
Salahuddin Ahmed
|সাবস্ক্রাইবার
সর্বশেষ ভিডিও
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > শোক র্যালী আলোচনাসভা এবং দোয়ার মাহফিলের মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ ১৪ জুলাই সোমবার অর্ধ দিবস ব্যাপি কর্মসূচিতে পার্টির পরলোকগত নেতাকে স্মরন করেন তারা।
কালিতলাস্হ দলীয় কার্যালয় থেকে শোক র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় প্লাকার্ড ফ্যাস্টুন সহ পার্টির নির্বাচনী প্রতিক লাঙ্গন বহন করেন তারা।
আত্বার মাগফেরাত কামনায় এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন খানি এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দুঃস্হদের মাঝে খাবার বিতরন করেন তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, লাইছুর রহমান লাবলৃ, মোতাল্লেব, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, পৌর কমিটির সাধারন সম্পাদক সোয়েব, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, যুগ্ম সদস্য সচিব আসলাম , ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিহাল আহমেদ, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ কমিটি সভাপতি মাকবুল এবং দাইনুর কমিটির সাধারন সম্পাদক আজাদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
###
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দীর্ঘ আট মাস পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এদিকে ঢাকায় ৩শত টাকা এবং জেলা শহর দিনাজপুরে ১৫০ টাকা কেজিতে উঠেছ৷ কাঁচা মরিচের দাম।
গেল বৃহস্পতিবার রাতে হিলি স্হল বন্দরে ভারত থেকে কাঁচা মরিচ নিয়৷ ২টি ট্রাক প্রবেশ করেছে। গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের একটি ভরাতীয় রফতানিকারক প্রতিষ্ঠান ঝাড়খান রাজ্য থেকে মরিচ বাংলাদেশে রপ্তানি করেছে বলে জানা গেছে।আমদানিকারক বাংলাদেশের হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল।
কয়েকদিনের মধ্যে দেশের বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দেওয়ায় ৪০ টাকা কেজির কাঁচা মরিচের দাম রাজধানী ঢাকায় ৩শ এবং জেলা শহরে দেড়শত টাকায় উঠেছে।
জানা গেছে গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। দেশী মরিচ বাজারে উঠায় দাম কমে যাওয়ায় আমদানি বন্ধ করা হয়েছিল।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, চলতি বর্ষা মোওসুমে দেশে অতিবৃষ্টি এবং কোথাও কোখাও ও বন্যার কারণে মরিচ খেত নষ্টের কারনে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে। তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাশের হার ৬৭.৩ শতাংশ। গেল ৬ বছরের মধ্যে ওই হার সর্বনিম্ন। গত বছর হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ। ২৩ সালে ৭৬ দশমিক ৮৭ শতাংশ এবং ২১ সালে পাশের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। অনুরুপভাবে গেল ৬ বছরের মধ্যে ২০১৯,২০২০ এবং ২০২২ সালে পাশের হার ছিল ৮০ শতাংশের উপরে।
জেলা শহরের হলিল্যান্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, এবার পাশের হার কম মানে ফল বিপর্যয় নয়। প্রকৃত মেধার মূল্যায়ন ঘটেছে। শিক্ষার গুনগত মান বজায় রাখতে বিগত বছরগুলোর মত খাতা মূল্যায়নে উদারতা দেখানো হয়নি৷ তাছাড়া এসএসসির আগে ৮ম এবং ৯ম শ্রেণিতে সংক্ষিপ্ত সিলেবাস পেরোতে হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষাবোর্ডগুলোর প্রতিযোগিতায় ফলাফলে উদারতা নয়, শিক্ষা এবং শিক্ষার্থীদের গুনগত মান নির্নয় করা হয়েছে।
