أحدث مقاطع الفيديو

Salahuddin Ahmed
13 المشاهدات · منذ 8 أيام

⁣⁣জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেছেন,পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, বাংলাদেশের ৪৩টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করে দেশকে সার্বক্ষনিক ভাবে উন্নয়নের ছোয়া দিয়ে গেছেন। পল্লী বন্ধু এরশাদ যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ের রাজনীতিবিদের তা দেখে মাথা ঘুরে গিয়েছিল। তারা ভেবেছিল পল্লীবন্ধু হোসেন মুহাম্মাদ এরশাদ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে যদি এগিয়ে নিয়ে যায তাহলে তাদের রাষ্ট্র শোষন করার সুযোগ আসবেনা,দেশের অর্থ লুটপাট করার সুযোগ আসবে না। তাই সেদিন তারা মিথ্যা আখ্যা দিয়ে এরশাদের বিরুদ্ধে মিথ্যা স্বৈরাচারের আখ্যা দিয়ে আন্দোলন করেছিল।
এরশাদের জাতীয় পার্টি এদেশের মাটি মানুষরর সাথে মিশে আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ নয়। মেনে নেওয়া হবেনা। জিএম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের সাধারন মানুষকে উন্নয়নে ভাষাতে দেশবাসির প্রতি আহবান জানান।
২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

Salahuddin Ahmed
36 المشاهدات · منذ 12 أيام

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > জাতীয় পার্টির ( জাপা) দিনাজপুর জেলায় নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি এবং বর্ধিতসভা শনিবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ১৩টি উপজেলা কমিটিসহ তৃনমূলের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব জুলফিকার হোসেন।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল বলেন, এখনকার জাতীয় পার্টিই হচ্ছে সত্যিকারের জাতীয় পার্টি। পরষ্পরের প্রতি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অতিতের ব্যর্থতা অভিযোগ ভুলে গিয়ে জিএম কাদেরের নেতৃত্বে সংগঠনকে নতুন শক্তিশালী গতিশীল করতে পারলে জাতীয় পার্টিকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। এক হাজার মিথ্যাবাদীর চেয়ে একজন সত্যবাদী অনেক বেশী শক্তিশালী।
হুসেন মোহাম্মদ এরশাদ এদেশের যে উন্নয়ন করেছে ইসলামের জন্য যে কাজ করেছেন, এদেশের মাটি ও মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, অন্য কোন সরকার তা করেনাই। কেউ বড়বড় প্রজেক্ট দিয়ে লুটপাট করেছে, কেউ হত্যা করেছে মানুষ। কিন্তু এরশাদের হাতে কোন রক্তের দাগ নেই। জেল খানায় থাকার পরেও ৫টি আসনে জয় লাভ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় নেতা নেই।
সদস্য সচিব জুলফিকার হোসেন বলেন, জাতীয় পার্টি আদর্শ লালন করে, এই আদর্শকে সারা বাংলায় সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় নিয়ে আসলে প্রকৃত অর্থে মানুষের মুক্তি হবে,গণতন্ত্রের মুক্তি হবে স্বাধীনতার মুক্তি হবে বৈষম্যে সমাপ্তি ঘটবে। জিএম কাদেরের নের্তৃত্বে সুন্দর নতুন বাংলাদেশ গঠন হবে।
সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, এ্যাডভোকেট রায়হানুল ইসলাম বাবুল,রোকেয়া বেগম লাইজু, বিধান চক্রবর্তী বাসু,ডাঃ আনোয়ার হোসেন, শফিক আহমেদ এব তৌহিদুল ইসলাম স্বপনসহ অন্যান্যরা।

