En yeni videolar

Salahuddin Ahmed
3 Görünümler · 9 günler önce

⁣উদীচী ছায়ানটসহ গণমাধ্যমে হামলার প্রতিবাদে দিনাজপুরে সমাবেশ মানববন্ধন
স্টাফ রিপোর্টা,দিনাজপুর > ঢাকায় উদীচী ছায়ানট এবং গণমাধ্যমের উপর হামলা ভাংচুর অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকালে দিনাজপুরে গানে গানে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে উদীচীর শিল্পী কলা কৌশলীরা।
দিনাজপুর প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন সাংস্কৃতিক সংগঠন, বাম ধারার রাজনৈতিক দলের নেতা এবং সমমনা সংগঠনের প্রতিনিধিরা।
এসময় দ্রোহীসহ জনপ্রীয় গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। জাতীয় সংগিত গেয়ে কর্মসূচির সমাপ্তি টানেন তারা।

Salahuddin Ahmed
18 Görünümler · 19 günler önce

⁣জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে জাপার দলীয় মনোনয়ন ফর্ম বিতরন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করেছে জাতীয় পার্টির জেলা কমিটি। আজ শুক্রবার সন্ধ্যায় কালিতলাস্ত দলীয় কার্যালয় আয়োজিত বর্ধিত সভায় ওই মনোনয়ন ফরম করা হয়।
সভার সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায় আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
সভায় বক্তব্য দেন দিনাজপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশি শাহিনুর ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী, দিনাজপুর ২ আসনে এ্যাডভোকেট জুলফিকার হোসেন, দিনাজপুর সদর ৩ আসনে আহমেদ শফি রুবেল, দিনাজপুর ৪ আসনে আব্দুল আলিম হাওলাদার ও নুরুল আমিন শাহ্, দিনাজপুর ৫ আসনে সোলায়মান সামি, কাজী আব্দুল গফুর ও এ্যাডভোকেট নুরুল ইসলাম এবং দিনাজপুর ৬ আসনে জাহাঙ্গীর আলম ও এ্যাডভোকেট রেজাউল।
এছাড়াও বক্তব্য দেন ডাঃ আনোয়ার হোসেন, রোকেয়া বেগম লাইজু, লাইসুর আমার লাভলু মমতাজ আলম, পৌর কমিটির সাধারণ সম্পাদক সোয়েব ইফতেখার, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী বাসু, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, হাকিমপুর উপজেলা কমিটির নেতা জাহানুর ইসলাম, বোচাগঞ্জের নেতা আব্দুল আলিম, কাহারোলের নেতা মনির হোসেন, বিরলের নেতা দুলাল হোসেন এবং নবাবগঞ্জের নেতা সুলতানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নির্বাচনে অংশ গ্রহনের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা পেলেই ভোটের মাঠে লড়াই করে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে চান তারা।
###

Salahuddin Ahmed
6 Görünümler · 22 günler önce

⁣ স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর ফুলবাড়ী পাবর্তীপুর ( ৫) স্দটালীয় মনোনয়ন বাতিল করে এজেডএম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ বিকালে পাবর্তীপুর শহরে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এসময় দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড বহনসহ বিভিন্ন শ্লোগান দেন তারা।
মিছিলটি ঢাকা মোড়ের দলীয় কার্যালয় চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কে বিক্ষোভ করেন তারা।
এসময় পাশাপাশি যুবদলের নেতাকর্মীরাও প্রত্যাশিত প্রার্থী হকের পক্ষে শ্লোগান দেন তারা।

Salahuddin Ahmed
10 Görünümler · 23 günler önce

⁣দিনাজপুর ফুলবাড়ী পাবর্তীপুর আসন
মনোনয়ন পরিবর্তনের আন্দোলনে হকের পক্ষে তৃণমূলের কর্মীদের রাজপথে ঢল