স্টাফ রিপোর্টার,দিনাজপুর > দিনাজপুরের বোচাগঞ্জে সাধক চন্দ্র রায় হত্যা রহস্য উদঘাটনসহ জড়িত প্রতিবেশী বন্ধ মোনাদ্বীপ রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে স্হানীয় থানা পুলিশ। সেই সাথে আলামতও উদ্ধার করতে পেরেছে তারা।
গ্রেপ্তার মনোদ্বীপ রায়(২০) বোচাগঞ্জের ২ নম্বর ঈশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের তপন কুমার রায়ের ছেলে।
জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ী সাধন চন্দ্র রায়ে কাছে ১ হাজার টাকা লাভের বিনিময়ে এক মাসের জন্য ১০ হাজার টাকা কর্জ নিয়েছিল প্রতিবেশী বন্ধু মোনাদ্বীপ রায়। কিন্তু কর্জের গোপন বিষয়টি অভিভাবককে জানিয়ে দেওয়ার ক্ষোভে ফুসছিলো মনোদ্বীপ। টাকা ফেরত দেওয়ার পরিবর্তে খুনের মতলব আটে সে। পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন রাতে সাধককে মোবাইল ফোনে স্হানীয় বেদাহার এলাকায় উৎপল রায় বুলু চেয়াম্যানের মাছ চাষের পুকুর পাড়ে ডেকে নেয় মনোদ্বীপ রায়। বাক বিতন্ডার এক পর্য্যায়ে বাঁশের লাঠি দিয়ে সাধক চন্দ্র রায়ের মাথার পেছন দিকে আঘাত করে সে। মৃত্যু নিশ্চিত জেনে লাশ পুকুরে ফেলে আত্বগোপনে ঠাকুরগাঁও সটকে পড়ে সে। ২দিন পর বুধবার সকালে পুকুরে ভেসে উঠে তার অর্ধ গলিত লাশ। খবর পেয়ে সুরতহাল রিপোর্ট তৈরিসহ লাশ উদ্ধার করে বোচাগঞ্জ থানা পুলিশ।
বোচাগঞ্জ থানার ইনচার্জ হাসান জাহিদ সরকার জানান, ছেলে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেন পিতা মনোজ চন্দ্র রায়। তদন্তে নেমে নেপথ্য কারন উদঘাটনসহ জড়িতকে চিহিতসহ দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।
এদিকে আজ শনিবার দুপুরে ঘটনাস্হল পরিদর্শনে যান পুলিশ সুপার মারুফাত হুসাইন। এসময় মোনদ্বীপ রায়ের দেখানো স্হান থেকে সাধক রায়ের ব্যবহৃত মোটর সাইকেল এবং হত্যায় ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করেছেন তারা। এসময় ছেলে হত্যায় জড়িতের ফাঁসি দাবি করেন সাধক রায়ের পিতা।
###
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের হিলিতে মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয়দের সাথে মাদকদ্রব্যের অপব্যবহারসহ অবৈধ পাচার বিরোধী জনসচেতনামুলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ২০ ব্যাটালিয়নের সংশ্লিষ্টরা।
আজ শুক্রবার সকাল হিলি রেলস্টেশন এলাকায় এ জনসচেতনামুলক সভা ও লিফলেট বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির হিলি ক্যাম্পের কোম্পানী কমান্ডার অসিম কুমার, হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হুদা খান, শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল ওহাবসহ অন্যান্যরা।
###
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর শিক্ষাবোর্ডে আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৮টি কলেজ থেকে অংশ নিচ্ছে ১লাখ ৭ হাজার ৭৬৮জন পরীক্ষার্থী।
সুষ্ঠৃভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে খোলা হয়েছে ২১৩টি কেন্দ্র। কোচিং সেন্টার ফটো কপির দোকান বন্ধ রাখাসহ নজরদারিতে পরীক্ষা গ্রহন করছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগে ৭৪ হাজার ৮৩ জন, বিজ্ঞানে ২৬ হাজার ৪১জন এবং ব্যবসা বানিজ্যে ৭ হাজার ৬৪৪জন।
