Salahuddin Ahmed
Salahuddin Ahmed

Salahuddin Ahmed

      |      

Subscribers

   Breaking news

Salahuddin Ahmed
16 Views · 14 days ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিন অনার্স ২য় বর্ষের ফর্ম ফিলাপে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর সরকারী কলেজে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ওই কর্মসূচি পালন করেছে তারা। গেল কয়েক বছরের তুলনায় ফর্ম ফিলাপের ফি ১২০০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ৪ হাজার টাকার ফি ৬ হাজার টাকা পর্যন্ত। বর্ধিত ফি প্রত্যাহার করা না হলে ফর্ম ফিলাপ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ সারা দেশে অনার্স দ্বিতীয় বর্ষের ৫ লাখ পরীক্ষার্থীর কাছে ১২০০ থেকে ১৫০০ টাকা বাড়তি আদায় করে প্রায় ৬ কোটি পকেটে ভরতে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ওই বাড়তি ফি আদায় বন্ধে সারাদেশের ৩২ লাখ শিক্ষার্থী আন্দোলনে নামলে সব কিছু উলোট পালোট হয়ে যাবে।
আগের হারে ফি বহাল এবং আগামীতেও যেন ফি বাড়ানো না হয় তার নিশ্চয়তা ছাড়া আন্দোলন চালিয়ে যেতে ঘোষণা দিয়েছে তারা।

শিক্ষার্থীরা বলেন নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে থাকে। গরিব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের পথ বন্ধ করতে কম পক্ষে আড়াই হাজার টাকা করে ফি বাড়ানো হয়েছে।
ফি কমানোসহ দাবি সম্বলিত স্মারকলিপি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল জব্বারের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।

Salahuddin Ahmed
26,194 Views · 16 days ago

গন অধিকার পরিষদের নেতা নুরুর উপর ঢাকায় হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরের দিকে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন স্হানীয় নেতাকর্মীরা। ⁣হাসপাতাল মোড় থেকে বৃস্টিতে ভিজে বিক্ষোভ মিছিল নিয়ে কোতয়ালী থানা মোড়ে জাতীয় পার্টির অফিসে আসার পথে চারুবাবুর মোড়ে পুলিশী বাধায় ধাক্কাধাক্কিসহ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এসময় একজন দলীয় নেতা পায়ে আঘাত পান। পুলিশী বাধা অতিক্রম করে কোতয়ালী থানার সামনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আরেক দফা পুলিশ বাধা এবং সেনা সদস্যদের প্রতিরোধের মুখে পড়েন তারা। হামলা চালানোর চেষ্টা ভন্ডুল হলে ফিরে যায় তারা।
অন্যদিকে জাতীয় পার্টির অফিসে দলীয় কার্যালয় রক্ষায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামলা প্রতিরোধের জন্য অবস্হান নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল।
তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Salahuddin Ahmed
26 Views · 16 days ago

⁣বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দিনাজপুর জেলা শাখার দ্বাদশ সম্মেলন আজ শনিবার সকালে দিনাজপুরের প্রেস ক্লাব চত্তরে সূচনা করা হয়। জাতীয় এবং দলীয় সঙ্গীত পরিবেশন শেষে র‍্যালী বের করেন নেতা কর্মীরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াত কমরেড মনি সিং এর ছেলে কমরেড দীবালক সিং।

Salahuddin Ahmed
13 Views · 26 days ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর >
⁣খাদ্য বান্ধব কর্মসূচি সফল করতে দিনাজপুরে মত বিনিময় করেছেন অন্তবর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে গণ মাধ্যম কর্মীদের তিনি জানান, চাল শুধু মানুষ খায়না। গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগী এমনকি মাছ চাষেও চালের চাহিদা রয়েছে। দরকার কেজিতে ২০ থেকে ২৫ টাকা করে ভূতর্কি দেয়। কৃষি উপকরন চাষবাষে খরচ বেড়ে যাওয়ায় কৃষককে লাভবান করতে সরকার ধান কেনার সময় বাজার দরের চেয়ে কেজিতে ৪টাকা বেশী দিয়েছে। শতভাগ ক্রয় অভিযান সফল হয়েছে খাদ্য দপ্তরের।

