Salahuddin Ahmed
Salahuddin Ahmed

Salahuddin Ahmed

      |      

Subscribers

   Breaking news

Salahuddin Ahmed
3 Views · 20 hours ago

স্টাফরিপোর্টার,দিনাজপুর> দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তণ এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবিতে আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর প্রেস ক্লাবে যৌথ ভাবে সংবাদ সম্মেলন করেছে ওই আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল হালিম এবং অবসরভোগী কর্নেল মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনের আগে দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে প্রেস ক্লাবে হাজির হন এলাকার নেতাকর্মীরা।

মনোয়ন প্রত্যাশী বিএনপির জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম ও অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আসনে মনোনিত প্রার্থী আক্তারুজ্জামানকে পরিবর্তন করা না হলে আসনটি জামায়াতের প্রার্থীকে জয় এনে দেবে। নেতাকর্মীসহ সাধারন ভোটারদের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলে জয় পাবে বিএনপির ধানের শীষের প্রার্থী।
গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় দিনজপুর ৪ আসনে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণার সাথে সাথে খানসামা এবং চিরিরবন্দর উপজেলা জুড়ে সর্ব সাধারনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে। ১৬ নভেম্বর খানসামা ও চিরিরবন্দর উপজেলার হাজার হাজার বিএনপির ভোটার খানসামা উপজেলার পাকেরহাটে একত্রিত হয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করার দাবিতে মৌন মিছিলসহ মতবিনিময় সভা করেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দুই প্রত্যাশী জানান পরিবর্তনের পর যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করবেন তারা।

Salahuddin Ahmed
11 Views · 21 hours ago

স্টাফ রিপর,দিনাজপুর > "সুস্বাস্হ্য সবার জন্য, কারো জন্য নয় ক্ষুধা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে কৃষকের জন্য লাভজনক উন্নত জাতের অধিক ফলনশীল ভূট্টাসহ বিভিন্ন শাকসব্জীর আবাদ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে বায়ার ক্রপ সায়েন্স নামে একটি প্রতিষ্ঠান। আজ বুধবার দিনাজপুর সদরের কর্নাই গ্রামে ৫ একর জমির উপর গড়ে তোলা গবেষনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কৃষক শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন বায়ারের এশিয়া মহাদেশের রিজিওনাল প্রধান মিস মালু নাখরাইনার। এসময় উপস্থিত ছিলেন বায়ার *ক্রপ* সায়েন্সের বাংলাদেশের ব্যবস্হাপনা পরিচালক জাহিদুল ইসলাম এবং হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকসহ অন্যান্যরা।
এতে ৪টি (কেডিসি ৯২১৭, কেডিসি ৯১৬৫, কেডিসি ৯১৪৪ এবং কেডিসি ৯২৫৬) নতুন জাতের ভূট্রা চাষের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন তারা। পাশাপাশি ফুলকপি বাধা কপি শশা এবং মরিচসহ বিভিন্ন কৃষিজ ফলন প্রদর্শন করা হয়। কৃষক পর্য্যায়ে ছড়িয়ে দিতে নতুন নতুন জাতের ভূট্রার উদ্ভাবনে গবেষনা চালাচ্ছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে আদিবাসী নারীরা।

Salahuddin Ahmed
11 Views · 2 days ago

স্টাফ রিপোর্টার> দলীয় প্রার্থী হিসেবে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে নাম ঘোষনার সাথে নেতাকর্মীদের নিয়ে প্রচারনা শুরু করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। প্রতিদিন ছুটছেন সব শ্রেণির ভোটারদের দ্বারে দ্বারে। নিচ্ছিন আর্শিবাদ, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

নেতাকর্মী সমর্থকদের শতশত মোটর সাইকেলের বহরে মেঠোপথে ভোটারদের কাছে ছুটছেন তিনি। হাতে তুলে দিচ্ছেন প্রচারপত্র, ধানের শীষ প্রতীক। কুশল বিনিময়ে কথা দিচ্ছেন এলাকার উন্নয়ন এবং বিরাজমান সমস্যা সমাধানের।

