড ইন কমান্ড ছোট ভাই শেখ কামাল বাহিনীর নেতৃত্বে এবং তাদের সহযোগিতায় জোরপূর্বক দখল নিয়ে মাটি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের বিমল চন্দ্র ঘোষের ছেলে তরুন কান্তি ঘোষ ও মৃত মান্নান মাষ্টারের ছেলে আজিজুর রহমান ওরফে লোকা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। আদালতের ১৪৫ ধারা রায় উপেক্ষা করে প্রকাশ্যে জমিতে মাটি ভরাট। এ নিয়ে ভূক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শুধু তাই নয় আজিজুর রহমান ওরফে লোকা দীর্ঘদিন ধরে জায়গা জমির দলিল জাল জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত।
জমির প্রকৃত মালিক মৃত সিরাজ মিয়ার বড় ছেলে ভুক্তভোগী কামরুল ইসলাম ওরফে কামাল জানান, নিষেধাজ্ঞার নোটিশ পুলিশের মাধ্যমে বিবাদীদের জানানো হলেও তা অমান্য করে অরুনসহ তার সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে রাতের আধারে মাটি ভরাট করে। এবং দিনের বেলা এসে জমিতে কেউ গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে যান। ভুক্তভোগী পরিবার থানা পুলিশকে অভিযোগ জানালে প্রশাসন বিষয়টি দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, বলে অভিযোগ রয়েছে।
এদিকে মৃত সিরাজ মিয়ার পুত্র বধু ভুক্তভোগী কুলসুম বেগম জানান, আদালতের নিষেধাজ্ঞা দেখানোর পরও তারা জমি দখল নিয়ে মাটি ভরাট করে। এতে আমাদের জীবন আর সম্পত্তি দুই অনিশ্চয়তায় পড়েছে।”অরুন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে এসে জোর খাটায়। আমরা তার হাত থেকে বাচতে চাই। প্রশাসনের নিকট এর বিচার ও অরুনের শাস্তির দাবী জানাই।
আর এক ভুক্তভোগী কামাল মিয়ার ছেলে সজিব বলেন, আমি জন্মের পর থেকে দেখে আসছি। আমার বাপ - দাদারা এই জমিটি হালচাষ করে আসছেন। হঠাৎ করে অরুন বাহিনী একটি ভূয়া ৩শত টাকার স্ট্যাম্পে বায়না নামা দিয়ে জমির মালিক দাবী করছেন।
জমির পার্শ্ববর্তী বাড়ির মালিক শহিদ মিস্ত্রি নামের এক ব্যক্তি বলেন, আমি এখানে বাড়ি করেছি প্রায় দেড় যুগেরও বেশি সময় হয়েছে। আসার পর থেকেই দেখছি জমিটি সিরাজ মিয়া গংদের দখলে এবং তারা চাষাবাদ করছে। এখন আবার শুনতেছি মিঠাইভাঙ্গা গ্রামের অরুন সরকার নামে এক লোক জমির মালিকানা দাবী করছেন।
স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে। আদালতের আদেশ কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
তবে বিষয়টি মিথ্যা ও বানোয়াট দাবী করে অরুন সরকার বলেন,
এব্যাপারে হোমনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। এ বিষয়ে এখনও অবগত নই। তবে আমি খোজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
সন্ত্রাসী সোহেল এর মাস্তানী। মাদক সম্রাট সোহেল, দেশে এসেই মাদকদ্রব্য বিক্রি শুরু করে দিছে।
শরিয়ত পুর এর জাজিরাতে মাটির নিচ থেকে বস্তাবন্দি পচা লাশ উদ্ধার করা হয়েছে
হোমনায় পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর লক্ষাধিক টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক এর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত
কুমিল্লার হোমনায় পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিবেশিদের বিরুদ্ধে।
গত ১৮ আগস্ট ২০২৫ সোমবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী আক্তার হোসেন এর সাথে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে একই গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র আমজাদ, সাবেক ইউপি সদস্য হাসান, মৃত রেহমান মিয়ার পুত্র আব্দুল মতিন, মৃত গফুর মিয়ার পুত্র অদুদ মিয়া, নুরু মিয়ার পুত্র প্রিন্সের সাথে অনেক দিন ধরে শত্রুতা চলিয়া আসিতেছে। সেই শত্রুতার জের ধরে ঘটনার দিন দুপুর আনুমানিক ১.৩০ মিনিটের দিকে দেশিয় ধারালো অস্ত্র দা, ছুরি, লোহার রড, হকিস্টিক, লাঠিসোটা ইত্যাদি নিয়ে অর্তকিত ভাবে আক্তার মিয়ার বসত বাড়িতে হামলা চালায়। এবং তাদের মারধর করলে চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী ও আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এসময় হামলাকারীরা বিল্ডিংয়ের থাইগ্লাস ভাঙ্গিয়া ৭ হাজার টাকা এবং ঘরে ডুকে স্ট্রীলের আলমারীর তালা ভেঙ্গে ড্রয়ার থেকে ৯০ হাজার টাকা ও সোকেসের ড্রয়ার ভেঙ্গে এবং অন্যান্য আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করিয়া আনুমানিক ৩০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। এ বিষয়ে আক্তার এর স্ত্রী রাশিদা বাদী হয়ে ওই দিনই থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মামলার বাদী রাশিদা বলেন, বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে মৃত আব্দুল খালেক এর পুত্র আমজাদ, সাবেক ইউপি সদস্য হাসান, মৃত রেহমান মিয়ার পুত্র আব্দুল মতিন, মৃত গফুর মিয়ার পুত্র অদুদ মিয়া, নুরু মিয়ার পুত্র প্রিন্সের সাথে আমাদের দীর্ঘদিন ধরে শত্রুতা ও ঝগড়া বিবাদ চলে আসছে। সেই শত্রুতার জের ধরে ঘটনার দিন দুপুরে আমাদের বাড়িতে অর্তকিত হামলা চালায় তারা। এবং ঘরে ডুকে ভাংচুর ও নগদ অর্থসহ লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতি করেন। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশি নজু মিয়ার স্ত্রী শারমিন, মানিক মিয়ার স্ত্রী সুজনা, কাশেম এর পুত্র মজিবর, সফিকুল ইসলাম সাফির পুত্র মিজানুর রহমান মির্জা, মৃত মুনছর আলীর পুত্র আরফত আলীসহ আরও লোকজন এগিয়ে আসলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এখন জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছি। প্রশাসনের নিকট আমরা এর সঠিক বিচার চাই।
আক্তার মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন দুপুরে তারা আমার বাড়িতে অর্তকিত হামলা চালায়। এবং ঘরে ডুকে ভাংচুর ও নগদ অর্থসহ লুটপাট করে লক্ষাধিক টাকার ক্ষতি করেন। আমি এর সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