তিনি আরো জানান, চলতি খাদ্য বান্ধব কর্মসূচি ১৭ তারিখ থেকে শুরু হয়েছে। কর্মসূচিতে সারাদেশে ৫৫ লাখ পরিবার টানা ৬ মাস ধরে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। এর মধ্যে খাদ্য ভান্ডার বলে পরিচিত রংপুর বিভাগে ১০ লাখ পরিবার সুবিধার আওতায় আসবে। কর্মসূচি সুষ্ঠু এবং সফল ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন খাদ্য উপদেষ্টা।

এসময় তার কাছে 'কোন পক্ষের ভোটের আগে সংষ্কার আবার অন্যপক্ষ রাজনৈতিক দলের ভোটের পরে সংষ্কারের দাবির প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। ওই বিপরিতধর্মী দুই ধরনের ওই দাবির প্রেক্ষিতে অন্তবর্তী সরকার কোন পথ অবলম্বন করতে আগ্রহী? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তিনি খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের দ্বায়িত্বে। এবিষয়ে তিনি কিছু বলবেন না।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক হাছনাত হুমায়ুন কবির ,রংপুর বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, আঞ্চলিক রক্ষণা-বেক্ষণ প্রকৌশলী আরশাদ আলী, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

###

Salahuddin Ahmed
10 Views · 1 month ago

⁣আড়াইশ বছরের প্রথা অনুসরন, নৌ বিহারে রাজবাড়ীতে রাধাকৃষ্ণের বিগ্রহ
দিনাজপুর প্রতিনিধি > আড়াইশ বছর আগের রাজ পরিবারের প্রথা অনুসরন করে উৎসবের আমেজে নৌ বিহারে চড়ে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে ফিরেছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। এর আগে আজ শুক্রবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এবং উলু ধ্বনীতে দেবতার বিগ্রহকে বিদায় জানান ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের সৌহাদ্য সম্প্রীতির মিলন মেলায় পরিনত হয় মন্দির এলাকা।
সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেমিকা রাধার বিগ্রহের নৌ-বিহারকে কেন্দ্র করে পুনর্ভবা নদীর দুই তীর এবং ৪৪টি ঘাটে ছিল পুণ্যার্থীদের ভীড়। দান দক্ষিনা ফলমূল অর্পনসহ ভক্তির প্রার্থনা করেন তারা।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম জানান, নিরাপদে সুষ্ঠুভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্হা।
কাহারোল বোচাগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশের পাশাপাশি মোতায়েন নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেছে সেনা এবং র‍্যাবসহ স্বেচ্চাসেবীরা।
রাজ দেবোত্তর ট্রাস্টির এজেন্ট রনজিৎ কুমার সিংহ জানান, দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সাড়ে ৫শ বছর আগে। সেই বংশের রাজা প্রাণনাথ দিনাজপুর শহর থেকে ২৫ কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় কান্তজিউ মন্দির নির্মাণকাজ শুরু করেন ১৭২২ সালে । ১৭৫২ সালে সেই মন্দিরের নির্মাণ শেষ করেন তার পোষ্যপুত্র রাজা রামনাথ। ওই সময় থেকেই কান্তজিউ বিগ্রহ ৯ মাস কান্তনগর মন্দিরে এবং বাকী ৩ মাস রাখা হত শহরের রাজবাড়ী মন্দিরে।
জন্মাষ্টমীর একদিন আগে আজ শুক্রবার কান্তজিউ বিগ্রহ রাজবাড়ীতে ফিরিয়ে আনা হলেও অগ্রহায়ন মাসের রাস পূর্নিমার তিথীর আগে পালকীতে করে সড়ক পথে আবারো ফিরিয়ে আনা হয়ে থাকে কান্তজী মন্দিরে। চলে মাস ব্যাপী রাস মেলা। মেলায় ছুটে আসে আশপাশেরসক দুর দুরান্তের ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। পসরা সাজিয়ে বিকি কিনিতে ব্যস্ত থাকেন ক্রেতা বিক্রেতারা। বিনোদনের আসরে চলে যাত্রাপালা সার্কাস পুতুলনাচসহ নানান আয়োজন।