আগামী তিন মাসের মধ্যে উপজেলাসহ তৃনমূলের সব কমিটি গঠনের তাগিদ দিয়েছেন বক্তারা।

Salahuddin Ahmed
247 المشاهدات · منذ 13 أيام

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুরের আয়োজনে ১৫০০শত প্যারেন্টস নিয়ে গতকাল শুক্রবার রাত পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেন্টারে । জ্ঞান বিজ্ঞানের নানান বিষয়ে শিশু শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন অভিভাবকেরা। উৎসবি আমেজে পুরো আয়োজন পরিনত হয় মিলন মেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন,। বিশেষ অতিথি অধ্যক্ষ আনিসুর রহমান, ড.শামসুজ্জোহা, মাওলানা সিরাজুস সালেহীন।
প্যারেন্টিং-এ প্রধান আলোচক ছিলেন ⁣ইন্টা: পিস ফাউন্ডেশনের ⁣চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ আলোচক ছিলেন⁣: পিস ফাউন্ডেশনের ⁣⁣সেক্রেটারি আলমগীর মোহাম্মাদ ইউসুফ। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন দিনাজপুরের ⁣ ইন্টা: পিস স্কুল অ্যান্ড কলেজের⁣ চেয়ারম্যান ⁣রাজেবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র প্রতিষ্টানের এক্সিকিউটিভ সেক্রেটারি সোহেল রানা, ভাইস প্রিন্সিপাল রাওফাত জাহান, একাডেমিক কোর্ডিনেটর সাদিয়া আফরিন সহ সকল শিক্ষক মন্ডলী।
সাংস্কৃতিক অনুষ্টানে বিনোদনের মধ্য দিযে সমাপ্তি ঘটে আয়োজনের। অনুষ্ঠানে ইসলামী ও দেশত্ত্ববোধক গান অভিনয় ও নাটিকা উপস্থাপন করা হয় যা অত্র স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

Salahuddin Ahmed
23 المشاهدات · منذ 15 أيام

দিনাজপুর শিক্ষাবোর্ডে পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। পাশের হার জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রদের পিছনে ফেলে এবারো এগিয়ে রয়েছে ছাত্রীরা।

Salahuddin Ahmed
15 المشاهدات · منذ 19 أيام

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে আজ রবিবার দুপুরের দিকে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বিক্ষোভ সমাবেশে ৫দফা বস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।
সমাবেশ শেষে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আমিরঅধ্যাপক আনিসুর রহমান, কমিটির সেক্রেটারি এনামুল হক এবং দিনাজপুরের ৬টি আসনে এমপি মনোনিত ৬জন প্রার্থীসহ অন্যান্যরা।

Salahuddin Ahmed
72 المشاهدات · منذ 1 شهر

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > খাগড়াছড়িতে আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষন বিরোধী আন্দোলনে হামলা এবং হত্যাকান্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরের দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে যৌথভাবে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেছেন তারা।
###

Salahuddin Ahmed
9 المشاهدات · منذ 1 شهر

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জাতীয় পার্টির দিনাজপুরের নব গঠিত আহবায়ক কমিটির নেতারা হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন। সেই সাথে সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সোমবার রাতে শহরের পুর্ব কালিতলা মন্ডপ পরিদর্শন করেন নব গঠিত জেলা কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং জেলা কমিটির সদস্য সচিব বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, রোকেয়া বেগম লাইজু, লাইসুর রহমান লাবু, মীর আনিসুজ্জামান মিলন,আজিম উদ্দিন বাবু, আবুল কালাম আজাদ বাবু, নাসিম খান পীরু, শাহিন এবং সুবল চন্দ্র দাসসহ অন্যান্যরা।
জাতীয় পার্টির নেতাদের মন্ডপ কমিটির পক্ষে অভ্যর্থনা জানান আশিষ কুমার ব্যানার্জী বাপ্পীসহ অন্যান্যরা।
এসময় কুশলাদীর খোজ খবর নেওয়াসহ সম্প্রদায়ের দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের সহযোগিতার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তারা।
###

Salahuddin Ahmed
47 المشاهدات · منذ 1 شهر

বিদ্যমান নীতিমারা ২০০৯ বহাল রাখা এবং ১৫ বছর আগে নির্ধারিত বস্তা প্রতি কমিশন ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকায় উন্নিতকরন ও চাহিদামত সার সরবরাহের দাবি করেছেন ডিলাররা

Salahuddin Ahmed
13 المشاهدات · منذ 1 شهر

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার বিকালে ইনস্টিটিউট চত্তরে সমা্বেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা। এর আগে একই স্হানে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের আরেকটি সংগঠন।এসময় দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় তারা।
জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সদর আসনে মনোনিত দলীয় এমপি প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, সদর কমিটির আমির মেহেরাব আলী এবং শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীনসহ অন্যান্যরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মাওলানা সোহবার হোসেন, সাধারন সম্পাদক মাওলানা খায়রুজ্জামান, অর্থ সম্পাদক ওসমান গনী, আজিজুল হক, যুব নেতা মাসুদ রানা ও সফিকুল ইসলামসহ অন্যান্যরা।
পিআর পদ্ধতি ছাড়া তারা ত্রয়োদশ নির্বাচন মেনে নেওয়া হবেনা বলে ঘোষনা করেছেন বক্তারা। আওয়ামী লীগের মত জাতীয় পার্টিসহ স্বৈরাচারের দোষর ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

