Laatste video's

Salahuddin Ahmed
10 Bekeken · 3 dagen geleden

⁣পাঁচ দফা দাবিতে ১৬ এপ্রিল দিনাজপুরের নিমনগর বালুবাড়ীতে সড়ক এবং।রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছে তারা

Salahuddin Ahmed
42 Bekeken · 3 dagen geleden

⁣নিজস্ব প্রতিনিধি> দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গতকাল মঙ্গলবার রাতে আটক গাইবান্ধা সদর ২ আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবীরকে আজ বুধবার গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। আটক সারোয়ার আওয়ামী লীগের গাইবান্ধা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রেস ব্রিফিংয়ে জানান, গাইবান্ধা থানায় হত্যা চেষ্টা এবং বিষ্ফোরক আইনসহ বিভিন্ন ধারায় সারোয়ার কবীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে দিনাজপুরে বোন ভগ্নিপতির বাড়ীতে আত্বগোপন করেছিলেন তিনি। আজ বুধবার তাকে গাইবান্ধা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।
এসময় একটি প্রিজন ভ্যানে তুলে তাকে নিয়ে গন্তব্যে ছুটে যায় গাইবান্ধার থানা পুলিশ।

Salahuddin Ahmed
12 Bekeken · 5 dagen geleden

দিনাজপুরে একের পর এক গান এবং নৃত্যের ঝলকানি তালে দর্শকদের বর্ষ বরনের অনুষ্ঠানে মাতিয়ে তোলে শিল্পীরা। এছাড়াও পান্তাভাত এবং বর্নাঢ্য র‍্যা⁣⁣লীসহ নানান অনুষ্ঠান আয়োজনে বর্ষ বরনের ধুম পড়ে পাড়া মহল্লাসহ প্রত্যান্ত অঞ্চলে।

Salahuddin Ahmed
10 Bekeken · 6 dagen geleden

⁣দিনাজপুরে আনন্দ উল্লাস এবং নিরাপদে নববর্ষ ১লা বৈশাখ বরনে প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। এব্যাপারে আজ রবিবার বিকালে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। নাশকতার আশংকা নেই বলে জানিয়েছেন তিনি। তবে সে ধরনের তথ্য থাকলে সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন (ক্রাইম এন্ড অপস্) মিডিয়া ফোকাল পয়েন্টর দ্বায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসাইন এবং বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানসহ অন্যান্যরা।

Salahuddin Ahmed
12 Bekeken · 6 dagen geleden

⁣ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী এবং দোসরদের নারী শিশুসহ গণহত্যার প্রতিবাদে আজ রবিবার দিনাজপুরে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে তারা।

Salahuddin Ahmed
69 Bekeken · 10 dagen geleden


দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস ১ম ব্যাচের পরীক্ষার ফলাফল ঘোষনায় বৈষম্যের প্রতিবাদে আজ ৯ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথে⁣ ভুক্তভোগী পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৬ মাসেও প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। পাশাপাশি তদন্ত প্রতিবেদন প্রকাশসহ বৈষম্যমূলক ফলাফল সংশোধন দাবি জানিয়েছে তারা।
( ফুটেজের শেষাংশে বক্তব্য

Laat meer zien