close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Misdaad

HasanHadi
14 Bekeken · 6 maanden geleden

সাংবাদিক হত্যা কান্ডের একটি ফুটেজ।

Md Abu Nayem
12 Bekeken · 6 maanden geleden

আজ টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ!

MDHasibKhan
6 Bekeken · 6 maanden geleden

⁣গাজীপুরে এক নেতার চাঁ*দা*বাজির রিপোর্ট করায় "বাংলাদেশের আলো' পত্রিকার সাংবাদিক আনোয়ারকে গাজীপুর সদর মেট্রো থানা ভবনের পূর্বপাশে ইট দিয়ে থেঁ*তলে দিচ্ছে সেই নেতার অনুসারীরা।।

Md Uzzal Mia
25 Bekeken · 6 maanden geleden

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের ছবি দিয়ে ai দ্বারা এডিট করে বিভ্রান্তি করছে....

জলিলুর রহমান জনি
14 Bekeken · 6 maanden geleden

⁣সিরাজগঞ্জের সলঙ্গায় প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা খাতুন বিয়ের দাবিতে অনশন করছেন।

জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধ:

সিরাজগঞ্জে সলঙ্গায় আমশড়া এলাকার আলাউদ্দিনের ছেলে দুলাল সরকার (৪০) এর বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সালমা খাতুন নামের এক নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ৩ দিন ধরে অনশন করছেন।

সালমা জানান, বিগত ১০ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমিক তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর প্রেক্ষিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে।

এমনকি প্রেমিককে ১২ লাখ টাকা দেন সালমা, যা তিনি তার সঞ্চয় ও ধার-কর্জ করে সংগ্রহ করেছিলেন।

প্রেমিকের দুলাল সরকার (৪০) প্রতারণার অভিযোগ করে সালমা বলেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গ করে সে অন্যত্র বিয়ে করার পরিকল্পনা করছে। আমি তার বাড়ির সামনে বসে আছি, যতক্ষণ না সে আমাকে বিয়ে করবে, ততক্ষণ এখান থেকে সরবো না।’

Rashed Islam
30,019 Bekeken · 6 maanden geleden

⁣জয়পুরহাটে প্রশিক্ষণের নামে ১০ লাখ টাকা নিয়ে লাপাত্তা।। প্রতারণায় শ্রেষ্ঠ ডোমার উপজেলা।।

খায়রুল ইসলাম
13 Bekeken · 6 maanden geleden

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের আব্দুল জলিল মেম্বার এবং তার সন্তান সহ সন্ত্রাসী কর্মকান্ড করে মানুষের বেঁচে থাকা কঠিন করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন ভোক্তারা,,,,বিস্তারিত ভিডিওতে,,,

Hm josim
22 Bekeken · 6 maanden geleden

⁣অবশ্যই সাভার নামা বাজারের এই অবৈধ টোল বা চাঁদা বন্ধ হওয়া উচিত। আপনারা কি বলেন

Al Mamun Gazi
2,028 Bekeken · 6 maanden geleden

পঞ্চগড়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধর গলাকাটা মরদেহ উদ্ধার

Al Mamun Gazi
5 Bekeken · 6 maanden geleden

কলারোয়া থানার অন্তরগত ৯ নং হেলাতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে,,গরু চুরি করে,,২ চোর,,,গরু নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক হয়, জনতার হাতে,,


স্থানীয়রা জানান, গরুর মালিক গরু বেঁধে বাড়িতে যান,এমন সময় চোরে গরু চুরি করতে আসে,,,আশেপাশের মানুষ দেখতে মেয়ে চোর কে আটক করে,, তার পর কলারোয়া থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়

Al Mamun Gazi
17 Bekeken · 6 maanden geleden

⁣গাইবান্ধার সুন্দরগঞ্জের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন সহ অষ্টম শ্রেণির এক ছাত্রী অনৈতিক কর্মকান্ড করার সময় আটক করেন এলাকাবাসী। এ বিষয়ে নিয়ে স্কুল প্রাঙ্গণ সহ এলাকায় থমথমা বিরাজ করছে। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে। তারা জানান ওই শিক্ষক দীর্ঘদিন থেকে বিভিন্ন ছাত্রীদের সরলতার সুযোগ নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। তারা আরো জানান এ বিষয় নিয়ে বিভিন্ন সময়ে প্রধান শিক্ষককে মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও কোন পদক্ষেপ নেন নাই প্রধান শিক্ষক আ ন ম রুহুল আমিন

Md Uzzal Mia
7 Bekeken · 6 maanden geleden

শিবগঞ্জ উপজেলায় ১ সন্তান জননীর সাথে অ"বৈধ সম্পর্ক করতে এসে জনগনের হাতে কট খেলেন এক যুবক।

Md Shahin Alam
3 Bekeken · 6 maanden geleden

লক্ষ্মীপুর শহরে চোরের অপবাদ দেয়ার ৫ম তলা ভবনের কার্নিশে উঠে ইমন হোসেন (২৭) নামের এক যুবক নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। পরে তার আবদার অনুযায়ী, গলায় ফুলে মালা দেওয়া হয়েছে। একপর্যায়ে কোমড়ে রশি বেধে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেছেন।।।।।।

সংবাদকর্মীদের কাছে মনের দুঃখ প্রকাশ করে ইমন দাবি করেছেন, তাকে চোর ও ইয়াবাসেবনকারী অপবাদ দিচ্ছে কিছু অ-মানুষ। এতে তিনি আর এই জীবন আর রাখবেনা, বিদায় নিতে প্রস্তুতি নিয়েছে।

রোববার (৩ আগস্ট) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার বালিকা বিদ্যা নিকেতন সড়কের একটি ভবনের ৫ম তলার কার্ণিশ থেকে তাকে উদ্ধার করা হয়। বিকেল ৫ টার সময় ইমন সেখানে উঠেন এবং প্রায় ৩ ঘন্টা সেখানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিলো।

স্থানীয়রা জানান, ইমন পৌরসভার বাঞ্চানগর এলাকার দোখলা বাড়ির মো. খোকনের ছেলে। মাদক সেবন করতে না পারলে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, ছেলেটি একজন মাদকসেবী। এতে তিনি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। তার মনের কষ্টের কথা আমাদেরকে জানিয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় ঘন্টাব্যাপী চেষ্টা করে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।।।

হাবিবুর রহমান
2,563 Bekeken · 6 maanden geleden

সোহান নামের এক ব্যক্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পরেন , ঘটনাস্থলে হাজির হয়েছেন আড়াইহাজার মারুয়াদী এলাকার গ্রামবাসী

MD IMRAN MUNSHI
11 Bekeken · 6 maanden geleden

⁣ঝালকাঠির সদরের কেফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে
রবিবার সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ।

Md Abu Nayem
3,702 Bekeken · 6 maanden geleden

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় পৌরসভার ৭নং ওয়ার্ড (জেলখানা মোড়ে)
আজ সকাল ১০.০০ টার দিকে ভাড়া বাসায় ছেলে-মেয়ের সামনে তাদের বাবা মেহেদী (৩৭) তাদের মা কাকলি (৩০) বড় ধরনের ছুরি দিয়ে পিছন থেকে ঘাও মারে। এতে করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে লাশ ময়না তদন্তের জন্য সখিপুর থানায় আনা হয়।

Al Mamun Gazi
12 Bekeken · 6 maanden geleden

⁣২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলারের ১১৯২/৩ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্ট্রীলবডি ইজ্ঞিন চালিত নৌকাসহ ১৮টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে।


আজ শনিবার ভোরে বিরেন্দ্র নগর বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় গরু আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্যে ২০ লাখ চল্লিশ হাজার টাকা।


অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরো ১৪টি ভারতীয় অবৈধ গরু বআটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৯ লাখ ৮০ হাজার টাকা। এনিয়ে পৃথক দুটি অভিযানে আটককৃত মোট ৩২টি গরুর বাজার মূল্যে ৩০ লাখ ২০ হাজার টাকা।


এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিজিবি”র পৃথক দুটি অভিযানে একটি স্ট্রীলবডি নৌকাসহ ৩০ লাখ টাকার উপরে ভারতীয় গরু আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবি”র উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোঃ সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের যেকোন ধরনের অতৎপরতা রোধে টহল জোরদার রয়েছে। আটককৃত স্ট্রীলবডি নৌকাসহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা আটককৃত গরু সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমাদের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

MD IMRAN MUNSHI
10 Bekeken · 6 maanden geleden

ঝালকাঠিতে ২৮ জুলাই বিকেলে কোচিং চলাকালে একজন শিক্ষক এর বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা এর অভিযোগ উঠেছে।অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে তার গ্রেফতার ও বিচারের দাবিতে আজকে সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। উত্তমপুর আদর্শ গ্রাম সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Md Rafiqul Islam
5,931 Bekeken · 6 maanden geleden

ভারত থেকে আসা বাংলাদেশি শাহজাদার পুসইন ঝুকি কতটা

Md Uzzal Mia
11,103 Bekeken · 6 maanden geleden

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর মুখ থেকেই শুনুন বিস্তারিত।