Salahuddin Ahmed
29 Views · 1 month ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জুলাই বিপ্লবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আমন্ত্রন জানানো ছাড়াই ( বাদ দিয়ে) সরকারি ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দিনাজপুরে আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। জবাবে কিছু উপদেশ বানী এবং উপমা টেনে সাফাই গেয়ে ভুলতারুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আজ ৫ আগষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনকে কেন্দ্র করে ওই পরিস্থিতি ঘটেছে।
বৈষ্যমহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ৯টায়⁣ বড় মাঠে জিমন্যাসিয়াম চত্বরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ পুষ্প স্তবক অর্পণ , সকালে ৯-১৫ মিনিটে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ হতে শিশু একাডেমী পর্যন্ত জুলাই গণঅভ্যুথান দিবসের র‌্যালী, সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার,আহত,কারা নির্যাতিত এবং সন্মুখ জোদ্ধাদের মিলনমেলা , জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত স্ব স্ব ধর্মীয় উপাসনালয়, বিকেল ৩টায় জুলাই শহিদ আন্তঃ উপজেলা ফুটবল টুনামেন্ট বড়মাঠ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কাওয়ালী গানের আসর।
কর্মসূচি পালনের শুরুতেই ঘটে আপত্তি এবং বিপত্তির বিব্রতকর ঘটনা।

###

Salahuddin Ahmed
14 Views · 1 month ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর পৌর এবং উপজেলা কমিটির ডাকে দুপুরের দিকে ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিটির আমির অধ্যাপক আনিসুর রহমান। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, পৌর কমিটির আমির মাওলানা সিরাজুল সালেহীন, সদর ৩ আসনে মনোনিত এমপি প্রার্থী এ্যাডভোকেট মাঈনুল আলম, শিবিরের শহর কমিটির সাধারন সম্পাদক মাসুদ রেজা। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কর্ম পরিষদ সদস্য তৈয়ব আলী মাষ্টার ও সদরের আমির মেহেরাব আলীসহ অন্যান্যরা।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের এবং শিক্ষার্থী গণ হত্যাকারি হাসিনার ফাঁসিসহ অন্যান্য দাবিতে শ্লোগান দেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইনস্টিটিউট চত্তরে ফিরে কর্মসূচির সমাপ্তি টানা হয়।

Salahuddin Ahmed
1 Views · 1 month ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জুলাই অভ্যুত্থান স্মরনে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর কমিটির আয়োজনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি নানান কর্মসূচি। শিক্ষার্থীদের জন্য ছিল কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগীতার আয়োজন।

ইনস্টিটিউট চত্তরে পালিত কর্মসূচির মধ্যে বিকালে আলোকচিত্র প্রদশর্নী উদ্বোধন করেন দিনাজপুর ১ আসনে ( বীরগঞ্জ -কাহারোল) জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীনসহ অন্যান্যরা।
এতে প্রদর্শিত হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা, শাপলা চত্তরে তৌহিদী গণহত্যা এবং রাজনৈতিক
বিরোধীদের দমনে নির্যাতন গণহত্যাসহ বিভৎসতা নির্মমতার বর্বরচিত্র।
সন্ধ্যায় পুরস্কার বিতরনী এবং রাহবার সাংস্কৃতিক সংসদ এবং কালচারাল একাডেমি পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্য দিয়ে শেষ করা হয় ৩৬ জুলাই বিপ্লবের ইতিহাস অনুভবের চেতনার গভীরতা।