স্টাফ রিপোর্টার,দিনাজপুর > দিনাজপুর ফুলবাড়ী - পাবর্তীপুর ( ৫) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবির আন্দোলনে রাস্তায় ঢল নামছে তৃণমূলের ক্ষুদ্ধ নেতাকর্মীদের। গতকাল সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়ী উপজেলার নিমতলী এলাকায় জোড়া ব্রীজের কাছে প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। এতে অনুষ্ঠানস্হল উপচানো ঢল নামে নারী পুরুষ নেতাকর্মীদের। এসময় উপস্হিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শ্লোগানের কারনে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কে দুই ঘন্টা যানবাহন চলাচল স্হবির হয়ে পড়ে। অঘোষিত অবরোধের পরিস্হিতি তৈরি হয় সভা স্হলের আশপাশে।
বিএনপির উপর মহল থেকে চাপিয়ে দেওয়া ব্যারিষ্টার এ.কে.এম কামরুজ্জামানকে প্রত্যাহার করে দীর্ঘদিন ধরে দলকে নির্বাচনী এলাকায় সুসংগিত করার ত্যাগী নেতা এ.জেড.এম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এর দুদিন আগে পাবর্তীপুর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মনাল মাঠে হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীদের অংশ গ্রহনে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
আন্দোলনকারিদের দাবি ৩২ বছর আগে নির্বাচনী এলাকায় বিএনপির ভোট ছিল মাত্র ১২ হাজার। এলাকায় দলের হাল ধরে ১৯৯৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে ধানের শীষে ১ লাখ ৩২ হাজার ভোট পেয়ে ভোট পাওয়ার ক্ষেত্রে দেশে তৃতীয় অবস্হান অর্জন রেকর্ড গড়েছিলে এ.জেড.এম রেজোয়ানুল হক। সেই নেতাকে বাদ দিয়ে এলাকার নেতাকর্মীদের কাছে অপরিচিত ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করায় মেনে নিতে পারছেন তারা । গত ২০ বছরের মধ্যে এলাকায় যাকে নেতাকর্মীরা পাশে পায়নি। দুঃসময়ে সহানুভূতি হয়রানীমূলক মামলায় আইনি লড়াইয়ে পাশে দাড়াননি এমন প্রার্থীর পক্ষে কাজ করবেননা তারা।
মনোনয়ন প্রত্যাশি নেতা এজেএম রেজোয়ানুল হক বলেন, ' ৯৫ নির্বাচনে তার ধানের শীষ মার্কার বিপরীতে জামায়াতের প্রার্থী হিসেবে দাড়িপালা মার্কায় প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন বর্তমানে মনোনয়ন পাওয়া কামরুজ্জামানের পিতা। তিনি জামায়াত ঘরের ওয়ারিশ।
নেতাকর্মীদের অভিযোগ জামায়াত নেতার ছেলে হিসেবে জামায়াতের অর্থায়নে বিদেশে ব্যারিষ্টারি লেখাপড়া করেছিলো কামরুজ্জামান।সুদুর প্রসারি পরিকল্পনা অনুযায়ী তাকে তারেক রহমানের আইনজীবি বানিয়ে বিএনপিতে পুশ করেছে জামায়াত। তাকে মনোনয়ন দেওয়ার ঘোষনা প্রচারের সাথে সাথে মিষ্টি বিতরন করেছে স্হানীয় জামায়াত নেতারা। একই আসনে জামায়াতের মনোনিত প্রার্থী আর কামরুজ্জামান একই পরিবার ভুক্ত। তিলে তিলে গড়ে তোলা বিএনপির অর্জন তারা জামায়াতের হাতে ছেড়ে দিয়ে আসনটি হারাতে চাননা।
কয়েকজন ক্ষুদ্ধ কর্মী অভিমত দল মনোনয়ন পরিবর্তন না করলে এজেড এম রেজোয়ানুল হককে সতন্ত্র প্রার্থী করে হলেও বিজয়ী হয়ে আসনটি বিএনপির ঘরে তুলে দিতে চান তারা।
এছাড়াও মনোনয়ন পরিবর্তনের একই দাবিতে অনুসারি নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথক ভাবে আন্দোলন কর্মসূচি শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশি আরেক নেতা জাকারিয়া বাচ্চু।
কোন ভাবেই এ.কেএম কামরুজ্জামানকে ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবেনা বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনে জড়িত তৃণমূলের নেতাকর্মীরা।
সড়ক অবরোধসহ অচলাবস্থা কর্মসূচির ডাক দেওয়ার হুমকি দিয়েছেন তারা।
অন্যদিকে ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যক্ষ খুরশিদ আলম মতিসহ সিমিত সংখ্যক নেতাকর্মী মাঠে নেমেছেন মনোনয়ন পাওয়া এ.কে.এম কামরুজ্জামানের পক্ষে।