RAJU HOSSAIN
17 Bekeken · 6 maanden geleden

দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন শাখা গাজীপুর সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাদ্য সহায়তা হিসেবে ১৭২ টন চাল বরাদ্দ দেয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানা ৪১ নং ওয়ার্ড পাঠানবাড়ি কাসিম উলুম মসজিদ ও এতিমখানার নামে ৬০জন এতিম ছাত্রর ছবি ও তথ্য দিয়ে ৮ সদস্যবিশিষ্ট একটি ভুয়া কমিটির কাগজ দিয়ে ১টন চাউল উত্তোলন করে ঐ ভুয়া কমিটির সভাপতি আতাউর রহমান পাঠান ও সদস্য সুজন পাঠান ইসলামি ফাউন্ডেশন এর মডেল টিছার হাফেজ আব্দুল কাইয়ুম মাছুম। অসহায় এতিমদের নামে উত্তোলন করা ১ টন চাউলের টাকা ইসলামী ফাউন্ডেশনের এক অসাধু কর্মকর্তা ও ৮ সদস্য বিশিষ্ট কমিটি বন্টন করে নেয়। যা বৈধ কমিটি জানেই না । বৈধ কমিটি জানার পরে গাজীপুর ডিসি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।সরজমিনে এশিয়ান টেলিভিশনের একটি টিম ঘুরে দেখে এতিমখানায় তালা ঝুলছে । এতিমখানার ভিতরে ভাঙারি দোকানের মালামাল ইষ্টক করে রেখেছে ।

জজএ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, “আমাদের দায়িত্ব ছিল কেবল তথ্য প্রদান করা। বরাদ্দ, যাচাই-বাছাই ও বিতরণ সবকিছু

Al Mamun Gazi
7 Bekeken · 6 maanden geleden

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভাটি বোচাগাড়ী মৌজার ভুয়া কাগজ তৈরি করে ৩৭ একর জমি দখল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
ভাটি বোচাগাড়ী চরাঞ্চলবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম জোদ্দার, ভুক্তভোগী মোঃ আঙ্গুর মিয়া, আব্দুস সামাদ, মোছাঃ রাবেয়া বেগম, মোছাঃ মনোয়ারা বেগম।
বক্তারা বলেন, ভুমিদস্যু সুরুজ্জামান, হায়দার ও তাদের সহযোগীরা চরাঞ্চলবাসীর শত শত বিঘা জমি ভুয়া কাগজ তৈরি করে দখল করে আছে। কেউ কিছু বল্লেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ নানা রকম হুমকি দেওয়া হচ্ছে।
বক্তারা অতিদ্রুত মিথ্যা মামলা প্রতাহার, দখলকৃত জমি উদ্ধার সহ দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। মানববন্ধনের পরে বিক্ষোভ মিছিল করেন তারা।

Mehedi Hasan
1,786 Bekeken · 6 maanden geleden

⁣“আমার জমি”—“না, আমার!” বিরোধ অর্ধ শতাংশ জমি ঘিরে উত্তাল শিলমান্দী!

Shahed Alam
32 Bekeken · 6 maanden geleden

⁣গোপালগঞ্জ থেকে কি শিক্ষা পেলো এনসিপি ও আওয়ামী লীগ? | Search of Mystery

Shahed Alam
16 Bekeken · 6 maanden geleden

⁣দুর্ঘটনা নাকি রাষ্ট্রীয় হত্যা? যে প্রশ্নগুলোর উত্তর এখনই দিতে হবে | Dhaka Crash | Search of Mystery

Shahed Alam
1,897 Bekeken · 6 maanden geleden

⁣কে এই জুলকারনাইন সায়ের খান | Who is Zulkarnain Saer Khan | Biography | Information |

Shahed Alam
1,462 Bekeken · 6 maanden geleden

⁣ক্যাপ্টেন হয়ে দেশের প্রধান কিভাবে হলো ইব্রাহিম ত্রাওরে? Is Ibrahim Traoré Decolonizing Africa?Labid

Shahed Alam
1,263 Bekeken · 6 maanden geleden

⁣বাংলাদেশ ফাইটার জেট ক্রাশের আসল কারন কি ? Why Bangladesh Fighter Jet Crashed on a School ?

MD IMRAN MUNSHI
856 Bekeken · 6 maanden geleden

⁣ঝালকাঠির কাঠালিয়াতে কিশোর গ্যাং এর চাঁদাবাজির অভিযোগ ও বালুর সিন্ডিকেট, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ দপ্তরি মইনুল ও সোহাগ এর বিরুদ্ধে
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিনাপানি বাজারস্থ মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মইনুল হাওলাদারকে ঘিরে এলাকায় নানা অপকর্মের বিস্তারে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ৫ আগস্টের পর থেকে সরকারি কোনো টেন্ডার বা নিয়মনীতি ছাড়াই এলাকায় বালুর অবৈধ ব্যবসা জোরালোভাবে চালাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট, যার নেতৃত্বে রয়েছেন দপ্তরি মইনুল ও ইদ্রিস এর ছেলে সোহাগ এর বিরুদ্ধে।


স্থানীয়রা জানিয়েছেন, আগে যে বালু তিন টাকা ঘনফুটে পাওয়া যেত, এখন তার দাম বেড়ে ছয় থেকে সাত টাকা হয়ে গেছে। পুরো ব্যবসাটি চলছে বিনা অনুমতিতে এবং একক নিয়ন্ত্রণে। বিশেষ করে বিনাপানি ও মধ্য কৈখালী, কানাইপুর , বলতলা বিভিন্ন স্থানে দিয়ে প্রতিদিন জাহাজের পর বালু তোলা ও বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ এই সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ।

দপ্তরি মইনুল হাওলাদারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, সে এলাকায় চলমান সরকারি প্রকল্প, খাল খনন কিংবা ব্রিজ নির্মাণ কাজ থেকেও নিয়মিতভাবে চাঁদা আদায় করছে। এমনকি পারিবারিক বিরোধে সালিশ করার নামে গোপনে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে একাধিক পরিবার অভিযোগ করেছে।
সবচেয়ে ভয়াবহ অভিযোগটি এসেছে একটি হিন্দু পরিবার থেকে। তাদের দাবি, মইনুল ও তার সহযোগীরা তাদের জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করেছে। ঘটনায় ধর্মীয় সংখ্যালঘু পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে এবং ন্যায়বিচারের আশায় রয়েছেন।
উদ্বেগজনক বিষয় হলো দপ্তরি মইনুল হাওলাদার কখনও বিএনপি বা যুবদলের কোনো কমিটিতে না থাকলেও, বর্তমানে নিজেকে বিএনপির পরিচয় দিয়ে এলাকায় দাপটের সঙ্গে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ।
উপজেলার প্রভাবশালী জনৈক ছত্রছায়ায় দপ্তরি মইনুল এখন পুরো কৈখালী ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও সংখ্যালঘু নির্যাতনসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে উঠেছে। তার বিরুদ্ধে কথা বললে হুমকি, ভয়ভীতি ও মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
ঘটনাগুলোর ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে কাঠালিয়ার সমাজ কাঠামো ধ্বংস হয়ে যাবে। সাধারণ মানুষ এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দপ্তরি মইনুল হাওলাদারের অপকর্মের বিচার দাবি করছেন।

MD IMRAN MUNSHI
914 Bekeken · 6 maanden geleden

⁣কাঠ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করায়
থানায় লিখিত অভিযোগ,,,

কাঁঠালিয়া উপজেলায় গাছ ব্যবসায়ীর নিকট চা*দাঁ দাবি করেন উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সুজন।

ভুক্তভোগী মোঃ এমাদুল

Mehedi Hasan
1,361 Bekeken · 6 maanden geleden

⁣নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী সোহেলের খালার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

MD IMRAN MUNSHI
17,905 Bekeken · 6 maanden geleden

⁣বালুর গোলাকে কেন্দ্র করে হা/ম/লা ও ২ লাখ ৪০ হাজার টাকা ছি/ন/তাই — থানায় মামলা,
আ/হ/ত ২

স্থান: পান্জিপুথিপাড়া, বাউকাঠি, ঝালকাঠি। তারিখ: রবিবার, ২৭ জুলাই ২০২৫

বালুর গোলাকে কেন্দ্র করে ঝালকাঠির বাউকাঠি ইউনিয়নের পান্জিপুথিপাড়া এলাকায় সংঘটিত হয়েছে হামলা ও ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনায় আ/হত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘জমাদ্দার এন্টারপ্রাইজ’-এর মালিক ইসমাইল জমাদ্দার (৫০) ও তার কর্মচারী শহিদুল ইসলাম (৫০)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বহুদিন ধরে বালুর গোলার জায়গা ও কার্যক্রম নিয়ে পাশ্ববর্তী বাড়ির মোয়াজ্জেম হাওলাদারের (৪৫) সঙ্গে ইসমাইল জমাদ্দারের বিরোধ চলছিল। সেই পুরনো দ্বন্দ্বের জের ধরে রোববার সকাল ৯টার দিকে মোয়াজ্জেম হাওলাদার ও তার দুই ছেলে নয়ন (৩০) ও সাব্বির (২৮) পরিকল্পিতভাবে ইসমাইল জমাদ্দারকে হামলার লক্ষ্যবস্তু করেন।

