close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Distriktsnyheder

Badsha Alamgir
202 Visninger · 6 måneder siden

⁣ছয়শত টাকা হাজিরায় ১০ মাটিকাটা শ্রমিককে ভাড়া করেন যুবলীগ নেতা
কুষ্টিয়ায় পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে ১৫/১৭ জন ঝটিকা মিছিল করেছে। এদের মধ্যে ১০ জনই ছিলো মাটিকাটা শ্রমিক। ওই রোডে বালি সরানোর কথা বলে শ্রমিকদের ডেকে নিয়ে আসে শহর যুবলীগ নেতা সজিবুর রহমান সজিব। সেখানে গিয়ে ওই যুবলীগ নেতা শ্রমিকদের বলে সারাদিন কষ্ট করে মাটিকাটা লাগবেনা, তোমরা এক মিনিট মিছিল করলেই পুরো টাকা পেয়ে যাবে। গ্রামের সহজসরল মানুষগুলো তাদের ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যোগ দেয়। গতকাল রোববার সকালে পিটিআই রোডে আওয়ামীলীগের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাসার সামনে এই মিছিলের চেষ্টা করে যুবলীগের কয়েকজন নেতা। পরে এ ঘটনায় পুলিশ পিটিআই রোড থেকে ১০ শ্রমিককে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৮জন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা ও দুজন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।

GK Shohag
19 Visninger · 6 måneder siden

⁣৫ কোটি ৬০ হাজার মূল্যের, প্রায় ১ লক্ষ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করলো বাংলাদেশ কোস্ট গার্ড।

Shojol Ahmed
36 Visninger · 6 måneder siden

জামালপুর শহরের বটতলা এলাকায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে বারণ করার জেরে মার্জিয়া আরিফ মুনিয়া তামান্না (১১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। তামান্না সদর উপজেলার বাঁশচড়া এলাকার আরিফ হোসেনের (৩৭) মেয়ে।

রোববার (১ জুন) সকালের দিকে ঘটনাস্থল থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মোবাইল ব্যবহারে নিষেধ করাতেই এই কিশোরী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিয়ে আরিফ হোসেন জানান, তার মেয়ে মার্জিয়া শহরের উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। শহরের স্কুলে মেয়েকে ভর্তি করিয়ে তামান্নার বাবা স্কুলের কাছেই ১মাস আগে বাসা ভাড়া নেন। শনিবার ২টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন তামান্না তার মোবাইল ফোন ব্যবহার করছে। তখন অতিরিক্ত ফোন ব্যবহার করতে নিষেধ করেন। পরে সে তার বাবার কথা না মানলে একপর্যায়ে দুটি থাপ্পড় দিয়ে তামান্নার কাছ থেকে মোবাইল নিয়ে নেন তার বাবা। পরের দিন রবিবার সকাল হলেও তামান্না দরজা না খোলায় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুঁলে আছে তামান্না।

জামালপুর পিবিআই পরিদর্শক সামিউল ইসলাম সানী বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মোবাইল ব্যবহার করতে নিষেধ করায় আত্মহত্যা করেছে এ কিশোরী। নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Md Elias Ali
30,503 Visninger · 6 måneder siden

⁣সিলেটে পাহাড় ধসে এক পরিবারের ৩ জনের মৃত্যু।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Md Humayun
1,471 Visninger · 6 måneder siden

⁣বৃষ্টিতে গ্রামের রাস্তায় জলাবদ্ধতা: মানুষের অনুভুতি।
নেত্রকোণার কেন্দুয়া থেকে।

মিনহাজুল বারী
2,104 Visninger · 6 måneder siden

⁣“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যে বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ এর র‍্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে প্রানি সম্পদ দপ্তর ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার ড. আনিসুর রহমানের সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, (পিপিএম)।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ সহ আরও অনেকে।

Gourob Shaha
34 Visninger · 6 måneder siden

নরসিংদীবাসীর জন্য আনন্দের সংবাদ!

আজ ১লা জুন ২০২৫, শুভ উদ্বোধন হলো নরসিংদী সদর রেল স্টেশনে আন্তঃনগর তিনটি ট্রেনের যাত্রা বিরতি।
এখন থেকে নিয়মিত থামবে –
🚆 মহানগর প্রভাতী
🚆 মহানগর গোধুলী
🚆 উপবন এক্সপ্রেস

দীর্ঘদিনের দাবির পর নরসিংদীবাসী পেল আন্তঃনগর ট্রেনের সুবিধা।
এই উদ্যোগে যাত্রীসেবা যেমন সহজ হলো, তেমনি বাড়বে ভ্রমণের গতি ও স্বস্তি।

🎤 ভিডিও রিপোর্টিং: গৌরব সাহা

Motior Rahman Sumon
1,712 Visninger · 6 måneder siden

⁣লাগাতার বৃষ্টিতে গৃহবন্দী নগরবাসী, ময়মনসিংহ ।

GK Shohag
2,709 Visninger · 6 måneder siden

⁣নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সিআইখোলা এলাকায় ময়লার ভাগাড় থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার।

Liton Das
666 Visninger · 6 måneder siden

⁣শনিবার দুপুরের ফুটেজ কুয়াকাটা সমুদ্র সৈকত

Md Humayun
675 Visninger · 6 måneder siden

⁣কয়েক দিনের টানা বৃষ্টিতে গ্রামের মানুষের ভোগান্তি।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে।।

Badsha Alamgir
1,013 Visninger · 6 måneder siden

⁣কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা।

Alamin hosen suvo
386 Visninger · 6 måneder siden

প্রতিবারের মতো এবারও গাবতলী গরুর হাটে একটি বিশাল সাইজের উট এসেছে, মরুভূমির উট এবার দেখা মিলল গাবতলী হাটে যার দাম চাওয়া হচ্ছে ২৫ লক্ষ টাকা

Abdullah Ibne Khalid
25 Visninger · 6 måneder siden



নিজ এলাকায় মানুষের জন্য স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জমিয়ত মহাসচিব -মাওলানা আফেন্দী।


জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তার আমেরিকা প্রবাসী ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে নিজ এলাকাবাসীর জন্য "আফেন্দী এ্যাম্বুলেন্স " সেবা চালু করা হয়। দীর্ঘ দুই যুগ ধরে চলে আসা সেবামূলক বহুমুখী কার্যক্রমের সাথে নতুন করে যুক্ত করা হল এলাকাবাসীর বহুল কাঙ্ক্ষিত এই এ্যাম্বুলেন্স সেবা।

গতন ৩০ মে-২৫ইং শুক্রবার, বাদ মাগরিব,ডোমার উপজেলার সোনারায় হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী দোয়া মাহফিলে অংশ নেন ডোমার উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের দায়িত্বশীলগণসহ এলাকার ময়মুরুব্বী ও সর্বস্তরের জনসাধারণ।