Salahuddin Ahmed
18 Görünümler · 25 günler önce

⁣বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে
উত্তাল দিনাজপুরের পাবর্তীপুর


স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকালে পাবর্তীপুরের বাস টার্মিনাল মাঠে বিক্ষোভ সমাবেশ অংশ নেন তারা। এসময় বক্তব্য দেন পাবর্তীপুরের ১০টি ইউনিয়নের বিএনপি সমর্থক জন প্রতিনিধিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী এ.কে.এম কামরুজ্জামানকে বাদ দিয়ে বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার ফুলবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। আসনটি বিএনপির ঘরে আনতে নিশ্চিতের জন্য প্রার্থী পরিবতর্নে সড়ক অবরোধসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

Salahuddin Ahmed
28 Görünümler · 26 günler önce

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর ৫ (পাবর্তীপুর - ফুলবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার বিকালে পাবর্তীপুরের ঢাকা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মী সমর্থকেরা।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পৌরস়ভা এবং ইউনিয়ন কমিটিসহ তৃণমূলের নেতারা। তারা বলেন, দল ঘোষিত ব্যক্তি ব্যারিষ্টার কামরুজ্জামানের দলে কোন অবদান নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দলের জন্য তার কোনদিন অংশ গ্রহন ছিলনা। কোনদিন হামলা মামলার স্বীকার হননি। এমনকি দলের সাধারন সদস্য পদ পর্যন্ত তার নেই। তার পিতা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী এ.জেড. এম রেজোয়ানুল হকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বতা করেছিল। সে জামায়াত ঘরের সন্তান।
দলীয় মনোনয়ন প্রত্যাশি এ.জেড. এম রেজোয়ানুল হক বলেন, যখন বিএনপির দলীয় কর্মসূচিতে পাঁচজন লোক খুজে পাওয়া যেতনা। তখন থেকে ৩০ বছর ধরে তিলে তিলে দলকে সুসংগঠিত করেছেন তারা। দলের হাল ধরে দলকে এমন পর্য্যায়ে আনা হয়েছে স্হানীয় এবং জাতীয় নির্বাচনে জয় পাবার অবস্হায় দলকে দাড় করিয়েছেন তিনি। অথচ দলে যার কোন অবদান নেই তাকেই দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। এই মনোনয়ন পরিবর্তন করা না হলে আসনটি ধানের শীষের পরিবর্তে জামায়াতের হাতে তুলে দেওয়ার সামিল হবে।
দলীয় নেতার পরিবর্তে জামায়াত ঘরের সন্তানকে দেওয়া মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
প্রার্থী পরিবর্তন করে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা এ.জেড.এম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আগামীকাল শনিবার বিকালে সমাবেশের ডাক দিয়েছেন তারা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অন্তরায় দুর করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেছেন তারা।
###

Salahuddin Ahmed
14 Görünümler · 1 ay önce

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ⁣সারাদেশে বন্ধ ৬ট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সারাদেশে বন্ধ ৬টি চিনিকল চালুর দাবিতে আজ সোমবার দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের সামনে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকসহ আখ চাষিরা।


গেল ২০২০ সালের ১লা ডিসেম্বরুরআ সেতাবগঞ্জ এবং শ্যামপুরসহ দেশের ৬টি চিনিকলে উৎপাদন বন্ধ ঘোষনা করেছিল হাসিনা সরকার। বন্ধের ৫ বছর পূর্তিতে দিনটি স্মরনে আজ কালো পতাকা এবং কালো ব্যাচ ধারন করে কর্মসূচি অংশ নেন তারা।
আন্দোলকারিরা জানান, ফ্যাসিষ্ট সরকার ব্যক্তি স্বার্থে চিনিকলগুলোতে উৎপাদন বন্ধ ঘোষণা করেছিল। শ্রমিক কৃষকদের আন্দোলন দাবির মুখে অর্ন্তবর্তী সরকার ধাপে ধাপেচিনিকলগুলো চালু করার কথা দিলেও বরাদ্ধ অর্থ ছাড় না দেওয়ার চালু করা সম্ভব হয়নি।
কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির দিনাজপুর ২ ( বোচাগঞ্জ- কাহারোল) আসনের সংসদ নির্বাচনের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি বলেন যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন সেতাবগঞ্জ চিনিকল চালু করতে হবে। তবে বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ চিনিকল চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
###