আশুলিয়া সাডে তিন বছর এর শিশু দর্শনের অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার
কুখ্যাত ভূমি দস্যু অরুন তার খুটির জোর কোথায় ? সাংবাদিককে ঝুলিয়ে পেটানোর হুমকি
রিপোর্টঃ - বিভাগীয় প্রধান চট্টগ্রাম, আই নিউজ বিডি
কুখ্যাত ভূমি দস্যু ও ভয়ংকর এক মূর্তিময় আতংকের নাম অরুন। বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে। পরিচয় ওয়ার্ড বিএনপির নেতা। রাজনৈতিক ছত্রছায়ার আড়ালে রয়েছে তার নিজস্ব দস্যু বাহিনী। এবং পিছনে রয়েছে বিএনপির বড় একটি গ্রুপের হাত। ৫ই আগস্টের পর ওই গ্রুপের ছায়া তলে অরুন আক্রমণাত্মক রূপে নিজের আত্মপ্রকাশ করেন।
বিগত আওয়ামী লীগের সময়ে বিচার শালিসসহ অপরাধ মূলক সকল কর্মকান্ড থেকে অনেকটা বিরত থাকলেও। আওয়ামী ফ্যাসিবাদ সরকার বিদায় নেওয়ার কিছুদিনের মধ্যেই পুরোনো কায়দায় আবারও মাথাচারা দিয়ে ওঠেন অরুন। তার সন্ত্রাসী কার্যক্রম চালাতে আশ্রয় নিয়েছেন বিএনপির একটি শক্তিশালী গ্রুপের ছত্রছায়ায়।
দীর্ঘ অনুসন্ধানে জানাগেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামে অরুন সরকারের বাড়ি। তিনি ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি। সেই সুবাধে এলাকায় রয়েছে তার বিশাল আধিপত্য। শুধু তাই নয় নিজের এলাকার বাহিরেও ক্ষমতার প্রভাব খাটায় সে। পাশের ইউনিয়ন গুলোতেও রয়েছে তার বিস্তার। বিচার শালিস থেকে জায়গা - জমি দখলসহ এমন কোনো অপরাধ মূলক কর্মকান্ড নেই যা তার হাতের ইশারা ছাড়া কিংবা না জানিয়ে সংঘঠিত হওয়ার সাহস রাখে কেউ। অরুন এতোটাই প্রভাবশালী এবং হিংস্র যে তার ভয়ে অতিষ্ঠ দুই ইউনিয়ন বাসী। তার এই সন্ত্রাসী কর্মকান্ড চালাতে পার্শ্ববর্তী চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রীজের নিচে লাকড়ির দোকানের পাশে অফিস ভাড়া নেয় অরুন। এখান থেকেই তার সকল অপরাধ সাম্রাজ্য পরিচালিত হয়। এ যেন সাধারণ মানুষের মূর্তিময় ভয়ংকর এক আতঙ্ক। কিন্তু তার খুঁটির জোর কোথায়? এমনটাই প্রশ্ন সুশিল সমাজ ও সচেতন মহলের। অরুন নিজেই তার পরিচয় বলে বেড়ান সারাক্ষণ। সম্প্রতি প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি নিয়ে হোমনা টিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হলে। ওই সাংবাদিকের পিঠের চামড়া তুলে উল্টো ঝুলিয়ে রাখার হুমকি প্রদান করনে অরুন। "হুমকিতে নিজের পরিচয় বলেন, আমি ১৭ মামলার আসামী। হত্যা মামলা দিয়েও কিছুই করতে পারে নি। তোর মত সাংবাদিককে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখলে কিছুই হবে না আমার। কথা গুলো অত্যন্ত বীরদর্পেই বলেন অরুন সরকার। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। এখন প্রশ্ন হলো একজন মিডিয়া (সংবাদকর্মী)কেই যদি এভাবে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দেয়া হয়। তা হলে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাবে কি করে! তাদের কথা কে শুনবে? কে লিখবে অসহায় নির্যাতিত মানুষের পক্ষে। তাদের বিচার বা কান্না শুনবার বুঝি কেউ আর থাকলো না। একাধিক অভিযোগ থাকার পরও রহস্যজনক কারনে তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।
অন্যত্র বিয়ে প্রবাসীর স্ত্রীর —
চরম অনিশ্চয়তায় ছোট্ট শিশুর ভবিষ্যৎ
কসবামাজাইল ইউনিয়নে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: মূল হোতা নুরুল ও মিজান,
এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক #kashbamajailnews #crimenews
কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত খান ওরফে লিয়াকত মাস্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের বর্তমান সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নারী নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বহাল তবিয়তে রয়েছেন এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিস্তারিত: স্থানীয় একাধিক সূত্র এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, লিয়াকত মাস্টার তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো:
জমি দখল: নিরীহ ও অসহায় মানুষের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছেন। যারা প্রতিবাদ করতে সাহস করেন, তাদের ওপর নেমে আসে হামলা ও হুমকি।
নারী নির্যাতন: তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন না।
সন্ত্রাসী কর্মকাণ্ড: এলাকায় যেকোনো বিরোধ বা সালিশে তিনি সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে প্রভাব বিস্তার করেন। তার ক্ষমতার দাপটে সাধারণ মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।প্র
শাসনের নীরবতা নিয়ে প্রশ্ন: লিয়াকত মাস্টারের বিরুদ্ধে এসব অভিযোগ দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন, একজন প্রভাবশালী ব্যক্তি কেন রাজনৈতিক ছত্রছায়ায় এতোদিন ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন? এই নীরবতা নিয়ে জনমনে গভীর সন্দেহ সৃষ্টি হয়েছে।
জনগণের ক্ষোভ ও উদ্বেগ: স্থানীয় এক বাসিন্দা জানান, "আমরা আতঙ্কে আছি। যখন তখন আমাদের ওপর হামলা হয়, আমাদের জমি দখল হয়। কিন্তু কোনো বিচার পাই না।" এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
কসবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ে দপ্তরি পদে নিয়োগে অনিয়ম ও শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগ
#kashbamajailnews #crimenews
এটা কেমন দেশ? যেদেশে যে যার মতো অসামাজিক কর্মকাণ্ড শুরু করেছে!!!নাই কোনো প্রশাসনের ভয়,নাই কোনো মানুষের ভয়,,তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কথাই?