ঘটনার সময় ইসমাইলের কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তদের একজন, সাব্বির হাওলাদার। হামলায় গুরুতর আহত হন ইসমাইল ও শহিদুল, তাদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন,বর্তমানে তারা চিকিৎসাদিন রয়েছে।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৭/১৮২। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অভিযুক্ত মোয়াজ্জেম হাওলাদারের বড় জামাতা মাহবুব হোসেন দাবি করেন, “বালুর ফেলার বিষয়ে পূর্বেও নিষেধ করা হয়েছিল। তারা তা মানেননি বলেই ঝামেলা সৃষ্টি হয়েছে।” তবে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের দাবি:
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা ও ছিনতাই। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।”

ওসি মনিরুজ্জামান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে। সত্য উদঘাটনে কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপই পারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে—এমনটাই মত সচেতন মহলের।

খায়রুল ইসলাম
4,561 Bekeken · 6 maanden geleden

সম্প্রতি এক সুদখোর সুদের টাকা পরিষদ না করার কারনে এক নারিকে তিন বছর ধরে ধর্ষন করে চলছে,কিন্তু বিনিময়ে একটি টাকাও সুদ পরিষদ হয়নি,,⁣ঘোটনা ঘটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঈশ্বরকাটি,গ্রামে,তার নাম মজিবুর হাওলাদার, পিতা হাকিম হাওলাদার,,, বিস্তারিত ভিডিওতে,,

ফাহিম ইসলাম
23,692 Bekeken · 6 maanden geleden

⁣বটিয়াঘাটা কৃষকদলের সভাপতি আবুল হোসেনের নাম জমি দখলের অভিযোগ করছে এক ভুক্ত ভুগি পরিবার
মোঃ বাপ্পি, ⁣পিতা : বাবু
⁣মাতা: ফরিদা
⁣বাপ্পির স্ত্রী: খুশি, ⁣পিতা: খালেক
মাতা: তানজু
বাপ্পির ফুপু রুনা


তারা জানান যতবার তারা জমিতে বেড়া দিছে ততবারই আবুল হোসেন বেড়া ভেঙে ফেলছে। তাদের উপর আক্রমণ করছে,

তাদের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আবুল হোসেনের সাথে কথা হয়।

আবুল হোসেন জানান ঐ জমির প্রকৃত মালিক তিনি রুনা, খুশি, বাপ্পি ভুয়া দলীল দেখিয়ে জমি দখলের চেষ্টা করলে সে বাধা দেয়।


বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি:
ফাহিম ইসলাম
খুলনা

খায়রুল ইসলাম
20,001 Bekeken · 6 maanden geleden

বাবা মেয়েকে ধর্ষন করেছেন বলে অভিযোগ উঠেছে বিস্তারিত ভিডিওতে,,

Gm selim imran
11 Bekeken · 6 maanden geleden

⁣কেশবপুর গড়ভাঙ্গা ইসলামীয়া মাদ্রাসা সুপার রেজাউল ইসলামেট বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের হয়রানি সহ অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেও প্রতিকার পাননি সহকারী শিক্ষকবৃন্দ

Al Mamun Gazi
12 Bekeken · 6 maanden geleden

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ ঘর থেকে আলম বেগম (৩০) নামের ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পইল গ্রামের শান্তিনগর এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী।


নিহতের স্বামী ঘটনার সময় স্থানীয় বাজারে সবজি বিক্রি করছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে তার ছোট ভাই কদর আলী (দেবর) এ হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক হয়েছেন।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। নিহতের দেবর কদর আলী ঘটনার পর থেকে পলাতক। তাকে আটকে অভিযান চলছে।”


স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। আমি কয়েকবার মীমাংসাও করেছি। ধারণা করছি এই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”


নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় আলম বেগম বাড়িতে একা ছিলেন। তার ছেলে সন্ধ্যায় বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত কদর আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।



হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এক গৃহবধূকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজ ঘর থেকে আলম বেগম (৩০) নামের ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পইল গ্রামের শান্তিনগর এলাকার বাসিন্দা সবজি ব্যবসায়ী মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী ঘটনার সময় স্থানীয় বাজারে সবজি বিক্রি করছিলেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরে তার ছোট ভাই কদর আলী (দেবর) এ হত্যাকাণ্ড ঘটিয়ে পলাতক হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শাহাবুদ্দিন শাহীন বলেন, “প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা ধারণা করছি। নিহতের দেবর কদর আলী ঘটনার পর থেকে পলাতক। তাকে আটকে অভিযান চলছে।”

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। আমি কয়েকবার মীমাংসাও করেছি। ধারণা করছি এই বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় আলম বেগম বাড়িতে একা ছিলেন। তার ছেলে সন্ধ্যায় বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত কদর আলীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।⁣

Al Mamun Gazi
18 Bekeken · 6 maanden geleden

⁣রাবিতে পোষ্য কোটায় জালিয়াতির মাধ্যমে ভর্তি চেষ্টাকালে এক ভর্তিচ্ছুকে আটক করে পুলিশে সোপর্দ করেন প্রক্টর।

Gm selim imran
5 Bekeken · 6 maanden geleden

⁣আজ রবিবার ২৭-০৭-২৫ খ্রিষ্টাব্দে ভোর বেলায় ফুলতলা উপজেলা সামনে মিস্ত্রিপাড়ার বাগানে একটি নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধর করে ফুলতলা হাসপাতালে ভর্তি করেছে। এই নিষ্পাপ শিশুটি জন্মদাতা পিতা মাতাকে সনাক্ত করে,জনসমক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যেন কেউ জেনে শুনে এমন ধরনের ডেলিভারি করতে সাহস না পায়। কেউ যদি টাকার বিনিময় ডেলিভারি সহযোগিতা করে থাকে তাহলে তাকে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। পিতা ও মাতার ভুলের কারণে বা অবৈধ মেলামেশ করার মাধ্যমে জন্মগ্রহণ করা সন্তানদের এমন করুন পরিণতি ভোগ করতে না হয় আমরা চাই না। 😭😭

Gm selim imran
2,709 Bekeken · 6 maanden geleden

⁣জামায়াত নেতা স্বামীর পরকিয়া ধরায় স্ত্রীর দাত ভেঙ্গে দিল

Gm selim imran
30,013 Bekeken · 6 maanden geleden

⁣কেশবপুরে সাংবাদিক ও যুবদল কর্মী
মনিরুজ্জামান।হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Md Uzzal Mia
19 Bekeken · 6 maanden geleden

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চাচাতো ভাবিকে কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে একজনকে মৃত্যুদন্ডের আদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

Mehedi Hasan
39 Bekeken · 6 maanden geleden

⁣দুবাই থেকে খুনি গ্রেপ্তার, দেশে ফিরলো চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি

Azizar Rahman
128 Bekeken · 6 maanden geleden

⁣দিনাজপুরের খানসামা উপজেলায় এএসআই ও ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবিতে ও মারধরের অভিযোগ তুলে আজ (২৪ জুলাই) সকালে ১১টায় প্রেস ব্রিফিং করেছেন, খানসামা উপজেলার অলটাইম বেকারী পরিবেক (ডিলার) হাবিবুর রহমান। তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রেস ব্রিফিং করেন।

শমসের নূর খোকন
3,587 Bekeken · 6 maanden geleden

⁣বগুড়ার যুবলীগ নেতা আমিনুর ইসলামের বিচার দাবিতে আদালতের সামনে বিক্ষোভ

MD Mahedi khan
599 Bekeken · 6 maanden geleden

⁣বাকেরগঞ্জে ডাকাতির অভিযোগ, তদন্তে পুলিশের গড়িমসি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের উত্তর জিনিয়া গ্রামে (পোস্ট: কাঠিপাড়া) সাঈদ মল্লিকের বাড়িতে সম্প্রতি একটি ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ দায়েরের পর দুই দিন পার হলেও এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো তদন্ত কার্যক্রম শুরু করেনি। এতে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশের এই উদাসীন আচরণে দুষ্কৃতকারীরা আরও সাহসী হয়ে উঠতে পারে। তারা দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খায়রুল ইসলাম
12,361 Bekeken · 6 maanden geleden

সেনাবাহিনীর বিরুদ্ধে লাশ গুম করার অভিযোগ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ভুক্ত ভোগিরা তাদের দাবি প্রায় দুইশত জান ছাত্র হতাহত হয়েছে,,৷

Al Mamun Gazi
3,720 Bekeken · 6 maanden geleden

⁣জলঢাকায় অবৈধ বালুবাহি গাড়ি আটকিয়েছে উপজেলা ভুমি অফিসার

Al Mamun Gazi
30,020 Bekeken · 6 maanden geleden

ফরিদপুরের নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আলোক কুমার সাহা, সিনিয়র প্রশিক্ষক প্রদীপ কর এবং সিনিয়র প্রশিক্ষক নিশিত রায়ের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও দুই সিনিয়র প্রশিক্ষক কর্তৃপক্ষের প্রভাব খাটিয়ে নানা ধরনের আর্থিক অনিয়ম, প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ করে আসছেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, অধ্যক্ষ নিজেই এসব অনিয়মে সরাসরি জড়িত।