এলাকার প্রবীন মুরুব্বি জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আমেরিকা প্রবাসী জনাব ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ডোমার উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহমূদ বিন আলম, নীলফামারী জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রূহানী, হাজী সাইফুল ইসলাম ও হরিনচড়া ইউনিয়ন জমিয়তের প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।


জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী বলেন, মানবসেবা ইসলাম ধর্মের অন্যতম এক মহান শিক্ষা। পবিত্র কুরআন ও হাদীস শরীফে সেবামূলক এ সকল কার্যক্রমের অনেক ফজীলত বর্ণিত হয়েছে। দীর্ঘ ২ যুগ থেকে চলে আসা বহুমুখী সামাজিক কর্মসূচীর সাথে আজ আমরা এ্যাম্বুলেন্স সেবাটি যুক্ত করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। দোয়া চাই-আগামী দিনগুলোতে আমরা যেন আমাদের পরিচালিত সেবামূলক কর্মকাণ্ডে আরো ব্যাপকতা আনতে পারি।

তিনি স্বীয় ছোট ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সাহেবকে উদ্দেশ্য করে বলেন, এই রকম দ্বীন দরদী দানবীর, সুন্দর মানসিকতার একজন ভাই আমি পেয়েছি, এটাও আল্লাহ তায়ালার মেহেরবানী। ছেলে।

Alamin hosen suvo
274 Visninger · 6 måneder siden

ঢাকার রাজধানীতে গত তিন দিনের ধারেই ভারী বৃষ্টির কারণে রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলী গরুর হাটে নেই ক্রেতা সংখ্যা, বিশ্বের বলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ক্রেতারা হাঁটতে পারছে না, ব্যাপারী জানিয়েছে বৃষ্টির কারণে ক্রেতা নাই যার কারণে তাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে, গরুর হতে পারে না না পানি বাহিত রোগ এবং নানা মুখী সমস্যা চাপে পড়তে পারে।

Alamin hosen suvo
676 Visninger · 6 måneder siden

অতি বৃষ্টির কারণে আসলে তেমন ক্রেতা সংখ্যা দেখা দিচ্ছে না , বলে জানিয়েছে গরুর ব্যাপারীরা, তাই গান গেয়ে, অলস সময় পার করছে এমন তারা আকর্ষণের বিশেষ গান গাচ্ছে।

Badsha Alamgir
3,666 Visninger · 6 måneder siden

⁣আমরা দ্রব্যমূল্যের দিক থেকে একটু স্বস্তিতে আছি।

Masudur Rahman
23 Visninger · 6 måneder siden

আজ ৩১ মে শনিবার কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় সম্মেলন শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এতে জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

Md Humayun
160 Visninger · 6 måneder siden

⁣বৃষ্টি দিনে গ্রামীণ চিত্র: প্রকৃতির সঙ্গে মানুষের জীবনযাত্রার নিবিড় সংলাপ।
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে।

Liton Das
943 Visninger · 6 måneder siden

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সরাসরি কিছু ফুটেজ বন্যার পরিস্থিতি জানানোর জন্য শুক্রবার বিকেলে

Nazrul Islam
972 Visninger · 6 måneder siden

⁣কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে দীর্ঘকাল ধরে জিও ব্যাগ দিয়ে রক্ষার চেষ্টা করা হলেও বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে এর একটি বড় অংশ তলিয়ে যায়। প্রতি বছরই পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগের জন্য বরাদ্দ এলেও, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।


স্থানীয়দের অভিযোগ, জিও ব্যাগ ব্যবহারের নামে কোটি কোটি টাকা
আত্মসাৎ করা হচ্ছে। এ প্রসঙ্গে, স্থানীয়রা বলেন, "জিও ব্যাগ বালু দিয়ে ভরাট করে যেভাবে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে, তাতে কুতুবদিয়াবাসীর দুর্দশা লাঘব হচ্ছে না।" তার মতে, এই অর্থ অপচয়ের ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে কুতুবদিয়ার বাসিন্দারা জোয়ারের পানিতে তাদের ভিটেমাটি হারাচ্ছেন।


কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দারা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটি টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু জিও ব্যাগ দিয়ে সাময়িক সমাধান না করে, একটি স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করা হলে কুতুবদিয়াকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এটি কুতুবদিয়ার মানুষের জীবন ও জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

Motior Rahman Sumon
22 Visninger · 6 måneder siden

ক্যান্টনমেন্ট শাখা, জনতা ব্যাংক পিএলসি, স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, ময়মনসিংহে আজ তাদের সেমিনারের আয়োজন করে

SHARIF MIA
661 Visninger · 6 måneder siden

⁣ঈদুল আযহার ছুটি ঘোষণা গার্মেন্টস শ্রমিক বাংলাদেশ
সাভার ঢাকা জেলার পোশাক শ্রমিক কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে ঈদুল আযহার

Mehedi Hasan
496 Visninger · 6 måneder siden

⁣স্বপ্নপূরণ মাত্র ১২০ টাকায়—নরসিংদীতে দুর্নীতিমুক্ত পুলিশ নিয়োগ

Md Abir Hasssn
7 Visninger · 6 måneder siden

ঢাকা-টাংগাইল মহাসড়কের চন্দ্রাতে বাড়ছে বারতি যাত্রীদের চাপ।অতিরিক্ত যাত্রিদের চাপ এর কারণে হতে পারে অতিরিক্ত মাত্রায় জ্যামজট।

ahamadul rahman Maruf
15 Visninger · 6 måneder siden

বৃষ্টি পড়ছে সকাল থেকে তারই ধারাবাহিকতায় গাজীপুর ও সকাল থেকে বৃষ্টি ও ঝড়

Nazrul Islam
819 Visninger · 6 måneder siden

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বর্তমানে খাদ্যে ভেজালের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সচেতনতা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।”
সভা সঞ্চালনা করেন ডা. জুনায়েদ আনসারি।

এছাড়াও বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলেম উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Akm Kaysarul Alam
495 Visninger · 6 måneder siden

⁣উদ্বোধনের ১৯ বছরেও বাস্তবায়ন হয়নি লালমনিরহাটের শম্ভু সরোবর পর্যটন কেন্দ্র । লালমনিরহাট

Rabiul Alam
1,017 Visninger · 6 måneder siden

⁣কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের জাতীয় অনুষ্ঠান।
বুধবার (২৭ মে) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম।

Mehedi Hasan
1,483 Visninger · 6 måneder siden

⁣"স্টেরয়েড নয়, প্রাকৃতিক উপায়ে লালিত—সাকিব এগ্রোর স্বাস্থ্যবান পশুতে মুগ্ধ ক্রেতারা"

Mehedi Hasan
1,289 Visninger · 6 måneder siden

⁣"পলাশ থেকে বিশ্ববাজার—BTTC দিচ্ছে দক্ষতার পাসপোর্ট"

Md Humayun
57 Visninger · 6 måneder siden

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে। ⁣প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তব অভিজ্ঞতা।