Salahuddin Ahmed
10,657 Views · 2 months ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > শিক্ষা সাংস্কৃতি অর্থনীতি বানিজ্য অবকাঠামো উন্নয়নে তথ্য বিনিময় এবং অংশিদারিত্বে দিনাজপুর পৌরসভার সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটির মধ্যে একটি উন্নয়ন চুক্তি সম্পাদিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই চুক্তি স্বাক্ষর করে ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম এবং দিনাজপুর পৌরসভায় প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম বলেন, বিশ্বের বহু দেশের সাথে এধরনের চুক্তির নজির রয়েছে। বাংলাদেশে এ ধরনের চুক্তি এটাই প্রথম। তিনি যেহেতু জন্ম সূত্রে দিনাজপুরের বাসিন্দা। তাই প্রকল্পটি দিনাজপুর পৌরস়ভার জন্য হাতে নিযেছিলেন। প্রকল্প প্রস্তাব ফ্লোরিডা কর্তৃপক্ষ ২৪ ঘন্টা সময়ের মধ্যে অনুমোদন করেছিল। আর সেটি বাংলাদেশ সরকারের কাছে সম্মতি নিতে ৮ মাস সময় লেগেছে। প্রকল্প বাস্তবায়িত্ব হলে সুফল মিলবে বলে আশাবাদী তিনি।
ওই চুক্তির মাধ্যমে দেড়শো বছরের পুরানো দিনাজপুর পৌরসভা সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটি কর্তৃপক্ষ সেতু বন্ধন রচিত হবে।
দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেবে ইউএসএর প্রতিষ্ঠানটি।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ অন্যান্যরা।
শেষে কেক কাটেন তারা।
####

Salahuddin Ahmed
5,200 Views · 2 months ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ⁣বিএনপির স্হায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষ চেয়ে চেয়ে দেখবে ওই দিন শেষ হয়ে গেছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোষরদের খোলক থেকে বেরিয়ে জনগনের কাতারে দাড়ানোর আহবান জানিয়ে তিনি আরো বলেন, জনগনের মনের ভাষা বোঝার চেষ্টা করুন,দেশের প্রতি দ্বায়িত্বশীল আচরন করুন, সেটি করলে জনগন ক্ষমা করে দেবে। ব্যর্তয় ঘটানোর চেষ্টা করলে কেউ রক্ষা করবেনা বলে সতর্ক করেছেন তিনি।
আজ বুধবার দিনাজপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে আয়োজিত যুবদলের নব গঠিত ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এতে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ।

Salahuddin Ahmed
8,562 Views · 2 months ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্হাপন চুক্তির প্রতিবাদে এবং ওই চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে জমিয়াত ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা শাখার সদস্যরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ইনস্টিটিউটের চত্তরে সমাবেশ করেন তারা।
এর আগে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন কমিটির জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী, সাধারন সম্পাদক মুফতি সোয়েব, পৌর কমিটির সভাপতি আব্দুর রাকিব, সাধারন সম্পাদক নামজুল ইসলাম এবং খায়রুজ্জামান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশুকে বর্বরোচিত হত্যা করা হচ্ছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন চুপ করে আছে।সিরিয়া লিবিয়া ইরাকে লাখ লাখ মুসলিমকে হত্যা বন্ধে কমিশন কিছু বলেনা। বাংলাদেশের সেনারা বিশ্বে বহু দেশে শান্তি ফিরিয়ে আনছে। এই দেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। ইসলাম বিরোধীরা ৯০ শতাংশের মুসলিম প্রধান বাংলাদেশে সমকামি ট্রানজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়। পার্বত্য চট্রাগ্রামকে আলাদা করে ফেলতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে কার্যালয় খুলে ব্রিটিশদের মধ্যে প্রবেশ করতে চায় মার্কিন চক্র। ইউনুস সরকারকে ভাড়াটিয়া সরকার আখ্যা দিয়ে অন্তবর্তী সরকারের এধরনের বৈদেশিক চুক্তির ৃঅধিকার নেই বলে তা বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন তারা।

