
সাইদুল ইসলাম
|Subscribers
Breaking news
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে সেই ভিডিও টিকটকে ছড়িয়ে দেওয়ায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটে রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। স্কুল ছুটির পর ছাত্রীরা বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাদের উত্ত্যক্ত করে এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেয়। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি, এবং অভিযুক্ত যুবককে আটকের জন্য তৎপরতা শুরু হয়।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত মাইন উদ্দিন (২৮), যিনি কসবার ধোপাখলা গ্রামের ইদন মিয়ার ছেলে। অবশেষে মঙ্গলবার (১৫ জুলাই) অভিযুক্ত আবার স্কুলের বাইরে টিকটক করতে এলে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তাকে আটক করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইভটিজিংয়ের দায়ে মাইন উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা প্রদান করেন।
ইউএনও ছামিউল ইসলাম জানান, স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছামিউল ইসলাম।