সুধুমাত্র সম্পত্তির ভাগাভাগির জন্য নিজের ভায়ের চোখ উপড়ে ফেলতে পারে? এমন্ই ঘটোনা ঘটতে দেখা গেছে,
বরিশাল জেলার নাজিরপুর ইউনিয়নে,
#সম্পত্তির ভাগাভাগির কারনে আপোন ভায়ের চোখ উঠিয়ে বাবা আরশেদ বেপারির হাতে তুলে দিলো অপোর দুউ ভাইরোকোন বেপারি তার স্ত্রী ও মেয়ে এবং সপোন বেপারী!
এই ঘটনাই থমথমে এলাকাবাসি,,,একেমন ইতিহাস?
যা আমরা কখনোই চাইনি,,,!
এবিষয়ে, আশেপাসের লোক জন কেও আইনের আওতাই আনার দাবি জানাচ্ছি,,,কারন তারা বিষয়টি বাধা না দিয়ে কেমেরা নিয়ে বেস্তো কেন? আসে পাসে লোক জন তো কম ছিলো না,,,তাদেরকেও আইনের আওতাই আনাহোক,,,
#মন্জুরুল হক,
#কালিগন্জ ঝিনাইদহ
গ্রেফতারের পর যা জানালেন আফ্রিদি
তৌহিদ আফ্রিদির গ্রেফতারে ভিডিও
কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতির সিসি টিভি ফুটেজ
কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে পেট কেটে ভুরি বের করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় মন্দিরের সামনে। নিহত রফিকুল ইসলাম বেঙ্গা (৬০) ওই গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে।
ঘটনার সময় রফিকুল ইসলামের আত্মচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে হত্যাকারীরা পালিয়ে যায়, এ ঘটনায় মূল অভিযুক্ত অলেক মিয়া নামে একজনকে স্থানীয় জনগণ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। সে একই বাড়ীর মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সম্পর্কে নিহতের চাচাতো ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন এবং অভিযুক্তকে থানায় নিয়ে যান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ ছিলো।এজন্য একজন মানুষকে এভাবে মেরে ফেলবে এটা দুঃখজনক।
নিহতের স্ত্রী রাশিদা বেগম জানান, "আমজাদ হোসেন, আবুল হোসেন, আমির আলী, কবির হোসেন সহ তিন পরিবারের কয়েকজন মিলে দশ লাখ টাকা বাজেট করে আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমি বিষয়টি জানিয়ে হোমনা থানায় লিখিত অভিযোগ করেও আমার স্বামীকে বাঁচাতে পারলাম না। পঞ্চবটি ঔষধ আনতে গেলে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা হামলা করে "রাধা মন্দিরের সামনে" আমার স্বামীর পেট কেটে ভুরি বের করে মেরে ফেলে। খুনিরা বাড়িতে এসেও আবার আমাদেরকে মারধর করে এবং দলবলে হামলা চালায়। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।আমি আমার স্বামী হত্যার বিচার চাই।"
এ বিষয়ে হোমনা থানার অঅফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম আই নিউজ বিডিকে বলেন, আমরা যতটুকু দেখেছি জায়গা দখল-বেদখল নিয়েই তাদের দ্বন্দ্ব ছিলো। সে কারণেই এ হত্যাকান্ড হয়েছে বলে ধারণা করছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মূল অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের প্ররোচনায় এঘটনা ঘটে নিহতের স্ত্রীর দাবি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কালীগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেও রাস্তাহীন দুর্ভোগ ।
গত ১৭/৮ / ২০২৫ তারিখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: নজরুল ইসলাম নযির কে একই গ্রামের রিফাত মন্ডল ডাক নাম সৌরভ পুর্ব শত্রুতার যের ধরে বাকি টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে চেতনা নাষক ঔষধ নাকে ধরে অজ্ঞান করে তাকে ধারালো ছুরি দারা গলাকেটে হত্যা করে,, আসামিকে গ্রেফতার করা হয়েছে,,,,,
শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ)মেডিকেল গেইট ইউনিট শাখার এর উদ্যোগে আলোচনা সভা ও নতুন কমিটির অনুমোদন,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন।,
সিরাজগঞ্জ খোকসা বাড়ি ইউনিয়ন পলিটেকনিক ইনস্টিটিউট এর পাশে অজ্ঞাত মোটরসাইকেল এর সন্ধান
নরসিংদীতে কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হত্যা মামলায় পিবিআই’র সংবাদ সম্মেলন
চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যান দুর্ঘটনায় হতাহতের ঘটনা
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে শিক্ষার্থী নাসরিন নাহার শামীমার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী পালন করে সাধারন জনগন ও শিক্ষার্থী ও শামিমার সহপাঠিরা। মানববন্ধন থেকে তারা অভিযোগ তোলেন নাসরিন নাহার শামিমা আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিত ভাবে হত্যার করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সহপাঠি, মিতুল, আপন, লিখন বক্তব্য রাখেন।
দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাটে নির্মিত যাত্রী ছাউনী এখন আর যাত্রীদের জন্য ব্যবহার হচ্ছে না। এসব ছাউনী দখল করে নেওয়া হয়েছে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসায়িক কাজে। ফলে যাত্রীরা বৃষ্টি ও রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত এসব চলে যাওয়ায় সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
পথচারী ও যাত্রীরা বলছেন, “যাত্রীদের জন্য ছাউনী করা হলেও সেখানে বসার জায়গা নেই, সব জায়গা দোকানে রূপ নিয়েছে।”
প্রশাসনের তদারকি না থাকায় এই অবস্থা দিন দিন বেড়ে চলেছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শুক্রবার (২২ আগষ্ট) বিকেলে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। তিনি রাজন গ্রুপের একজন সক্রিয় সমর্থক ছিলেন।
ঝিনাইদহ,কালিগন্জের শামিমার মৃত্যুর পরে তার মৃত্যুর রহশ্যনিয়ে কৌতুহল জনসাধারণের,
সিলেটে লুকিয়ে রাখা সাদা পাথর
উদ্ধার করতে গেলে প্রশাসন
এবং সাংবাদিক উপর হাম/লা করেছে!
#বিএন/পির সাবেক চেয়ারম্যানের লোকজন বলে জানিয়েছেন এলাকার লোক
পরে বি/এন/পির তোপের মুখে
অভিযান সমাপ্তি করে চলে আসে প্রশাসন!