Badsha Alamgir
2,386 Visninger · 6 måneder siden

⁣কুষ্টিয়া থেকে গ্রেফতার ইন্টারপোলের রেড নোটিশ জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

GK Shohag
584 Visninger · 6 måneder siden

⁣কিশোর গ্যাংয়ের বলী- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোসিয়ারী শ্রমিক ফারুক। র‍্যাব-১১ এর অভিযানে হত্যাকারী আনাস(২০) কে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার।

সুভাষ মজুমদার
29 Visninger · 6 måneder siden

⁣সরকারি এম এম কলেজে চলছে শিক্ষকদের দুই দিনের "কলম বিরতি "। #mmc #jashore #teachers

Abdul Aziz
23 Visninger · 6 måneder siden

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা: সৈয়দবাড়ি এলাকায় গরমে বেঁকে যায় রেললাইন, চালকের সতর্কতায় রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

Juwel Hossain
41 Visninger · 7 måneder siden

⁣বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত করেছে সেনাবাহিনী।

সোমবার (২৬ মে) সকালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় ১ হাজার ৪৯৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

এসময় লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের ১ হাজার ৪৯৩ জনকে চিকিৎসা প্রদানসহ প্রায় ৫১ প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

তিনি আরও জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে।

জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানান এই কর্মকর্তা।

আই নিউজ বিডি ডেস্ক
47 Visninger · 7 måneder siden

⁣আমিন বাজারে ঢাকার প্রবেশ মুখে অবৈধ গ্যাস সরবরাহে বিপর্যয়

Nazrul Islam
16 Visninger · 7 måneder siden

⁣কক্সবাজারের
কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুণে পুড়ে ছাই হয়ে গেছে পুরো গ্যাসের মজুদসহ বসত ঘর।
উপজেলার দক্ষিণ
ধুরুং বাজারের পশ্চিমে
অলি পাড়ায়
একটি গ্যাসের গুদামে এ
অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।জানা সোমবার
(২৬ মে ) বিকালে উপজেলার দক্ষিণ ধুরুং বাজারের
পশ্চিমে অলি পাড়ায়
গ্যাসের গুদামে গ্যাস সিলিন্ডারে লিকেজের ফলে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ২শ
গ্যাস সিলিন্ডারসহ বসত ঘরটি
সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে বাড়ির উঠানে থাকা গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস
হয়ে যায়।প্রত্যক্ষর্দশীরা জানিয়েছেন, অলীপাড়ার বা‌সিন্দা সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মা‌ঝি
র্দীঘ‌দনি ধ‌রে অ‌বধৈভা‌বে বা‌ড়‌িতে ব‌িভন্নি কোম্পানীর এল‌পি গ্যাস স‌িলন্ডিার মজুদ ক‌রে
ব্যবসা ক‌রে আস‌ছনে।ধুরুং বাজা‌ররে
যমুনা ও গ্যাস ডিলার এসএম মন্জুর, আল্লাহর দান গ্যাস ডিলার শ‌হদিুল ইসলাম সাংবাদিকদের জানান, গুন্নু
মা‌ঝি বা‌ড়‌িতে ব‌িভন্নি গ্যাস স‌িলন্ডিার মজুদ ক‌রে মা‌পে কমব‌েশি ক‌রে ব্যবসা ক‌রে আসছেন। তাদের ধারণা গ্যাস
সিলিন্ডারে কম-বেশী করার সময়
ব‌িস্ফোরণ ঘ‌ট‌েছে।খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা আহতের
ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে ঘটনার আকস্মিকতা ও ক্ষতির পরিমাণ স্থানীয়দের মধ্যে
উদ্বেগের সৃষ্টি করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত
হয়েছে। তবে একটি
বিশ্বস্তসূত্র জানিয়েছে দোকান মালিক গ্যাসের ভরা সিলিন্ডার থেকে থালি সিলিন্ডারে
গ্যাস এদিকসেদিক করার সময় র্দূঘটনা ঘটে। প্রায় সময় সে এ ধরনের দুই নাম্বারী কাজ
করে আসছে বলে সূত্রটি জানিয়েছে। ঘটনার
বিস্তারিত তদন্ত চলছে।

Abdullah Ibne Khalid
5,445 Visninger · 7 måneder siden

নীলফামারীর ছয় উপজেলায় পথসভার অংশ হিসাবে আজ সকাল ১০ টায় ডোমারে পথসভায় আসেন জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এ পথসভায় অংশগ্রহণ করেন জনাব আলম বলেন খুনি হাসিনার বিচার হবেই এদেশের মাটিতে। এর পরে তিনি ডিমলা, জলঢাকা,, সহ নীলফামারীর পথসভায় অংশগ্রহণ করেন।

Rabiul Alam
13 Visninger · 7 måneder siden

⁣কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর ২য় দিনের জাতীয় অনুষ্ঠান।




মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের জাতীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান মুরাদনগরের কবিতীর্থ দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে।

বিকেল সোয়া ৪ টায় দৌলতপুর মুক্তমঞ্চের মাঠে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

বক্তব্য কালে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার বলেন, দৌলতপুরে স্মৃতি সংরক্ষণের শীগগির জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা প্রকল্প হাতে নেয়া হবে। এছাড়াও আলি আকবর খানের বাড়ীটি সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে দেয়ার উদ্যোগে গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, বাংলা একাডেমী থেকে এবছর নজরুল পদক প্রাপ্ত গবেষক ড. আনোয়ারুল হক, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াহিয়া মান্নান, মুরাদনগরের সহকারী কমিশনার সাকিফ হাসান খান, "দৌলতপুরে নজরুল" গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুল, বাবলু আলী খান প্রমূখ।

অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম ইমরুল সম্পাদিত "দৌলতপুরে নজরুল" গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় এবং প্রামাণ্য চিত্র "কুমিল্লা ও দৌলতপুরে নজরুল" প্রদর্শন করা হয়।

জেলা প্রশাসক বলেন "দৌলতপুরে নজরুল" শীর্ষক গ্রন্থটি নিশ্চই দৌলতপুরের ইতিহাস নিয়ে গবেষণায় আগামী দিনের গবেষকদের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গ্রন্থের সম্পাদক জাহাঙ্গীর আলম ইমরুলকে ধন্যবাদ দেন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ গান ও আবৃত্তি পরিবেশন করেন।

২৭ মে সমাপনী অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।

Nazmul Mia
8 Visninger · 7 måneder siden

২৬ মে,⁣শেরপুরে উপদেষ্টার গাড়িবহরে থাকা সাংবাদিকদের উপর বালু ও বনখেকোদের হা/ম/লা, আহত ৬ |

