close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
সাংস্কৃতিক সংগঠন গণমাধ্যমে হামলা, গানে দিনাজপুরে উদীচীর প্রতিবাদ কর্মসূচব
0
0
2 مناظر·
23/12/25
میں
سیاست
উদীচী ছায়ানটসহ গণমাধ্যমে হামলার প্রতিবাদে দিনাজপুরে সমাবেশ মানববন্ধন
স্টাফ রিপোর্টা,দিনাজপুর > ঢাকায় উদীচী ছায়ানট এবং গণমাধ্যমের উপর হামলা ভাংচুর অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে দিনাজপুরে গানে গানে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচীর শিল্পী কলা কৌশলীরা।
দিনাজপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন সাংস্কৃতিক সংগঠন, বাম ধারার রাজনৈতিক দলের নেতা এবং সমমনা সংগঠনের প্রতিনিধিরা।
এসময় দ্রোহীসহ জনপ্রীয় গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। জাতীয় সংগিত গেয়ে কর্মসূচির সমাপ্তি টানেন তারা।
مزید دکھائیں
0 تبصرے
sort ترتیب دیں
