
סרטונים אחרונים
সাভার, ঢাকা | সোমবার, ১৬ জুন ২০২৫
সাভারে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত একটি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত পরিচালিত টানা অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় যাত্রীদের জিম্মি করে ছিনতাই করার অভিযোগ রয়েছে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই চক্রটি প্রতিদিনই মহাসড়কে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতো। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার ছুরি এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বিশেষ করে সোহেল নামের একজন সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানায় বাহিনীটি।
এই সফল অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম এবং আশুলিয়া থানা পুলিশের একাধিক সদস্য অংশগ্রহণ করেন।
অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে, চিহ্নিত এই ছিনতাইকারী চক্রের গ্রেপ্তারে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং যৌথ বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নরসিংহপুর পর্যন্ত রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি চ
আশুলিয়া, ঢাকা | সোমবার, ১৬ জুন ২০২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত অংশে দ্রুত সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকলেও সংশ্লিষ্ট সড়কটিতে যান চলাচলের অনুপযোগী অবস্থা দীর্ঘায়িত হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত ও খোঁড়াখুঁড়ি, বিশেষ করে নরসিংহপুর এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় ধুলা, কাদা এবং নির্মাণসামগ্রীও বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, সংস্কার ছাড়াই দিনের পর দিন সড়কের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করানো হচ্ছে, যা শুধু যানজটই নয় বরং মানুষের জীবনকেও বিপন্ন করে তুলছে।
নিয়মিত দুর্ঘটনার মধ্যে রয়েছে
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।
রিকশা ও পিকআপের সংঘর্ষ।
সন্ধ্যার পর আলোর অভাবে পথচারীদের পড়ে যাওয়া ইত্যাদি।
এ প্রসঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “নির্মাণকাজের সঙ্গে সমন্বয় রেখে সংস্কার কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে।”
তবে, সাধারণ মানুষের দাবি— যথাসময়ে সংস্কার না হলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই চিন্তা করতে হবে।
🪧 প্রস্তাবনা:
জরুরি ভিত্তিতে সড়কের গর্ত ভরাট।
অস্থায়ী আলোকসজ্জা স্থাপন।
নির্মাণ সামগ্রী নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ।
ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বিকল্প রুট বা নিয়ন্ত্রণ টিম।
ডিপোজিট আর উইথড্র’র দুনিয়া”: অনলাইন জুয়ায় আসক্ত বাংলাদেশের এক বিপন্ন সমাজ।
বাংলাদেশ আজ এক নীরব বিপ্লবের কবলে—তবে এটি প্রযুক্তির নয়, নৈতিকতার। শহর থেকে গ্রাম, থানা থেকে ইউনিয়ন, শিশু থেকে বৃদ্ধ—দেশের সব স্তরের মানুষ এখন এক সর্বনাশা নেশার দিকে ছুটছে। নাম তার অনলাইন ক্যাসিনো জুয়া।
সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুরসহ দেশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক, ব্যবসায়ী, বেকার তরুণ, এমনকি শিক্ষার্থীরা পর্যন্ত এখন মোবাইল স্ক্রিনে ‘উইথড্র-ডিপোজিট’ খেলার ভয়ঙ্কর ফাঁদে বন্দী।
আসক্তি নয়, এটি এক মানসিক দাসত্ব লোকজন দিনের বেশিরভাগ সময়ই কাটাচ্ছে “উইথড্র হইল?” কিংবা “ডিপোজিট দিলাম, আর কত?” প্রশ্নে।
পূর্বে তারা যাদের সঙ্গে সমাজ গড়ে তুলেছিল—ভিক্ষুক, অসহায়, দরিদ্র, প্রতিবেশী—আজ তারা কারো চোখেই মানবিকতা দাবি করার মত অবস্থানে নেই।
গাজীপুরের এক রিকশাচালক বলেন “গত সপ্তাহে পাঁচ হাজার টাকা হেরে রাইতে ঘুম হয় নাই। কিন্তু পথের ভিক্ষুক বেটারে দশ টাকা দিতে মন চায় না—কারণ মনে হয় ওতে তো লাভ নাই!”