Abdur Rahman bd
11 Visninger · 7 måneder siden

সোমবার দিনব্যাপি সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়

Mehedi Hasan
27 Visninger · 7 måneder siden

⁣নুরালাপুরে ১৫ বছরেও রাস্তায় টেকসই উন্নয়ন নেই, বিচ্ছিন্ন ১৪ গ্রামের মানুষ

Nazrul Islam
34 Visninger · 7 måneder siden

⁣‎“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি মেলা ২০২৫”।





‎রবিবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য এক র‍্যালি আয়োজনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র‍্যালিটি উপজেলা ভূমি কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়ঘোপ ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়।





‎র‍্যালি শেষে উপজেলা ভূমি কার্যালয়ের মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা
,
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ মিয়া এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মিজবাহ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন।

বক্তারা জানান,
ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি কার্যালয়ের পাশাপাশি ২টি ইউনিয়ন ভূমি অফিস থেকেও সেবা প্রদান করা হচ্ছে। সেবাসমূহের মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান সরবরাহসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা।



Rabiul Alam
28 Visninger · 7 måneder siden

কুমিল্লা প্রতিনিধি।।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে কুমিল্লায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথিগণ।

স্টল পরিদর্শন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার।

কুমিল্লা আদর্শ সদর কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তৌহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন সারোয়ার আলম, সিনিয়র সহকারী কমিশনার (এলএও) শাহাদাত হোসেন।

বক্তব্য রাখেন কবির আহমেদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিনাশি মোহসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম ভূইয়া, ভিপিজিপি জাকির হোসেন, সাংবাদিক শাহাজাদা এমরান ও এম হাসান।

আলোচনা শেষে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন তানজিনা আক্তার।

এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করা, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের জন্য হটলাইন নম্বর ১৬১২২ ব্যবহারের গুরুত্ব এবং জনসাধারণের মাঝে ভূমি বিষয়ক সেবাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এই মেলার মূল উদ্দেশ্য।

Akm Kaysarul Alam
1,523 Visninger · 7 måneder siden

⁣অন্তর্বর্তী সরকার নিয়ে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের মন্তব্য

Sujat Molla
12 Visninger · 7 måneder siden

নি‌ষিদ্ধ ঘো‌ষিত সংগঠ‌ন ও তাদের সহ‌যো‌গী‌দের আইনের আওতায় আনা পু‌লি‌শের নিয়মিত কাজ

Badsha Alamgir
17 Visninger · 7 måneder siden

একজন সাধারণ জনগণ বলছিলেন সরকার গরীবের কোন কথা শোনে না এবং গরিবের হার ধরে না।। যারা বড়লোক সরকার শুধু তাদেরই কথা শুনে।

আরেকজন বলছিলেন কিছু সময় সরকার কথা শুনে আবার শুনতেও পারে না কারণ সরকার তার নিজের কাজে ব্যস্ত, তারপরও আমাদের কথা শোনা উচিত।

Md Humayun
666 Visninger · 7 måneder siden

⁣"সরকার গরীব মানুষের কথা শুনেনা"
নেত্রকোণার কেন্দুয়া থেকে।

প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তবমুখী মতামত।

Md Humayun
15 Visninger · 7 måneder siden

⁣"সরকারকে প্রশ্ন করতাম আমরা কেন বঞ্চিত "
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা থেকে।

প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তবমুখী মতামত

Md Humayun
30 Visninger · 7 måneder siden

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে
⁣প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তবমুখী মতামত

Badsha Alamgir
17 Visninger · 7 måneder siden

সাধারণ জনগন বলছে ইউনুস সরকার আরো পাঁচ বছর খমতাই থাক।

Rabbi Islam
9 Visninger · 7 måneder siden

⁣টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে ‘চলমান অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মসজিদ কমিটি, মুসুল্লি ও স্থানীয় গ্রামবাসী।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে গুনটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সভাপতি এ এস জাহাঙ্গীর আলম ও সহসভাপতি মো. আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জামুর্কী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী সোহেল রহমানসহ এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লি।

লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম ও আনিছুর রহমান বলেন, গুনটিয়া গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক সহায়তায় মসজিদটি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। কিন্তু একটি মহল মসজিদ কমিটি ও নামাজে মুসল্লিদের উপস্থিতি নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ গুজব ছড়াচ্ছে।

সম্প্রতি মসজিদটি নিয়ে একজন ইউটিউবার ভিডিওর মাধ্যমেও অসন্তোষজনক অপপ্রচার চালান। তারই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, গুনটিয়া মসজিদের সাবেক সদস্য আলমগীর হোসেন, বারি মিয়া, হাবিব মিয়া, জয়নাল, মহসীন, নাছির ও স্বাধীন মিলে একটি দুষ্টচক্র গঠন করে মসজিদের সুনাম ক্ষুণ্ন করতে চায়।

তারা মসজিদের দানের টাকা আত্মসাৎ, আইপিএস চুরির মতো অভিযোগ তুললেও নিজেদের কমিটিতে থাকাকালীন এসব বিষয়ে কোনও প্রমাণ দিতে পারেনি। বরং পরে নিজেরাই আরেকটি মসজিদ নির্মাণে জড়িত হয়ে গুনটিয়া মসজিদের বিরুদ্ধে ব্যানার, ফেস্টুন ও সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সংশ্লিষ্ট প্রশাসন ও ধর্মীয় কর্তৃপক্ষের প্রতি অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Alamin hosen suvo
33 Visninger · 7 måneder siden

ঢাকা আরিচা মহাসড়কে হাইওয়ে রোডে যাত্রী নামানো নিয়ে যাত্রী ও বাস ড্রাইভার সাথে দ্বন্দ্ব লাগে এক পর্যায়ে ছাত্ররা এগিয়ে আসে সমস্যা সমাধান করে

মুহাম্মাদ রাকিব
11 Visninger · 7 måneder siden

দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে পটুয়াখালীবাসীর এই দুর্দশার কথা।

abul hasan
3 Visninger · 7 måneder siden

⁣লাহিড়ী বাজারে মোটরসাইকেল চোর জনতার হাতে আটক

সুভাষ মজুমদার
23 Visninger · 7 måneder siden

⁣যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান। নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন।

⁣সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত "গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।

Alamin hosen suvo
26 Visninger · 7 måneder siden

ঢাকা আরিচা মহাসড়কে আমিনবাজার ইউনিয়নে একমাত্র ফুট ওভার ব্রিজ যেটি কিনা মানুষ বিনা প্রয়োজনে ব্যবহার করে, কেননা যেখানে প্রয়োজন সেখানে স্থাপন করা হয়নি। জনসমাগম থেকে প্রায় ২০ মিনিট দূরত্বে, যেখানে নাই কোন মানুষের চলাচল, নেই কোন বাস স্টপ। সন্ধ্যা হলে আড্ডা জমে মাদক সেবনকারীদের পার্শ্ববর্তী লোকজন জানিয়েছে।