ইয়াবা ব্যাবসায়ী কট
crime video
লালমোহন বদরপুর ইউনিয়ন ৩ং ওয়ার্ডের কুট্টি হাজির বাড়ির, লোকমান এর ছেলের বাবুর স্ত্রী লাশ কাল রাতে নিজ ঘর থেকে উদ্ধার করে থানা পুলিশ।
তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীর বাড়িও জমি দখলের অভিযোগ
যশোরের মনিরামপুর উপজেলার কোনাকোলা গ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রীর নূর নাহার এর বিরুদ্ধে বাড়ি দখল, হয়রানির অভিযোগে করেছেন, সাবেক স্বামী আফজাল হোসেন
নাটোরের বড়াইগ্রামে পুকুরে বি"ষ দিয়ে ১৫ লক্ষ টাকার মাছ নিধন
কুমিল্লার মনোহরগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
এরা কিভাবে সাধারণ মানুষের জমি দখল করছে বিএনপি দেখুন। তাই নিয়ে দ্বন্দ্ব নিজেদের মাঝে। হান্নান শাহ ছেলে রিয়াজের দাপট দেখিয়ে কাপাসিয়া নাম ধারী কিছু বিএনপি ক্যাডার নিরহী মানুষের জমি দখল করতেছে। আমার কাপাসিয়া সাধারন জনগণের কাছে প্রশ্ন??হান্নান শাহ পরিবার কি বিএনপি করে টাকা কামানোর জন্য আসছে। কাপাসিয়া বিএনপির ধ্বংস করে ফেলছে হান্নান শাহ ছেলে রিয়াজুল হান্নান আমি কাপাসিয়া প্রসানকে দৃষ্টি আকর্ষন করছি ও সেনাবাহিনী দৃষ্টি আকর্ষন করছি এই বিএনপি নামধারী ক্যাডারদের দ্রত গ্রেফতার করুন! কাপাসিয়া বিএনপি এই নাম ধারী ক্যাডর গুলো কে।
বটিয়াঘাটার গজালিয়া নদীতে জেলেদের জালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
খুলনা বটিয়াঘাটা সুগদাড়া ব্রিজের পাশে অজ্ঞাত নারীর লাশ ভাসছে সকাল ১০ টা থানা পুলিশকে জানালে বিকেল ৫
খুলনা বটিয়াঘাটা সুগদাড়া ব্রিজের পাশে অজ্ঞাত নারীর লাশ ভাসছে সকাল ১০ টা থানা পুলিশকে জানালে বিকেল ৫ টা বাজতে গেলেও আসে নী পুলিশ।।।।
ইন্না-লিল্লাহ
কুষ্টিয়া এনসিপি শ্রমিক উইংয়ের কর্মী আফ্রিদীর উপর ছাত্রদ'লের সন্ত্রা/সীদের অতর্কিত হা/ম/লা/র তীব্র নিন্দা জানাচ্ছি।
আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, এই হাম/লাকা/রীদের দ্রুত আইনের আওতায় এনে
শাস্তি নিশ্চিত করতে আহব্বান জানিয়েছেন সচেতন নাগরিক গন
লালমনিরহাটে মাছের খামারে অজ্ঞাত লা*শ উদ্ধার
গত ১৭/৮ / ২০২৫ তারিখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: নজরুল ইসলাম নযির কে একই গ্রামের রিফাত মন্ডল ডাক না সৌরভ পুর্ব শত্রুতার যের ধরে বাকি টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে চেতনা নাষক ঔষধ নাকে ধরে অজ্ঞান করে তাকে ধারালো ছুরি দারা গলাকেটে হত্যা করে,, আসামিকে গ্রেফতার করা হয়েছে,,,,,
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রেলওয়ে কর্মচারী কাকন মিয়াকে হ/ত্যা/র করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দাপুনিয়া গ্রামের রেলওয়ে কর্মচারী কাকন হ/ত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।
ঝালকাঠি প্রেসক্লাবে চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে দুই চোর। ঝালকাঠি শহরের ঝালাইকার বাড়ি এলাকার মিনহাজ এবং তার সহযোগী কমল প্রেসক্লাবের এসির সংযোগ পাইপ ও বৈদ্যুতিক তার চুরির চেষ্টায় লিপ্ত ছিল। টানা তিন দিন ধরে চুরির চেষ্টা চালানোর পর, গত রোববার গভীর রাতে তারা সফলভাবে পাইপ ও তার চুরি করে।
পরদিন প্রেসক্লাবের কর্মকর্তারা এসি চালু করতে গিয়ে পাইপ ও তার কাটা দেখতে পান। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, মিনহাজ এবং কমল চুরির কাজে যুক্ত ছিল। ফুটেজে দেখা যায় চুরির পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পুরো দৃশ্য। খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং চুরির ২৪ ঘণ্টার মধ্যেই শহর থেকে মিনহাজ ও কমলকে গ্রেপ্তার করে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, 'সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দ্রুত সময়ের মধ্যেই দুই চোরকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।' এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক আক্কাস সিকদার বলেন, 'এ ধরনের ঘটনা উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া আবশ্যক।' তারা প্রশাসনের প্রতি সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
চুরির ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ ধরনের চুরি কেবল নিরাপত্তার অভাবকেই নির্দেশ করে না, বরং স্থানীয় প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থার ঘাটতি সৃষ্টি করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা কার্যকর হতে পারে, তবে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি করে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব।
জয়পুরহাটের পাঁচবিবিতে এনএসই এর গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকৃত ১৯০ বস্তা মেয়াদউত্তীর্ণ সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার দুপুরে পাঁচবিবি পৌর সদরের তিনমাথা এলাকায় সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদদাসের গোডাউন থেকে নওগাঁর ধামুইরহাটে পাচারকালে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।পরে জব্দকৃত স্যার থানায় রাখা হয়েছে।
এসময় পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাগ্নের বিরুদ্ধে মুখ খুললেন বিএনপির নেতা হুমায়ুন করিব
হাজারো জনতার উপস্থিতিতে দূর্বৃর্ত্তদের ফাসির দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো জনতা,,,,,
জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ পেকুয়া থানা এর তত্বাবধানে রবিবার (১৭ আগস্ট) পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর হইতে অস্ত্রসহ ০২ (দুই) জনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
এসআই (নিঃ)/সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম ইং ১৭/০৮/২০২৪ খ্রিঃ তারিখ অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর চেকপোস্ট করাকালীন সময় আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রবিউল হাসান (১৭), পিতা-মিজান, মাতা-রোকেয়া বেগম, সাং-লামছড়ি, ৮নং ওয়ার্ড, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমান সাং-লামছড়ি, তের বেপারী, সোনামিয়া মাস্টার বাড়ি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর চকরিয়া থানাধীন বদরখালী এলাকা হইতে একটি সিএনজি যোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় নিয়মিত তল্লাশীকালে ০১টি নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগের মধ্যে একটি ছোট কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় ০৩ (তিন) টি দেশীয় তৈরী এলজি উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক তাহার সহযোগি ২। হৃদয় হোসেন (২২), পিতা-ইলিয়াছ হোসেন, মাতা-নুর জাহান বেগম, সাং-সোনাপুর, খেরু বাড়ি, ৫নং পার্বতীনগর ইউপি, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুরকে চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা হইতে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ এর সহায়তায় আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, উদ্ধারকৃত অস্ত্র (দেশীয় তৈরী এলজি) মহেশখালী এলাকা হইতে ক্রয় করিয়া অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের উদেশ্যে লক্ষীপুর জেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলিয়া জানায়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করল কক্সবাজার থেকে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামে নজরুল ইসলাম নাজির নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি শিতল গ্রামের বাজারে বিকাশের ব্যাবসা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী, এবং তিনি বাংলাদেশ জামাতি ইসলামি অংগ সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী,,,,, মৃত্যু নজরুলের ২ সন্তান, এক ছেলে এবং এক মেয়ে,,,
