close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Forbrydelse

SHARIF MIA
14 Visninger · 6 måneder siden

⁣অবশ্যই সাভার নামাবাজারে এই অবৈধ টোল বা চাঁদা বন্ধ হওয়া উচিত।সাভারের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

SHARIF MIA
26 Visninger · 6 måneder siden

অবশেষে সেই সাভারের একবারে ক্লিয়ারলি ভিডিওটা পাওয়া গেছে

Shahadat Hossain Munsy
25 Visninger · 6 måneder siden

গভীর রাতে উচ্চ আওয়াজে হোন্ডা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় কিশোরগেংয়ের উপর সেনাবাহিনীর একশন। স্যালুট আমাদের গর্বিত সেনাবাহিনীকে।

Shahadat Hossain Munsy
14 Visninger · 6 måneder siden

চাঁদপুরের কচুয়া জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু নাসের আশরাফীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ১১ জুন নাউলা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

Juwel Hossain
27 Visninger · 6 måneder siden

⁣সিরাজগঞ্জ সং*ঘ*র্ষে উত্তাল একডালা, দুইজন অন্ধ সহ আ*হ*ত অন্তত ৩০

Rakibul Islam
29 Visninger · 6 måneder siden

আজ (১১ জুন) বুধবার সিরাজগঞ্জ সদর থানা সংলগ্ন রাস্তায় দিয়ার ধানগড়া ও পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে সদর থানার একটি টহল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সংবাদটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

Juwel Hossain
33 Visninger · 6 måneder siden

⁣মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানা সংলগ্ন রাস্তায় শর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে সদর থানার একটি টহল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তিনি আরও জানান, সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সংবাদটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

Ali Hossain
4 Visninger · 6 måneder siden

⁣লালমনিরহাট তিস্তা ইকো পার্কে /দু/র্বৃ/ত্ত/দে/র/ হা/ম/লা/, থা/না/য় /মা/ম/লা / দা/য়ে/র।/

Tasliem Akhon
54 Visninger · 6 måneder siden

ঘটনাটি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার খোদেজা বাগ ৯নম্বর ওয়ার্ডে। ১০ জুন সকালের দিকে এই ঘটনাটি জনসম্মুখে আসে

Sumon Hawlader
26 Visninger · 6 måneder siden

⁣একসময় গ্রামীণ স্বপ্নের প্রতিচ্ছবি ছিল বাড্ডা, আজ তা নাগরিক দুঃস্বপ্নের এক ঘনঘটা। ঢাকার এই অংশটি এখন যেন শহরের এক অনিয়ন্ত্রিত, উপেক্ষিত এবং অসম্ভাব্য অধ্যায়।

Md Arif Hossian
2 Visninger · 6 måneder siden

সংবাদ সম্মেলন

কলম সৈনিক
10 Visninger · 6 måneder siden

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় সম্পত্তির জের ধরে ভাই ভাইয়ের দন্ধে মটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় বড় ভাই। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

Shahadat Hossain Munsy
20 Visninger · 6 måneder siden

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট বসানোর বিষয়গুলো পূর্ব পরিকল্পিত হওয়া উচিত । শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট গড়ায় পরিবেশ নষ্ট হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

মাজহারুল রানা
39 Visninger · 6 måneder siden

⁣চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় চাক্ষী খেলা নামক জুয়া চলাকালীন সময়ে তিনজনকে আটক করেছে বাকুলিয়া থানা পুলিশ।

Nazrul Islam
28 Visninger · 6 måneder siden

⁣দিনদুপুরে কুতুবদিয়া উপজেলা গেইটের জয়নাল সওদাগরের দোকানে চতুর কৌশলে প্রতারণার শিকার হয়েছে এক কিশোর দোকানদার। পাঁচশ টাকার ভান করে প্রতারক হাতিয়ে নেয় চারশো পঞ্চাশ টাকা এবং দুটি কোলড্রিংক।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একজন মধ্যবয়সী ব্যক্তি দোকানে প্রবেশ করে প্রথমে দোকানের ক্যাশে একটি কিশোর কর্মীর উপস্থিতি নিশ্চিত করে। এরপর সে দুটি স্প্রাইট নেওয়ার কথা বলে। দাম মেটাতে সে মানিব্যাগ থেকে একটি নতুন পাঁচশ টাকার নোট বের করে শিশুটিকে দেওয়ার অভিনয় করে এবং আবার সেটি নিজের মানিব্যাগে ফিরিয়ে রাখে। পরে কৌশলে শিশুটিকে বলে সে নোটটি নিয়ে ফেলেছে এবং তাকে ফেরত ৪৫০ টাকা দিতে বলে।

সরল বিশ্বাসে শিশুটি ক্যাশ থেকে ৪৫০ টাকা বের করে প্রতারককে দিয়ে দেয়। প্রতারক তখন
একটি পুরোনো ১০ টাকার নোট ক্যাশে রেখে দ্রুত দোকান থেকে বেরিয়ে পড়ে।

ঘটনার সময় পাশের টেবিলে বসা এক মুরুব্বি বিষয়টি লক্ষ করে শিশুটিকে টাকাটি পরীক্ষা করে
দেখতে বলেন। তখনই প্রতারণার বিষয়টি ধরা পড়ে। দোকান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে
আশেপাশের দোকানগুলোকে সতর্ক করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতারকের পরিচয়
শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Sumon Hawlader
1,370 Visninger · 6 måneder siden

⁣ঢাকা বেরাইদ বালু নদী দখল ও দূষণের কবলে, অবৈধ চাঁদাবাজির শিকার স্থানীয় জনগণ।

Nazrul Islam
16 Visninger · 6 måneder siden

⁣কক্সবাজারের
কুতুবদিয়ায় অভিযান চালিয়ে মন্দিরের চুরাই মালামালসহ মনির আলম নামের এক চুরকে
গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