Salahuddin Ahmed
11,136 Views · 2 months ago

⁣জিযা হার্ট ফাউন্ডেশনে আজাদের পদত্যাগপত্র গৃহিত হয়নি, স্বপদে ফিরে রাজনৈতিক দলে না জড়ানোর ঘোষনা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > রাজনৈতিক দলে জড়ানো নিয়ে বির্তকের জেরে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের সাধারন সম্পাদকের পদ থেকে এ.কে.এম আজাদের জমা দেওয়া পদত্যাগপত্র অনুমোদন করেনি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। এব্যাপারে আজ বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সাথে এনসিপিসহ যে কোন রাজনৈতিক দলে আর সম্পিক্ত না থাকার বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করেছেন। ইমোশোনাল বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যদের নামে করা সমালোচনার জন্য ক্ষমা চাওয়াসহ দুঃক্ষ প্রকাশ করেছেন আজাদ। বাকী জীবন মানব সেবা কল্যানকর কাজে যুক্ত থাকার আশা।

> বিস্তারিত ভিডিওতে

Salahuddin Ahmed
31 Views · 2 months ago

⁣দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারের সাধারন সম্পাদকের পদ থেকে এ.কে.এম আজাদকে পদত্যাগ করতে আহবান জানিয়ে ২০ জুলাই রবিবার সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। এ.কে. আজাদ বিএনপি ত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছেন বলে তথ্য প্রমান উপস্হাপন করেছেন তিনি।
>>>
অন্যদিকে জিয়া হার্ট ফাউন্ডেশনসহ সহযোগী সকল অঙ্গ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র দাখিল করে রাতে সংবাদ মাধ্যমে কপি সরবরাহ করেছেন এ.কে. এম আজাদ।

Salahuddin Ahmed
4,578 Views · 2 months ago

⁣দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে চিকিৎসা সেবা, সিমিত ফিতে ১২ ধরনের পরীক্ষা নিরিক্ষা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের ১০০ শর্য্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারে শুরু হয়েছে ওয়ান স্টোপ "কেয়ার স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। দুই শিপ্টের বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে রোগীরা পাবেন দুবার করে চিকিৎসা সেবা। সেই সাথে রোগ জীবানু নির্নয়ে ৩০ টাকা থেকে শুরু করে ৩৩০ টাকার মধ্যে আল্ট্রাসনোগ্রাম এক্সরে রক্ত মূত্রসহ ১২ ধরনের নমূনা পরীক্ষা নিরিক্ষা করাতে পারবেন সব বয়সি রোগীরা। বিনামুল্যেও কিছু কিছু ঔষধ দেওয়া হবে রোগীদের। দুস্হঃ রোগীদের বিনামূল্যে ঔষধ দিতে দানশীল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা চাওয়া হয়েছে।
পর্য্যায়ক্রমে বর্হি বিভাগে অল্প টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্হ্য সেবা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ প্রসব সেন্টার ও ডে কেয়ার সার্জারী বিভাগ চালুর উদ্দ্যেগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এবিষয়ে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত তুলে ধরেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম আজাদ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির এবং নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার চালুর প্রকল্পের কথা। অলাভজনক স্বেচ্ছাসেবী এবং নিজস্ব আয়ে পরিচালন হিসেবে ১৮৯২ সালের ১৩জুন হাসপাতালটির প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন ( মুরহুমা) সংরক্ষিত আসনের এমপি বেগম খুরশিদ জাহান হক চকলেট। ২০০৩ সালে ২৩ এপ্রিল হাসপাতালটি উদ্বোধন করেন তৎকালীন সময়ের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।
গত ২০২২ সালের ১৭ জুন স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের বর্হি বিভাগ ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেছিলেন খুরশিদ জাহান হক চটলেটের ছেলে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ড.হাসনাইন আক্তার হক।
ধাপে ধাপে হাসপাতালে ক্লোজ হার্ট সার্জারী,এনজিওগ্রাম,পিটিসিএ, ওপের হার্ট সার্জারী, শিশু কার্ডিওলজভ নিউরো মেডিসিন, নিউরো সার্জারী অর্থোপেডিক সার্জারী গাইনী এন্ড অবস্ ফিজিএমওথেরাপী এবং, ডেন্টাল বিভাগসহ জরুরী চিকিৎসা সেবা সম্প্রসারিতসহ চলমান রয়েছে।