Salahuddin Ahmed
6 Views · 3 days ago

স্টাফ রিপোর্টান, দিনাজপুর > দিনাজপুর ১ আসনে ( বীরগঞ্জ-কাহারোল) বিএনপির ঘোষিত এমপি প্রার্থী পরির্তন করে ত্যাগী নেতা জাকির হোসেন ধলুকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ শহরে বিক্ষোভসহ মশাল মিছিল করেছে তৃণমূলের স্হানীয় নেতাকর্মীরা।
দলের দুর্দিনে পার্টির হাল ধরে থাকায় এবং স্বৈরাচারি সরকারের দমন পীড়নে নির্যাতিত নেতাকর্মীর পাশে থাকার কারনে তাকে প্রার্থী হিসেবে চাইছেন আন্দোলনকারিরা।
একই দাবিতে প্রতিদিনই সভা সমাবেশসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
মনোনয়ন পরিবর্তন করা হলে আসনটি জামায়াতের ঘরে চলে যাবে বলে আশংকা নেতাকর্মীদের। জাকির হোসেন ধলুকে মনোনয়ন দিলে আসনটি বিএনপির ঘরে আসবে বলে দাবি করছেন তারা।
মশাল মিছিলের আগে স্হানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মলনে বিস্তারিত তুলে ধরেছেন স্হানীয় নেতারা

Salahuddin Ahmed
16 Views · 6 days ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > পুলিশী বাধায় পন্ড হয়েছে দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন। সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক থ্রেট থাকায় এবং সমাবেশ আয়োজনে প্রশাসনের অনুমতি না থাকার কথা উল্লেখ করে সম্মেলনে বাধা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ওই কর্মী সম্মেলন আয়োজন ছিল দিনাজপুর প্রেস ক্লাবের ভাড়া নেওয়া মিলনায়তনে। 
সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীদের সম্মেলন কক্ষ অবস্হান গ্রহনের পুর্ব মুহুর্তে  তাদের হটিয়ে দেয় পুলিশ।
পরে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় উপস্হিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন
সম্মেলনে প্রধান অতিথি পার্টির মহা সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,  প্রধান বক্তা রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,  তিন চার মাস ধরে জাতীয় পার্টকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে পরের বার বেশী লোক নিয়ে আমরা আসি। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে৷ কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। যদি না নেয় আরেকবার '৯১ হবে। জাতীয় পার্টি ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কাউকে পরোয়া করিনা। আমরা রাজনীতি করি, জেল জুলুমের জন্য প্রস্তুত। শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি। কিছু ছোট দল আমাদেরকে  দশর বলে। কারন জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবেনা। দশর বলে জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন। আমরা ৯টা ভোট করেছি। ভাল ফল করেছি। তাই অনেকে ভোটের মাঠ রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় ভোটের সময় গজিয়ে উঠা দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলেও ছিল।
জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোন সুষ্ঠ নির্বাচন হবেনা। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করা হলে সেই ভোট নিষ্কৃষ্ট ভোট হবে। সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবেনা। সেই সরকারের পতন হবে। দেশে বারবার গন বিপ্লব হবে। বিপ্লব থেকে বাঁচতে জাতীয় পার্টিকে ভোটে অংশ গ্রহনের আবহান জানিয়েছেন তিনি।
তিনি প্রশ্ন করেন ,ভোটে অংশ গ্রহন করা যদি অপরাধ হয়ে থাকে ৭৭ গন ভোটে সেই সরকার ৯৮ পার্সেট ভোট পেয়েছিল। ৭৯ তে গণ ভোট হয়েছিল, সেখানে অভিযোগ আছে। ৮৬তে জামায়াত অংশ গ্রহন করেছিল সেটা বিএনপি এক তরফা বলে, বিএনপি ১৫ ফেব্রুয়ারীতে ভোট করেছে। কোন দল কখন কোথায় এক তরফা ভোটে অংশ গ্রহন করেনি। ৮৮ ভোটে আ.স.ম রব অংশ গ্রহন করেছে। আজকে জাতীয় পার্টি ভোটে অংশ গ্রহন করেছে এজন্য জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে বাদ দেওয়ার যে হীন প্রক্রিয়া হচ্ছে। এই হীন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর জাতীর জন্য অসনি সংকেত।
তিনি বহুত্ববাদের বাংলাদেশ গড়তে সকলে নিয়ে ফ্রী ফেয়ার ইলেকশনের দাবি জানিয়েছেন। 