১৬, আগস্ট ২০২৫
নাগেশ্বরী উপজেলার লেক সিটি নামে পরিচিত, হোলি কেয়ার ক্লিনিকের পিছনে গোরধার পার নদীতে কচুরিপানার নিচ থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছেন নাগেশ্বরী থানা পুলিশ
সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন( ৭০) ওরফে স্বপন প্রধানী, নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য ও বিত্তশালী ব্যক্তি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে সাবেক সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) ভোর ছয়টার দিকে সকালে উপজেলার মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন প্রধান নাগেশ্বরী শহরের সাতানী পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি একসময় সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, কয়েক বছর আগে তিনি গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামক একটি স্থাপনা নির্মাণ করেন।
বিলের পাশেই তার মালিকানাধীন হলিকেয়ার ক্লিনিক-এর একটি কক্ষে মাঝেমধ্যে বসতেন তিনি
স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। পুলিশও প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনার কথা জানাচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তালহা নামের এক সৎ ভাইকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি কচুরিপানার নিচে লুকানো ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে
এই হত্যাকাণ্ড নিয়ে নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যাচ্ছে
জামিনে মুক্ত মোবারকের চাঁদাবাজির তাণ্ডব: ব্যবসায়ীর গুদামে ককটেল বিস্ফোরণ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসায় দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর নাম মালা আক্তার। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় যাওয়ার পথে আব্দুর রহমানের ছেলে নাসির, বশির, এবং রনি হাওলাদার মিলে তাকে উত্ত্যক্ত করে এবং পরে ধর্ষণ চেষ্টা এর অভিযোগ উঠেছে । এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
### স্থানীয় প্রতিক্রিয়া:
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অনেকেই মাদ্রাসা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
### সামাজিক প্রভাব ও বিশ্লেষণ:
এ ধরনের ঘটনা সমাজে নারীশিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করছে। সমাজের বিভিন্ন স্তরের নেতারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
### ভবিষ্যৎ দিকনির্দেশনা:
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, সমাজের সকল স্তরের মানুষকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং একটি নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
সিলেট সাধা পাথর লুটের সাথে বি জি বি জরিত বলে অভিযোগ পাওয়া গিয়েছে বিস্তারিত ভিডিওতে
কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ১০৫ ফিট প্রাচীর ভাঙার অভিযোগ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য চন্দ্রগ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। দিনে-দুপুরে প্রায় ৩০০ ফলন্ত কলাগাছ ও অসংখ্য কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষায়—এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
পূর্ব চন্দ্রগ্রামের খবিরুল্লাহ শিশু মিয়া জানান, পরিকল্পিতভাবে তার কলাবাগান ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদদের মতে, জমি নিয়ে মামলা থাকলেও আদালতের রায়ের আগে ফলন্ত গাছ কেটে ফেলা নিন্দনীয় ও আইনবিরোধী। এমন কর্মকাণ্ড শুধু মালিকের আর্থিক ক্ষতি নয়, পুরো পরিবেশের জন্য হুমকি।
তাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। সচেতন মহল সতর্ক করেছে—প্রশাসন যদি এটিকে তুচ্ছ ঘটনা ভেবে এড়িয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও এমন পরিবেশবিধ্বংসী ঘটনা ঘটতে পারে।
এ নিয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেনকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কি এসব নিয়ে বসে থাকি থানায়।
অমানুষ আর মানুষ হলো না
যৌথবাহিনীর অভিযানে জুয়া ও মাদক সেবনের সময় আটক
টাঙ্গাইল শহরে যৌথবাহিনীর অভিযানে জুয়া খেলা ও মাদক সেবনের সময় টাঙ্গাইল সদর বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের কিছু এলাকায় জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগ আসছিল। এ প্রেক্ষিতে জেলা পুলিশ, ডিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে আছেন—
১. আজগর আলী (৫০), পিতা: মৃত আব্দুল মজিদ, গ্রাম: পাতুলিয়া, টাঙ্গাইল।
২. রক্ষিত (৫৫) বিশ্বজিৎ, পিতা: বিধুন ভূষণ লক্ষ্মী, গ্রাম: কালিবাড়ি, টাঙ্গাইল।
৩. মো: শাহ আলম খান মিঠু (৫৫), পিতা: আব্দুর সবুর খান (বীর বিক্রম), গ্রাম: পূর্ব আদালত পাড়া, টাঙ্গাইল।
৪. জসিম উদ্দিন (৫৭), পিতা: মৃত কোবাদা আলি, গ্রাম: পাট দিঘলিয়া, টাঙ্গাইল।
৫. গোলাম মাওলা (৪৮), পিতা: আব্দুল কাদের, গ্রাম: খুদর জুগলি, ডাক: বাখিল, টাঙ্গাইল।
… (এভাবে বাকিদের নাম)
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে জুয়া ও মাদক সেবনের আসর বসত। তবে একসঙ্গে এত সংখ্যক গ্রেফতারের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।
নৌকা প্রতি ৫শ টাকা হাদিয়া নেন বিজিবির গর্বিত সদস্যরা।শ্রমিকদের মুখে শোনেন বিজিবিকে কত টাকা দিয়ে পাথর
নৌকা প্রতি ৫শ টাকা হাদিয়া নেন বিজিবির গর্বিত সদস্যরা।শ্রমিকদের মুখে শোনেন বিজিবিকে কত টাকা দিয়ে পাথর লুট করে।
জনাব, মোহাম্মদ আবুল কালাম ভূইয়া অফিসার ইনচার্জ, সখিপুর থানা,টাংগাইল এর নেতৃত্বে সখিপুর থানাধীন বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
চট্টগ্রামের বাকলিয়ায় ইকবাল হোসেন নামে এক চিকিৎসকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে তার বাঁচার আকুতি এরমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি, ভবন নির্মাণের সময় চাঁদা না দেয়ায় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে তাকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় বারবার ৯৯৯-এ কল করলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি করছে বলে অভিযোগ করেন তিনি।
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব সংলগ্ন শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে উপার্জিত টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে বাবু (২৪) নামে এক ওমানফেরত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা রওশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা
এলাকাবাসী জানায়, নিহত বাবুর চাচা হাসান গাজী প্রবাসে থাকা অবস্থায় বাবুর কাছে কিছু টাকা পেতেন বলে দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান ও তার দুই ছেলে শাকিল ও রাকিব ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবু, রওশন গাজী ও এমরান হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান।
জানা যায়, আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে রওশন গাজী চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা হাসান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তার দুই ছেলে শাকিল ও রাকিব পালিয়ে গেছে।