থানা
সূত্রে জানা গেছে, গোপন
সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) হাসমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে বড়ঘোপ ইউনিয়নের ঘোনার মোড় গ্রামের ফরিদুল আলমের ছেলে মোঃ মনির আলমকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে নিজ বসতঘর হতে ০১টি ব্যাটারী, ০১টি গ্যাস সিলিন্ডার ও ০২ চুলা বিশিষ্ট গ্যাসের চুলা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী জনৈক চন্দন পালের ওয়ার্কশপ দোকান হতে মন্দিরে ব্যবহৃত পিতলের ০১টি ঘন্টি, ০৩টি থালা,০১টি কাসা এবং ১টি প্রদীপ রাখার স্ট্যান্ড উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: আরমান হোসেন।

Tuhid Hasan
1 Visninger · 6 måneder siden

⁣জামালপুর জেলার মেলান্দহ থানার মামা ভাগিনা বেইলি ব্রিজের নিচে একজন মহিলার লাশ উদ্ধার

Belhaj Badhon
7 Visninger · 6 måneder siden

⁣বড়াইগ্রামের রাজাপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে দেশি ম / দ উদ্ধার, আটক ৫

Akm Kaysarul Alam
1,620 Visninger · 6 måneder siden

⁣জনরোষে পড়ে প্রতারণার কথা স্বীকার করলেন

Salahuddin Ahmed
638 Visninger · 6 måneder siden

স্টাফ রিপোর্টোর > শরির কিছুটা বেলে সাইজের গঠন। সারা অঙ্গজুড়ে অসংখ্য কাটা সেলাইয়ের দাগে ভরা। সব ধারাল চাকুছুরির কোপের ক্ষতদাগে ভরা। কমপক্ষে ৭৮৬টি সেলাইয়ে ক্ষত ভরে রয়েছে পুরো শরির জুড়ে। তবে বয়স খুব বেশী হলে ২৮ এর ঘরে। বয়সে কম হলেও দিনাজপুরে অপরাধ জগতে শীর্ষে জড়িয়ে মুসা'র নাম। এই নামে আইন প্রয়োগকারি সংস্হা এবং ভুক্তভোগিসহ সবাই চেনে তাকে।
দিনাজপুরের পুলিশ সুপারের বর্ননায় উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী মুসার অপরাধ জগতের চাঞ্চল্যকর কাহিনী । আজ মঙ্গলবার দুপুরে গণ মাধ্যমকর্মীদের কাছে মুসার অপরাধ জগতের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
জানা গেছে মুসা শহরতলীর বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। পিছু নিয়ে আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে তাকে সরকারি কলেজ মোড়ে আটক করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ইনচার্জ মুহাম্মদ আলমগীর এবং পরিদর্শক সোহেল রানাসহ অন্যান্যরা। এসময় ছিনতাইয়ের অপেক্ষায় ছিল মুসা। দেহ তল্লাসি করে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি এবং অপরাধ করে দ্রুত সরে পড়ার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল।
পুলিশ সুপার জানান, আটক মুসার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, অপহরন জিম্মি করে টাকা আদায় এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০টি মামলা রয়েছে। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এর আগে পুলিশের হাতে ৭বার গ্রেপ্তার হয়েছে সে। এছাড়াও নানা কারনে মামলার পথে যাননি বহু ভুক্তভোগি।
একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেক শীর্ষ সন্ত্রাসী রুবেল গ্রুপের সংঙ্গে সংঘাতে মুসার শরিরে ৭৮৬টি সেলাই পড়েছে। রুবেল বর্তমানে কারাগারে রয়েছে।
কিন্তু তাকে অপরাধ থেকে থামানো যাচ্ছেনা। অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে পাওয়ায় অপরাধে উৎসাহ পাচ্ছে।
হয় অপরাধ ছাড়ো নয়তো দিনাজপুর ছাড়ো বলে অপরাধিদের উদ্দেশ্যে ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন । কোন অপরাধি ছাড় পাবেনা বলে হুসিয়ারী দিয়েছেন তিনি।
###

MD ELIAS HOWLADER
1,814 Visninger · 6 måneder siden

⁣ব্যক্তিগত কাজে লাগানো হচ্ছে সরকারি রাস্তার ইট

Kawsar Ahmed Duranta
20 Visninger · 6 måneder siden

রাস্তাঘাটে এভাবে হাতি দিয়ে টাকা নেওয়া কত টুকু যৌক্তিক বলে মনে করেন?
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা'র রা্‌ষ্টতপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের সামনের দৃশ্য।

Md Maksudur Rahman
149 Visninger · 6 måneder siden

একটি লিংকে ক্লিকের মাধ্যমে সর্বস্ব হারাচ্ছে অনেক ব্যক্তি

MD ELIAS HOWLADER
792 Visninger · 6 måneder siden

⁣জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউপির কয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২'হাজার পিস নেশা জাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন সহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদককারবারি উপজেলার কয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাগর আহমেদ (২৭)। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক সহ সাগরকে আটক করে। মাদকগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩’লক্ষ টাকা বলে জানায় বিজিবি।

Belhaj Badhon
6,649 Visninger · 6 måneder siden

⁣বড়াইগ্রামের জোনাইল হাটে অতিরিক্ত খাজনা আদায়, সেনাবাহিনীর হস্তক্ষেপ, হাট কমিটির ভুল স্বীকার, অতিরিক্ত টাকা ফেরত পেল জনগণ

sohel dewan
5 Visninger · 6 måneder siden

আজ ৩০/০৫/২০২৫ ইলেক্ট্রিক এর তার ও ইলেক্ট্রিক বোতল চুরি করার সময় জনগনের কাছে ধরা পরলো কেরানিগন্জ রুহিতপুর লাখিরচর ফেরিঘাট রিপুর্ট সোহেল দেওয়ান

Kawsar Ahmed Duranta
34 Visninger · 6 måneder siden

⁣কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে ডিসিএফের মালামাল বিতরণ করার প্রতিবাদে সাংবাদিক সহ ইসলামী আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মীর উপর আক্রমণ করা হয়।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামালের বিরুদ্ধে অবৈধভাবে ভিজিএফের চাল বিতরণে ওজন কারসাজির ভিডিও ধারণ করায় ইসলামী আন্দোলন এর নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়।