Rabiul Alam
22 Visninger · 7 måneder siden

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।


কুমিল্লা জেলা উলামা পরিষদ এর উদ্যোগে কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে "ইসলামে নারীর মর্যাদা ও অধিকার শীর্ষক সেমিনার।
কুমিল্লা জেলা উলামা পরিষদের মজলিসে সুরা সদস্য মাওলানা দ্বীন মুহাম্মদ আশরাফ এর তত্বাবধানে ও সুরা সদস্য মাওলানা জামিল আশরাফ ও মাওলানা এমদাদ উল্লাহ খানের যৌথ সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি শাইখুল হাদিস আল্লামা নুরুল হক।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী এবং চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন,বর্তমান সংস্কার কমিশন নারীদের অধিকার ক্ষুন্ন হবে এমন আইন করার সুপারিশ এবং নারীদের মর্যাদার চরম বিরোধী আইন পাশ করার যেই সুপারিশ করেছে, এই আইন পাস করা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারীদের অধিকার আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।

Akm Kaysarul Alam
14 Visninger · 7 måneder siden

⁣তুষভান্ডারে বিএনপির নেতা জাহাঙ্গীরের ইটভাটার গোডাউনে আ'গু'ন

Juwel Hossain
8 Visninger · 7 måneder siden

⁣সিরাজগঞ্জে তীব্র দাবদাহে বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে

Badsha Alamgir
13 Visninger · 7 måneder siden

সরকারি প্রণোদনায় দেশের একমাত্র মসলা চাষের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া। এই গ্রামে প্রবেশ করলে রাস্তার দুই ধারে খাঁচা পদ্ধতিতে দারুচিনি, তেজপাতাসহ বিভিন্ন মসলার গাছ চোখে পড়বে। আধুনিক পদ্ধতিতে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝালসহ মোট ১৪ পদের মসলার চাষ করছেন বড়িয়া গ্রামের কৃষক। ৬ হাজার মসলা গাছের চারা লাগানো হয়েছে এই গ্রামে। আবার বাড়ির উঠান, আঙিনা, পুকুরপাড়সহ পতিত জমিতে জিওব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশের মধ্যে একটি গ্রামকেই (বড়িয়া) মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে। সরকারি প্রণোদনায় মডেল এই মসলার গ্রামে মসলা আবাদে যুক্ত হয়েছেন শতাধিক কৃষক। মহিরুল নামে একজন বলেন, কৃষি অফিসের তদারকিতে রাস্তার দুই ধারে তেজপাতা ও দারুচিনি গাছ লাগানো হয়েছে। আমার বাড়িসহ এই গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আশপাশে খালি জমিতে আদা, হলুদসহ বিভিন্ন মসলার চাষ হচ্ছে। কৃষক সাইদুল ইসলাম বলেন, বাড়ির পাশের পতিত জমি পরিষ্কার করে জিও ব্যাগে আদা ও হলুদ চাষ করেছি। আমাদের কোনো খরচ নেই সব সরকার দিয়েছে। ফলন ভালো হলে এলাকার চাহিদা মিটবে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুন জানান, মসলা চাষের জন্য কুষ্টিয়ায় পাঁচটি স্থান নির্বাচনের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে বড়িয়া গ্রামকে নির্ধারণ করে। ২০২২-২৩ অর্থবছরের ২৩ সালের জুলাই মাসে পাইলট প্রকল্প হিসেবে বড়িয়া গ্রামে মসলার চাষ শুরু হয়। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৭ সালের শেষের দিকে। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রাসেল আহমেদ বলেন, মডেল মসলা গ্রাম গড়ে তোলার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার বড়িয়া গ্রামকে বেছে নেওয়া হয়। এখানে মোট ১৪ ধরনের মসলার জাত চাষ হচ্ছে। এর সুফল আগামীতে কৃষকরা পাবেন। মডেল মসলা গ্রামে মসলা চাষের পাশাপাশি মসলার বীজ ও চারা বিক্রি করতে পারবেন কৃষকরা।

a m abdul wadud
32 Visninger · 7 måneder siden

⁣শেরপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেকার তরুণ-তরুণীদের কর্মদক্ষতা বাড়াতে এবং স্বাবলম্বী করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়েছে।




১৯ মে সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ চত্বরে প্রমোটিং রাইটস্ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থ্রু ইনিসিয়েটিভ অব পিপলস্ (প্রিপ) এর আয়োজনে এবং ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর সহায়তায় প্রশিক্ষণ শেষে কীটস্ বক্স বিতরণ করা হয়।
আইইডি এর ফেলো সুমন্ত বর্মনের সঞ্চালনায় এবং নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কীটস্ বক্স বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি ও কবি রফিক মজিদ।
এ সময় ট্রেনিংপ্রাপ্ত স্বর্ণা বিশ্বাস, সুমি বিশ্বাস ও নিরঞ্জন বর্মন তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
সেলাই, ইলেকট্রিশিয়ান, বিউটিশিয়ান ও রাজমিস্ত্রি কাজে প্রশিক্ষণ শেষে ৫ জনকে কীটস্ বক্স বিতরণ করা হয়।

Badsha Alamgir
35 Visninger · 7 måneder siden

⁣আমি খেটে খাওয়া মানুষ। আমার কোন খোজ খবর নেইনা সরকার।

a m abdul wadud
34 Visninger · 7 måneder siden

⁣শেরপুরে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবুকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করাই আনন্দ মিছিল করেছে শেরপুর জেলা ছাত্রদল।

আজ দুপুরে শহরের চকপাঠক মহল্লা থেকে এই আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এ সময় শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জাফর মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, শহর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম, সদর থানা যুবদলের আহবায়ক পারভেজ আহাম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।

Md Humayun
28 Visninger · 7 måneder siden

⁣নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পৌর সদরের আইথর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন এবং নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাতে পৌরসভার সেনবাড়ি মোড় এলাকায়, কান্দিউড়া ইউনিয়নের ব্রাম্মনজাত গ্রামের আজিজুল গং দের দাড়ালো অস্ত্রের
আঘাতে কালাম মারাত্মক আহত হয়। পরে আহত অবস্থায় কালাম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যায়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।
কেন্দুয়া থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Badsha Alamgir
23 Visninger · 7 måneder siden

খেটে খাওয়া মানুষের মুখে বাস্তবমুখী এবং রাজনৈতিক মতামত।
সরকার তাদের কথা শুনে কিনা এবং কোন প্রতিনিধি তাদের খোজ খবর নেয় কিনা।

Nazmul Mia
11 Visninger · 7 måneder siden

সহযোগিতায় ঃ আজকের তারুণ্য (স্বেচ্ছাসেবী সংগঠন) ও রক্তসৈনিক স্বেচ্ছাসেবী সংগঠন।

মুহাম্মাদ রাকিব
63 Visninger · 7 måneder siden

পটুয়াখালী কবরস্থান জঙ্গলে পরিনত হয়েছে। লতাপাতা এতটাই বেশি জন্মাইছে যে এখন ভিতরে ঢুকতে ভয় হয়। মৃত্যু ব্যক্তির নেইম-প্লেট লতাপাতার কারণে দেখা যাচ্ছে না। এতে সাপ বিচ্ছুর বসবাস করতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