Salahuddin Ahmed
6 Views · 9 days ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে দলের হাই কমান্ডের কাছে দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করতে প্রার্থীর বিরোধী পক্ষের প্রতি আহবান জানিয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার বিএনপির নেতারা। দলের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের পক্ষে আজ মঙ্গলবার বিরলের শহীদ মিনার চত্তরে সংবাদ সম্মেলনে ওই আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নেতা এ্যাডভোকেট আব্দুল বাকী, নুরজামাল হোসেন, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেনসহ তৃণমূলের বিভিন্ন কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে দলের মনোনিত ২৩৭ টি আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষনা করেছিলেন। এর মধ্যে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম রয়েছে৷ দলের ওই মনোনয়নের বিরোধিতা করছেন মনোনয়ন প্রত্যাশি বঞ্চিতরা। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশিদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ভার্চুয়ালি মিটিং করেছিলেন। তখন সবাই অঙ্গিকার করেছিল দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে সবাই কাজ করবেন। এর আগে দিনাজপুর ২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী ২০১৮ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার দলের মনোনয়ন প্রত্যাশী বঞ্চিতরা তার বিরুদ্ধাচারন করছেন।
সংবাদ সম্মেলন শেষে খন্ড খন্ড মিছিল বের করেন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।
##

Salahuddin Ahmed
10 Views · 11 days ago

দিনাজপুর ২ ( বিরল- বেচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার গতকাল শনিবার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটর সাইকেল বহরে শো- ডাউন করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। শহরতলীর কাঞ্চন মোড়ে এশিয়া ফিলিং ষ্টেশন চত্তরে জোড় হয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষনে ছুটে চলে মোটর সাইকেলের বহর। এসময় একটি ট্রাকে চড়ে হাত নাড়েন বিএনপির প্রার্থী পিনাক।

Salahuddin Ahmed
3 Views · 12 days ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সকালে শহরের ইনস্টিটিউট চত্তর থেকে বনার্ঢ্য র‍্যালী শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ। এর আগে জাতীয় সংগিত পরিবেশনসহ জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নঈম জাহাঙ্গীর, সাদেক আহমেদ খান, সচিব কেন্দ্রীয় কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, এ ছাড়াও আরোও বক্তব্য রাখেন আবুল বাশার, মনসুর আলী সরকার, নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের আহ্বায়ক মোকশেদ আলী মঙ্গলীয়া।
আলোচনা সভা শেষে ৬জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Salahuddin Ahmed
9 Views · 13 days ago

⁣দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের ২ ( বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ । কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন বয়োবৃদ্ধ সমর্থকরা। এসময় রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমুলের নেতাকর্মী সমর্থকেরা। গতকাল এবং দ্বিতীয় দিনে রাজপথ মাতিয়ে তোলেন দলের নেতাকর্মীরা।
গত ১৫ বছরে দলের দুর্দিনে পিনাকের নিষ্ক্রীয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারিরা। আওয়ামী লীগ সরকার আমলে হাজার হাজার নেতাকর্মী গায়েবী মামলা হাজতবাসসহ হয়রানীর শিকার হলেও পিনাক চৌধুরী ছিলেন ধরা ছোয়ার বাইরে। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে তার মামা ভাগ্নে সম্পর্ক বলে অভিযোগ তুলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিচ্ছেন তৃণমুলের নেতাকর্মীরা। মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করায় ক্ষোভে ফুসছেন তারা।
ঘোষিত মনোনয়নের প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন তারা। আজ শুক্রবার দুপুরে বিরলে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল বের করেন তারা। মিছিল শেষে একই মঞ্চে বক্তব্য দেন দলের মনোনয়ন প্রত্যাশি বিএনপি'র জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, জেলা কমিটির সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে ওই তিনজনের মধ্যে যে কোন একজনকে প্রার্থী ঘোষনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় নিশ্চিত আসনটি হারানোর আশংকা করছেন তারা।
###

Salahuddin Ahmed
13 Views · 28 days ago

⁣⁣জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেছেন,পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, বাংলাদেশের ৪৩টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করে দেশকে সার্বক্ষনিক ভাবে উন্নয়নের ছোয়া দিয়ে গেছেন। পল্লী বন্ধু এরশাদ যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ের রাজনীতিবিদের তা দেখে মাথা ঘুরে গিয়েছিল। তারা ভেবেছিল পল্লীবন্ধু হোসেন মুহাম্মাদ এরশাদ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে যদি এগিয়ে নিয়ে যায তাহলে তাদের রাষ্ট্র শোষন করার সুযোগ আসবেনা,দেশের অর্থ লুটপাট করার সুযোগ আসবে না। তাই সেদিন তারা মিথ্যা আখ্যা দিয়ে এরশাদের বিরুদ্ধে মিথ্যা স্বৈরাচারের আখ্যা দিয়ে আন্দোলন করেছিল।
এরশাদের জাতীয় পার্টি এদেশের মাটি মানুষরর সাথে মিশে আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ নয়। মেনে নেওয়া হবেনা। জিএম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের সাধারন মানুষকে উন্নয়নে ভাষাতে দেশবাসির প্রতি আহবান জানান।
২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

