Ultimi video

সাইদুল ইসলাম
14 Visualizzazioni · 20 giorni fa

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র‍্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

সাইদুল ইসলাম
14 Visualizzazioni · 21 giorni fa

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পরিত্যক্ত একটি ঝিলের পানিতে শোভা ছড়াচ্ছে লাল শাপলা ফুল,যাতে মুগ্ধ হচ্ছেন এলাকাবাসী।

সাইদুল ইসলাম
8 Visualizzazioni · 22 giorni fa

⁣ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তরের জেলা স্টাফ রিপোর্টার মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় কসবা স্বাধীনতা চত্বরের সামনে কসবার সাংবাদিক ও সুশীল সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


⁣মানববন্ধনে কসবা প্রেসক্লাব, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। এছাড়া রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজ সংহতি প্রকাশ করে। মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়, দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ইমিগ্রেশন ওসি মো. আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিনকে প্রত্যাহার এবং ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

⁣বক্তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশ কর্তৃক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাজ হলো অন্যায়-অনিয়ম, দুর্নীতি, সাফল্য ও সম্ভাবনা জনসম্মুখে তুলে ধরা। কোনো সংবাদের বিষয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ওসি প্রতিবাদ পাঠাতে পারতেন অথবা প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারতেন। কিন্তু তা না করে সাংবাদিকদের নামে মামলা দায়ের করা ও তদন্ত ছাড়াই এফআইআর গ্রহণ করা উদ্দেশ্যমূলক ও অনভিপ্রেত। এটি সাংবাদিকদের কণ্ঠরোধের অপপ্রয়াস।

⁣তারা আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়েও সাংবাদিকদের উপর নানা আইনি বাধা চাপিয়ে রাখা হয়েছিল। এখন যদি একই ধারা অব্যাহত থাকে তবে প্রশাসনে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। এতে সাধারণ মানুষ পদে পদে ভোগান্তির শিকার হবে। বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

⁣উল্লেখ্য, গত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর ১২ আগস্ট ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আব্দুস সাত্তার বাদী হয়ে সাংবাদিক ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেন।

সাইদুল ইসলাম
8 Visualizzazioni · 2 mesi fa

⁣ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে সেই ভিডিও টিকটকে ছড়িয়ে দেওয়ায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটে রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। স্কুল ছুটির পর ছাত্রীরা বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাদের উত্ত্যক্ত করে এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেয়। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি, এবং অভিযুক্ত যুবককে আটকের জন্য তৎপরতা শুরু হয়।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত মাইন উদ্দিন (২৮), যিনি কসবার ধোপাখলা গ্রামের ইদন মিয়ার ছেলে। অবশেষে মঙ্গলবার (১৫ জুলাই) অভিযুক্ত আবার স্কুলের বাইরে টিকটক করতে এলে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তাকে আটক করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইভটিজিংয়ের দায়ে মাইন উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা প্রদান করেন।
ইউএনও ছামিউল ইসলাম জানান, স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সাইদুল ইসলাম
8,685 Visualizzazioni · 2 mesi fa

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছামিউল ইসলাম।

Mostra di più