Salahuddin Ahmed
10 المشاهدات · منذ 1 شهر

⁣সুষ্ঠু শান্তিপূর্ণ সৌহার্দ্য পরিবেশে দুর্গাপুজা উদযাপনে সবোর্চ্চ নিরাপত্তা ব্যবস্হা, র‍্যাব ডিজি
দিনাজপুর প্রতিনিধি > র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, সারাদেশে এ বছর ৩১ হাজার ৫২৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।
তিনি জানান, ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাবসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার দুপুরে দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে ব্রীফ করেন র‍্যাব মহা পরিচালক।
মহাপরিচালক বলেন, আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ১৪/১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপরতার কোনো সুযোগ পাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিভ্রান্ত না হয়ে সঠিকতা যাছাইয়ের তাগিদ দিয়েছেন তিনি
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ অন্যান্যরা।
###

Salahuddin Ahmed
9 المشاهدات · منذ 1 شهر

⁣জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারাকে আমেরিকায় অপমানিত করার প্রতিবাদে এবং পতিত ফ্যাসিস্ট ও খুনী আওয়ামীলীগের বিচারের দাবিতে৷ আজ মঙ্গলবার বিকালে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা।

Salahuddin Ahmed
23 المشاهدات · منذ 1 شهر

দিনাজপুর জেলা স্কুল অডিটোরিয়ামে আজ শুক্রবার আয়োজিত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের বার্ষিক সমাবেশে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয় করনের দাবি পুরন করবে

Salahuddin Ahmed
26 المشاهدات · منذ 1 شهر

⁣খানসামায় ৬৭ কেজি গাঁজাসহ মাদক
ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জেলার খানসামা থানার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে বিশেষ অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেপ্তার করেছে খানাসামা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাত ওই অভিযান চালিয়েছে তারা।

জেলা ডিবি পুলিশের পক্ষে মানসুম হুদা সাজিব প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদেন ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হকের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে স্থানীয় মাদক ব্যবসায়ী আকিবুল ইসলাম ওরফে আজাদ (৫০) কে গ্রেফতার করেছে।
অভিযানের সময় আসামির বসতবাড়ির শোয়ার ঘরে রাখা একটি সবুজ রঙের স্টিলের ট্রাংক তল্লাসি করে বিশেষভাবে মোড়ানো অবস্হায় ১৭ টি পোটলার মধ্যে ৬০ দশমিক ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।

গ্রেফতার ইসলাম ওরফে আজাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Salahuddin Ahmed
16 المشاهدات · منذ 2 الشهور

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধিন অনার্স ২য় বর্ষের ফর্ম ফিলাপে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর সরকারী কলেজে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ওই কর্মসূচি পালন করেছে তারা। গেল কয়েক বছরের তুলনায় ফর্ম ফিলাপের ফি ১২০০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ৪ হাজার টাকার ফি ৬ হাজার টাকা পর্যন্ত। বর্ধিত ফি প্রত্যাহার করা না হলে ফর্ম ফিলাপ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ সারা দেশে অনার্স দ্বিতীয় বর্ষের ৫ লাখ পরীক্ষার্থীর কাছে ১২০০ থেকে ১৫০০ টাকা বাড়তি আদায় করে প্রায় ৬ কোটি পকেটে ভরতে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ওই বাড়তি ফি আদায় বন্ধে সারাদেশের ৩২ লাখ শিক্ষার্থী আন্দোলনে নামলে সব কিছু উলোট পালোট হয়ে যাবে।
আগের হারে ফি বহাল এবং আগামীতেও যেন ফি বাড়ানো না হয় তার নিশ্চয়তা ছাড়া আন্দোলন চালিয়ে যেতে ঘোষণা দিয়েছে তারা।

শিক্ষার্থীরা বলেন নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে থাকে। গরিব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনের পথ বন্ধ করতে কম পক্ষে আড়াই হাজার টাকা করে ফি বাড়ানো হয়েছে।
ফি কমানোসহ দাবি সম্বলিত স্মারকলিপি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল জব্বারের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।