Abdullah Ibne Khalid
29 Visninger · 7 måneder siden

⁣আওয়ামী লীগ দেশকে লুটপাটে পরিনত করেছিলো : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন,‘গত আঠারো বছর যাবত ফ্যাসিস্ট মাফিয়া আওয়ামী সরকার দেশকে ধ্বংস করেছে। তারা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। শুধু লুটপাটেই না তারা হত্যা করেছে বিএনপির অসংখ্য নেতা কর্মীকে। তাদের বিরুদ্ধে কথা বললেই গুম বা হত্যা করা হতো। তারা ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে। ধ্বংস করেছে এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে,।

শনিবার (১৭ মে) বিকালে দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন ও নিজ জন্মস্থান ডোমারে আগমন উপলক্ষে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গণ সংবর্ধনা ও বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন,‘আজকে সংস্কারের আওয়াজ উঠেছে। কিন্তু মনে রাখতে হবে সংস্কারের বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগেই ৩১ দফার একটি সংস্কারের প্রস্তাব আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের বিএনপির চেয়ারম্যান আপনাদের সামনে সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে। শুধু সংস্কারের কথা বলে নির্বাচন বিঘ্নিত জনগন মেনে নিবে না।

তিনি বলেন আমরা এই সরকারকে যেভাবে সহযোগিতা করছি সেই সহযোগিতা দেশের আপামর জনগণও করছে। বিএনপির এই সংস্কারের প্রস্তাবকে সঙ্গে নিয়ে আরও অন্যান্য দলের যে সংস্কার প্রস্তাব আছে, সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সংক্ষিপ্ত করে দেশকে একটি গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে।’



নির্বাচনের ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান তিনি বলেন তিনি।

তিনি বলেন এই সরকার নাকি বৈষম্য দূর করছে। অথচ আমি তো নিজেই সরকারের বৈষম্যের শিকার। বৈষম্য তারা দূর করতে এখনো পারেনি। আমরা আশা করব যে সরকার আরো সিরিয়াস হবে বৈষম্য দূর করার ব্যাপারে। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে সকলকে নিয়ে জনগনের সকলের আকাঙ্ক্ষা যাতে প্রতিষ্ঠিত হয় সেই কারনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।


নিষিদ্ধ ঘোষিত একটি দলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন,‘ একটা দল আপনারা জানেন খুব অল্প দিন আগে তাদেরও সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। যতদিন পর্যন্ত বিচার শেষ না হয়। দলের অনেক নেতাকর্মী আছেন, অনেক সমর্থক আছে যারা হয়তো বা খারাপ না। তাদের নেতা কর্মী, তাদের সর্বোচ্চ লেভেলের যারা নেতা কর্মী ছিলেন তাদের খারাপ কর্মকান্ডের জন্য আজকে তারাও এই রাজনৈতিক কর্মকান্ড থেকে নিষিদ্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে আর কোন দল এরকম নিষিদ্ধ হোক এটা আমরা গণতান্ত্রিক ভাবে চাই না। আমরা চাই যে একটা গণতান্ত্রিক চর্চা, মানুষের অধিকার তারা প্র্যাকটিস করুক।’


নীলফামারী রংপুর অঞ্চলের মানুষ আমরা বহুদিন ধরে পিছিয়ে আছি। আমাদের দুর্ভাগ্য যে ওই নোয়াখালী ,কুমিল্লা , ঢাকার মানুষরা উন্নত হয়। তাদের বাচ্চারা দেখা যায় যে বড় হয়ে বড় বড় চাকরি পায় আর আমাদের বাচ্চারা এখানে পড়ে থাকে। আমাদের এখানে বড় বড় হাসপাতাল নাই কেন। বিশ্ববিদ্যালয় নাই কেনো। বাংলাদেশের বেশিরভাগ জেলায় এখন বড় বড় বিশ্ববিদ্যালয় আছে। আমাদের কি অধিকার নাই । এটা আদায় করতে হলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

গণ-সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন ও পৌর সম্পাদক মোজাফ্ফর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাবেক ছাত্রদল সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ ও জেলা যুবদলের সম্পাদক শাহাদাত হোসেন বক্তব্য রাখেন । অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির প্রতিটি ইউনিটের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ফুল ও সম্মাননা স্বারক দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে বিএনপির জনসভা ও তুহিনকে এক নজর দেখার জন্য বিকাল তিনটার মধ্যেই ডোমার হাইস্কুল মাঠটি জন সমুদ্র পরিনত হয়। তুহিন মাঠে প্রবেশ করার সাথে সাথেই দলের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে জনসভাকে প্রানবন্ত করে রাখে। হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে আবেগাপ্লুত হয়ে পরেন তিনি। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন তিনি। এ সময় তার সহধর্মিণী তার পাশে ছিল।

মোঃআব্দুল্লাহ ইবনে খালিদ

ডোমার -নীলফামারীর

১৭/০৫/২৫

Munir Hasan
7 Visninger · 7 måneder siden

⁣গাইবান্ধায় ওয়ার্ল্ড ভিশন সদস্যদের মাঝে সোলার প্যানেল বিতারণ।

Abdullah Ibne Khalid
7 Visninger · 7 måneder siden

⁣ডোমার-ডিমলায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।


নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির হোসেন মিলন ও অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, “আগে টাকা পরে বিদ্যুৎ”—এই পদ্ধতির প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তারা বলেন, যারা ইতোমধ্যে এই মিটার ব্যবহার করছেন, তারাও এটি গলার কাঁটা হিসেবে দেখছেন। বক্তারা দাবি করেন, প্রি-পেইড মিটার প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে কৃষকরা অগ্রিম টাকা দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।



বক্তারা আরও বলেন, “জনগণকে না জানিয়ে প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত গণবিরোধী এবং এটি ডিজিটাল চুরির একটি নতুন কৌশল। জনগণের পকেট কেটে সরকার ঋণের বোঝা কমাতে এই ফাঁদ পেতেছে।”



সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।



এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ডোমার ও ডিমলাসহ পুরো জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ।

নীলফামারী

১৫/০৫/২৫

Abdullah al Mamun
28 Visninger · 7 måneder siden


প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি,


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. হারুনুর রশিদ ও শহিদ উল্যাহ খোকন। সভার সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষক মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, হাজারীহাট স্কুল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদী বাবু, ফরিদ উদ্দিন রাশেদসহ অনেকে।

বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের মূল ভিত্তি। তাদের মর্যাদা ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
তারা আরও বলেন, "একটি শিক্ষাবান্ধব সমাজ গড়তে হলে শিক্ষক সমাজের ঐক্য ও সচেতনতা জোরদার করতে হবে। দলীয় বিভাজন পেরিয়ে সবাইকে পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায় নুরুল আলম শিকদার বলেন, বিদ্যালয়গুলোতে যে হারে দুর্নীতি বেড়েই চলেছে, কিছু বললেই তো দোষ। উচ্চ বিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, এখানে এমন ভাবে দুর্নীতি করা হয়েছে তা বললেই বিশ্বাস করবেন না। আয় ও ব্যায়ের যে হিসাব দেখানো হয়েছে তার কোন অস্তিত্ব নেই। দুর্নীতি করারও তো একটা সীমা আছে। যে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আসছে। উপজেলা প্রশাসনকে এসব বিদ্যালয়গুলোকে খতিয়ে দেখা দরকার। আর স্কাউট ভুবনের আয় এবং ব্যয় এর তদারকি করা দরকার প্রশাসনের।

সাধারণ সভার শেষাংশে বিগত কমিটির কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।

Salahuddin Ahmed
76 Visninger · 7 måneder siden

স্টাফ রিপোর্টার > দিনাজপুরে কোতয়ালী থানা ঘেরাও এবং সড়ক সমুহ অবরোধ করেই পুলিশের কাছ থেকে পরিবহন শ্রমিক নেতা শাহ আলম এবং বাদলকে নিঃশত মুক্তির পরই অবরোধ প্রত্যাহার করেছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিকরা। সড়ক দুঘর্টনার জের ধরে সৃষ্ট অপ্রীতির ঘটনায় ওই দুই শ্রমিককে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ।

Nazrul Islam
6 Visninger · 7 måneder siden

⁣কুতুবদিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী...

Rabiul Alam
31 Visninger · 7 måneder siden

কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এই হামলা হয়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাহার রায়হানের ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং তিনি গুরুতর রক্তক্ষরণে ভুগছেন।
ঘটনার বর্ণনায় বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। ঠিক তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
বাহার রায়হান বলেন, “আমি হামলাকারীদের চিনিনি। তারা পদবঞ্চিত ছাত্রদলের কেউ হতে পারে, আবার আওয়ামী লীগের লোকজনও হতে পারে।”
হামলার সময় এক পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Al Mamun Gazi
19 Visninger · 7 måneder siden



যশোর অভয়নগরের পায়রা ইউনিয়নে যুবদলের মানবিক উদ্যোগ
— কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করে প্রশংসা কুড়ালেন তরুণরা

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের অভয়নগর উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে পায়রা ইউনিয়ন যুবদল। প্রখর রোদে মাঠে দিনভর কাজ করা কৃষকদের শারীরিক দুর্বলতা ও পানিশূন্যতা দূর করতে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করেছেন তারা। এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই মহতী উদ্যোগের মূল উদ্যোক্তা ছিলেন পায়রা গ্রামের কৃতি সন্তান, যুবদল নেতা সাগর ভাই। তাঁর সঙ্গে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করেন তরুণ সমাজকর্মী জিহাদুল ইসলাম, আল মামুন, গাজী রাব্বি এবং এলাকার আরো অনেক তরুণ।

প্রচণ্ড গরমে যখন কৃষকেরা মাঠে হালচাষ, রোপণ বা ফসল কাটার মতো কঠোর পরিশ্রমে নিয়োজিত, তখন তাদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন বিতরণ করে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে এই তরুণ সমাজ। স্যালাইন বিতরণের সময় দেখা গেছে— মাঠে মাঠে গিয়ে কৃষকদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ঠান্ডা পানি মিশ্রিত স্যালাইন, যাতে করে তাঁরা ক্লান্তি দূর করে আবারও কাজে ফিরতে পারেন।

সাগর ভাই বলেন, “কৃষকের ঘামেই দেশের অন্ন জোটে। তাদের কষ্টকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা চাই, সমাজের সবাই কৃষকদের পাশে এসে দাঁড়াক।”

এ সময় তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পায়রা ইউনিয়নের যুব সমাজকে জনসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত করা হবে।

স্থানীয়দের অনেকেই বলেন, “এই গরমে মাঠে কাজ করা সত্যিই কঠিন। যুবদলের এই সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। এমন উদ্যোগ আগে কেউ নেয়নি।”

এই মানবিক উদ্যোগ পায়রা ইউনিয়নে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তরুণদের এ ধরনের সামাজিক দায়িত্ববোধপূর্ণ কর্মকাণ্ড ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

Md Nahid Hossain
20 Visninger · 7 måneder siden

⁣শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার বড়ইতলা ব্রিজের পশ্চিম পার্শ্বের সরকে নসিমনের ধাক্কায় চার চাকার মোটরসাইকেল আরোহী মিথুন শিকারি ও রমজান ছৈয়াল গুরুতর আহত হন,মিথুন শিকারি (৩৭) পিতাঃ অনিল চন্দ্র শিকারি তিনি একজন শারীরিক প্রতিবন্ধী তার নড়িয়া থানাধীন মাদবর বাজার সংলগ্ন এ স্টার রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রনিক্স নামীয় দোকানের মালিক তিনি ও তার কর্মচারী রমজান ছৈয়াল (১৮) গত ১০/০৫/২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় নড়িয়া উপজেলার ঘড়িসার হালইসার বটতলা থেকে ফ্রিজের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে আনুমানিক দুপুর ০৩.০০ টার সময় নড়িয়া উপজেলার বরইতলা ব্রিজের পশ্চিম পাশে চায়ের দোকানের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নসিমনের ধাক্কায় মিঠুন শিকারি ও তার কর্মচারী রমজান ছৈয়াল এবং চায়ের দোকানদার গুরুতর আহত হন, আহত অবস্থায় মিথুন শিকারি ও রমজান ছৈয়াল কে সাথে সাথে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয় এ ব্যাপারে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়,
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন এই ধরনের অবৈধ নসিমনের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুততমভাবে ব্যবস্থা গ্রহণ করেন।
মোঃ নাহিদ হোসেন
নড়িয়া শরীয়তপুর।

MD FARUK HOSSAIN
10 Visninger · 7 måneder siden

⁣নাটোরের বড়াইগ্রামে শিশু জুঁই হত্যার পুন:তদন্ত ও মুল অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন।

Badsha Alamgir
7 Visninger · 7 måneder siden

⁣ শাহরিয়ার আলম সাম্য'র হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। কুষ্টিয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

Badsha Alamgir
33 Visninger · 7 måneder siden

⁣পিওর ডায়াগনস্টিক এন্ড ডায়ালাইসিস লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানের পরিবেশ ও সবকিছু সন্তোষজনক পাওয়া যায় এজন্য প্রতিষ্ঠান সিলগালা না করে সতর্ক করে জরিমানা করা হয়।