⁣সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ডিজিএফ"র মালামাল বিতরণের কার সাজির বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনন্দ টিভি প্রতিনিধি সাংবাদিক মাজহারুল ইসলাম চুন্নুর উপর আক্রমণ করে ইউপি চেয়ারম্যানের লোকজন ।
এবং আরোও আক্রমনের শিকার হোন ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মো. হাবিবুল্লাহ হাবিব।
সাইফুল ইসলাম মিজবাহ সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা।
মুহাম্মাদ রুহুল আমিন সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা।
মাজহারুল ইসলাম দাওয়াহ ও প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা।
মাওলানা আশরাফ উদ্দিন বাবুল
দাওয়াহ ও প্রচার সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ
নোয়াবাদ ইউনিয়ন।


উক্ত আক্রমণের পরবর্তীতে করিমগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মো. হাবিবুল্লাহ হাবিব সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখা ।

অভিযোগে বলা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষদের মাঝে বিতরণের জন্য সরকার জনপ্রতি ১০ কেজি করে চাল দিয়েছে। এই চাল বিতরণ সঠিকভাবে বন্টন হচ্ছে কি-না তার তদারকি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীদের দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়।

এই নির্দেশনা অনুযায়ী, করিমগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে গিয়ে ভিজিএফ চালের ১০ কেজির ওজন সঠিক আছে কি-না তা তদারকি করতে যান ইসলামী আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত নেতারা। উপজেলার নোয়াবাদ ইউনিয়ন থেকে চাল নিয়ে বের হওয়ার সময় কয়েকজন মানুষের চাল মেপে দেখা যায়, ভিজিএফের ১০ কেজি চালের জায়গায় কাউকে ৭ কেজি আবার কাউকে ৮ কেজি চাল দেওয়া হচ্ছে।

ওজন কারসাজির এই ঘটনাটি ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মো. হাবিবুল্লাহ হাবিবকে তার মোবাইল ফোনে ধারণ করতে দেখে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের হুকুমে ৮-৯ জন ইসলামী আন্দোলনের নেতাদের উপর অতর্কিতে চড়াও হয়।

এ সময় তাদের ঘিরে রেখে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেচারী মো. হাবিবুল্লাহ হাবিবকে চড় থাপ্পড় মারেন এবং তার নাকে-মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম এবং পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন।

একজন সংবাদকর্মী এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ করার সময় তাকেও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মারপিট করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানববন্ধন করে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।

GK Shohag
5 Visninger · 6 måneder siden

⁣নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের আস্তানায় র‌্যাব-১১ এর অভিযান। বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র সহ ডি কোম্পানি কিশোর গ্যাং গ্রুপের দুই সদস্য আটক।

বুধবার (২৮ মে) বিকালে, র‍্যাব-১১’র সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন ।

Md Rakib
29 Visninger · 7 måneder siden

⁣বরিশাল শেরে বাংলা মেডিকেলে এখন তেলা পোকাদের চিকিৎসা দেওয়া হয় বিস্তারিত ভিডিওতে

Md Rakib
29 Visninger · 7 måneder siden

⁣বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়ন এর গড়িয়ার পাড় সেতুবন্ধন ক্লাব থেকে ঝরঝরিয়া তলা নতুন রাস্তা নির্মাণে বিশাল দুর্নীতি। এলাকার যুব সমাজ ও এলাকা বাসী দের নিয়ে সেই দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ায় বরিশাল জেলা ছাত্রদল নেতা মোঃ আল আমিন শেখ।

ভিডিও লিংক কমেন্ট বক্সে

Al Mamun Gazi
68 Visninger · 7 måneder siden

⁣অভয়নগরে পৌর কৃষক দলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম কে গু*লি করে ও কুপিয়ে নৃ*শংসভাবে হ*ত্যা

Nazrul Islam
107 Visninger · 7 måneder siden

⁣কুতুবদিয়ায় ইয়াবা সেবনের সময় দুইজনকে ধরে সাথে সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রে সাদাত হোসেন। আটককৃতরা হলেন, উত্তর ধুরুং ইউনিয়নের মনুশিকদারপাড়ার মৃত জোবাইদুল হকের ছেলে হাসান মোনতাসিরুল হক (৩০) এবং দক্ষিণ ধুরুং ইউনিয়নের নয়াপাড়ার মহিউদ্দিনের ছেলে জুনাইদ বোগদাদী (২৬)।





‎জানা যায়,বৃহষ্পতিবার (২২ মে) গত রাত দেটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতপাড়ার মানিক মিয়ার বসতঘরের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহাদাত হোসেন। তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্স।





‎এসময় আটককৃতরা মানিক মিয়ার বসতঘরের পশ্চিমমুখী বারান্দায় খাটের ওপর ইয়াবা সেবন করছিল। পুলিশ তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।





‎ঘটনাস্থলেই অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


Belhaj Badhon
22 Visninger · 7 måneder siden

বড়াইগ্রামে কিশোরীকে ধ/র্ষ/ন/ চেষ্টা, মা'ম'লা করলে ভুক্তভোগী পরিবারকে দেওয়া হচ্ছে হু*ম*কি

Al Mamun Gazi
40 Visninger · 7 måneder siden

⁣যশোর অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃত্যদেহ উদ্ধার করেছে অভয়নগর থানার পুলিশ

Juwel Hossain
13 Visninger · 7 måneder siden

⁣সিরাজগঞ্জে চাঁদাবাজী, ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Juwel Hossain
3 Visninger · 7 måneder siden

⁣সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কৃষককের মৃত্যু হয়েছে। এতে অন্তত আরও ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগদোনাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কৃষক নজরুল ইসলাম বাগদোনাল গ্রামের মৃত সিরাজুল প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগদোনাল গ্রামের লোকজন মাঠে ধান কাটতে গেলে একই ইউনিয়নের কৈলাসচর গ্রামের লোকজন পূর্ব শত্রুতার জেরে বাগদোনাল গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় বাগদোনাল গ্রামের কৃষক নজরুল ইসলাম মারা যান। খবর পেয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের মাঠে নামে শাহজাদপুর থানা পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘কৈলাসচর ও বাগদোনাল গ্রামের গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা ও ধান কাটা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে আজ সংঘর্ষে একজন নিহত হন।