Salahuddin Ahmed
27 Görünümler · 1 ay önce

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বিজিবি শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত নিরাপত্তাই নিশ্চিত করেনা এবং সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আজ শনিবার সকালে দিনাজপুরের বিরলের সীমান্ত ঘেষা দক্ষিণ মেড়াগাঁও গ্রামে সহস্রাধিক দুঃস্হ অসহায় দরিদ্র পরিবারের নারী পুরুষ শিশুর মাঝে শীত নিবারনী কম্বলসহ তৈরি পোষাক বিতরন করেছে বিজিবির ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।এসময় উপস্হিত ছিলেন আয়োজক বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক ( পরিচালক) লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্যরা।
শীত বস্ত্র বিতরন ছাড়াও ফ্রী চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে স্বাস্হ্য পরীক্ষা শেষে ব্যবস্হপত্রসহ কিছু ঔষধ বিতরন করেছেন তারা।
বিজিবি'র ( উপ মহাপরিচালক) সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেছেন সীমান্তে অপরাধী প্রতিরোধে জন কল্যানে সামাজিক কর্মকান্ড চালাচ্ছেন তারা।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত মহড়াসহ পুরো প্রস্তুতি গ্রহন করেছে বিজিবি। অর্পিত দ্বায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি।
###

Salahuddin Ahmed
23 Görünümler · 1 ay önce

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার প্রচেষ্টার প্রতিবাদে এবং নার্সিং সুপারভাইজার, নার্সিং ইনাসক্ট্রাক্টর পদ ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরন এবং নার্সিস সংষ্কার কমিশন গঠনসহ ৮ দফা দাবিতে দিনাজপুর বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ( বিএনএ) সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানবন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এর আগে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
আগামী শনিবার কালোব্যাচ ধারনসহ ২ ঘন্টার জন্য প্রতিকী শাটডাউন কর্মসূচি পালন করবেন নার্সসরা। ওই সময়ের মধ্যে দাবি পুরন না করা হলে ২ ডিসেম্বর সারাদেশে শাট ডাউন কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন (বিএনএ) সংগঠনের নেতারা।
একই দাবিতে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মরতরা।
নার্সসের পোষাক পরিবর্তনের ঘটনায় ক্ষোভ করেছেন তারা।
৪৮ বছর ধরে চলা পেশার মর্যাদা রক্ষাসহ দাবি আদায়ের প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাবার হুশিয়ারী দিচ্ছেন সংগঠনের নেতারা।
⁣বক্তব্য দেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ( বিএনএ) দিনাজপুর জেলা কমিটির সাধারন সম্পাদক, বেনজামিন দাস, সহ সভাপতি মনজুরুল ইসলাম সিয়াম এবং নার্সিস ইন্সট্রাক্টর রাফি আক্তার আক্তার।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের দিনাজপুর শাখার সভাপতি মোছাম্মদ লায়লা আরজুমান, ছাত্রছাত্রী বিষয়ক প্রতিনিধি মোছাম্মদ শাহনাজ পারভীন দিনাজপুর নার্সিং কলেজের ইন্সট্রাক্টর মোছাম্মদ রাখি আক্তার,  মোছাম্মদ রেবেকা খাতুন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মোস্তাকিম আল তৌফিক এবং মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুজন রায়সহ অন্যান্যরা। 
##