অন্যান্য বছরের মত এবারো পরীক্ষায় অংশ গ্রহনকারি ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশী। ছাত্রীর সংখ্যা ৫৬ হাজার ১৬৪ জন এবং ছাত্রের সংখ্যা ৫১ হাজার ৬শত ৪জন।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের চিরিরবন্দরের রেলওয়ে স্টেশনে দোলনচাঁপা ট্রেনের চাকায় কাটা পড়ে একজন বৃদ্ধা নারী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় রেললাইন পারাপারের সময় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত আন্জুয়ারা বেগম (৬০) চিরিরবন্দরের বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ী থেকে বের হয়ে রেললাইন অতিক্রম করে মেয়ের জামাতার বাসায় যাবার সময় সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে দুর্ঘটনাস্থলে মারা গেছেন বৃদ্ধা।
রেলওয়ে ইনচার্জ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন তারা। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি।
###
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের ফুলবাড়ীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হওয়ার কয়েক ঘন্ট আগে ভিডিও বার্তায় দোয়া চেয়ে কাহারোলের কান্তজী মন্দির থেকে মোটর সাইকেলে ঢাকার পথে যাত্রা শুরু করেছিল দুই বন্ধু। কিন্তু
(১৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় বিপরিতমূখী বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে তারা।
নিহত দুজন হলো, কাহারোল উপজেলার জগন্নাথপুরের আনারুল ইসলামের ছেলে মোটর সাইকেল চালক আব্দুল মোতালেব (২৭) এবং আরোহি বন্ধু জয়রামপুরের আব্দুর রাজ্জাকের ছেলে আরোহি সাজু ইসলাম (৩৩)।
###
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > শুধু ঔষধে নয়, নর্ম ভালো ব্যবহার আচরনেও অনেকাংশে রোগ সেরে যায় উল্লেখ করে রোগীদের প্রতি ভালো ব্যবহার আচরন করতে মেডিকেল শিক্ষার্থী হবু চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ সাদেক আলী।
আজ মঙ্গলবার সকালে মেডিকেল কলেজের নিজস্ব মিলনায়তনে আয়োজিত ৩৪তম ব্যাচের (২০২৪ -২০২৫) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের
ওরিয়েন্টেশনে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ ফজলুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোজাম্মেল হোসেন,হোস্টেল সুপার ডা শাহ মো ইসমাইল হোসেন, ছাত্রী হোস্টেলর সুপার ডা লায়লা ফেরদৌস এবং ডাঃ লিপিকা রানী অধিকারীসহ অন্যান্যরা।উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক ডাঃ আনিকা ফারহা ও লেকচারার ডা: মুহতাত আবিদ।
অনুষ্ঠানে ৩৪ ব্যাচে সুযোগ পাওয়া ২শত শিক্ষার্থীর হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন তারা। এসময় শিক্ষকদের নাম পদবিও উপস্হাপন করেন তারা।কিছুটা চিত্র বিনোদনি পরিবেশনা করা হয়েছে ডিজিটাল মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত করা হয়েছে।
প্রধান অতিথি বলেন ভারতসহ বিশ্বের বিখ্যাত বিখ্যাত চিকিৎসা কেন্দ্রে নিয়োজিত আছে বাংলাদেশী চিকিৎসকরা। শুধু ভালো ব্যবহারের কারনে রোগীরা ভারতে গিয়ে ডিপ্লোমা চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহনে যায়। একজন ভালো চিকিৎসকের কি ধরনের গুন ব্যবহার থাকা দরকার এবিষয়ে উদহারনসহ জ্ঞানগর্ভ পরামর্শ দিয়েছেন তিনি। সেই সাথে ভালো চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে নিয়মিত ক্লাশে অংশ গ্রহনের আহবান জানিয়েছে তিনি। ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু সুন্দর কোলাহলমুক্ত পারিবারিক পরিবেশ গঠনে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