এক বিক্ষুব্ধ ছাত্রী বলেন, “নিশিত রায় স্যার বিভিন্ন বাহানায় আমাদের শরীরের বিভিন্ন অংশে হাত দেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাছাড়া প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত মালামাল ক্লাসে না দিয়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়। ফলে প্রয়োজনীয় উপকরণ সংকটে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ নিতে পারছি না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি না হলে আমরা ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দুর্নীতিবাজ অধ্যক্ষ ও দুই সিনিয়র প্রশিক্ষকের পদত্যাগ চাই’, ‘শ্লীলতাহানির বিচার চাই’ স্লোগান দিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।

অধ্যক্ষ প্রকৌশলী আলোক কুমার সাহা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নই। শিক্ষার্থীদের কিছু দাবি বাস্তবায়নে দেরি হওয়ায় তারা আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছে।”

অভিযুক্ত সিনিয়র প্রশিক্ষক প্রদীপ কর ও নিশিত রায়ও অভিযোগ অস্বীকার করে বলেন, “অধ্যক্ষ স্যার আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা তা পালন করেছি। আমরা কারও কাছ থেকে টাকা নেইনি এবং কোনো ছাত্রীকে শ্লীলতাহানি করিনি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবিরউদ্দিন জানান, “অভিযোগের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Belhaj Badhon
22,964 Bekeken · 6 maanden geleden

⁣নাটোরের বড়াইগ্রামে স্কুল শিক্ষিকা ও তার ছেলে মেয়েকে বেঁ/ধে রেখে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে

Mehedi Hasan
2,640 Bekeken · 6 maanden geleden

⁣পুলিশের পোশাকেই ট্রাক ছিনতাই, উদ্ধার ৩২ লাখ টাকার মাল

Al Mamun Gazi
10 Bekeken · 6 maanden geleden

সীমান্তে ২১ জুলাই ২০২৫ তারিখ ০৮:০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মোঃ আমীর হোসেন এর বাড়ীতে বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নবর্ণিত ০৩ জন আসামীকে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১,২৮,০০০.০০ টাকাসহ আটক করা হয়। আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য এবং নগদ টাকার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোঃ আমীর হোসেন (বাড়ীর মালিক), পিতা-মোঃ হাবিবুর রহমান
মোঃ বাহাদুর হোসেন (২৫) পিতা-মোঃ হাবিবুর রহমান এবং
মোসাঃ জেসমিন (২৫), স্বামী-মোঃ জমির হোসেন
সকলের গ্ৰাম-পিরোজপুর, পোস্ট-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Mehedi Hasan
39 Bekeken · 6 maanden geleden

⁣ভালোবাসার মুখোশে প্রতারণা! সরকারি কর্মকর্তার জীবনে নারীর নাটকীয় অভিযাত্রা

Al Mamun Gazi
3,711 Bekeken · 6 maanden geleden

⁣নবাবগঞ্জের কলাকোপায় ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, আলী আকবর নামে আটক ১

Al Mamun Gazi
8 Bekeken · 6 maanden geleden

⁣সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছান্দেরনগর গ্রামে একের পর এক সংঘবদ্ধ হামলা, হুমকি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন একাধিক পরিবার। গত দুই মাসে একটি নির্দিষ্ট পরিবারের ওপর চারবার দেশীয় অস্ত্র স্বজ্জিত হয়ে হামলার ঘটনায় পুরো গ্রামে বিরাজ করছে চরম আতঙ্ক।

শনিবার (১৯ জুলাই) জামালগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কুরবান আলী জানান, গত ২৪ মে থেকে ১৮ জুলাইয়ের মধ্যে তার পরিবারের সদস্যদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ আবুল খয়ের, ময়না ও তোয়ায়েল গংয়ের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ গোষ্ঠী। এসব হামলায় অন্তত ৭ জন আহত হয়ে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ঘটনাগুলোর প্রেক্ষিতে জামালগঞ্জ থানায় ১৯ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১০, তারিখ: ২৬/০৬/২০২৫)।
মামলাটি আদালতে বিচারাধীন আছে। ভুক্তভোগীদের দাবি, ঘটনার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিরাপত্তা আরও হুমকির মুখে ফেলেছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের ইভটিজিং, হুমকি ও চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করে চলেছে।

প্রশাসনের কাছে আক্রান্ত পরিবারের জোর দাবি
অতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিরাজমান।

পুলক শেখ
4,955 Bekeken · 6 maanden geleden

⁣পুলিশের সামনে দিয়ে চাপাতি হাতে ছি/নতাই করা ব্যাগ নিয়ে চলে গেলো ছিনতাইকারী!
ধানমন্ডির ৩২ নম্বরে চা'*পা*তি দেখিয়ে ব্যাগ 'ছি'ন'তা*ই ' করে পুলিশের সামনে দিয়ে চলে গেলো।

Al Mamun Gazi
4,385 Bekeken · 6 maanden geleden

⁣ধানমন্ডি ৩২ এ চাপাতি হাতে পুলিশের সামনে ছিনতাই

Al Mamun Gazi
23 Bekeken · 6 maanden geleden

নালিতাবাড়ীর নন্নী পোড়াগাও মৈত্রী কলেজে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, ছাত্রদল সভাপতি সহ গ্রেফতার ১০ জন।

Akm Kaysarul Alam
4,331 Bekeken · 7 maanden geleden

⁣লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাস,মাদক ব্যবসায়ী,সুদের নামে বসতভিটা লিখে নেয়া,চেকের মিথ্যা মা'ম'লা দেয়া আব্দুর রাজ্জাকের নি'র্যা'ত'নের হাত থেকে রেহাই পেতে বিক্ষোভ মিছিল

MD IMRAN MUNSHI
111,355 Bekeken · 7 maanden geleden

জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানদার ও লেবার শ্রমিকদের সাথে হামলার ঘটনা ঘটেছে।এতে দোকান মালিক মো: নাসির উদ্দিন কবিরাজ এর ছেলে শাকিল কবিরাজ এর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আলামিন ও তার সহযোগিরা জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে। তারা জানান দোকানদার না থাকায় দোকানদারের পিতা সুলতান কবিরাজ দোকানে থাকায় তিনি মালামাল নিয়ে কাটাকাটির সৃষ্টি হয় আলআমিন ও সহযোগীদের সাথে পরে হঠাৎ করে হামলা চালান মোহাম্মদ শাকিল কবিরাজ। স্থানীয়দের প্রচেষ্টায় মারামারি নিয়ন্ত্রণ হলেও পুরো বাজার উত্তপ্ত হয়ে যায়। পরে এ ঘটনারাকে কেন্দ্র করে লেবার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সরদার তিনি উপস্থিত হয়ে দোকানে উপস্থিত থাকা সুলতান কবিরাজকে এবিষয়ে জানাতে গেলে সেখানেও প্রায় একই ঘটনা ঘটে। প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে ফ্লেভার শ্রমিক ইউনিয়নের এবং বাজার বাজার কমিটির যৌথ উদ্যোগে বিচার হয় এরপরে এই ঘটনার মীমাংসা হয়। এতে নাসির উদ্দিন কবিরাজ ক্ষমা প্রার্থনা করেন তার ফলে এই ঘটনাটি এখানেই সমাপ্ত হয়। এছাড়া ওই শাকিল কবিরাজির বিরুদ্ধে নানা প্রকারের অভিযোগ রয়েছে যেমন ভান্ডারী বাজারে পাটকাঠির দোকান ভান্ডারীয়া বাজারের ভিতরে হওয়ায়অনেক সময় মিশুক ইজিবাইকের উপরে এই পাটকাঠি বেঁধে নিয়ে আসার ফলে রাস্তার উপরে অবৈধভাবে টানানো পর্দায় বাজলে এভাবেই অতর্কিত হামলা চালানো হয়। এছাড়াও অভিযোগ রয়েছে যে কোন কাস্টমারের সাথে একটু দামাদামিতে না বনলেই এরকম ঘটনা ঘটে।

পুলক শেখ
14 Bekeken · 7 maanden geleden

পুলক শেখ, বিশেষ প্রতিনিধি ভালুকা, ময়মনসিংহ

২০২৫ সালের ১৩ জুলাই ময়মনসিংহের ভালুকায় ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা (৭) ও পুত্র নিরব (২)-এর নির্মম হত্যাকাণ্ড ঘটে। প্রধান সন্দেহভাজন নজরুল ইসলামকে ১৫ জুলাই গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাবির সাথে বিরোধের জেরে এই খুন করেছেন বলে স্বীকার করেছেন। তদন্তের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত জানান! #ভালুকাখুন #অপরাধসংবাদ #ময়মনসিংহ

Cover Topic -
ভালুকা খুন, ত্রিপল খুন বাংলাদেশ, নজরুল ইসলাম, ময়মনসিংহ সংবাদ, বাংলাদেশ অপরাধ, ময়না বেগম, গাজীপুর গ্রেপ্তার, ভালুকা হত্যাকাণ্ড, ট্রু ক্রাইম, বাংলাদেশ অপরাধ ২০২৫, খুন তদন্ত,
#ভালুকাখুন #ত্রিপলখুন #ময়মনসিংহঅপরাধ #নজরুলইসলাম #অপরাধসংবাদ #বাংলাদেশঅপরাধ #ট্রুক্রাইম #গাজীপুরগ্রেপ্তার #ভালুকাসংবাদ #খুনতদন্ত #অপরাধ২০২৫