Salahuddin Ahmed
26,196 المشاهدات · منذ 2 الشهور

গন অধিকার পরিষদের নেতা নুরুর উপর ঢাকায় হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরের দিকে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ করেছেন স্হানীয় নেতাকর্মীরা। ⁣হাসপাতাল মোড় থেকে বৃস্টিতে ভিজে বিক্ষোভ মিছিল নিয়ে কোতয়ালী থানা মোড়ে জাতীয় পার্টির অফিসে আসার পথে চারুবাবুর মোড়ে পুলিশী বাধায় ধাক্কাধাক্কিসহ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। এসময় একজন দলীয় নেতা পায়ে আঘাত পান। পুলিশী বাধা অতিক্রম করে কোতয়ালী থানার সামনে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আরেক দফা পুলিশ বাধা এবং সেনা সদস্যদের প্রতিরোধের মুখে পড়েন তারা। হামলা চালানোর চেষ্টা ভন্ডুল হলে ফিরে যায় তারা।
অন্যদিকে জাতীয় পার্টির অফিসে দলীয় কার্যালয় রক্ষায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হামলা প্রতিরোধের জন্য অবস্হান নিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল।
তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Salahuddin Ahmed
29 المشاهدات · منذ 2 الشهور

⁣বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দিনাজপুর জেলা শাখার দ্বাদশ সম্মেলন আজ শনিবার সকালে দিনাজপুরের প্রেস ক্লাব চত্তরে সূচনা করা হয়। জাতীয় এবং দলীয় সঙ্গীত পরিবেশন শেষে র‍্যালী বের করেন নেতা কর্মীরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াত কমরেড মনি সিং এর ছেলে কমরেড দীবালক সিং।

Salahuddin Ahmed
14 المشاهدات · منذ 2 الشهور

স্টাফ রিপোর্টার, দিনাজপুর >
⁣খাদ্য বান্ধব কর্মসূচি সফল করতে দিনাজপুরে মত বিনিময় করেছেন অন্তবর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে গণ মাধ্যম কর্মীদের তিনি জানান, চাল শুধু মানুষ খায়না। গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগী এমনকি মাছ চাষেও চালের চাহিদা রয়েছে। দরকার কেজিতে ২০ থেকে ২৫ টাকা করে ভূতর্কি দেয়। কৃষি উপকরন চাষবাষে খরচ বেড়ে যাওয়ায় কৃষককে লাভবান করতে সরকার ধান কেনার সময় বাজার দরের চেয়ে কেজিতে ৪টাকা বেশী দিয়েছে। শতভাগ ক্রয় অভিযান সফল হয়েছে খাদ্য দপ্তরের।

তিনি আরো জানান, চলতি খাদ্য বান্ধব কর্মসূচি ১৭ তারিখ থেকে শুরু হয়েছে। কর্মসূচিতে সারাদেশে ৫৫ লাখ পরিবার টানা ৬ মাস ধরে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। এর মধ্যে খাদ্য ভান্ডার বলে পরিচিত রংপুর বিভাগে ১০ লাখ পরিবার সুবিধার আওতায় আসবে। কর্মসূচি সুষ্ঠু এবং সফল ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন খাদ্য উপদেষ্টা।

এসময় তার কাছে 'কোন পক্ষের ভোটের আগে সংষ্কার আবার অন্যপক্ষ রাজনৈতিক দলের ভোটের পরে সংষ্কারের দাবির প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। ওই বিপরিতধর্মী দুই ধরনের ওই দাবির প্রেক্ষিতে অন্তবর্তী সরকার কোন পথ অবলম্বন করতে আগ্রহী? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তিনি খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের দ্বায়িত্বে। এবিষয়ে তিনি কিছু বলবেন না।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক হাছনাত হুমায়ুন কবির ,রংপুর বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, আঞ্চলিক রক্ষণা-বেক্ষণ প্রকৌশলী আরশাদ আলী, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