Juwel Hossain
9 Visninger · 7 måneder siden

⁣আলোচিত চাঁদার অভিযোগে যুবদল ও কৃষক দলের নেতা কর্মীদের মারধর, মটর সাইকেল ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sumon Hawlader
37 Visninger · 7 måneder siden

⁣রাজধানীর রামপুরা ব্রিজের নিচে একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে ওঠে। পানিতে কচুরিপানা ও আবর্জনার স্তূপের মধ্যে লাশটি আটকে থাকতে দেখা যায়।

Alamin hosen suvo
28 Visninger · 7 måneder siden

⁣সাভার ব্যাংক কলোনী সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে শাহিন নামের এক যুবককে গুলি করে হত্যা করে রাত ৯ টা ৩০ মিনিটে।

শাহরিয়ার মোরশেদ
74 Visninger · 7 måneder siden

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে সৌদি বাংলা ইনভেস্টমেন্ট নামে ভূয়া এনজিও খুলে গ্রাহকদের প্রায় ৮০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কর্মকর্তারা।

Sumon Hawlader
35 Visninger · 7 måneder siden

⁣ঢাকা গুলশানের রাস্তায় চলছিল একটি মোটরসাইকেল, তাতে চড়ে বসেছে তিনজন। অথচ তাদের মধ্যে দুজনের মাথায় নেই হেলমেট। এ দৃশ্য চোখে পড়তেই তাৎক্ষণিকভাবে বাইকটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। শুরু হয় কড়া জিজ্ঞাসাবাদ, নেওয়া হয় আইনগত ব্যবস্থা। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা কতটা কার্যকর হচ্ছে, দেখুন ভিডিওতে।

Md Rakib
8 Visninger · 7 måneder siden

জমির জন্য চাচা মারলো ভাইর ছেলেকে

বরিশাল নগরীর ২৯ নং ওয়াড বাগিয়া এলাকায় জমি ভাগাভাগি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোং হাসান (২৫) তাক মারধর করে তার দুই চাচা শহীদ (৪০)ও সুমন (৩৫)
রাত ৯: ৩০ এর দিকে ভুক্তভোগী হাসান কে রাস্তায় একা পেয়ে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে ডাক্তার জানান ভুক্তভোগী মাথায় ও গলায় গুরুতর আঘাত পায় এ ব্যাপারে ঘটনা স্থলে জিজ্ঞাসা বাদ করলে ভয়ে কেউ কিছু বলতে চায় না গোপোন সুএে জানা জায় তারা এলাকায় মাদোক ও বিসাল জুয়ার সাম্রাজ্য চালায় ,,

Aminul Islam
35 Visninger · 7 måneder siden

⁣ট্রাকটরের মালিক জান্টুর জীবনের শেষ সম্পদ টুকুতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এমন ঘটনায় অসহায় হয়ে পরছে ঝান্টু ও তার পরিবার। চেয়েছেন আইনের সহায়তা দাবী করছেন দুর্বৃত্তদের সুষ্ঠ বিচার।

বৃহস্পতিবার রাতে ভোলা সদর দৌলতখান উপজেলা চর খলিফা ৫নং ওয়ার্ডে শিকদার বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।
জানা যায়,বৃহস্পতিবার জান্টু জমির কাজ শেষ করে ট্রাকটি তার বাড়ির দরজায় রাখেন।
রাতের অন্ধকারে শব্দ শুনতে যে কে বা কারা যেন তার ট্রাকে আগুন লাগাচ্ছে। জান্টুর চিৎকার এবং ছুটে আসার শব্দ পেয়ে দুর্বৃত্তরা তৎক্ষণাৎ পালিয়ে যায়।
জান্টু বলেন, গতমাসে আমি প্রতিবেশি মাকসুদের চালক কে ,আমার গাড়ি চালানোর সুযোগ দেওয়ার কারণে, মাকসুদ ক্ষিপ্ত হয়ে একাধিকবার আমার সাথে ঝগড়াঝাটি করে, আমার ধারণা মাকসুদই আমার গাড়িতে আগুন লাগিয়েছে।

এবিষয়ে জান্টু বাদি হয়ে দৌলতখান থানায় মাকসুদের বিরুদ্ধে লিখত অভিযোগ দায়ের করেন। এমন ঘটনায় তিব্র নিন্দা প্রকাশ করেন এলাকাবাসীও।

⁣সাতক্ষীরায় মাছ ও মুরগির সমন্বিত ঘেরের কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার অন্ত্বঃস্বত্বা স্ত্রীকে গণধর্ষণ, টাকা ও সোনার গহনা লুট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ।

মুহাম্মাদ রাকিব
33 Visninger · 7 måneder siden

⁣পটুয়াখালীতে সড়কের পাশে সেলুনের পরিত্যক্ত চুল ফেলে পথচারী চলাচলে বিপত্তি তৈরি করেছে স্টার সেলুন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিছনে তথা দক্ষিণ পাশের রোডর ফুটপাতে রাত ৭:৫০ মিনিটের সময় চুল গুলো ছড়িয়ে থাকতে দেখা যায় যার উপরে পা পড়লে হোটচ খাওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিপরী পাশে তথা রোডের ঐ পাড়ে দুদক বিল্ডিং সংলগ্ন স্টার সেলুনটি অবস্থিন।

Jahid sumon Crime Correspondent
228 Visninger · 7 måneder siden

⁣দেশীয় অস্ত্র হাতে ⁣মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মহড়া দিতে দেখা যায়

Nazrul Islam
60 Visninger · 7 måneder siden

⁣‎বিষয়: কুতুবদিয়ায় ব্র্যাক কর্মচারী আনসারের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

‎কুতুবদিয়ায় ব্র্যাক পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে পিও আনসারের বিরুদ্ধে বারবার নারী সহকর্মী ও লার্নারদের প্রতি অসৌজন্যমূলক আচরণ, অর্থ আত্মসাৎ, এবং প্রকল্পের নীতিমালার চরম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ ধরণের অনিয়ম কেবল একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে না, বরং নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে।

‎অভিযোগের তথ্যগুলো যেহেতু প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের মুখ থেকে পাওয়া যাচ্ছে, তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আনসারের মতো অপেশাদার ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাতে ভবিষ্যতে কেউ এমন আচরণ করার সাহস না পায়।