Salahuddin Ahmed
17 Görünümler · 1 ay önce

⁣স্টাফ রিপোর্টার,দিনাজপুর >বিএনপির আয়োজনে দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে আজ সোমবার থেকে শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছে স্বাগতিক দিনাজপুরের তারেক ফুটবল একাডেমি, বগুড়া জেলা দল, রংপুরের সেন্টোস ক্লাব, রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওয়ের এমসিএল ফুটবল একাডেমি, নীলফামারীর মিহীর স্পোটিং ক্লাব, সিরাজগঞ্জের সবুজ ইয়াং স্টার ক্লাব এবং পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি।
উদ্বোধনী খেলায় ১ - ০ গোলে বগুড়া জেলা দলকে পরাজিত করে জয় পায় রংপুরের সেন্টোস ক্লাব।
বিকালে খেলার উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোকাররম হোসেন, কমিটির সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্যরা।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপসহ ১লাখ টাকা এবং রানার আপ দলকে ৭০ হাজার টাকা পুরষ্কার হিসেবে তুলে দেবেন আয়োজকরা।
####

Salahuddin Ahmed
14 Görünümler · 1 ay önce

স্টাফরিপোর্টার,দিনাজপুর> দিনাজপুর৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তণ এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার দাবিতে আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর প্রেস ক্লাবে যৌথ ভাবে সংবাদ সম্মেলন করেছে ওই আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল হালিম এবং অবসরভোগী কর্নেল মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনের আগে দাবি সম্বলিত ব্যানার প্লাকার্ড হাতে মিছিল নিয়ে প্রেস ক্লাবে হাজির হন এলাকার নেতাকর্মীরা।

মনোয়ন প্রত্যাশী বিএনপির জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম ও অপর মনোনয়ন প্রত্যাশী কর্ণেল মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আসনে মনোনিত প্রার্থী আক্তারুজ্জামানকে পরিবর্তন করা না হলে আসনটি জামায়াতের প্রার্থীকে জয় এনে দেবে। নেতাকর্মীসহ সাধারন ভোটারদের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিলে জয় পাবে বিএনপির ধানের শীষের প্রার্থী।
গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকায় দিনজপুর ৪ আসনে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণার সাথে সাথে খানসামা এবং চিরিরবন্দর উপজেলা জুড়ে সর্ব সাধারনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ সমাবেশ করছে। ১৬ নভেম্বর খানসামা ও চিরিরবন্দর উপজেলার হাজার হাজার বিএনপির ভোটার খানসামা উপজেলার পাকেরহাটে একত্রিত হয়ে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করার দাবিতে মৌন মিছিলসহ মতবিনিময় সভা করেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে দুই প্রত্যাশী জানান পরিবর্তনের পর যে মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করবেন তারা।

Salahuddin Ahmed
22 Görünümler · 1 ay önce

স্টাফ রিপর,দিনাজপুর > "সুস্বাস্হ্য সবার জন্য, কারো জন্য নয় ক্ষুধা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে কৃষকের জন্য লাভজনক উন্নত জাতের অধিক ফলনশীল ভূট্টাসহ বিভিন্ন শাকসব্জীর আবাদ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে বায়ার ক্রপ সায়েন্স নামে একটি প্রতিষ্ঠান। আজ বুধবার দিনাজপুর সদরের কর্নাই গ্রামে ৫ একর জমির উপর গড়ে তোলা গবেষনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কৃষক শিক্ষক শিক্ষার্থীদের সমাবেশের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন বায়ারের এশিয়া মহাদেশের রিজিওনাল প্রধান মিস মালু নাখরাইনার। এসময় উপস্থিত ছিলেন বায়ার *ক্রপ* সায়েন্সের বাংলাদেশের ব্যবস্হাপনা পরিচালক জাহিদুল ইসলাম এবং হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকসহ অন্যান্যরা।
এতে ৪টি (কেডিসি ৯২১৭, কেডিসি ৯১৬৫, কেডিসি ৯১৪৪ এবং কেডিসি ৯২৫৬) নতুন জাতের ভূট্রা চাষের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন তারা। পাশাপাশি ফুলকপি বাধা কপি শশা এবং মরিচসহ বিভিন্ন কৃষিজ ফলন প্রদর্শন করা হয়। কৃষক পর্য্যায়ে ছড়িয়ে দিতে নতুন নতুন জাতের ভূট্রার উদ্ভাবনে গবেষনা চালাচ্ছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে আদিবাসী নারীরা।