Salahuddin Ahmed
36 Views · 1 month ago

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > জাতীয় পার্টির ( জাপা) দিনাজপুর জেলায় নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি এবং বর্ধিতসভা শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ১৩টি উপজেলা কমিটিসহ তৃনমূলের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব জুলফিকার হোসেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন, এখনকার জাতীয় পার্টিই হচ্ছে সত্যিকারের জাতীয় পার্টি। পরষ্পরের প্রতি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অতিতের ব্যর্থতা অভিযোগ ভুলে গিয়ে জিএম কাদেরের নেতৃত্বে সংগঠনকে নতুন শক্তিশালী গতিশীল করতে পারলে জাতীয় পার্টিকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। এক হাজার মিথ্যাবাদীর চেয়ে একজন সত্যবাদী অনেক বেশী শক্তিশালী।
হুসেন মোহাম্মদ এরশাদ এদেশের যে উন্নয়ন করেছে ইসলামের জন্য যে কাজ করেছেন, এদেশের মাটি ও মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, অন্য কোন সরকার তা করেনাই। কেউ বড়বড় প্রজেক্ট দিয়ে লুটপাট করেছে, কেউ হত্যা করেছে মানুষ। কিন্তু এরশাদের হাতে কোন রক্তের দাগ নেই। জেল খানায় থাকার পরেও ৫টি আসনে জয় লাভ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় নেতা নেই।
সদস্য সচিব জুলফিকার হোসেন বলেন, জাতীয় পার্টি আদর্শ লালন করে, এই আদর্শকে সারা বাংলায় সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় নিয়ে আসলে প্রকৃত অর্থে মানুষের মুক্তি হবে,গণতন্ত্রের মুক্তি হবে স্বাধীনতার মুক্তি হবে বৈষম্যে সমাপ্তি ঘটবে। জিএম কাদেরের নের্তৃত্বে সুন্দর নতুন বাংলাদেশ গঠন হবে।
সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল,রোকেয়া বেগম লাইজু, বিধান চক্রবর্তী বাসু,ডাঃ আনোয়ার হোসেন, শফিক আহমেদ এব তৌহিদুল ইসলাম স্বপনসহ অন্যান্যরা।

আগামী তিন মাসের মধ্যে উপজেলাসহ তৃনমূলের সব কমিটি গঠনের তাগিদ দিয়েছেন বক্তারা।

Salahuddin Ahmed
276 Views · 1 month ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের আয়োজনে ১৫০০শত প্যারেন্টস নিয়ে গতকাল শুক্রবার রাত পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেন্টারে । জ্ঞান বিজ্ঞানের নানান বিষয়ে শিশু শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন অভিভাবকেরা। উৎসবি আমেজে পুরো আয়োজন পরিনত হয় মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন,। বিশেষ অতিথি অধ্যক্ষ আনিসুর রহমান, ড.শামসুজ্জোহা, মাওলানা সিরাজুস সালেহীন।
প্যারেন্টিং-এ প্রধান আলোচক ছিলেন ⁣ইন্টা: পিস ফাউন্ডেশনের ⁣চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ আলোচক ছিলেন⁣: পিস ফাউন্ডেশনের ⁣⁣সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন দিনাজপুরের ⁣ ইন্টা: পিস স্কুল অ্যান্ড কলেজের⁣ চেয়ারম্যান ⁣রাজেবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্টানের এক্সিকিউটিভ সেক্রেটারি সোহেল রানা, ভাইস প্রিন্সিপাল রাওফাত জাহান, একাডেমিক কোর্ডিনেটর সাদিয়া আফরিন সহ সকল শিক্ষক মন্ডলী।
সাংস্কৃতিক অনুষ্টানে বিনোদনের মধ্য দিযে সমাপ্তি ঘটে আয়োজনের। অনুষ্ঠানে ইসলামী ও দেশত্ত্ববোধক গান অভিনয় ও নাটিকা উপস্থাপন করা হয় যা অত্র স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

