দিনাজপুরের পাবর্তীপুর -ফুলবাড়ী আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল ক্ষুবদ্ধ নেতাকর্মী
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে
উত্তাল দিনাজপুরের পাবর্তীপুর
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকালে পাবর্তীপুরের বাস টার্মিনাল মাঠে বিক্ষোভ সমাবেশ অংশ নেন তারা। এসময় বক্তব্য দেন পাবর্তীপুরের ১০টি ইউনিয়নের বিএনপি সমর্থক জন প্রতিনিধিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। কেন্দ্রীয় ঘোষিত প্রার্থী এ.কে.এম কামরুজ্জামানকে বাদ দিয়ে বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী সোমবার ফুলবাড়ীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। আসনটি বিএনপির ঘরে আনতে নিশ্চিতের জন্য প্রার্থী পরিবতর্নে সড়ক অবরোধসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