Salahuddin Ahmed
565 Views · 2 months ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > শোক র‍্যালী আলোচনাসভা এবং দোয়ার মাহফিলের মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ ১৪ জুলাই সোমবার অর্ধ দিবস ব্যাপি কর্মসূচিতে পার্টির পরলোকগত নেতাকে স্মরন করেন তারা।

কালিতলাস্হ দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় প্লাকার্ড ফ্যাস্টুন সহ পার্টির নির্বাচনী প্রতিক লাঙ্গন বহন করেন তারা।

আত্বার মাগফেরাত কামনায় এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন খানি এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দুঃস্হদের মাঝে খাবার বিতরন করেন তারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, লাইছুর রহমান লাবলৃ, মোতাল্লেব, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, পৌর কমিটির সাধারন সম্পাদক সোয়েব, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, যুগ্ম সদস্য সচিব আসলাম , ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিহাল আহমেদ, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ কমিটি সভাপতি মাকবুল এবং দাইনুর কমিটির সাধারন সম্পাদক আজাদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
###

Salahuddin Ahmed
2,365 Views · 2 months ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দীর্ঘ আট মাস পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এদিকে ঢাকায় ৩শত টাকা এবং জেলা শহর দিনাজপুরে ১৫০ টাকা কেজিতে উঠেছ৷ কাঁচা মরিচের দাম।

গেল বৃহস্পতিবার রাতে হিলি স্হল বন্দরে ভারত থেকে কাঁচা মরিচ নিয়৷ ২টি ট্রাক প্রবেশ করেছে। ⁣গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের একটি ভরাতীয় রফতানিকারক প্রতিষ্ঠান ঝাড়খান রাজ্য থেকে মরিচ বাংলাদেশে রপ্তানি করেছে বলে জানা গেছে।আমদানিকারক বাংলাদেশের হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল।

কয়েকদিনের মধ্যে দেশের বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দেওয়ায় ৪০ টাকা কেজির কাঁচা মরিচের দাম রাজধানী ঢাকায় ৩শ এবং জেলা শহরে দেড়শত টাকায় উঠেছে।
জানা গেছে গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। দেশী মরিচ বাজারে উঠায় দাম কমে যাওয়ায় আমদানি বন্ধ করা হয়েছিল।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, চলতি বর্ষা মোওসুমে দেশে অতিবৃষ্টি এবং কোথাও কোখাও ও বন্যার কারণে মরিচ খেত নষ্টের কারনে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে। তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।

Salahuddin Ahmed
689 Views · 2 months ago

⁣দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাশের হার ৬৭.৩ শতাংশ। গেল ৬ বছরের মধ্যে ওই হার সর্বনিম্ন। গত বছর হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ২৩ সালে ৭৬ দশমিক ৮৭ শতাংশ এবং ২১ সালে পাশের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। অনুরুপভাবে গেল ৬ বছরের মধ্যে ২০১৯,২০২০ এবং ২০২২ সালে পাশের হার ছিল ৮০ শতাংশের উপরে।

জেলা শহরের হলিল্যান্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, এবার পাশের হার কম মানে ফল বিপর্যয় নয়। প্রকৃত মেধার মূল্যায়ন ঘটেছে। শিক্ষার গুনগত মান বজায় রাখতে বিগত বছরগুলোর মত খাতা মূল্যায়নে উদারতা দেখানো হয়নি৷ তাছাড়া এসএসসির আগে ৮ম এবং ৯ম শ্রেণিতে সংক্ষিপ্ত সিলেবাস পেরোতে হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষাবোর্ডগুলোর প্রতিযোগিতায় ফলাফলে উদারতা নয়, শিক্ষা এবং শিক্ষার্থীদের গুনগত মান নির্নয় করা হয়েছে।