Mehedi Hasan
13 Bekeken · 7 maanden geleden

⁣নরসিংদীতে ভয়ঙ্কর চিকিৎসা গাফিলতি! প্রসূতির পেটে ১৮ ইঞ্চির কাপড় রেখে সেলাই

সাইদুল ইসলাম
17 Bekeken · 7 maanden geleden

⁣ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে সেই ভিডিও টিকটকে ছড়িয়ে দেওয়ায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটে রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। স্কুল ছুটির পর ছাত্রীরা বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাদের উত্ত্যক্ত করে এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেয়। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি, এবং অভিযুক্ত যুবককে আটকের জন্য তৎপরতা শুরু হয়।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত মাইন উদ্দিন (২৮), যিনি কসবার ধোপাখলা গ্রামের ইদন মিয়ার ছেলে। অবশেষে মঙ্গলবার (১৫ জুলাই) অভিযুক্ত আবার স্কুলের বাইরে টিকটক করতে এলে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তাকে আটক করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইভটিজিংয়ের দায়ে মাইন উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা প্রদান করেন।
ইউএনও ছামিউল ইসলাম জানান, স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Sujat Molla
967 Bekeken · 7 maanden geleden

⁣দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিতে চলছে চাঁ"দা"বা"জী

Sujat Molla
6 Bekeken · 7 maanden geleden

⁣রাজবাড়ীর শহীদওহাবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু কে কুপিয়ে জখম

পুলক শেখ
10 Bekeken · 7 maanden geleden

⁣ভালুকায় নৃশংস হত্যা: নারী ও দুই শিশুর গলা/ কা/ টা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোডে ১৪ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১১টায় ময়না খাতুন (৩০), তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নীরবের (২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রফিকুল ইসলাম, নিহতদের স্বামী ও পিতা, সকাল ৯টায় রাসেল স্পিনিং মিল থেকে ফিরে তালা ভেঙে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও এসআই মো. আমিনুল ইসলাম তদন্ত শুরু করেছেন। রফিকুলের ভাই নজরুল ইসলাম ঘটনার পর থেকে নিখোঁজ। এই নৃশংস ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব করুন এবং আপডেটের জন্য নোটিফিকেশন বেল টিপুন!

Cover Topic -
ভালুকায় নৃশংস হত্যা: নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার,
ভালুকা হত্যাকাণ্ড: মা ও দুই সন্তানের গলাকাটা মৃত্যু,
ভালুকার ট্র্যাজেডি: ময়না ও তার সন্তানদের মর্মান্তিক মৃত্যু,
ভালুকায় ভয়াবহ হত্যা: রহস্য ঘিরে নিখোঁজ নজরুল,
ভালুকা হত্যাকাণ্ড,
ময়মনসিংহ সংবাদ,
বাংলাদেশ ক্রাইম নিউজ,
ভালুকা পুলিশ তদন্ত,
নারী ও শিশু হত্যা,
ব্রেকিং নিউজ বাংলাদেশ,
ভালুকার অপরাধ,
ময়না খাতুন হত্যা,
বাংলাদেশ সর্বশেষ সংবাদ,
#ভালুকাহত্যাকাণ্ড #ময়মনসিংহসংবাদ #বাংলাদেশক্রাইম #ক্রাইমনিউজ #ভালুকা #হত্যারহস্য #বাংলাদেশপুলিশ #ট্র্যাজিকনিউজ #ভালুকাঘটনা #তদন্ত ভালুকার ট্র্যাজেডি

Gm selim imran
2,960 Bekeken · 7 maanden geleden

⁣ক্লাস সেভেনে পড়া ভাতিজির পেটে চাচা দুই মাসের বাচ্চা 🫣

Sujat Molla
1,376 Bekeken · 7 maanden geleden

⁣রাজবাড়ীর শহীদওহাবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু কে কু*পি*য়ে জ*খ*ম

Al Mamun Gazi
8,195 Bekeken · 7 maanden geleden

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার দুপুরে ভাদেরটেক গ্রামে সৌদীআরব প্রবাসীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নগদ ১৯ লাখ ৭৫ হাজার,আড়াই ভরি স্বর্ণালংকারসহ বাড়িঘরে মিলে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে হামলার শিকার লোকজনের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাদেরটেক গ্রামের শাহার আলীর ছেলে সৌদীআরব প্রবাসী নুরুল আমীন গত দুইমাস পূর্বে প্রবাস থেকে নিজ বাড়িতে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে ভাদেরটেক গ্রামের প্রতিপক্ষ কাঞ্চন মিয়ার ছেলে সবুল্লা মিয়া,মৃত আব্দুল আজিজের ছেলে রজব মাষ্ঠার,মতি মিয়ার ছেলে কামরুল মিয়া,মণির মিয়া,আমিরুল ইসলাম,আজাদ মিয়া,ফরহাদ,ইমন ও মামুনের নেতৃত্বে একদল লোক এই প্রবাসীর নিকট চাদাঁ দাবী করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়াতে নামাংঙ্কিত ব্যাক্তিরা দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে ঘরে আসবাবপত্র তছনছ করে সুনামগঞ্জ শহরে জায়গা কেনার জন্য রাখা নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রবাসীর তিনভাই মর্তূজা আলী,আল আমীন ও প্রবাসী নুরুল আমীন। খবর পেয়ে বিশ^ম্ভরপুর থানার এ এস আই কাউসার আহমদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে প্রবাসী নুরুল আমীন জানান,আমি বিদেশ থেকে আসার পর থেকেই নামাংঙ্কিত ব্যক্তিরা আমার নিকট দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দল বেধেঁ আমার বসত বাড়িতে পূরুষ লোক না থাকার সুবাধে হামলা ভাংচুর ও লুটপাঠ করে নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার লুটপাঠ করে একটি মোটর সাইকেল ও ভাংচুর করে। তিনি অবিলম্বে এই সমস্ত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এ ব্যাপারে প্রতিপক্ষ রজব মাষ্ঠারের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনাটি অস্বীকার করেন।

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এ এস আই কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Md Uzzal Mia
3,662 Bekeken · 7 maanden geleden

পূর্বধলার হোগলা বাজারের এক মনোহরী দোকানে ডাকাতি হয়। এই বিষয়ে মামলা হলে একজনে গ্রেফতার করা হয়। এবং বাকিদের ভয়ে ভুক্তভোগীর মেয়েকে স্কুলে পাঠাতে পারছেন না।

Belhaj Badhon
6,555 Bekeken · 7 maanden geleden

⁣বড়াইগ্রামের নগর ইউনিয়নের জামাইদিঘা গ্রামে পুকুর খনন করে ২০ বছর যাবত ভোগ দখলকৃত পুকুরের পাড়ের কলার গাছ কেটে দেওয়ার অভিযোগ

Al Mamun Gazi
13 Bekeken · 7 maanden geleden

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে পোষ্ট মাস্টার আলম হোসেনের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখলের গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী লাল মিয়া জানান, করোনা মহামারির সময় তিনি বাবুল মিয়ার কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেন। তবে অভিযোগ রয়েছে, পোষ্ট মাস্টার আলম হোসেন সেই জমি না মেপেই জোরপূর্বক তার বসতবাড়ির অংশসহ অতিরিক্ত সরকারি জায়গাও দখল করে নেন।

লাল মিয়ার অভিযোগ, বিষয়টি নিয়ে আলোচনায় গেলে পোষ্ট মাস্টার আলম হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয় গ্রাম পরিচালনা কমিটির কাছে অভিযোগ জানানো হলে তারা জায়গাটি সঠিকভাবে মেপে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু আলম হোসেন সেই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান এবং সরকারি পদবির প্রভাব দেখিয়ে জমিটি দখল করে রাখেন।

তিনি শুধু নিজের ক্রয়কৃত জমিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং সরকারি জায়গা দখল করে ট্রাকযোগে মাটি ফেলে এবং চারপাশে টিনের বেড়া দিয়ে নিজ নামে মালিকানা দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ, ওই জায়গায় আগে একটি ক্লাব ঘর ছিল এবং সরকারি বরাদ্দে ক্লাবটি সংস্কারের প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে স্থানীয় ভূমি কর্মকর্তাকে জানানো হলে তিনি সরকারি জায়গায় মাটি ভরাট বন্ধ করতে বলেন। তবে পোষ্ট মাস্টার আলম হোসেন ওই নির্দেশ অমান্য করে পুনরায় জায়গাটি দখলের চেষ্টা করেন। এক পর্যায়ে ভুক্তভোগী লাল মিয়া সাংবাদিকদের ডেকে আনেন এবং অভিযোগ দাখিল করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোষ্ট মাস্টার আলম হোসেন বলেন, “আমি ১০ শতক জায়গা কিনেছি এবং ওই ১০ শতকের মধ্যেই বাউন্ডারি দিয়েছি। যদি কোনোভাবে অতিরিক্ত জায়গা দখল হয়ে থাকে, তাহলে আমি তা খালি করে দেব।”