###

Salahuddin Ahmed
13 المشاهدات · منذ 3 الشهور

⁣আড়াইশ বছরের প্রথা অনুসরন, নৌ বিহারে রাজবাড়ীতে রাধাকৃষ্ণের বিগ্রহ
দিনাজপুর প্রতিনিধি > আড়াইশ বছর আগের রাজ পরিবারের প্রথা অনুসরন করে উৎসবের আমেজে নৌ বিহারে চড়ে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে ফিরেছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। এর আগে আজ শুক্রবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এবং উলু ধ্বনীতে দেবতার বিগ্রহকে বিদায় জানান ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের সৌহাদ্য সম্প্রীতির মিলন মেলায় পরিনত হয় মন্দির এলাকা।
সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেমিকা রাধার বিগ্রহের নৌ-বিহারকে কেন্দ্র করে পুনর্ভবা নদীর দুই তীর এবং ৪৪টি ঘাটে ছিল পুণ্যার্থীদের ভীড়। দান দক্ষিনা ফলমূল অর্পনসহ ভক্তির প্রার্থনা করেন তারা।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম জানান, নিরাপদে সুষ্ঠুভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্হা।
কাহারোল বোচাগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশের পাশাপাশি মোতায়েন নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেছে সেনা এবং র‍্যাবসহ স্বেচ্চাসেবীরা।
রাজ দেবোত্তর ট্রাস্টির এজেন্ট রনজিৎ কুমার সিংহ জানান, দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সাড়ে ৫শ বছর আগে। সেই বংশের রাজা প্রাণনাথ দিনাজপুর শহর থেকে ২৫ কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় কান্তজিউ মন্দির নির্মাণকাজ শুরু করেন ১৭২২ সালে । ১৭৫২ সালে সেই মন্দিরের নির্মাণ শেষ করেন তার পোষ্যপুত্র রাজা রামনাথ। ওই সময় থেকেই কান্তজিউ বিগ্রহ ৯ মাস কান্তনগর মন্দিরে এবং বাকী ৩ মাস রাখা হত শহরের রাজবাড়ী মন্দিরে।
জন্মাষ্টমীর একদিন আগে আজ শুক্রবার কান্তজিউ বিগ্রহ রাজবাড়ীতে ফিরিয়ে আনা হলেও অগ্রহায়ন মাসের রাস পূর্নিমার তিথীর আগে পালকীতে করে সড়ক পথে আবারো ফিরিয়ে আনা হয়ে থাকে কান্তজী মন্দিরে। চলে মাস ব্যাপী রাস মেলা। মেলায় ছুটে আসে আশপাশেরসক দুর দুরান্তের ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। পসরা সাজিয়ে বিকি কিনিতে ব্যস্ত থাকেন ক্রেতা বিক্রেতারা। বিনোদনের আসরে চলে যাত্রাপালা সার্কাস পুতুলনাচসহ নানান আয়োজন।

Salahuddin Ahmed
38 المشاهدات · منذ 3 الشهور

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জুলাই বিপ্লবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আমন্ত্রন জানানো ছাড়াই ( বাদ দিয়ে) সরকারি ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দিনাজপুরে আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। জবাবে কিছু উপদেশ বানী এবং উপমা টেনে সাফাই গেয়ে ভুলতারুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আজ ৫ আগষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনকে কেন্দ্র করে ওই পরিস্থিতি ঘটেছে।
বৈষ্যমহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ৯টায়⁣ বড় মাঠে জিমন্যাসিয়াম চত্বরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ পুষ্প স্তবক অর্পণ , সকালে ৯-১৫ মিনিটে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ হতে শিশু একাডেমী পর্যন্ত জুলাই গণঅভ্যুথান দিবসের র‌্যালী, সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার,আহত,কারা নির্যাতিত এবং সন্মুখ জোদ্ধাদের মিলনমেলা , জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত স্ব স্ব ধর্মীয় উপাসনালয়, বিকেল ৩টায় জুলাই শহিদ আন্তঃ উপজেলা ফুটবল টুনামেন্ট বড়মাঠ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কাওয়ালী গানের আসর।
কর্মসূচি পালনের শুরুতেই ঘটে আপত্তি এবং বিপত্তির বিব্রতকর ঘটনা।

###

Salahuddin Ahmed
15 المشاهدات · منذ 3 الشهور

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার দিনাজপুরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর পৌর এবং উপজেলা কমিটির ডাকে দুপুরের দিকে ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিটির আমির অধ্যাপক আনিসুর রহমান। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মজিবর রহমান, পৌর কমিটির আমির মাওলানা সিরাজুল সালেহীন, সদর ৩ আসনে মনোনিত এমপি প্রার্থী এ্যাডভোকেট মাঈনুল আলম, শিবিরের শহর কমিটির সাধারন সম্পাদক মাসুদ রেজা। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কর্ম পরিষদ সদস্য তৈয়ব আলী মাষ্টার ও সদরের আমির মেহেরাব আলীসহ অন্যান্যরা।
জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের এবং শিক্ষার্থী গণ হত্যাকারি হাসিনার ফাঁসিসহ অন্যান্য দাবিতে শ্লোগান দেন তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইনস্টিটিউট চত্তরে ফিরে কর্মসূচির সমাপ্তি টানা হয়।

أظهر المزيد