‎একইসঙ্গে লার্নারদের প্রকৃত তালিকা যাচাই, আর্থিক লেনদেনের অডিট, এবং নারী সহকর্মীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করাও জরুরি।


‎‎এ বিষয়ে ব্র্যাকের কেন্দ্রীয় পর্যায়ে ত্বরিত পদক্ষেপ আশা করা যাচ্ছে।


Mohammad Fakrul Moula
45 Visninger · 7 måneder siden

⁣আজকের বাংলাদেশে একটি বড় উদ্বেগজনক বিষয় হলো অনুমতি বিহীন গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রয়। শহর থেকে গ্রাম, সর্বত্রই অননুমোদিত ও অস্বীকৃতভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের প্রবণতা বাড়ছে। এই প্রবণতা শুধুমাত্র আইন লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবন ও সম্পদের জন্য এক মারাত্মক হুমকি।
গ্যাস সিলিন্ডার একটি দাহ্য ও বিস্ফোরক পদার্থ। এটি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও মান নিয়ন্ত্রণ জরুরি। অথচ আমাদের দেশে অনেক দোকানদার বা ডিলার সরকারি অনুমোদন ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি করে চলেছেন। তারা জানেন না সিলিন্ডারটির গুণগত মান কেমন, এটি পরীক্ষা করা হয়েছে কিনা, কিংবা এটি এক্সপায়ার কিনা। এই অনিয়ন্ত্রিত ব্যবসার ফলে প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা।

মুহাম্মাদ রাকিব
15 Visninger · 7 måneder siden

⁣পটুয়াখালীতে ক্লিনিক গুলোতেও সক্রিয় দালালচক্র। এমন একজন দালাল কে রোগীর নিকট থেকে আজ টাকা গ্রহণ করতে দেখা যায়। পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান শিমু, সহকারী রেজিস্ট্রার আফতাব উদ্দিন, সহকারী অধ্যাপক ও গাইনি বিভাগীয় প্রধান ডাঃ বিনয় কৃঞ্চ গোলদার, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডাঃ মাহমুদুল হক, সহকারী রেজিস্ট্রার (শিশু) ডাঃ মাহবুবর রহমান এই হেভেন কেয়ার হসপিটাল টি পরিচালনা করছেন। তাদের বিরুদ্ধে মেডিকেল কলেজে ডিউটি না করে বিভিন্ন ক্লিনিকে গিয়ে রোগী দেখার অভিযোগ আছে।

Pavel Mia
42 Visninger · 7 måneder siden

⁣কুড়িগ্রাম সদর হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা পাষণ্ড বাবা-মা ও চাচী কে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

Rahmatullah Ashik
58 Visninger · 7 måneder siden


নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে আপন ভাইয়ের ছেলে ভাতিজার হাতে আরশেদ আলী (৫৫) নামে এক চাচা খুন হয়েছে। আজ সোমবার (১২এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

Belhaj Badhon
15 Visninger · 7 måneder siden

⁣বড়াইগ্রামের মৌখাড়ায় ১৬৫ বো'তল বাংলা ম/দ সহ এক নারী জনতার হাতে আ*ট*ক

Sumon Hawlader
10 Visninger · 7 måneder siden

⁣ফুটপাত—নামেই যার পরিচয়, হাঁটার পথ। অথচ সরেজমিনে দেখা যাচ্ছে ভিন্ন গল্প। মানুষের জন্য বরাদ্দ পথেই এখন চাকার দাপট। হেলমেটধারী একজন চালক নিশ্চিন্তে বাইক চালাচ্ছেন ফুটপাতে, পাশে দাঁড়িয়ে আরেকজন যেন সাক্ষী এই নিঃশব্দ দখলের। পথচারীরা কোথায় যাবেন? কার কাছে বলবেন? নাকি মেনে নেবেন—এই শহরে হেঁটে চলাও এখন সাহসের বিষয়?

ফেনীর দাগনভূঞায় ৪নং রামনগর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে রাস্তার কাজে অনিয়ম, নিম্নমানের কাজ হচ্ছে বলে দাবি স্থানীয়দের /বিশেষ প্রতিবেদন।

Jahid sumon Crime Correspondent
27 Visninger · 7 måneder siden

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে একটি লঞ্চের কেবিনে অনৈতিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করে স্থানীয় জনতা। লঞ্চ কর্তৃপক্ষের সহায়তায় তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত চলছে।

Akm Kaysarul Alam
21 Visninger · 7 måneder siden

⁣কোটি টাকার পাটগ্রাম পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল নে_শা ও জু_য়া_র আ_স্তা_না

সাবরেজিস্টার, এডি, এএসপি সহ অনেক গুলো ১ম শ্রেণীর চাকুরী পেয়েছিলেন তিনি। কোন কিছুর অভাব ছিলো না!

কিন্তু অভাব ছিল পারিবারিক শান্তির। সেই অভাবের তাড়নায় নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজে নিজেকেই শেষ করলেন RAB এ কর্মরত এএসপি পলাশ শাহা!

পুরুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, লড়াই করতে পারে শত্রুর সাথে, কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর, আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল!
Copied

MD JAHANGIR ALAM
52 Visninger · 7 måneder siden

গত ৫ ই মে রবিবার কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নিলখী হাঁপানিয়া গ্রামের মো: বাদল মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া (২২) নামের যুবককে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পিরিজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন নবাব, পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করে ঐ যুবককে মুক্তি দেয় বিএনপি নেতা।
ইতিমধ্যে চুরির অপবাদে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে।

ইস্পাহানী ইমরান
49 Visninger · 7 måneder siden

সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়
শরবতে ময়লা থাকা নিয়ে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাত করে দোকানি।

ইস্পাহানী ইমরান
137 Visninger · 7 måneder siden

ঢাকা মাওয়া হাইওয়েতে বাস থামিয়ে ডাকাতির চেষ্টা। চালকের বুদ্ধিতে বেঁচে গেলো সবাই।