তবে স্থানীয়রা দাবি করছেন, এটি সরকারি সম্পত্তি, যেখানে একটি ক্লাব ঘর ছিল এবং সেটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এলাকাবাসীর জোর দাবি, জায়গাটি দ্রুত পুনরুদ্ধার করে ক্লাবের সংস্কারকাজ শুরু করতে হবে এবং দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Md Ismail Hossain
374 Bekeken · 7 maanden geleden

মির্টফোর্ট এর সেই ব্যবসায়ী হত্যাকাণ্ডের সম্পূর্ণ ফুটেজ

Mamun Sorder
54 Bekeken · 7 maanden geleden

⁣ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের মিছিল

পুলক শেখ
13 Bekeken · 7 maanden geleden

১০ জুলাই ২০২৫, পুরান ঢাকার রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে হত্যা করা হয়। অভিযোগ, যুবদল নেতা মঈন চাঁদা দাবি করায় এই হত্যাকাণ্ড। মঈনের বিরুদ্ধে ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ দীর্ঘদিনের।
ভাইরাল ভিডিওতে জনগণের তীব্র নিন্দা। বিস্তারিত জানতে পোস্টটি দেখুন।

🔔 সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ খবর পেতে নোটিফিকেশন বেল আইকন চালু করুন


Cover Topic -
পুরান ঢাকা হত্যাকাণ্ড,
মো. সোহাগ হত্যা,
যুবদল চাঁদাবাজি,
মঈন অভিযোগ,
তারেক রহমান বিএনপি,
মিটফোর্ড হাসপাতাল,
ঢাকা নিউজ,
বাংলাদেশ ক্রাইম নিউজ,
ফেসবুক ভাইরাল,
পাথর মেরে হত্যা,
#পুরানঢাকা #হত্যাকাণ্ড #চাঁদাবাজি #যুবদল #তারেকরহমান #বিএনপি #ঢাকানিউজ #মিটফোর্ডহাসপাতাল #ক্রাইমনিউজ #ভাইরালভিডিও #বাংলাদেশনিউজ

Al Mamun Gazi
15 Bekeken · 7 maanden geleden

সুৃনামগঞ্জের জগন্নাথপুরে বিজিবি”র অভিযানে একটি কাভার্ডভ্যানসহ এককোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যদের অভিযানে ভারত বাংলদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে সুনামগঞ্জে নিয়ে আসা ভারতীয় বিপুল পরিমান কসমেটিক্রস ও পশু চিকিৎসার ঔষধ এবং একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় এককোটি ৬২ লাখ টাকার উপরে হবে।

আজ শুক্রবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারের পাকারাস্তার উপর মালিক বিহীন অবস্থায় কাভার্ডভ্যানে পরে থাকতে দেখে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে জেলা শহরের মল্লিখপুরস্থ বিজিবি”র হেড-কোয়াটারে নিয়ে আসা হয়। অভিযানকালে ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিক্রস এবং ১৪ হাজার ৮৭২ পিস পশুর চিকিৎসার ঔষধ রয়েছে। যার বর্তমান বাজার মূল্যে এককোটি ৬২ লাখ টাকার উপরে।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা বিজিবি”র হেডকোয়াটারের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করা হচ্ছে। বিজিবির জোয়ানরা সক্রিয় বলেই প্রায় সময়ই চোরাকারবারীদের ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সব ধরনের চোরাই গরু মহিষসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। এদিকে জব্দকৃত এসব পন্য জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Md Uzzal Mia
37 Bekeken · 7 maanden geleden

পূর্বধলা উপজেলার ২ নং হোগলা ইউনিয়নের পূর্ব বিকুনিয়া গ্রামের জন্মদাতা বাবা নিজ ছেলে ও পুত্রবধুর হাতে নির্যাতিত ও মামার অভিযোগ।

Nezam Uddin
7,682 Bekeken · 7 maanden geleden

ধর্ষণে ফুসে উঠছে বাংলাদেশ। সমাজ, শিক্ষা- প্রতিষ্ঠান বাড়ছে এই অপরাধ প্রবণতা। এইসব বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে আর্ট পারফর্মে অংশ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শক্ষার্থী জুয়েল চাকমা সহ তার দল।
⁣মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র - আসক এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২১ টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন।
বাংলাদেশ মহিলা পরিষদ এর ওয়েবসাইট ও আইন ও সালিশ কেন্দ্র (আসক) গবেষণা প্রতিবেদনে নারী নির্যাতনের নানা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।
ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭টি, এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ১৭টি, ধর্ষণের পর হত্যার দুইটি ঘটনা ঘটেছে। এদের মধ্যে পাঁচ জন প্রতিবন্ধী কিশোরী ও নারীও রয়েছেন।

Al Mamun Gazi
16,324 Bekeken · 7 maanden geleden

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে জুয়ার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫২৪ টাকা, ১০টি মোবাইল ফোন এবং সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Mehedi Hasan
5,526 Bekeken · 7 maanden geleden

⁣নরসিংদী আদালতের বাইরে হামলা: আহত অতিরিক্ত পিপি ও জামিনপ্রাপ্ত আসামি

Al Mamun Gazi
5,865 Bekeken · 7 maanden geleden

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক চার সন্ত্রাসী হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

MD.REJOAN ULLAH
4 Bekeken · 7 maanden geleden


সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ভাদিয়ালির সোনাই নদী থেকে থেকে আট কেজি ভারতীয় রুপা উদ্ধার। বিজিবির নায়েক আহসান হাবিবের নেতৃত্বে উদ্ধার করা হয়।

Md Uzzal Mia
26 Bekeken · 7 maanden geleden

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজারে মেয়াদোত্তীর্ণ মাছের খাবারের বস্তা পাওয়ার অভিযোগ। বিশেষ সতর্ক ও জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা।

MD IMRAN MUNSHI
606 Bekeken · 7 maanden geleden

ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার ভান্ডারিয়া বাজারে রিক্সা শ্রমিক সমিতির নামে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। জানা যায় যে তারা শুধু তাদের সংগঠনের সদস্য দের থেকে টাকা উঠানোর কথা থাকলেও তারা সকল প্রকার তিন চাকার বাহন থেকে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। শুধুমাত্র শ্রমিক ইউনিয়নের একটি রেজিষ্ট্রেশনকৃত সংগঠন এর নামে সাদা কাগজে স্লিপ দিয়ে টাকা আদায় চলছে।নেই কোন মন্ত্রণালয় থেকে অনুমতি। অবৈধ উপায়ে চলছে চাঁদাবাজি। থানার এক কিলোমিটার অদুরে হওয়ার পরেও চাঁদাবাজি চলছে হুলস্থুল।

শুধু মাত্র রিক্সা সমিতির নামে তারা মিশুক,বিভাটেক,ইজিবাইক,নসিমন সহ সকল তিন চাকার যানবাহন থেকে টাকা তোলা হচ্ছে। রিক্সা সমিতির সভাপতির কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমরা শুধু সদস্যদের থেকেই টাকা নেই।তবে সরেজমিনের চিত্র ভিন্ন। এবিষয়ে পৌর প্রশাসন ও স্থানীয় প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে।অনুসন্ধানমূলক প্রতিবেদন।

Al Mamun Gazi
7,890 Bekeken · 7 maanden geleden

মুন্সীগঞ্জের শ্রীনগরে দালাল চক্রের মূলহোতা, বিদ্যুৎ ।
ফেমাস হওয়ার চিন্তা মাথায় রেখে ফেসবুকের নাম রেখেছেন সেফায়েতুল্লা সেফুদা,খবরের কাগজে তার নাম উঠে আসার নেশায়,নেতাদের সাথে চলেন উচ্চবিলাসী স্বপ্ন নিয়ে । রয়েছে অত্যাধুনিক অহংকার, কাগজ বিহীন মোটর বাইক নিয়ে চলেন, বীরের বেশে, চুল এবং পোশাকের বিভিন্ন স্টাইল সহ করেন রূপের রদবদল প্রতি সপ্তাহে। দেখে বোঝার উপায়নেই সে দালাল চক্রের সদস্য। পরিচয় দেন পুলিশের সোর্স কখনো আবার ডিবি পুলিশ।

এক সময় মোটরসাইকেল চোর চক্রের দাদাভাই খ্যাত নাম থাকলেও বর্তমানে স্টাইল করে বিশেষজ্ঞদের মত কথা বলেন বলে সংশ্লিষ্টরা ডাকেন (পাকনা বিদ্যুৎ)
উপজেলার শ্রীনগর বাড়ৈগাও মোল্লাপাড়া এলাকার মৃত সিরাজুল পুত্র বিদ্যুৎ। নানা অপকর্মের সাথে জড়িত অনেক আগে থেকেই, যুক্ত রয়েছেন ঢাকা-মাওয়া মহাসড়কের ডাকাতি চুরি ছিনতাই সিন্ডিকেটের সাথে দেড় বছর আগে কয়েক দফা সাময়িক বাহিনীর হাতে ধরা পড়েন সে, ওই সময় সাধারণ শাস্তি দিয়ে মুশলেকা রেখে ছেড়ে দেন তারা।