##
স্টাফ রিপোর্টার > দিনাজপুর > দিনাজপুরে বিরামপুরের অচিন্ততপুর সীমান্ত দিয়ে গেল বৃহস্পতিবার মধ্যরাতে একই পরিবারভুক্ত ১৫জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করেছে বিএসএফের সদস্যরা। পরে তাদেরকে আটক করেছে বিজিবির অচিন্তপুর বিওপির টহল দল। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ শিশু রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সীমান্ত এলাকার সার্চলাইট বন্ধ করে ১৫ জনকে বাংলাদেশী এলাকায় সীমান্তের মেইস পিলার ২৯৫/১ সাব পিলার এস ১ এলাকা দিয়ে পুশইন করে বিএসএফের গুলশী ক্যাম্পের সদস্যরা।
পরে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অচিন্তপুর বিওপির সদস্যরা তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর বিওপির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।
যাচাইয়ে আটক ১৫ জনের নাম পরিচয় নিশ্চিত হয়েছেন তারা।
আটককৃতদের মধ্যে পরিবার প্রধান আকাশ মোল্লা (৬০) তার স্ত্রী হিরিনা বেগম (৫২) , ছেলে হাসু মোল্লা (৩৪) ৩জন নাতি বিল্লাল মোল্লা (১৬) মোহাম্মদ মোল্লা (১২) আহমেদ মোল্লা (৮) নাতনি রাবেয়া মোল্লা (৪) আরেক ছেলে মনির মোল্লা (৩০) পুত্রবধু ঝরনা খাতুন (২৮), দ্বিতীয় ছেলের মেয়ে ( নাতনি) সুমাইয়া খাতুন (১১),সুমাইয়া খাতুন (৬) খাদিজা খাতুন (৪), নাতি আলমিন মোল্লা, ইব্রাহিম মোল্লা (২) এবং তাজমা বেগম (৪০)। তারা সবাই একই পরিবারভুক্ত এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার শীতল পাটি গ্রামের বাসিন্দা।
জীবিকার প্রয়োজনে দালালের মাধ্যমে তারা ভারতে গিয়ে কাজের পাশাপাশি বসবাস করতো।
দেশে বৃহত্তর ঈদগামাঠ দিনাজপুরের গোর
স্টাফ রিপোর্টার> স্হানীয় এবং দুর দুরান্তেরসহ লক্ষাধিক মুসল্লীর অংশ গ্রহনে দেশের বৃহত্তর ঈদগা মাঠ দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে শোলাকিয়ার মত একসাথে ঈদুল নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।
বেশী সওয়াবের আশায় পুলিশ র্যাব আনছারসহ আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্হার মধ্য দিয়ে উপমহাদেশের মধ্যে বৃহত্তম এবং সুদৃর্শ মিনার বিশিষ্ট ঈদগা মাঠে কাতার বন্ধী হতে সকাল থেকে মাঠে আসন পাতেন মুসল্লীরা।
নামাজিদের সুবিধার্থে মাঠের প্রান্তে প্রয়প্রনালী, ওজুখানা, যানবাহন পার্কিং ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানি সরবরাহের পাশাপাশি ৮০টি মাইক রাখা হয়েছিল।
শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে নামাজ আদায় শেষে সামর্থ অনুযায়ী পশু কোরবানী দিয়েছেন অনেকে।
###
স্টাফ রিপোর্টার > সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের কয়েকটি উপজেলায় ৪৪টি স্হানে আজ শুক্রবার পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন কিছু অনুসারি পরিবার। পরে পশু কোরবানীসহ আনন্দ ভাগাভাগি করেন তারা।
সকাল সাড়ে ৭টায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদুল আযহার জামাত আদায় করেন অনুসারিরা। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপশহর, ফুলতলা, ইসলামবাগ মহল্লায় এলাকায় ঈদের নামাজ আদায়সহ চিরিরবন্দরের সাইতাড়া রাবার ড্যাম, কাহারোলের জয়নন্দ, ১৩ মাইল গড়েয়া, বিরামপুরের বিনাইল, আয়রা বাজার জামে মসজিদ, খয়েরবাড়ি, মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল আযহার নামাজ আদায় করা করেছেন কিছু অনুসারি পরিবার। সামর্থ অনুযায়ী পরে পশু কোরবানী দেন তারা।
২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদেই নামাজ আদায় করে আসছেন কিছু অনুসারি পরিবার।
