
סרטונים אחרונים
সিরাজগঞ্জ প্রতিনিধি - সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আর তাকে সহযোগীতা করছেন সোনাখাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরিচয়দানকারী নুরনবীর নামের এক যুবক ।
অভিযোগের ভিত্তিতে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা ইউনিয়নের সলঙ্গারচর গ্রামে গিয়ে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের এমন দৃশ্যর সত্যতা মেলে।
এসময় স্থানীয়রা জানান, রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব নুরনবী এলাকার গারাদহ্ নদীতে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে ধুবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের আয়ত্বীয়স্বজনদের জমি, বাড়ি ভরাট করছেন। ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং আশপাশের বসতঘর ও স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকায় আনিছুর রহমান উশৃংখল হওয়ায় ও বিএনপি নেতা সাথে থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস করেননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড্রেজারের দায়িত্বে থাকা নুরনবীর বলেন, আমি সোনাখারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, আমার সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক ও দলিল লেখক আনিসুর রহমানও রয়েছে। অল্প একটু যায়গায় মাটি ভড়াট করছি। এখানে সরকারি অনুমতি নেওয়ার কোন প্রোয়জন নেই।
এ বিষয়ে আনিছুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এলাকার আমাদের এখানকার অধিকাংশ জমি আমাদেরই তাই নদী থেকে বালু নিয়ে জমি ভারাট করছি।
তবে কারো কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করি নাই তাই নেই নাই।
বিএনপি নেতারাও আমাদের ভাইব্রাদার তারাও সাথে আছে।
আমি একজন দলিল লেখক এবং আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত, পাশাপাশি আমিও সাংবাদিকতা করি আপনারা চলে যান পরে একসময় এসে চাঁ খেয়ে যাবেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বাংলা ড্রেজারের বিষয়টি আমি অবগত হয়েছি, এবং উপজেলা ভুমি কর্মকর্তাকে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
পুলিশি চাঁদাবাজি-হয়রানি বন্ধের দাবিতে সিরাজগঞ্জের মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জ প্রতিনিধি;
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পারে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে সলঙ্গার নলকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিক ও মালিকেরা।
সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে নলকা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কে ব্যানার নিয়ে অবস্থান গ্রহণ করেন এবং অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কয়েকজন পরিবহন মালিক ও শ্রমিক নেতা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ নানা অজুহাতে গাড়ি চালানোর সময় পরিবহন শ্রমিকদের চরমভাবে হয়রানি করছে এবং চাঁদাবাজি চালাচ্ছে। তাদের অত্যাচারে সাধারণ চালকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।"
এদিকে, অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীসাধারণ এবং মালবাহী গাড়ির চালকেরা চরম দুর্ভোগে পড়েন।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
সিরাজগন্জের সলঙ্গা থানার আমশড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ দুলাল উদ্দিনের (৪০) এর বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন।
বিয়ে না হওয়া পর্যন্ত ছারবেন না দুলালের বাড়ি প্রয়োজনে দুলালের বাড়িতেই জীবন দিয়ে দিবেন।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারে সৌদি বাংলা ইনভেস্টমেন্ট নামে ভূয়া এনজিও খুলে গ্রাহকদের প্রায় ৮০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কর্মকর্তারা।
সিরাজগঞ্জের কামারখন্দে আফজাল নগর দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকার চিহ্নিত বালু দস্যু ও প্রতারক এস এম আব্দুল আলীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দরবার শরীফের প্রয়াত পীর মুফতি খাজা গোলাম আম্বীয়ার বড় ছেলে শানে খোদা ওরফে মামুন ও তার পরিবার ।
রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহিন খানের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাংবাদিকের পরিবার। শনিবার দুপুরে উপজেলার সরাই হাজীপুর গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত সাংবাদিকের ভাই শামীম উদ্দিন খান। তিনি বলেন, গত ১৫ মার্চ আমার ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের রায়গঞ্জ প্রতিনধি মো: শাহিন খানের উপর পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের শাহ পরান, সজিব, হাফিজুর, ইউসুফ, আরাফাতসহ একদল সন্ত্রাসী হামলা চালায়।
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপি নেতাদের জরিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন