Pinakabagong mga video

a m abdul wadud
4 Mga view · 6 araw kanina

⁣‘যখন আপনার সন্তান দুধ ডিম খায়, আমাদের সন্তানেরা ক্ষুধায় ঘুমিয়ে পড়ে’ | শেরপুরের হরিজন পল্লীর এক নারীর আর্তনাদ!

a m abdul wadud
7,949 Mga view · 5 buwan kanina

⁣শেরপুরে সাবেক ভূমি মন্ত্রী স্ত্রীসহ আটক


এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমি মন্ত্রী ও জামালপুর সদর ৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে স্ত্রী সহ আটক করেছে পুলিশ। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়েছে।


গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে আটক করা হয়। এসময় ছাত্র জনতা, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে এবং শাস্তির দাবী জানান।


পরে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় তার সাথে তার স্ত্রী সাথে ছিলেন।

a m abdul wadud
37 Mga view · 5 buwan kanina

শেরপুর জেলার ডিসি উদ্যানে বইপ্রেমীদের জন্য চালু হয়েছে ব্যতিক্রমধর্মী এক পাঠাভ্যাসমূলক কর্মসূচি — ‘সাইলেন্ট বুক রিডিং’।
তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও অপ্রয়োজনীয় আড্ডা থেকে দূরে রাখতে এবং বইপড়ায় আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নিয়েছে শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।

প্রতি শুক্রবার ও শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যে কেউ এই পাঠচক্রে অংশ নিতে পারছেন।
অংশগ্রহণকারীরা নিরিবিলি পরিবেশে নিজেদের পছন্দের বই নিয়ে বসে পড়তে পারেন ডিসি উদ্যানের মুক্ত বাতাসে।
বর্তমানে তাদের সংগ্রহে ৪০০টিরও বেশি বই রয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ের খ্যাতনামা লেখকসহ শেরপুরের স্থানীয় লেখকদের বই।
সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে পাঠাভ্যাসে ফিরিয়ে আনবে এবং শেরপুরের সাহিত্য-সংস্কৃতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।

রিপোর্টঃএ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর।

a m abdul wadud
28 Mga view · 5 buwan kanina

⁣শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বাড়াতে এবং স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।




১৯ মে সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়।
আইইডি এর ফেলো সুমন্ত বর্মনের সঞ্চালনায় এবং নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কীটস্ বক্স বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ।
এ সময় ট্রেনিংপ্রাপ্ত স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রি কাজে প্রশিক্ষণ শেষে ৫ জনকে কীটস্ বক্স বিতরণ করা হয়।

a m abdul wadud
29 Mga view · 5 buwan kanina

⁣শেরপুরে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবুকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করাই আনন্দ মিছিল করেছে শেরপুর জেলা ছাত্রদল।

আজ দুপুরে শহরের চকপাঠক মহল্লা থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জাফর মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শহর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদর থানা যুবদলের আহবায়ক পারভেজ আহাম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।

Magpakita ng higit pa