###
স্টাফ রিপোর্টার > সাম্প্রতিক সময়ে দিনাজপুর এবং ঠাকুরগাঁও বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে কয়েক দফায় ৫৭ জন বাংলাদেশী নারী পুরুষ শিশুকে শুন্যহাতে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। শ্রম বিক্রি করে কষ্টে উপার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তি অর্জিত কোন সম্বল দেশে আনতে দেওয়া হয়নি তাদের। যথাযথ প্রক্রিয়া অনুসরনের পরিবর্তে রাতের আধারে বাংলাদেশে পুশইন করা হয়েছে তাদের।
সীমান্ত পরিস্থিতির বিষয়ে আজ বৃহস্পতিবার বিকালে শহীদ কর্নেল গুলজার হলে রুমে আয়োজিত প্রেস ব্রিফিং করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মাহফুজুর রহমান এবং সুবেদার মেজর সামিউল ইসলামসহ অন্যান্যরা।
৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন, যথাযথ নিয়ম অনুসরন না করে জোর করে দিনাজপুরে ১৫জন এবং ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ৪২জনসহ ৫৭ জনকে পুশইনের ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। পুশইনের শিকারদের স্বীকারোক্তি উদ্ধৃত করে তিনি আরো জানান,সবাইকে শুন্যহাতে পুশইন করা হয়েছে। কষ্টার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তিগত কোন কিছুই সঙ্গে আনতে পারেনি তারা।
তিনি আরো জানান, আসন্ন ঈদুল আজহায় খামারিদের ক্ষতি থেকে রক্ষায় সীমান্ত পথে গরু পাচার রোধে এবং কোরবানীর পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর সতর্ক অবস্হান নিয়ে দ্বায়িত্ব পালন করছেন তারা । পাশাপাশি সীমান্ত অপরাধ ঠেকানোসহ ঈদে সাধারন মানুষের নিরাপত্তা এবং আইন শৃংখলা রক্ষায় সীমান্ত বাসিদের সাথে নিয়ে বিজিবি দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
###
স্টাফ রিপোর্টোর > শরির কিছুটা বেলে সাইজের গঠন। সারা অঙ্গজুড়ে অসংখ্য কাটা সেলাইয়ের দাগে ভরা। সব ধারাল চাকুছুরির কোপের ক্ষতদাগে ভরা। কমপক্ষে ৭৮৬টি সেলাইয়ে ক্ষত ভরে রয়েছে পুরো শরির জুড়ে। তবে বয়স খুব বেশী হলে ২৮ এর ঘরে। বয়সে কম হলেও দিনাজপুরে অপরাধ জগতে শীর্ষে জড়িয়ে মুসা'র নাম। এই নামে আইন প্রয়োগকারি সংস্হা এবং ভুক্তভোগিসহ সবাই চেনে তাকে।
দিনাজপুরের পুলিশ সুপারের বর্ননায় উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী মুসার অপরাধ জগতের চাঞ্চল্যকর কাহিনী । আজ মঙ্গলবার দুপুরে গণ মাধ্যমকর্মীদের কাছে মুসার অপরাধ জগতের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
জানা গেছে মুসা শহরতলীর বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। পিছু নিয়ে আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে তাকে সরকারি কলেজ মোড়ে আটক করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ইনচার্জ মুহাম্মদ আলমগীর এবং পরিদর্শক সোহেল রানাসহ অন্যান্যরা। এসময় ছিনতাইয়ের অপেক্ষায় ছিল মুসা। দেহ তল্লাসি করে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি এবং অপরাধ করে দ্রুত সরে পড়ার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল।
পুলিশ সুপার জানান, আটক মুসার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, অপহরন জিম্মি করে টাকা আদায় এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০টি মামলা রয়েছে। রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এর আগে পুলিশের হাতে ৭বার গ্রেপ্তার হয়েছে সে। এছাড়াও নানা কারনে মামলার পথে যাননি বহু ভুক্তভোগি।
একই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেক শীর্ষ সন্ত্রাসী রুবেল গ্রুপের সংঙ্গে সংঘাতে মুসার শরিরে ৭৮৬টি সেলাই পড়েছে। রুবেল বর্তমানে কারাগারে রয়েছে।