💸 লক্ষ লক্ষ টাকা হারিয়ে যাচ্ছে, তবু থামছে না কেউ
অনলাইন জুয়া অ্যাপ ও ওয়েবসাইটগুলো “বোনাস”, “ফ্রি স্পিন”, “রেফারেল কমিশন”—এই প্রলোভনের ফাঁদে ফেলে মানুষকে বারবার টানছে।
তরুণরা চাকরির টাকা, বোনাস, এমনকি ধার-দেনাও ঢালছে এই ডিজিটাল জুয়ার আসরে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন বাংলাদেশের ভেতরে কোটি কোটি টাকা এই অবৈধ জুয়া সাইটে খরচ হচ্ছে, যার বড় অংশই বিদেশে পাচার হচ্ছে।
মানসিকতা: ‘লোভে পাপ, পাপে শাস্তি’ এখন বাস্তব ছবি
বাংলাদেশের মানুষের অনলাইন আচরণে নৈতিকতা যেন বিলুপ্ত। কেউ একজন রাস্তায় পড়ে থাকলে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু জুয়া অ্যাপে ৫০০ টাকা হারালেও সেটা “কমন ঘটনা” বলে মানছে।
সামাজিক আচরণ বিশেষজ্ঞ ড. নাজমুল হক বলেন:
“এই জাতীয় আসক্তি এক ধরনের ডিজিটাল মানসিক ব্যাধি। মানুষ তার অনুভূতি, মূল্যবোধ ও দায়িত্ববোধ সবকিছুই মোবাইল স্ক্রিনে বিসর্জন দিচ্ছে।”
অপরাধ, আ ত্ম হ ত্যা ও সামাজিক ভাঙনের ঝুঁকি
অনলাইন জুয়ার কারণে পরিবারে দ্বন্দ্ব ও ডিভোর্স বাড়ছে। কিশোর অপরাধী তৈরি হচ্ছে আ ত্ম হ ত্যা র ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক দুর্বলতা দিনদিন বাড়ছে কেন কার্যকর নিয়ন্ত্রণ নেই?
যদিও অনলাইন জুয়া বাংলাদেশে অবৈধ ও দণ্ডনীয় অপরাধ, তবু নির্লিপ্ত প্রশাসন ও দুর্বল সাইবার নজরদারির কারণে জুয়া অ্যাপগুলো অনায়াসে চলছে।
অবৈধ মোবাইল লেনদেন ও এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন পরিচালিত হচ্ছে।
সমাধান কী? সাইবার ও মোবাইল লেনদেনের উপর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ। অনলাইন গেম্বলিং ও বেটিং অ্যাপ সম্পূর্ণভাবে বন্ধ। স্কুল-কলেজ থেকে সচেতনতা শিক্ষা শুরু, সামাজিক আন্দোলন ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রচারণা। ফেসবুক, টিকটক ও ইউটিউবে জুয়া প্রচার নিষিদ্ধ করে আইনি ব্যবস্থা। এখনও সময় আছে—ফিরে আসুন একটি জাতি যখন লোভকে জীবনের চালিকা শক্তি করে ফেলে, তখন ধ্বংস অনিবার্য।
বাংলাদেশের সামনে এখন দুটো পথ—নৈতিকতা ও মূল্যবোধে ফিরে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা, অথবা প্রযুক্তির নামে পাপের খেলায় হারিয়ে যাওয়া।
এই সিদ্ধান্ত এখন আমাদের সবার কারো একার উপর দোষ ফেলে লাভ নেই পুরো সিস্টেমটাই অফ করে দেওয়া উচিত।“আপনার এলাকায় এমন কতজন অনলাইন জুয়া খেলে জানেন?”
“জুয়ার টাকা দিয়ে কি কেউ খুশি হতে পারে?”
“জুয়া বন্ধ করতে আপনি কী করবেন?”
#জুয়া_নির্বন্ধন_করো
#stoponlinecasino
#ডিপোজিট_আর_উইথড্র_নয়
#onlineaddictionkills
#সামাজিক_বিপর্যয়
@highlight
#followers #viralpost2025シ #reelsviralシ #viralpost2025 #reelschallenge #ad #adventure #adsonreels #art #artist
“যাত্রা মঞ্চে বাস্তব জীবনের হিরো! হুমায়ূন ভাইয়ের কথা শুনে আপনি থেমে যাবেন”🎭 “মঞ্চ নয়, জীবনই তাঁর নাট
“যাত্রা মঞ্চে বাস্তব জীবনের হিরো! হুমায়ূন ভাইয়ের কথা শুনে আপনি থেমে যাবেন”🎭 “মঞ্চ নয়, জীবনই তাঁর নাটক—যাত্রা শিল্পীর বাস্তব কণ্ঠ ভাইরাল”#হুমায়ূনভাই #যাত্রামঞ্চ #বাস্তবজীবন #ভাইরাল #বাংলাদেশ
“যাত্রা মঞ্চে বাস্তব জীবনের হিরো! হুমায়ূন ভাইয়ের কথা শুনে আপনি থেমে যাবেন”🎭 “মঞ্চ নয়, জীবনই তাঁর নাটক—যাত্রা শিল্পীর বাস্তব কণ্ঠ ভাইরাল”#হুমায়ূনভাই #যাত্রামঞ্চ #বাস্তবজীবন #ভাইরাল #বাংলাদেশ