Salahuddin Ahmed
24 Views · 1 month ago

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। পাশের হার জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রদের পিছনে ফেলে এবারো এগিয়ে রয়েছে ছাত্রীরা।

Salahuddin Ahmed
15 Views · 1 month ago

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে আজ রবিবার দুপুরের দিকে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বিক্ষোভ সমাবেশে ৫দফা বস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।
সমাবেশ শেষে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আমিরঅধ্যাপক আনিসুর রহমান, কমিটির সেক্রেটারি এনামুল হক এবং দিনাজপুরের ৬টি আসনে এমপি মনোনিত ৬জন প্রার্থীসহ অন্যান্যরা।

Salahuddin Ahmed
72 Views · 2 months ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > খাগড়াছড়িতে আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষন বিরোধী আন্দোলনে হামলা এবং হত্যাকান্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরের দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে যৌথভাবে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেছেন তারা।
###

Salahuddin Ahmed
9 Views · 2 months ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জাতীয় পার্টির দিনাজপুরের নব গঠিত আহবায়ক কমিটির নেতারা হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন। সেই সাথে সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সোমবার রাতে শহরের পুর্ব কালিতলা মন্ডপ পরিদর্শন করেন নব গঠিত জেলা কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং জেলা কমিটির সদস্য সচিব বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, রোকেয়া বেগম লাইজু, লাইসুর রহমান লাবু, মীর আনিসুজ্জামান মিলন,আজিম উদ্দিন বাবু, আবুল কালাম আজাদ বাবু, নাসিম খান পীরু, শাহিন এবং সুবল চন্দ্র দাসসহ অন্যান্যরা।
জাতীয় পার্টির নেতাদের মন্ডপ কমিটির পক্ষে অভ্যর্থনা জানান আশিষ কুমার ব্যানার্জী বাপ্পীসহ অন্যান্যরা।
এসময় কুশলাদীর খোজ খবর নেওয়াসহ সম্প্রদায়ের দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের সহযোগিতার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তারা।
###

Salahuddin Ahmed
47 Views · 2 months ago

বিদ্যমান নীতিমারা ২০০৯ বহাল রাখা এবং ১৫ বছর আগে নির্ধারিত বস্তা প্রতি কমিশন ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকায় উন্নিতকরন ও চাহিদামত সার সরবরাহের দাবি করেছেন ডিলাররা

Salahuddin Ahmed
13 Views · 2 months ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকালে ইনস্টিটিউট চত্তরে সমা্বেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা। এর আগে একই স্হানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের আরেকটি সংগঠন।এসময় দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় তারা।
জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সদর আসনে মনোনিত দলীয় এমপি প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, সদর কমিটির আমির মেহেরাব আলী এবং শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীনসহ অন্যান্যরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মাওলানা সোহবার হোসেন, সাধারন সম্পাদক মাওলানা খায়রুজ্জামান, অর্থ সম্পাদক ওসমান গনী, আজিজুল হক, যুব নেতা মাসুদ রানা ও সফিকুল ইসলামসহ অন্যান্যরা।
পিআর পদ্ধতি ছাড়া তারা ত্রয়োদশ নির্বাচন মেনে নেওয়া হবেনা বলে ঘোষনা করেছেন বক্তারা। আওয়ামী লীগের মত জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোষর ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

Salahuddin Ahmed
10 Views · 2 months ago

⁣সুষ্ঠু শান্তিপূর্ণ সৌহার্দ্য পরিবেশে দুর্গাপুজা উদযাপনে সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্হা, র‍্যাব ডিজি
দিনাজপুর প্রতিনিধি > র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, সারাদেশে এ বছর ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাবসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার দুপুরে দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে ব্রীফ করেন র‍্যাব মহা পরিচালক।
মহাপরিচালক বলেন, আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ১৪/১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপরতার কোনো সুযোগ পাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিভ্রান্ত না হয়ে সঠিকতা যাছাইয়ের তাগিদ দিয়েছেন তিনি
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ অন্যান্যরা।
###

Salahuddin Ahmed
9 Views · 2 months ago

⁣জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে আমেরিকায় অপমানিত করার প্রতিবাদে এবং পতিত ফ্যাসিস্ট ও খুনী আওয়ামীলীগের বিচারের দাবিতে৷ আজ মঙ্গলবার বিকালে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা।

Show more