Belhaj Badhon
15 Visninger · 7 måneder siden

⁣বড়াইগ্রামে সামান্য সবজি চুরির অভিযোগে বৃদ্ধাকে বেধে রাখে গ্রামবাসী
প্রকাশ থাকে যে, এই বৃদ্ধার দীর্ঘদিন যাবত এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত। শেষ পর্যন্ত তাকে আটক করা হয় এবং মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়

Belhaj Badhon
36 Visninger · 7 måneder siden

⁣নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

Juwel Hossain
45 Visninger · 7 måneder siden


রামাইডাঙ্গা বিলের প্রায় শত বিঘা সরকারি জমি অবৈধ দখলের অভিযোগে এলাকাবাসীর সাংবাদ সম্মেলন

Akm Kaysarul Alam
24 Visninger · 7 måneder siden

ভেষজ, হার্বাল, আয়ুর্বেদিক, ইউনানি ও অর্গানিকসহ নানা নামে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দেদার বিক্রি হচ্ছে ক্ষতিকর ওষুধ, ফুড সাপ্লিমেন্ট ও কসমেটিকস।
যেগুলো তৈরিতে নেই কোনো অনুমোদন। মানা হচ্ছে না চিকিৎসা বিজ্ঞানের কোনো নিয়ম-কানুন। ‘শতভাগ পার্শ্বপ্রতিক্রিয়াহীন ও বিফলে মূল্য ফেরতে’র ঘোষণা দিয়ে ফেসবুকের সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করেছে জীবনঘনিষ্ঠ এসব ভুয়া পণ্য।
ভার্চুয়াল প্ল্যাটফর্মের চটকদার বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে নকল ও ভেজাল পণ্য সেবনে অসংখ্য মানুষ শারীরিক ক্ষতির পাশাপাশি আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এক রোগ সারাতে গিয়ে তারা আরও নতুন ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বেশ কিছুদিন ধরে যুগান্তরের পক্ষ থেকে ফেসবুকের বেশ কয়েকটি পেজ অনুসরণ করে ভেষজ ওষুধসহ জীবনের জন্য প্রয়োজনীয় অনুমোদনহীন পণ্য বিক্রির সত্যতা মিলেছে। ওষুধজাতীয় এসব পণ্য মার্কেটিং করার পন্থাও বের করেছে তারা। একেকজন বিশেষজ্ঞ সেজে পেজে এসে পরামর্শ দিচ্ছেন। বিভিন্ন গবেষণার বরাত দিয়ে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করছেন।

Juwel Hossain
27 Visninger · 7 måneder siden

⁣সিরাজগঞ্জে মিনি ‘আয়নাঘর’, উঠে এলো নির্যাতনের ভয়াবহ তথ্য

Foysal Sourov
19 Visninger · 7 måneder siden

আইনের তোয়াক্কা না করে, বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিদিন দৈনন্দিন জীবনের চলাচলের রাস্তা নষ্ট করে
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়ন এর দুরাকুটির রেলব্রিজ এলাকায় জমজমাট মাটি বিক্রয়ের বাণিজ্য, নেই কোন প্রশাসনিক তৎপরতা,

SHARIF MIA
29 Visninger · 7 måneder siden

সাভার বারুইপাড়া সিসিটিভি গেট সংলগ্ন এখানে এক যুবককে ছুরি দিয়ে হত্যা করেছে

SHARIF MIA
516 Visninger · 7 måneder siden

বসুন্ধরাতে একটি ছেলেকে দুই নারী মিলে অমানবিক নির্যাতন কখনো চাবুক দিয়ে মেরেছে কখনো শিল জুতা পায় দিয়ে তার উপরে লাফাচ্ছে ।

Mohammad Fakrul Moula
9,966 Visninger · 7 måneder siden

⁣কামের তাড়না নয়, পশুত্ত্বের নগ্ন উল্লাস
ধর্ষণ—এই একটি শব্দেই লুকিয়ে আছে লজ্জা, ভয়, ঘৃণা আর অসহায়তা। সমাজ যখন এ শব্দটি শুনে মুখ ঘুরিয়ে নেয়, তখন একজন ভুক্তভোগীর জীবনে নেমে আসে এক অবর্ণনীয় অন্ধকার। কিন্তু প্রশ্ন হলো, ধর্ষণ কি কেবলই এক মুহূর্তের কামের তাড়না? নাকি এটি কোনো গভীরতর অমানবিকতা, এক বিকৃত মানসিকতার প্রকাশ?
মানব শরীরে কামনাবাসনা স্বাভাবিক। কিন্তু সেই কামনা যখন নিজের সীমা অতিক্রম করে অন্যের স্বাধীনতা ও সম্মতিকে পদদলিত করে, তখন তা আর কামনা থাকে না—তা পরিণত হয় এক নির্মম সহিংসতায়। ধর্ষণ তাই শুধুমাত্র যৌনতার অভিপ্রায় নয়, বরং এটি ক্ষমতা, আধিপত্য ও বিকৃত সুখের রূপ। এটি এক প্রকার পশুত্ত্ব, যেখানে মনুষ্যত্ব বিসর্জিত হয়, বিবেক নষ্ট হয়, আর মনুষ্যসমাজ কলঙ্কিত হয়।

Mehedi Hasan
48 Visninger · 7 måneder siden

⁣একটি সেবা কেন্দ্রের মানবতা এতোটাই নিষ্ঠুর যে একজন অসুস্থ রোগীর পরিচয় না পাওয়ায়- রাতের আঁধারে ফেলে দিয়ে আসবে।

ঘটনা টি
মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত২/৩ দিন আগে ছবির এই অজ্ঞাত ছেলেটি শারীরিক অসুস্থ অবস্থায় ভর্তি দেখা গেছে । তার পরিচয় পেতে ফেসবুক ইউটিউব ও যোগাযোগ মাধ্যমে প্রচার ও হয়েছে।
আজ _ সকালে ৯ টার দিকে তাকে মাদারীপুর - শরীয়তপুর মহাসড়কের আড়িয়াল খাঁ নদীর
উপর অবস্থিত। আসমত আলী খাঁন সেতুর সংলগ্নে রাস্তার পাশে ঘাসের মধ্যে স্থানীয় জনগণ দেখতে পায়।
যা ইতিমধ্যে ফেসবুক ইউটিউব ও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয় টি- মাদারীপুর জেলা প্রশাসনকে দ্রুত দেখে ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইলো।

বিএনপি নেতারা ময়লাওয়ালাদের কাছে সকাল ছয়টায় এসে চাপাতি ঠেকিয়ে চাঁদা চায় ! এই জিল্লু চাঁদা দে !