কিন্তু তাকে অপরাধ থেকে থামানো যাচ্ছেনা। অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে পাওয়ায় অপরাধে উৎসাহ পাচ্ছে।
হয় অপরাধ ছাড়ো নয়তো দিনাজপুর ছাড়ো বলে অপরাধিদের উদ্দেশ্যে ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন । কোন অপরাধি ছাড় পাবেনা বলে হুসিয়ারী দিয়েছেন তিনি।
###
দিনাজপুর সীমান্তে ১৩জনকে পুশইন
স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশী এলাকায় গেল বুধবার রাতের আধারে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্হানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ।
স্হানীয়রা জানান, গেল বুধবার দিনগত রাত ৩টার দিকে বিরলের কাঠালিয়াপাড়ায় এসে গ্রাম এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারন করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ননীয় দৈহিক নির্যাতন জনিত অসুস্হ ছিল।
বিজিবি'র ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩জনের নাগরিক পরিচয় সনাক্তে অনুসন্ধ্যান চালাচ্ছেন তারা।
অন্যদিকে ধর্মজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম জানান, বাংলাদেশে পুশ করতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাভাষীদের
জড়ো করছে বিএসএফ বাহিনী সদস্যরা।
###
২৮ মে, দিনাজপুরের ইন্সটিটিউট চত্তরে আয়োজিত জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহম্মদ রেজাউল করীম।
স্টাফ রিপোর্টার > দিনাজপুরে শিশু ছাত্রীকে ধর্ষন চেষ্টা মামলায় অপরিনত বয়সি গৃহ শিক্ষককে ১ বছরের আটকাদেশ ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার ওই রায় ঘোষনা করেছেন তিনি।
মামলায় সরকার পক্ষের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নাগমা পারভীন জেবা জানান, জেলার পাবর্তীপুরের উত্তর ধোপাকল বালাপাড়ার মানিক মিয়ার ছেলে ৯ বছর বয়সি একজন ছাত্রীকে গৃহশিক্ষক হিসেবে পাঠদানের সময় ছাত্রীকে ধর্ষন চেষ্টার ২০০০ সালের নারী নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অভিযোগ প্রমানিত হয়েছে। বিচারক তাকে শিশু আইনের ২০১৩ এর ৩৪(১) ধারা মতে ১ বছরের আটকাদেশ এবং ১ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাকে আরো ১ মাসের আটকাদেশ দিয়েছেন। তবে মামলা চলাকালিন সময় আটক থাকলে ঘোষিত আটকাদেশ থেকে সেই দিনগুলো বাদ যাবে।
###
স্টাফ রিপোর্টার > ঈদের আগে ৫ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে আজ ১৭ মে শনিবার দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পে কর্মরত কর্মকর্তা কর্মচারি শিক্ষক কেয়ারটেকারসহ সংশ্লিষ্টরা। দাবি পুরন করা না হলে আগামী সোমবার ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার বাসভবন ঘেরাওসহ ঢাকা অচলের ঘোষনা দিয়েছেন সংগঠনের নেতারা। প্রকল্পে কর্মরত ৭৩ হাজার শিক্ষকসহ সংশ্লিষ্ট ৮৪ হাজার কর্মী ওই কর্মসূচি বাস্তবায়নে ঢাকায় মার্চ করবেন বলে হুমকি দিয়েছেন তারা।
স্টাফ রিপোর্টার > দিনাজপুরে কোতয়ালী থানা ঘেরাও এবং সড়ক সমুহ অবরোধ করেই পুলিশের কাছ থেকে পরিবহন শ্রমিক নেতা শাহ আলম এবং বাদলকে নিঃশত মুক্তির পরই অবরোধ প্রত্যাহার করেছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিকরা। সড়ক দুঘর্টনার জের ধরে সৃষ্ট অপ্রীতির ঘটনায় ওই দুই শ্রমিককে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ।
দিনাজপুরের হিলি বন্দর বিরাজমান সমস্যা সুরাহার দাবিতে সংবাদ সন্মেলন করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা। আজ সোমবার দুপুর অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ অন্যান্যরা।