Salahuddin Ahmed
23 Görünümler · 1 ay önce

স্টাফ রিপোর্টার> দলীয় প্রার্থী হিসেবে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে নাম ঘোষনার সাথে নেতাকর্মীদের নিয়ে প্রচারনা শুরু করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। প্রতিদিন ছুটছেন সব শ্রেণির ভোটারদের দ্বারে দ্বারে। নিচ্ছিন আর্শিবাদ, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

নেতাকর্মী সমর্থকদের শতশত মোটর সাইকেলের বহরে মেঠোপথে ভোটারদের কাছে ছুটছেন তিনি। হাতে তুলে দিচ্ছেন প্রচারপত্র, ধানের শীষ প্রতীক। কুশল বিনিময়ে কথা দিচ্ছেন এলাকার উন্নয়ন এবং বিরাজমান সমস্যা সমাধানের।

Salahuddin Ahmed
8 Görünümler · 1 ay önce

স্টাফ রিপোর্টান, দিনাজপুর > দিনাজপুর ১ আসনে ( বীরগঞ্জ-কাহারোল) বিএনপির ঘোষিত এমপি প্রার্থী পরির্তন করে ত্যাগী নেতা জাকির হোসেন ধলুকে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ শহরে বিক্ষোভসহ মশাল মিছিল করেছে তৃণমূলের স্হানীয় নেতাকর্মীরা।
দলের দুর্দিনে পার্টির হাল ধরে থাকায় এবং স্বৈরাচারি সরকারের দমন পীড়নে নির্যাতিত নেতাকর্মীর পাশে থাকার কারনে তাকে প্রার্থী হিসেবে চাইছেন আন্দোলনকারিরা।
একই দাবিতে প্রতিদিনই সভা সমাবেশসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
মনোনয়ন পরিবর্তন করা হলে আসনটি জামায়াতের ঘরে চলে যাবে বলে আশংকা নেতাকর্মীদের। জাকির হোসেন ধলুকে মনোনয়ন দিলে আসনটি বিএনপির ঘরে আসবে বলে দাবি করছেন তারা।
মশাল মিছিলের আগে স্হানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মলনে বিস্তারিত তুলে ধরেছেন স্হানীয় নেতারা

Salahuddin Ahmed
23 Görünümler · 2 ay önce

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > পুলিশী বাধায় পন্ড হয়েছে দিনাজপুরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন। সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক থ্রেট থাকায় এবং সমাবেশ আয়োজনে প্রশাসনের অনুমতি না থাকার কথা উল্লেখ করে সম্মেলনে বাধা দিয়েছে কোতয়ালী থানা পুলিশ। আজ শুক্রবার বিকাল ৩টা থেকে ওই কর্মী সম্মেলন আয়োজন ছিল দিনাজপুর প্রেস ক্লাবের ভাড়া নেওয়া মিলনায়তনে। 
সম্মেলনে অংশ নিতে নেতাকর্মীদের সম্মেলন কক্ষ অবস্হান গ্রহনের পুর্ব মুহুর্তে  তাদের হটিয়ে দেয় পুলিশ।
পরে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় উপস্হিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন
সম্মেলনে প্রধান অতিথি পার্টির মহা সচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,  প্রধান বক্তা রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেল এবং সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,  তিন চার মাস ধরে জাতীয় পার্টকে বাধা দেওয়া হচ্ছে। যতই বাধা আসে পরের বার বেশী লোক নিয়ে আমরা আসি। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে৷ কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। যদি না নেয় আরেকবার '৯১ হবে। জাতীয় পার্টি ডিসি অফিসে লাথি মেরেছে, ডিসির কলার ধরেছে। আমরা কাউকে পরোয়া করিনা। আমরা রাজনীতি করি, জেল জুলুমের জন্য প্রস্তুত। শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি। কিছু ছোট দল আমাদেরকে  দশর বলে। কারন জাতীয় পার্টি ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবেনা। দশর বলে জাতীয় পার্টি ৪০ বছরের পুরাতন। আমরা ৯টা ভোট করেছি। ভাল ফল করেছি। তাই অনেকে ভোটের মাঠ রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। জাতীয় ভোটের সময় গজিয়ে উঠা দল নয়। জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলেও ছিল।
জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় পার্টিকে ছাড়া কোন সুষ্ঠ নির্বাচন হবেনা। জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করা হলে সেই ভোট নিষ্কৃষ্ট ভোট হবে। সংশ্লিষ্টরা শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন। সেই সরকার টিকবেনা। সেই সরকারের পতন হবে। দেশে বারবার গন বিপ্লব হবে। বিপ্লব থেকে বাঁচতে জাতীয় পার্টিকে ভোটে অংশ গ্রহনের আবহান জানিয়েছেন তিনি।
তিনি প্রশ্ন করেন ,ভোটে অংশ গ্রহন করা যদি অপরাধ হয়ে থাকে ৭৭ গন ভোটে সেই সরকার ৯৮ পার্সেট ভোট পেয়েছিল। ৭৯ তে গণ ভোট হয়েছিল, সেখানে অভিযোগ আছে। ৮৬তে জামায়াত অংশ গ্রহন করেছিল সেটা বিএনপি এক তরফা বলে, বিএনপি ১৫ ফেব্রুয়ারীতে ভোট করেছে। কোন দল কখন কোথায় এক তরফা ভোটে অংশ গ্রহন করেনি। ৮৮ ভোটে আ.স.ম রব অংশ গ্রহন করেছে। আজকে জাতীয় পার্টি ভোটে অংশ গ্রহন করেছে এজন্য জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে বাদ দেওয়ার যে হীন প্রক্রিয়া হচ্ছে। এই হীন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য ক্ষতিকর দেশের জন্য ক্ষতিকর জাতীর জন্য অসনি সংকেত।
তিনি বহুত্ববাদের বাংলাদেশ গড়তে সকলে নিয়ে ফ্রী ফেয়ার ইলেকশনের দাবি জানিয়েছেন। 

Salahuddin Ahmed
12 Görünümler · 2 ay önce

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে দলের হাই কমান্ডের কাছে দেওয়া অঙ্গিকার বাস্তবায়ন করতে প্রার্থীর বিরোধী পক্ষের প্রতি আহবান জানিয়েছেন দিনাজপুরের বিরল উপজেলার বিএনপির নেতারা। দলের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের পক্ষে আজ মঙ্গলবার বিরলের শহীদ মিনার চত্তরে সংবাদ সম্মেলনে ওই আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নেতা এ্যাডভোকেট আব্দুল বাকী, নুরজামাল হোসেন, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেনসহ তৃণমূলের বিভিন্ন কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে দলের মনোনিত ২৩৭ টি আসনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষনা করেছিলেন। এর মধ্যে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম রয়েছে৷ দলের ওই মনোনয়নের বিরোধিতা করছেন মনোনয়ন প্রত্যাশি বঞ্চিতরা। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশিদের সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ভার্চুয়ালি মিটিং করেছিলেন। তখন সবাই অঙ্গিকার করেছিল দল মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে সবাই কাজ করবেন। এর আগে দিনাজপুর ২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী ২০১৮ সালে দলের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবার দলের মনোনয়ন প্রত্যাশী বঞ্চিতরা তার বিরুদ্ধাচারন করছেন।
সংবাদ সম্মেলন শেষে খন্ড খন্ড মিছিল বের করেন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।
##

Salahuddin Ahmed
17 Görünümler · 2 ay önce

দিনাজপুর ২ ( বিরল- বেচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার গতকাল শনিবার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটর সাইকেল বহরে শো- ডাউন করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। শহরতলীর কাঞ্চন মোড়ে এশিয়া ফিলিং ষ্টেশন চত্তরে জোড় হয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষনে ছুটে চলে মোটর সাইকেলের বহর। এসময় একটি ট্রাকে চড়ে হাত নাড়েন বিএনপির প্রার্থী পিনাক।

Salahuddin Ahmed
6 Görünümler · 2 ay önce

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সকালে শহরের ইনস্টিটিউট চত্তর থেকে বনার্ঢ্য র‍্যালী শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ। এর আগে জাতীয় সংগিত পরিবেশনসহ জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নঈম জাহাঙ্গীর, সাদেক আহমেদ খান, সচিব কেন্দ্রীয় কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, এ ছাড়াও আরোও বক্তব্য রাখেন আবুল বাশার, মনসুর আলী সরকার, নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের আহ্বায়ক মোকশেদ আলী মঙ্গলীয়া।
আলোচনা সভা শেষে ৬জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

Salahuddin Ahmed
12 Görünümler · 2 ay önce

⁣দিনাজপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের ২ ( বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপির তৃণমুলের নেতাকর্মীসহ হাজার হাজার নারী পুরুষ । কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন বয়োবৃদ্ধ সমর্থকরা। এসময় রাস্তার উপর শুয়ে বিক্ষোভ করেন তারা। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।

দিনাজপুর ২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষনা করায় ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমুলের নেতাকর্মী সমর্থকেরা। গতকাল এবং দ্বিতীয় দিনে রাজপথ মাতিয়ে তোলেন দলের নেতাকর্মীরা।
গত ১৫ বছরে দলের দুর্দিনে পিনাকের নিষ্ক্রীয় ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিক্ষোভকারিরা। আওয়ামী লীগ সরকার আমলে হাজার হাজার নেতাকর্মী গায়েবী মামলা হাজতবাসসহ হয়রানীর শিকার হলেও পিনাক চৌধুরী ছিলেন ধরা ছোয়ার বাইরে। তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পরিবারের সাথে তার মামা ভাগ্নে সম্পর্ক বলে অভিযোগ তুলে তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিচ্ছেন তৃণমুলের নেতাকর্মীরা। মনোনয়ন বোর্ড প্রার্থী হিসেবে তার নাম ঘোষনা করায় ক্ষোভে ফুসছেন তারা।
ঘোষিত মনোনয়নের প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন তারা। আজ শুক্রবার দুপুরে বিরলে বিক্ষোভ সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন শেষে মৌন মিছিল বের করেন তারা। মিছিল শেষে একই মঞ্চে বক্তব্য দেন দলের মনোনয়ন প্রত্যাশি বিএনপি'র জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরলের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ কালু, জেলা কমিটির সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর পরিবর্তে ওই তিনজনের মধ্যে যে কোন একজনকে প্রার্থী ঘোষনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় নিশ্চিত আসনটি হারানোর আশংকা করছেন তারা।
###

Salahuddin Ahmed
15 Görünümler · 2 ay önce

⁣⁣জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট জুলফিকার হোসেন বলেছেন,পল্লী বন্ধু এরশাদ শুধু উপজেলা পরিষদই বাস্তবায়ন করেননি, বাংলাদেশের ৪৩টি মহকুমাকে জেলায় রুপান্তরিত করে দেশকে সার্বক্ষনিক ভাবে উন্নয়নের ছোয়া দিয়ে গেছেন। পল্লী বন্ধু এরশাদ যে ভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ের রাজনীতিবিদের তা দেখে মাথা ঘুরে গিয়েছিল। তারা ভেবেছিল পল্লীবন্ধু হোসেন মুহাম্মাদ এরশাদ একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশের মানুষকে যদি এগিয়ে নিয়ে যায তাহলে তাদের রাষ্ট্র শোষন করার সুযোগ আসবেনা,দেশের অর্থ লুটপাট করার সুযোগ আসবে না। তাই সেদিন তারা মিথ্যা আখ্যা দিয়ে এরশাদের বিরুদ্ধে মিথ্যা স্বৈরাচারের আখ্যা দিয়ে আন্দোলন করেছিল।
এরশাদের জাতীয় পার্টি এদেশের মাটি মানুষরর সাথে মিশে আছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ নয়। মেনে নেওয়া হবেনা। জিএম কাদেরের নের্তৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় এনে দেশের সাধারন মানুষকে উন্নয়নে ভাষাতে দেশবাসির প্রতি আহবান জানান।
২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে দিনাজপুরে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

Daha fazla göster