SHARIF MIA
359 Visninger · 7 måneder siden

⁣ইনি হলেন ভাবতা গ্রামের ইয়ার আলী ডাক্তার, যিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা করার পাশাপাশি আসসিফা ট্রাস্ট নামের একটা চ্যারিটি ফান্ডের উপস্থাপক। ভিডিওতে অত্যাচারিত মহিলাটি তাঁর স্ত্রী, প্রথম স্ত্রী। ডাক্তার বাবু দ্বিতীয় বিবাহ করেছেন প্রকাশ্যে ও সামাজিক ভাবেই। স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ভাইরাল করা হচ্ছে, কিন্তু কেনো?

দীর্ঘদিন ধরেই ডাক্তার বাবু নিজের দ্বিতীয় বিবাহের ব্যাপারে তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট করে এসেছেন। আজকেই একজনের ফেসবুক ওয়ালে স্ক্রল করতে করতে দেখলাম ডাক্তার বাবুর প্রথম স্ত্রীর লিখিত বক্তব্য অভিযোগও বলতে পারেন। বলা যেতে পারে তিনি তাঁর এই ব্যক্তিগত বিষয়টা নিজে থেকেই প্রকাশ্যে এনেছেন, আমি বা আমরা তাঁর সাক্ষ্য মাত্র।

এইতো কিছুদিন আগেই ডাক্তার বাবু হাদীসের উপর একটা কু মন্তব্য করেছেন, যেটা তর্ক বিতর্কের মাধ্যমেই সম্মানীয় ইমাম সাহেবতাঁর বুদ্ধিতার সঙ্গে মিটিয়ে নিয়েছেন।

ডাক্তার বাবুকে দেখে একটা কথা বুঝতে পারলাম টাকার অহংকার যদি পতনে বিবর্তিত হয় তাহলে সম্মানের অহংকার ধ্বংসে। সেদিন আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের বর্ণিত হাদীসকে অপমান করলেন আর আজ দেখুন আপনার নামের পাশের ওই ডাক্তার কথাটাও লজ্জিত হয়ে গেছে।


রিপোর্টার :শরীফ মিয়া

মিনহাজুল বারী
32 Visninger · 7 måneder siden

⁣বগুড়ায় ১০ম শ্রেনীর ছাত্রীকে অপহরনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

Rudra Biswas
114 Visninger · 7 måneder siden

⁣ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষণিকা বাসে হা*ম*লা

তাদের ২৪ ঘন্টার ভিতর এরেস্ট করার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা..

MD Abdur Rahman
39 Visninger · 7 måneder siden

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মো. শাকিল (২৮) নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

Akm Kaysarul Alam
16 Visninger · 7 måneder siden

⁣অপরিচিত ব্যক্তির কল রিসিভ করবেন না

Aminul Islam
39 Visninger · 8 måneder siden

⁣ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় আ/গ্নেয়াস্ত্র ও জাল নোট সহ ৩ ডাকাত আটক।

Anamul Kabir
9 Visninger · 8 måneder siden

⁣বানারীপাড়ায় ডাকাতির মিথ্যা মামলায় মানিককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন



এনামুল কবির, বানারীপাড়া :-

বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে ডাকাতির ঘটনায় গ্রেফতার শহীদুল ইসলাম মানিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৪শে এপ্রিল বৃহস্পতিবার উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠিতে শহিদুল ইসলাম মানিকের(৫০) বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী শহিদুল ইসলাম মানিকের একমাত্র মেয়ে সুমাইয়া ইসলাম শান্তা ও তার পরিবারের পাশে এলাকাবাসী অবস্থান নেয়। প্রতিবেশীরা জানান, বজলুর রহমান হাওলাদারের দশ ছেলেমেয়ে মধ্যে ৩য় শহিদুল ইসলাম মানিক। প্রায় দুই যুগ সৌদিতে প্রবাস জীবন শেষ করে গত ২০১৯ সালে দেশে ফেরে। প্রবাসে দীর্ঘদিন কর্মজীবনে গাজীপুরের সফিপুরে গড়েছে বাড়ি ও দোকানপাট। শহিদুল ইসলাম মানিকের ছিল না আর্থিক অনাটন বা অস্বচ্ছতা। তার একমাত্র কন্যার জামাতাও সেনাবাহিনীতে কর্মরত।

প্রসঙ্গত, ২১শে এপ্রিল সোমবার বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে দফাদার বাড়ির মিজানুর রহমান বাবুল মিয়ার ঘরে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২২ শে এপ্রিল) মিজানুর রহমান বাদি হয়ে পার্শ্ববর্তী গরদ্দার গ্রামের শহিদুল ইসলাম মানিক ও কালুসহ ৫/৭ জনকে অজ্ঞাত রেখে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একইদিন অভিযুক্ত শহিদুল ইসলাম মানিক (পরিবারের ভাষ্যমতে) কিছু না বুঝে ওঠার আগেই তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

শহিদুল ইসলাম মানিকের মেয়ে শান্তা জানান, পার্শ্ববর্তী গ্রামের দফাদার বাড়ির ডাকাতির ঘটনার রাতে বাবা (মানিক) নিজ বাড়িতে ছিলেন। তাদের কোনো প্রকার পিছুটান নেই যে চুরি করে খেতে হবে। আমার বাবাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাকাতি মামলার আসামি করে সামাজিক দৃষ্টিকোনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

উক্ত মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী শহীদুল ইসলাম মানিকের বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা আরো দাবি জানান, তদন্ত করে প্রকৃত দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হোক। বিনা দোষে কেউ যেন সাজা না পায়।

Md Rezaur Rahaman Reza
37 Visninger · 8 måneder siden

⁣ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে মোহাম্মদ আলী হ'ত্যাকা'ন্ডের পুলিশের ব্রিফিং।