কিছুদিন এলাকায় গা ঢাকা দিয়ে থাকার পর নেমে পড়েন ভিন্ন পেশায় বিদেশে পাঠানোর নামে শ্রীনগর এলাকায় নিতে চান অফিস সেখান থেকে ঘুরে যায় ভাগ্যের চাকা বেশ কিছু যাত্রীর টাকা-পাসপোর্ট লুটে নেন বিদেশে পাঠানোর নামে, এরপর গা ঢাকা।

ইমু হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করে ভুক্তভোগী যাত্রীরা টাকা পাসপোর্ট ফেরত চাইলে জানান বর্তমানে দেশের বাইরে রয়েছি দেশে এসে
শ্রীনগরে অফিস নিচ্ছি তখন দেখা করবেন কলে এরিয়ে চলেন ।
নামে বেনামে রয়েছে অগণিত ফেসবুক আইডি যা ব্যবহার করে হাতিয়ে নেন উঠতি বয়সি মেয়েদের সহ বিশেষ ব্যক্তিদের ব্ল্যাকমেল করে টাকা।
এ ছাড়াও শ্রীনগরের এক সিনিয়র সাংবাদিকের ছবি এডিট সহ অনেকের ছবি দিয়ে মিথ্যা গুজব ,এর আগেও ছড়িয়েছে তিনি ।
গেল মাসে ডিবি পুলিশ পরিচয়ে করছেন চাদা বাজি এ বিষয়ে তার ভিডিও ডকুমেন্ট তৈরী রয়েছে ৪টি,এ প্রতিবেদকের হাতে। উদাহরনে উঠে আসে পুলিশ পরিচয়ে দিন মজুরদের "শাসানো একটি ভিডিও তা সামিাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়ে শ্রীনগর বাসির। গেল ফেব্রয়ারীতে আড়িয়াল বিলে নির্জন এলাকায় সামির কে মাওয়া থেকে খবর দিয়ে এনে অন্ধকার রুমে আটকিয়ে রেখে নিম্মম ভাবে অত্যাচার করে বিকাশ মাধ্যম ত্রিশ হাজার টাকা এবং একটি আইফোন এলিভেন মোবাইল ছিনিয়ে নিয়ে। মোটর সাইকেল চোর আখ্যায়িত করে সন্ধ্যায় ছেড়ে দেয়া। আটক করা সেই মোটরসাইকেল টি ১৫ দিন পরে দ্বিতীয় পক্ষের কাছে বিক্রয় করেন, শ্যামসিদ্ধি ইউনিয়নের এক কিশোরের কাছে বিক্রির ১০ দিন পর মোটর বাইক টি সড়ক দুর্ঘটনা হলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন ওই চালক, এমন সংবাদের ভিক্তিতে সেখানে চক্রের সদস্যদের নিয়ে হাসপাতালের বেট থেকে বাইরে ডেকে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরের পরিবারের নিকট মোটরসাইকেল চোর আখ্যায়িত করে ২লক্ষ টাকা দাবি করেন। নানা ভাবে ভয় ভীত, হাতিয়ে নেওয়া হয় ৮০ হাজার টাকা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কামনাও দ্রুত"তার বিষয়ের ব্যবস্থা নেয়া প্রয়োজন" বলছেন প্রদক্ষ সংশ্লিষ্ঠরা


ভুক্তভোগী বিদেশ যাত্রী কবির হাসান জানান। সাড়ে ৪ লক্ষ টাকা নেন, রোমানিয়া পাঠাবেন বলে পাকনা বিদ্যুৎ। মাসের পর মাস পেরিয়ে গেলেও হচ্ছে না বিদেশ
ঘোরাচ্ছেন বছর জুড়েই বার বার বিদ্যুৎ কে ফোন দিলে পাওয়া যায়নি তবে কোন এক দফায় গণ্যমান্য ব্যক্তিদের কথা মীমাংসা মেটানো হয় ফেরত দিবেন টাকা এবং পাসপোর্ট তাও আজ দের বছর ফেরত দিচ্ছে না ফোন ও ধরছেন না যদিও দুই একবার ফোন ধরেন তাও বেগুতি কথাবার্তা বলে ফোন কেটে দেন। কয়েক দিন ধরে হুমকি ও দিচ্ছেন টাকা পাসপোর্ট এবং ফোন তার কাছে দাবি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন তিনি।
শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের,ইকবাল আরিফ জানান, এক বছর ধরে দুইটি পাসপোর্ট নিয়ে ফেরত দিচ্ছেন তো নাই, বরং হুমকি দিচ্ছেন নানাভাবে, টাকা পাসপোর্ট ফেরত চাইলে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম,বলেন মৌখিকভাবে শুনেছে তিনি অনেকের পাসপোর্ট এবং টাকা নিয়ে বিদেশের কথা বলে,তাদের সাথে যোগাযোগ এবং গা ঢাকা দিয়ে রেখেছে প্রায় দেড় বছর হয়, তবে তার বিষয়ে লিখিত অভিযোগ কেউ দেয়নি দিলে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিদুৎতের মোবাইলে বিকাল সাড়ে ৪টায় বারবার ফোন দিলে পাওয়া যায়নি।

Al Mamun Gazi
5,691 Bekeken · 7 maanden geleden

২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি,১৩ পিস লেহেঙ্গা,৪৯২২ পিস কসমেটিক্র সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।

আজ সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,২ জন পুলিশ সদস্য,২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,১৬ জন বিজিবি”র সদস্যসহ মোট ২০ জন অভিযানে অংশগ্রহন করেন।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গত একমাসে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এযাবত ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরেনর পন্যসামগ্রী আটক করতে সক্ষম হয়েছে।

MD JAHANGIR ALAM
31 Bekeken · 7 maanden geleden

⁣কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ৫নং হালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধুবীপাথর গ্রামে পাওনা টাকা পরিশোধ না করায় রিপন মিয়া নামের এক যুবককে আটকে রেখে অমানবিক ও নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় স্বেচ্ছাসেবকদলের নেতা রাজিব খান পাঠানের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, রাজিব খান ও তার লোকজন রিপন মিয়াকে জোরপূর্বক আটক রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

Al Mamun Gazi
8,125 Bekeken · 7 maanden geleden

মুরাদনগরে দরজা ভে'ঙে নারীকে ধ*র্ষ*ণ করা সেই আ.ওয়ামী নেতা সহ গ্রে-প্তা-র ৫ ..

Al Mamun Gazi
19 Bekeken · 7 maanden geleden

ঢাকার খিলক্ষেতে হিন্দু সম্প্রদায়ের দূর্গামন্দির বুলড্রোজার দিয়ে উচ্ছেদ,প্রতিমা ভাংচুর,লালমণিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মব সন্ত্রাসী,সেলুনে বাবা ও ছেলে পিটিয়ে পুলিশে সোপর্দ এবং যশোরের অভয়নগরে বর্বরোচিত হামলাসহ সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টার্ন ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের সকল সংঘটনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সবাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় এ সময় বক্তব্যে রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু,জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট বিশ^জিৎ চক্রবর্তী,জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি কলি তালুকদার আরতি,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,জেলা জাগ্রহ যুবসংঘের প্রতিনিধি হিমাদ্রি রায় প্রান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী,সাধারন সম্পাদক বিধান দাস,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সিদ্ধার্থ এষ বলাই, লোকনাথ সেবাসংঘের সভাপতি মতিলাল চন্দ,সাধারন সম্পাদক জয়ন্ত বণিক,শংঙ্কর বণিক,সুদিন রায়,বিশ^জিৎ রায়,মলয় দাস,দিপংঙ্কর শর্মা চৌধুরী,অরুণ তালুকদার,অমিত চক্রবর্তী,রাজগোবিন্দ চক্রবর্তী,এড. অশোক গোস্বামী,নিতাই চন্দ, অনন্ত বণিক,শিশির তালুকদার,মলি রায়,জবা ঘোষ,অন্তু বণিক,কাজলী দাস,সীমা চৌধুরী,পিনাক দাস,চয়ন দাস,সুমন নন্দী,রবি বণিক,নিরঞ্জন দাস,চমক সেন,লিটন দে,রাজু বণিক,বাপন রায় ও জয় বণিক প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,সম্প্রতি ঢাকার খিলক্ষেতে হিন্দু সম্প্রদায়ের দূর্গামন্দির বুলড্রোজার দিয়ে যেভাবে গুড়িয়ে দিয়ে প্রতিমা ভাংচর করা হয়েছে এটা কোনভাবেই কাম্য নয়। কেননা ১৯৭১ সালে সকল ধর্মের মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহনের মাধ্যমে ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশটি সৃষ্টি হয়েছিল। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্ব-অবস্থনে থেকে স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন।কিন্তু স্বাধীনতা পরবর্তী প্রতিটি সরকারের আমলে সংখ্যালঘুরা মন্দির ভাঙ্গার শিকার, প্রতিমা ভাংচুরসহ সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তারা আরো বলেন এই দেশে সবাই আমরা নিজের মাতৃভূমি হিসেবে বসবাস করতে চাই। তাই বর্তমান অন্তবর্তী এই সরকার কোন দলীয় সরকার নয় । কাজেই সম্প্রতি দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাংচৃুর করা হয়েছে এবং লালমণিরহাটে মব সন্ত্রাসীর মাধ্যমে সেলুনে বাবা ও ছেলেকে ধমীর্য় অবমাননতার অভিযোগ তুলে তাদের পিটিয়ে আহত করে পুলিশে দেয়ার ঘটনায় যারাই জড়িত রয়েছেন সকল অপরাধিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের দাবী জানান।