এ বিষয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও দুইজন পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে টাকার লেনদেনের জের ধরে আপন চাচার কোপে এক ভাতিজা নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এভাবে সাহস করে মানুষ এগিয়ে আসলে,, সারা দেশটাই চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া (৫০) নামে এক ওয়ার্কশপ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন ওয়ার্কশপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ মালিক দুলাল মিয়া। ভবনের মালিক ঢাকায় অবস্থান করায় এ ওয়ার্কশপসহ একতলা একটি বাড়ি তিনি দেখাশোনা করতেন। শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে দুলাল মিয়া ওই বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় ভাড়া তুলতে যান। এরপর আর তিনি ঘরে ফিরেননি।
এদিকে, রাতে ঘরে না ফেরায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে বিভিন্নস্থানে খোঁজাখুজি করে। পরে রোববার সকালে স্বজনরা তার দোকানে ছুটে আসেন এবং দোকান সংলগ্ন তার বিশ্রাম কক্ষ থেকে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পুলেশ এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোন সময়ে তাকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুলাল মিয়ার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, নিহত দুলাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
গাজীপুর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীরা।
সাংবাদিক তুহিন হত্যার মূল আসামি যে ভাবে আটক হলেন
শেরপুরে অসুস্থ নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা প্রসাসনের দৃষ্টি আকর্ষণ,,,
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন করায় জনসমক্ষে নির্মম হত্যাকাণ্ড
গাজীপুর প্রতিনিধি:
সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায়ের পথে কলম চালানোই আজ প্রাণ কেড়ে নিল গাজীপুরের এক সাহসী সংবাদকর্মীর। স্থানীয় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন করায় সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনা শহরবাসীকে স্তব্ধ করে দিয়েছে এবং সংবাদমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।
ঘটনার বিবরণ:
গতকাল (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে), গাজীপুর মহানগরীর ব্যস্ততম এক এলাকায়—অন্যদের উপস্থিতিতেই—একদল মুখোশধারী দুর্বৃত্ত সাংবাদিকের উপর হামলা চালায়। প্রথমে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন ছিল, বিশেষ করে মাথা ও ঘাড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিক পরিচয়:
নিহত সাংবাদিক (নাম এখান থেকে যুক্ত করা যাবে) একজন স্থানীয় সংবাদপত্রে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি গাজীপুরের একটি প্রভাবশালী সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জনমত গড়ে তুলেছিলেন। এর ফলে তিনি একাধিকবার হুমকি পেয়েছিলেন বলেও জানা গেছে।
পূর্বের হুমকি ও প্রশাসনের নীরবতা:
নিহতের সহকর্মী ও পরিবার জানিয়েছেন, তিনি বিগত কয়েক সপ্তাহ ধরেই হুমকি পাচ্ছিলেন। বিষয়টি পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয়েছিল, কিন্তু যথাযথ নিরাপত্তা বা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই নির্মম হত্যাকাণ্ড প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
জনগণের প্রতিক্রিয়া ও আন্দোলন:
এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তারা বলেন—
“আজকের এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের নয়, এটি স্বাধীন মত প্রকাশ ও সাংবাদিকতার গলায় ছুরি চালানোর শামিল।”
গাজীপুর প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সাধারণ মানুষ খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রশাসনের বক্তব্য:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন,
“আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তের কাজ চলছে।”
তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সহকর্মীরা।
সাংবাদিক সমাজের আহ্বান:
দেশব্যাপী সাংবাদিক সমাজ এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একযোগে কর্মসূচি ঘোষণা করতে শুরু করেছে। আগামীকাল থেকে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
উপসংহার:
এই বর্বর হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সংবাদকর্মীকে হত্যাই নয়, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার নিরাপত্তার ওপর এক চরম আঘাত। এখন সময় এসেছে, সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রমাণ করতে হবে—সত্য প্রকাশের কলম কখনো থেমে যাবে না।
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন করায় জনসমক্ষে নির্মম হ
গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা: চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবেদন করায় জনসমক্ষে নির্মম হত্যাকাণ্ড
গাজীপুর প্রতিনিধি:
সাংবাদিকতার স্বাধীনতা ও ন্যায়ের পথে কলম চালানোই আজ প্রাণ কেড়ে নিল গাজীপুরের এক সাহসী সংবাদকর্মীর। স্থানীয় সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন করায় সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনা শহরবাসীকে স্তব্ধ করে দিয়েছে এবং সংবাদমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।
ঘটনার বিবরণ:
গতকাল (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে), গাজীপুর মহানগরীর ব্যস্ততম এক এলাকায়—অন্যদের উপস্থিতিতেই—একদল মুখোশধারী দুর্বৃত্ত সাংবাদিকের উপর হামলা চালায়। প্রথমে তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন ছিল, বিশেষ করে মাথা ও ঘাড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাংবাদিক পরিচয়:
নিহত সাংবাদিক (নাম এখান থেকে যুক্ত করা যাবে) একজন স্থানীয় সংবাদপত্রে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি গাজীপুরের একটি প্রভাবশালী সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে জনমত গড়ে তুলেছিলেন। এর ফলে তিনি একাধিকবার হুমকি পেয়েছিলেন বলেও জানা গেছে।
পূর্বের হুমকি ও প্রশাসনের নীরবতা:
নিহতের সহকর্মী ও পরিবার জানিয়েছেন, তিনি বিগত কয়েক সপ্তাহ ধরেই হুমকি পাচ্ছিলেন। বিষয়টি পুলিশ প্রশাসনকেও অবহিত করা হয়েছিল, কিন্তু যথাযথ নিরাপত্তা বা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই নির্মম হত্যাকাণ্ড প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।
জনগণের প্রতিক্রিয়া ও আন্দোলন:
এই হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তারা বলেন—
“আজকের এই হত্যাকাণ্ড কেবল একজন সাংবাদিকের নয়, এটি স্বাধীন মত প্রকাশ ও সাংবাদিকতার গলায় ছুরি চালানোর শামিল।”
গাজীপুর প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সাধারণ মানুষ খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রশাসনের বক্তব্য:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন,
“আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তের কাজ চলছে।”
তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সহকর্মীরা।
সাংবাদিক সমাজের আহ্বান:
দেশব্যাপী সাংবাদিক সমাজ এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একযোগে কর্মসূচি ঘোষণা করতে শুরু করেছে। আগামীকাল থেকে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
উপসংহার:
এই বর্বর হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সংবাদকর্মীকে হত্যাই নয়, এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকতার নিরাপত্তার ওপর এক চরম আঘাত। এখন সময় এসেছে, সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রমাণ করতে হবে—সত্য প্রকাশের কলম কখনো থেমে যাবে না।
প্রয়োজনে আপনি চাইলে এই প্রতিবেদনকে সংবাদপত্র বা অনলাইন নিউজ পোর্টালের উপযোগী করে ডিজাইন করে দিতে পারি। চান কি?
নেত্রকোনায় নয়ন হরফে অন্তরা নামের তৃতীয় লিঙ্গের ব্যক্তি বর্তমানে একজন হিজরা হলেই তিনি সত্যিকারের একজন পুরুষ। সে বিবাহিত ও তার ২ সন্তানও আছে। তিনি জেলার লতা হিজরার নামে অভিযোগ করেন যে তাকে হিজরা বসানো হয়েছে। আর এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও মানববন্ধনে অংশ ১০ উপজেলা তৃতীয় লিঙ্গের ব্যাক্তিরা।
টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পুরুষের খন্ডিত মরদেহ উদ্ধার
থানা লুটের "অ স্ত্র' প্রেমিকা'কে উপহার দিচ্ছে। গাজীপুরের একটি রেস্টুরেন্টে 'পি স্তল' নিয়ে নারীর ভিডিও।
ঝুঁকি পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।
দালালরা বসে আছে সরকারি ডাক্তার সেজে কক্সবাজার সদর হাসপাতালে। র্যাব ১৫ এর অভিযানে চারজন দা'লা'ল গ্রেফতার।।
সাংবাদিক হত্যা কান্ডের একটি ফুটেজ।
আজ টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ!
গাজীপুরে এক নেতার চাঁ*দা*বাজির রিপোর্ট করায় "বাংলাদেশের আলো' পত্রিকার সাংবাদিক আনোয়ারকে গাজীপুর সদর মেট্রো থানা ভবনের পূর্বপাশে ইট দিয়ে থেঁ*তলে দিচ্ছে সেই নেতার অনুসারীরা।।
নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের ছবি দিয়ে ai দ্বারা এডিট করে বিভ্রান্তি করছে....
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা খাতুন বিয়ের দাবিতে অনশন করছেন।
জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধ:
সিরাজগঞ্জে সলঙ্গায় আমশড়া এলাকার আলাউদ্দিনের ছেলে দুলাল সরকার (৪০) এর বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা খাতুন নামের এক নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ৩ দিন ধরে অনশন করছেন।
সালমা জানান, বিগত ১০ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমিক তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর প্রেক্ষিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে।
এমনকি প্রেমিককে ১২ লাখ টাকা দেন সালমা, যা তিনি তার সঞ্চয় ও ধার-কর্জ করে সংগ্রহ করেছিলেন।
প্রেমিকের দুলাল সরকার (৪০) প্রতারণার অভিযোগ করে সালমা বলেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গ করে সে অন্যত্র বিয়ে করার পরিকল্পনা করছে। আমি তার বাড়ির সামনে বসে আছি, যতক্ষণ না সে আমাকে বিয়ে করবে, ততক্ষণ এখান থেকে সরবো না।’
জয়পুরহাটে প্রশিক্ষণের নামে ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা।। প্রতারণায় শ্রেষ্ঠ ডোমার উপজেলা।।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের আব্দুল জলিল মেম্বার এবং তার সন্তান সহ সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষের বেঁচে থাকা কঠিন করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন ভোক্তারা,,,,বিস্তারিত ভিডিওতে,,,
অবশ্যই সাভার নামা বাজারের এই অবৈধ টোল বা চাঁদা বন্ধ হওয়া উচিত। আপনারা কি বলেন
পঞ্চগড়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধর গলাকাটা মরদেহ উদ্ধার
কলারোয়া থানার অন্তরগত ৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে,,গরু চুরি করে,,২ চোর,,,গরু নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক হয়, জনতার হাতে,,
স্থানীয়রা জানান, গরুর মালিক গরু বেঁধে বাড়িতে যান,এমন সময় চোরে গরু চুরি করতে আসে,,,আশেপাশের মানুষ দেখতে মেয়ে চোর কে আটক করে,, তার পর কলারোয়া থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়
গাইবান্ধার সুন্দরগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন সহ অষ্টম শ্রেণির এক ছাত্রী অনৈতিক কর্মকান্ড করার সময় আটক করেন এলাকাবাসী। এ বিষয়ে নিয়ে স্কুল প্রাঙ্গণ সহ এলাকায় থমথমা বিরাজ করছে। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে। তারা জানান ওই শিক্ষক দীর্ঘদিন থেকে বিভিন্ন ছাত্রীদের সরলতার সুযোগ নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। তারা আরো জানান এ বিষয় নিয়ে বিভিন্ন সময়ে প্রধান শিক্ষককে মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নেন নাই প্রধান শিক্ষক আ ন ম রুহুল আমিন
শিবগঞ্জ উপজেলায় ১ সন্তান জননীর সাথে অ"বৈধ সম্পর্ক করতে এসে জনগনের হাতে কট খেলেন এক যুবক।
লক্ষ্মীপুর শহরে চোরের অপবাদ দেয়ার ৫ম তলা ভবনের কার্নিশে উঠে ইমন হোসেন (২৭) নামের এক যুবক নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। পরে তার আবদার অনুযায়ী, গলায় ফুলে মালা দেওয়া হয়েছে। একপর্যায়ে কোমড়ে রশি বেধে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেছেন।।।।।।
সংবাদকর্মীদের কাছে মনের দুঃখ প্রকাশ করে ইমন দাবি করেছেন, তাকে চোর ও ইয়াবাসেবনকারী অপবাদ দিচ্ছে কিছু অ-মানুষ। এতে তিনি আর এই জীবন আর রাখবেনা, বিদায় নিতে প্রস্তুতি নিয়েছে।
রোববার (৩ আগস্ট) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার বালিকা বিদ্যা নিকেতন সড়কের একটি ভবনের ৫ম তলার কার্ণিশ থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেল ৫ টার সময় ইমন সেখানে উঠেন এবং প্রায় ৩ ঘন্টা সেখানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিলো।
স্থানীয়রা জানান, ইমন পৌরসভার বাঞ্চানগর এলাকার দোখলা বাড়ির মো. খোকনের ছেলে। মাদক সেবন করতে না পারলে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, ছেলেটি একজন মাদকসেবী। এতে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তার মনের কষ্টের কথা আমাদেরকে জানিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টা করে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।।।