Md Rezaur Rahaman Reza
46 Visninger · 8 måneder siden

⁣ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন উপজেলা পরিষদের ৪র্থ তলার টয়লেট থেকে অটোরিক্সা চালক মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি। পরকিয়ার জেরে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হন তিনি।

Rahmatullah Ashik
41 Visninger · 8 måneder siden

⁣বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবা এবং ১৪ পিস ট্যাপেন্টাডলসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৫
@highlight

Tawhid Riyan
10 Visninger · 8 måneder siden

⁣ছাত্র জনতার মিছিলে হামলাকারী গ্রেফতার🤝

⁣ঠাকুরগাঁওয়ের দিনের বেলা চু রি করতে ধরা খেলেন যুবক।
রাণীশংকৈল নেকমরদের ভবানীপুর দেওয়ানী এলাকায়।জনতার হাতে আটক

Nazrul Islam
30 Visninger · 8 måneder siden

⁣সংবাদ বিজ্ঞপ্তি ঃ-

‎চটগ্রামের সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার


‎চট্টগ্রাম, ২৩ এপ্রিল ২০২৫ঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২২-০৪-২৫) দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা যায়। অভিযানে জব্দকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

MD Abuside Khondoker
17 Visninger · 8 måneder siden

জনপ্রিয় সংবাদ মাধ্যম যুগান্তর ও প্রথম আলোর নামে প্রতারণা

⁣⁣সাতক্ষীরার তালা উপজেলা ভবন তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ড ও ২০০ টাকা জরিমানার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত।


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

samir islam Tareq
45 Visninger · 8 måneder siden

⁣রামগঞ্জে মলম পার্টির হামলা: টপ কসমেটিক্সের সামনে স্প্রে ছিটিয়ে মহিলার স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

Jahid sumon Crime Correspondent
118 Visninger · 8 måneder siden

ওর বাবা -মা তাবিজ করেছে আমাকে ছেড়ে যেতে

Rahmatullah Ashik
15 Visninger · 8 måneder siden

⁣রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার গলায় জোতার মালাও পড়ানো হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে আটক যুবকের নাম সাগর কুমার সাহা। তিনি নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়ায় সনাতন কুমার সাহার ছেলে।
রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে ধর্মিয় বিষয় নিয়ে আলাপকালে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে সাগর কুমার। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। এক পর্যায়ে তাকে ধরে পিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধ মামলা দায়ের করা হবে এবং বুধবার তাকে আদালতে চালান দেওয়া হবে বলেও জানান তিনি।

Jahid sumon Crime Correspondent
53 Visninger · 8 måneder siden

গাছে উঠলো বিক্ষোভকারী

Jahid sumon Crime Correspondent
185 Visninger · 8 måneder siden

⁣দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিলো, এমন অভিযোগেই ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে। প্রশ্ন

Raju Mia
18 Visninger · 8 måneder siden

বর্তমান সময়ে আলোচিত জান্নাতি হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে জান্নাতির শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন ,ধর্ষণের স্থান পরিদর্শন ও জান্নাতির কবর জিয়ারত করেন।
জনাব,মোঃজাহাঙ্গীর আলম আহবায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সফল চেয়ারম্যান ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ।।
বিস্তারিত ভিডিও ফুটেজেঃ

Aminul Islam
26 Visninger · 8 måneder siden

⁣ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৯ টি অবৈধ ট্রলিং বোট জব্দ।

Santha Miah
4 Visninger · 8 måneder siden

⁣রূপগঞ্জে স্ত্রীকে হত্যা করে রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী ও শ্বাশুড়ি আটক

শান্ত মিয়া,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ রাস্তায় ফেলে পালানোর চেষ্টার অভিযোগে এলাকাবাসী আটক করে তার স্বামী এবং শ্বাশুড়িকে থানায় হস্তান্তর করেছে। এর আগে গত শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, অনলাইন জুয়া খেলতে নিষেধ করায় গৃহবধু লামিয়াকে মারধোর করতো প্রতিনিয়ত তার স্বামী শাওন। এতে ক্ষোভে অভিমানে ঘরের আড়াড় সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার রশি কেটে লামিয়ার স্বামী এবং শাশুড়ি মিলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে লাশ নিয়ে এলাকায় ফেরার পথে রাস্তায় লোকজনের উপস্থিতি টের পেয়ে সড়কেই লামিয়ার লাশ ফেলে পালানোর চেষ্টা করেন স্বামী শাওন ও শ্বাশুড়ি ফাতেমা। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে কাছে ধরিয়ে দেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত গৃহবধূর শ্বশুর তারা মিয়া।
এই ঘটনায় লামিয়ার পিতা আমির হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।

Ranajit Barman
238 Visninger · 8 måneder siden

⁣শ্যামনগরে পুলিশের অভিযানে পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার

রনজিৎ
বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের
এক অভিযানে রবিবার(২০ এপ্রিল) বেলা ১২.৩০মিনিটে নকিপুর মধ্যপাড়ার এক
পরিত্যক্ত পুকুর থেকে ৩৪ পিচ হাসুয়া উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর
থানা পুলিশ সুত্রে প্রকাশ, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে এস
আই মিজান, এস আই আব্দুর রহিম সহ অন্যান্যদের উপস্থিতিতে উপজেলা সদরের
নকিপুর মধ্যপাড়া এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে পুরানো প্লাস্টিকের
বস্তার মধ্যে রাখা অবস্থায় ৩৪ পিচ কাঠের বাট সহ হাসুয়া/রামদা উদ্ধার করা
হয়েছে। হাসুয়া গুলি অনুমান ২ ফুট লম্বা।

শ্যামনগর থানার অফিসার
ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বলেন গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত
অবস্থায় হাসুয়া গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে পাইলে আইনগত
ব্যবস্থা গ্রহণ করা হবে।

GK Shohag
18 Visninger · 8 måneder siden

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে জমি দখল ও ভূমি দস্যুদের হামলা, লুটপাট বিরুদ্ধে প্রতিকার চেয়ে মানব বন্ধন




Showing 4 out of 5