Belhaj Badhon
24 Bekeken · 7 maanden geleden

⁣বড়াইগ্রামে স্কুলছাত্র আবির হত্যার বিচার দাবিতে মানববন্ধন


নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ইট দিয়ে মাথা থেতলে স্কুল ছাত্র মিনহাজ হোসেন আবির (৯) হত্যায় জড়িত সকল আসামীদের সনাক্ত, দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনকালে একমাত্র সন্তানের খুনিদের উপযুক্ত বিচারের দাবিতে অঝোরে কাঁদলেন আবিরের মা ও বাবা। এ সময় তাদের বুক ফাটা আর্তনাদে আবিরের সহপাঠী, শিক্ষকেরাসহ মানববন্ধনে অংশ নেয়া লোকজন ও পথচারীও কান্নায় ভেঙ্গে পড়েন।




শনিবার বিকালে বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশু আবিরের পিতা মিলন হোসেন, মা আঁখি খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনিপর সাবেক যুগ্ন আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, পৌর জামায়াতের আমীর মীর মো. মহিউদ্দিন, জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল আওয়াল মমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুহ ইসলাম ও মাহবুব সরদার, আবিরের শিক্ষা প্রতিষ্ঠান আদিব ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক শহিদুল ইসলাম ও শিক্ষিকা শারমিন আক্তার এবং তার সহপাঠী জান্নাতুল আক্তার জীম।




এ সময় বক্তারা বলেন, শিশু আবির হত্যায় ১২ বছর বয়সী একজন শিশুকে আটক করেছে পুলিশ এবং এ ঘটনায় তাকেই একমাত্র অভিযুক্ত বলা হচ্ছে। কিন্তু এতো ছোট একজন শিশু একা এ ঘটনা ঘটাতে পারে না। তারা অধিকতর তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের সাথে আরও কারা জড়িত সেটা চিহ্নিত করে তাদেরও গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে খুনীদের কঠোর বিচার দাবি করেন। অন্যথায় পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নিখোঁজের ৬ ঘন্টা পর উপজেলার বনপাড়া পাটোয়ারী ফিলিং স্টেশন সংলগ্ন নির্মাণাধীন মসলা মিলের ফাঁকা মাঠ থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবিরের লাশ উদ্ধার করা হয়। নিহত আবির উপজেলার মহিষভাঙ্গা মহল্লার মিলন হোসেনের একমাত্র ছেলে। এ ঘটনায় হযরত আলী (১২) নামে একজনকে আটক ও আবিরের মোবাইলটি উদ্ধার করে পুলিশ।

Salahuddin Ahmed
77 Bekeken · 7 maanden geleden

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > দিনাজপুরের বোচাগঞ্জে সাধক চন্দ্র রায় হত্যা রহস্য উদঘাটনসহ জড়িত প্রতিবেশী বন্ধ মোনাদ্বীপ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ। সেই সাথে আলামতও উদ্ধার করতে পেরেছে তারা।
গ্রেপ্তার মনোদ্বীপ রায়(২০) বোচাগঞ্জের ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।
জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায়ে কাছে ১ হাজার টাকা লাভের বিনিময়ে এক মাসের জন্য ১০ হাজার টাকা কর্জ নিয়েছিল প্রতিবেশী বন্ধু মোনাদ্বীপ রায়। কিন্তু কর্জের গোপন বিষয়টি অভিভাবককে জানিয়ে দেওয়ার ক্ষোভে ফুসছিলো মনোদ্বীপ। টাকা ফেরত দেওয়ার পরিবর্তে খুনের মতলব আটে সে। পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন রাতে সাধককে মোবাইল ফোনে স্হানীয় বেদাহার এলাকায় উৎপল রায় বুলু চেয়াম্যানের মাছ চাষের পুকুর পাড়ে ডেকে নেয় মনোদ্বীপ রায়। বাক বিতন্ডার এক পর্য্যায়ে বাঁশের লাঠি দিয়ে সাধক চন্দ্র রায়ের মাথার পেছন দিকে আঘাত করে সে। মৃত্যু নিশ্চিত জেনে লাশ পুকুরে ফেলে আত্বগোপনে ঠাকুরগাঁও সটকে পড়ে সে। ২দিন পর বুধবার সকালে পুকুরে ভেসে উঠে তার অর্ধ গলিত লাশ। খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরিসহ লাশ উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ।
বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, ছেলে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন পিতা মনোজ চন্দ্র রায়। তদন্তে নেমে নেপথ্য কারন উদঘাটনসহ জড়িতকে চিহিতসহ দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।
এদিকে আজ শনিবার দুপুরে ঘটনাস্হল পরিদর্শনে যান পুলিশ সুপার মারুফাত হুসাইন। এসময় মোনদ্বীপ রায়ের দেখানো স্হান থেকে সাধক রায়ের ব্যবহৃত মোটর সাইকেল এবং হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করেছেন তারা। এসময় ছেলে হত্যায় জড়িতের ফাঁসি দাবি করেন সাধক রায়ের পিতা।
###

Nazrul Islam
40 Bekeken · 7 maanden geleden

⁣নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়াঃ





‎কক্সবাজারের কুতুবদিয়ায় ইভটিজিংয়ের ঘটনায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন,





‎বৃহষ্পতিবার (২৬ জুন) কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের কাছে আকবর শাহ গেইটে তিনজন নবম শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করে তিনজন বখাটে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।





‎আটককৃতদের মধ্যে আবদু রহিমের ছেলে মো. মনির জনসম্মুখে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর বাকি দুই অভিযুক্তকে একই ধারায় ১,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।


‎উপজেলা প্রশাসন জানিয়েছে, নারী ও শিশুর নিরাপত্তার কথা মাথায় রেখে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Md Uzzal Mia
38 Bekeken · 7 maanden geleden

পূর্বধলা উপজেলার রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ থেকে এক শিক্ষার্থী প্রশংসা পত্র এবং সার্টিফিকেট তুলতে গিয়ে ১ হাজার টাকা দিতে হবে এমন পরিস্থিতি স্বীকার হন।

Belhaj Badhon
20 Bekeken · 7 maanden geleden

⁣বড়াইগ্রামে নিখোঁজের ছয় ঘন্টা পর মিলল শিশু আবিরের ম র দে হ

Jahangir Alam
32 Bekeken · 7 maanden geleden

⁣মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই... ফেরদৌস হুসাইন কাশিপুরী

Gm selim imran
30 Bekeken · 7 maanden geleden

⁣কেশবপুর মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, বুধবার, শিশু অপহরন কারী হিসেবে , সাতক্ষীরায় জেলার শ্যামনাগরে উপজেলা, কাশিমারী গ্রামের, রমজান আলী নামে একজন জনতার হাতে আটক। সদর ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান আলা উদ্দিন আলা, এবং মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষিকার হস্তক্ষেপে থানায় সোপর্দ, এলাকাবাসী জানান, কাশিমারী গ্রামের, রমজান আলী, মূলগ্রামের, সাহেব আলীর স্ত্রী, সাথী খাতুন নিকট, পূর্বের একটি ইট ভাটা থেকে পরিচয়, রমজানের নিকট থেকে আর্থিক সহয়তা নিয়েছে, তার প্রেক্ষিতে সাথীর খোঁজে আসেন রমজান,

অনাকাঙ্ক্ষিত ভাবে সাথীর ছেলে সোহেল সঙ্গে দেখে কথা বলেন। সন্দেহ জনক ভাবে তাকে
শিক্ষার্থী কিডন্যাপার হিসাবে মারপিট করেন জনতা।

Juwel Hossain
7,928 Bekeken · 7 maanden geleden

⁣সিরাজগঞ্জের সলংগায় নিজেকে ‘আল্লাহর রাসূল’ দাবি করে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি করেছেন এক যুবক। আজ (সোমবার) বিকেল ৩টার দিকে সলংগা থানাধীন মাদ্রাতুল কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

অভিযুক্ত যুবকের নাম আরিফুল ইসলাম। তার বয়স আনুমানিক ৩০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল ইসলাম মাদ্রাসার আশপাশে ঘুরে ঘুরে নিজেকে ‘আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল’ বলে দাবি করছিলেন। এমন কথাবার্তায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা আরিফুলকে আটক করে মারধর শুরু করে। পরে স্থানীয়রা সলংগা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তার মানসিক অবস্থা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে।” সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে সলংগা থানা পুলিশ।

ঘটনার পর সলংগা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Sujat Molla
359 Bekeken · 7 maanden geleden

রাজবাড়ীতে শিক্ষার্থীদের কুপিয়ে জখম




Showing 3 out of 4