সোহান নামের এক ব্যক্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরেন , ঘটনাস্থলে হাজির হয়েছেন আড়াইহাজার মারুয়াদী এলাকার গ্রামবাসী
ঝালকাঠির সদরের কেফাইত-নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি এর প্রতিবাদে এ
ঝালকাঠির সদরের কেফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে
রবিবার সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ।
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় পৌরসভার ৭নং ওয়ার্ড (জেলখানা মোড়ে)
আজ সকাল ১০.০০ টার দিকে ভাড়া বাসায় ছেলে-মেয়ের সামনে তাদের বাবা মেহেদী (৩৭) তাদের মা কাকলি (৩০) বড় ধরনের ছুরি দিয়ে পিছন থেকে ঘাও মারে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে লাশ ময়না তদন্তের জন্য সখিপুর থানায় আনা হয়।
সুনামগঞ্জের তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত দুটি স্পটে বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার উপরে ভারতীয়
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলারের ১১৯২/৩ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্ট্রীলবডি ইজ্ঞিন চালিত নৌকাসহ ১৮টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে।
আজ শনিবার ভোরে বিরেন্দ্র নগর বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় গরু আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ২০ লাখ চল্লিশ হাজার টাকা।
অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরো ১৪টি ভারতীয় অবৈধ গরু বআটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৯ লাখ ৮০ হাজার টাকা। এনিয়ে পৃথক দুটি অভিযানে আটককৃত মোট ৩২টি গরুর বাজার মূল্যে ৩০ লাখ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিজিবি”র পৃথক দুটি অভিযানে একটি স্ট্রীলবডি নৌকাসহ ৩০ লাখ টাকার উপরে ভারতীয় গরু আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবি”র উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোঃ সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের যেকোন ধরনের অতৎপরতা রোধে টহল জোরদার রয়েছে। আটককৃত স্ট্রীলবডি নৌকাসহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা আটককৃত গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ঝালকাঠিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযুক্তকে গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ
ঝালকাঠিতে ২৮ জুলাই বিকেলে কোচিং চলাকালে একজন শিক্ষক এর বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা এর অভিযোগ উঠেছে।অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে তার গ্রেফতার ও বিচারের দাবিতে আজকে সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। উত্তমপুর আদর্শ গ্রাম সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ভারত থেকে আসা বাংলাদেশি শাহজাদার পুসইন ঝুকি কতটা
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর মুখ থেকেই শুনুন বিস্তারিত।
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীনক পাঠানবাড়ী এতিমখানার নামে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ৮ সদস্যবিশিষ্ট
দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন শাখা গাজীপুর সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাদ্য সহায়তা হিসেবে ১৭২ টন চাল বরাদ্দ দেয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানা ৪১ নং ওয়ার্ড পাঠানবাড়ি কাসিম উলুম মসজিদ ও এতিমখানার নামে ৬০জন এতিম ছাত্রর ছবি ও তথ্য দিয়ে ৮ সদস্যবিশিষ্ট একটি ভুয়া কমিটির কাগজ দিয়ে ১টন চাউল উত্তোলন করে ঐ ভুয়া কমিটির সভাপতি আতাউর রহমান পাঠান ও সদস্য সুজন পাঠান ইসলামি ফাউন্ডেশন এর মডেল টিছার হাফেজ আব্দুল কাইয়ুম মাছুম। অসহায় এতিমদের নামে উত্তোলন করা ১ টন চাউলের টাকা ইসলামী ফাউন্ডেশনের এক অসাধু কর্মকর্তা ও ৮ সদস্য বিশিষ্ট কমিটি বন্টন করে নেয়। যা বৈধ কমিটি জানেই না । বৈধ কমিটি জানার পরে গাজীপুর ডিসি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।সরজমিনে এশিয়ান টেলিভিশনের একটি টিম ঘুরে দেখে এতিমখানায় তালা ঝুলছে । এতিমখানার ভিতরে ভাঙারি দোকানের মালামাল ইষ্টক করে রেখেছে ।
জজএ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, “আমাদের দায়িত্ব ছিল কেবল তথ্য প্রদান করা। বরাদ্দ, যাচাই-বাছাই ও বিতরণ সবকিছু
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভাটি বোচাগাড়ী মৌজার ভুয়া কাগজ তৈরি করে ৩৭ একর জমি দখল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
ভাটি বোচাগাড়ী চরাঞ্চলবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম জোদ্দার, ভুক্তভোগী মোঃ আঙ্গুর মিয়া, আব্দুস সামাদ, মোছাঃ রাবেয়া বেগম, মোছাঃ মনোয়ারা বেগম।
বক্তারা বলেন, ভুমিদস্যু সুরুজ্জামান, হায়দার ও তাদের সহযোগীরা চরাঞ্চলবাসীর শত শত বিঘা জমি ভুয়া কাগজ তৈরি করে দখল করে আছে। কেউ কিছু বল্লেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ নানা রকম হুমকি দেওয়া হচ্ছে।
বক্তারা অতিদ্রুত মিথ্যা মামলা প্রতাহার, দখলকৃত জমি উদ্ধার সহ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনের পরে বিক্ষোভ মিছিল করেন তারা।
গাজীপুর ফালিয়া কৈর
“আমার জমি”—“না, আমার!” বিরোধ অর্ধ শতাংশ জমি ঘিরে উত্তাল শিলমান্দী!
কালিয়াকৈর গাজীপুর