Salahuddin Ahmed
56 Views · 3 months ago

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > দিনাজপুরের বোচাগঞ্জে সাধক চন্দ্র রায় হত্যা রহস্য উদঘাটনসহ জড়িত প্রতিবেশী বন্ধ মোনাদ্বীপ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ। সেই সাথে আলামতও উদ্ধার করতে পেরেছে তারা।
গ্রেপ্তার মনোদ্বীপ রায়(২০) বোচাগঞ্জের ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।
জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায়ে কাছে ১ হাজার টাকা লাভের বিনিময়ে এক মাসের জন্য ১০ হাজার টাকা কর্জ নিয়েছিল প্রতিবেশী বন্ধু মোনাদ্বীপ রায়। কিন্তু কর্জের গোপন বিষয়টি অভিভাবককে জানিয়ে দেওয়ার ক্ষোভে ফুসছিলো মনোদ্বীপ। টাকা ফেরত দেওয়ার পরিবর্তে খুনের মতলব আটে সে। পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন রাতে সাধককে মোবাইল ফোনে স্হানীয় বেদাহার এলাকায় উৎপল রায় বুলু চেয়াম্যানের মাছ চাষের পুকুর পাড়ে ডেকে নেয় মনোদ্বীপ রায়। বাক বিতন্ডার এক পর্য্যায়ে বাঁশের লাঠি দিয়ে সাধক চন্দ্র রায়ের মাথার পেছন দিকে আঘাত করে সে। মৃত্যু নিশ্চিত জেনে লাশ পুকুরে ফেলে আত্বগোপনে ঠাকুরগাঁও সটকে পড়ে সে। ২দিন পর বুধবার সকালে পুকুরে ভেসে উঠে তার অর্ধ গলিত লাশ। খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরিসহ লাশ উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ।
বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, ছেলে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন পিতা মনোজ চন্দ্র রায়। তদন্তে নেমে নেপথ্য কারন উদঘাটনসহ জড়িতকে চিহিতসহ দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।
এদিকে আজ শনিবার দুপুরে ঘটনাস্হল পরিদর্শনে যান পুলিশ সুপার মারুফাত হুসাইন। এসময় মোনদ্বীপ রায়ের দেখানো স্হান থেকে সাধক রায়ের ব্যবহৃত মোটর সাইকেল এবং হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করেছেন তারা। এসময় ছেলে হত্যায় জড়িতের ফাঁসি দাবি করেন সাধক রায়ের পিতা।
###

Salahuddin Ahmed
19 Views · 3 months ago



স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয়দের সাথে মাদকদ্রব্যের অপব্যবহারসহ অবৈধ পাচার বিরোধী জনসচেতনামুলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২০ ব্যাটালিয়নের সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার সকাল হিলি রেলস্টেশন এলাকায় এ জনসচেতনামুলক সভা ও লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির হিলি ক্যাম্পের কোম্পানী কমান্ডার অসিম কুমার, হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হুদা খান, শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল ওহাবসহ অন্যান্যরা।
###

Salahuddin Ahmed
23 Views · 3 months ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর শিক্ষাবোর্ডে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৮টি কলেজ থেকে অংশ নিচ্ছে ১লাখ ৭ হাজার ৭৬৮জন পরীক্ষার্থী।
সুষ্ঠৃভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে খোলা হয়েছে ২১৩টি কেন্দ্র। কোচিং সেন্টার ফটো কপির দোকান বন্ধ রাখাসহ নজরদারিতে পরীক্ষা গ্রহন করছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে ৭৪ হাজার ৮৩ জন, বিজ্ঞানে ২৬ হাজার ৪১জন এবং ব্যবসা বানিজ্যে ৭ হাজার ৬৪৪জন।
অন্যান্য বছরের মত এবারো পরীক্ষায় অংশ গ্রহনকারি ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশী। ছাত্রীর সংখ্যা ৫৬ হাজার ১৬৪ জন এবং ছাত্রের সংখ্যা ৫১ হাজার ৬শত ৪জন।

Show more