Md Humayun
11 Visninger · 7 måneder siden

⁣সোমবার রাতে কেন্দুয়া শহরের দিগদাইর গ্রামে শিশু মোঃ আহসান ভূঁইয়া ও মোঃ এহসান ভূঁইয়া'র সাথে গানে তাল মিলাচ্ছেন লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতী।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা দেউলি ইউনিয়নের দেউলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি সাহা এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ,,,,

Nazrul Islam
20 Visninger · 7 måneder siden

⁣বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১১ জন বোট মালিককে ৩২,২০০ টাকা জরিমানা করা হয়।



‎সোমবার (১২ মে) বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা শহীদ ফরিদ’-এর সহায়তায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই অভিযান পরিচালনা করে। মাছ ধরার সময় ২টি ফিশিং বোট, বিপুল পরিমাণ কারেন্ট ও বেহুন্দী জাল এবং ১২০ কেজি মাছ জব্দ করা হয়।



‎ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, “মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” জব্দকৃত জাল ধ্বংস ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Raju Mia
71 Visninger · 7 måneder siden

⁣লালমনিরহাটের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে ভস্মীভূত

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।




লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১২মে) রাত ৩টার দিকে বীর মুক্তিযোদ্ধা মৃত্ আব্দুল করিম (খাজা) এর বাসস্থান যেখানে থাকতেন ছোট ছেলে কামাল হোসেন,
কে বা কাহারা আগুন ধরিয়ে দেয় তা বাড়ি মালিক কামাল হোসেন বলতে পারেন না। তিনি সহ তার স্ত্রী ঐ ঘরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে হঠাৎ আগুনের ফট ফট শব্দ শুনে জেগে দেখেন ঘরের চালে আগুন। এতে দু’টি বসতঘরসহ তিনটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘর দু’টিতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ পুড়ে প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে কালিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু বাড়ির মালিক সহ এলাকাবাসী জানান বৃষ্টির কারণে বিদ্যুৎ আগুন লাগার আগ পর্যন্ত ছিল না। কামাল হোসেন পরিস্থিতি সামলাতে না পেরে কালীগঞ্জ থানায় জিডি করার সিদ্ধান্ত জানান।

Salahuddin Ahmed
35 Visninger · 7 måneder siden

⁣দিনাজপুরের হিলি বন্দর বিরাজমান সমস্যা সুরাহার দাবিতে ⁣সংবাদ সন্মেলন করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা। আজ সোমবার দুপুর অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ অন্যান্যরা।

Badsha Alamgir
7 Visninger · 7 måneder siden

কুষ্টিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেল জাতীয় ফসল উৎপাদনের জন্য পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার পেয়ে কৃষকরা খুবই খুশি। তারা বলছেন এই পুরস্কারের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো ফলাতে পারবো।

MD JAHANGIR ALAM
56 Visninger · 7 måneder siden

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বালীগাঁও গ্রামে বজ্রপাতে গাছ দিখন্ডিত।

MD JAHANGIR ALAM
9 Visninger · 7 måneder siden

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলার সরারচর / কটিয়াদী আঞ্চলিক সড়কে পিরিজপুর বাংলাবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা, এতে যাত্রীরা আহত হলেও চালকের অবস্তা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Badsha Alamgir
34 Visninger · 7 måneder siden

কুষ্টিয়ায় তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। কোথাও মিলছে না স্বস্তি। সবখানে যেন হাঁসফাঁস অবস্থা। শনিবার (১০ মে) জেলার সব রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রার পারদ উঠেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই এই জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।


এদিকে, তীব্র তাপপ্রবাহে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষক ও খেটে খাওয়া মানুষ।


গত বছরের মতো এ বছরও গরমে পুড়বে দেশে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৪ সাল। গত এপ্রিলে তাপমাত্রা ছিল ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে টানা ৩৫ দিন তাপপ্রবাহ চলে। এবারও তাপমাত্রার চোখরাঙানি দেখছেন

আবহাওয়াবিদরা।


গড় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে অতি তীব্র তাপদাহ বিবেচনা করা হয়।


তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে কুষ্টিয়ার সিভিল সার্জন জেলাবাসীকে পরামর্শ দিয়ে বলেন, তীব্র তাপপ্রবাহে বয়স্কদের হিট স্ট্রোকের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। ৩৮ ডিগ্রি তাপমাত্রা পার হলেই ঝুঁকি থাকে। এ জন্য অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দেওয়া হচ্ছে। বেশি বেশি পানি, ও ফলমূল খেতে বলা হচ্ছে। শিশু-কিশোরদের ঘন পানি ও শরবত পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।


কুষ্টিয়ার একজন ভ্রাম্যমান তিলে খাঁচা বিক্রেতা বলেন, প্রচন্ড রোদে বেশিরভাগ মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না, এজন্য আমাদের বিক্রি অনেক কম।


ফুটপাতের একজন লিচু বিক্রেতা বলেন, এই গরমে আমরা নিজেরাই টিকতে পারছি না তারপরও আমাদের পেটের দায়ে বের হতে হচ্ছে। প্রচন্ড রোদের কারণে মানুষ বাইরে আসছে না। এজন্য বেঁচাকেনা নেই বললেই চলে। তবে আমরা আশা করছি বিকালের দিকে মানুষজন বের হবে আর আমাদের বেঁচাকেনা ভালো হবে।


কুষ্টিয়া কুমারখালীর আবহাওয়া অফিস বলছেন, আগামী কয়েক দিন তাপপ্রবাহ আরো বাড়তে পারে।

Md Shahidul Islam
23 Visninger · 7 måneder siden

⁣পর বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তাই এবারের ত্রি-বার্ষিক নির্বাচন কে ঘিরে উৎসাহের কমতি ছিলো না সমিতির সাধারণ সদস্য থেকে শুরু করে জনসাধারণের মাঝে।
দীর্ঘদিন পরে বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা সকাল থেকে কার্যালয়ের সামনে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যরা নিয়োজিত ছিলেন।
শনিবার (১০ই মে) সকাল ৯ টায় পৌরসভার ৭নং ওয়ার্ড আর্মি পাড়ায় সমিতির জেলা কার্যালয়ে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে চ হ্লা প্রু জিমি ও সহ-সভাপতি পদে জামাল উদ্দিন চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এদিকে সাধারণ সম্পাদক পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস), সহ-সাধারণ সম্পাদক পদে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয় মোহাম্মদ কাউছার আলম (প্রজাপতি), কোষাধ্যক্ষ পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ মহিউদ্দিন (বাস), দপ্তর সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ সিরাজুল ইসলাম (আম), ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক, প্রচার ও সমাজ কল্যাণ পদে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ জামাল, এবং নির্বাহী সদস্য হিসেবে ৪জন যথাক্রমে আব্দুল্লাহ আল আরমান ৭৯ ভোট, জাহেদুল ইসলাম আসিফ ৭৫ ভোট, আবু বক্কর ৬৬ ভোট ও মোঃ শামীম হোসেন ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক, প্রচার ও সমাজকল্যাণ পদে ২জন এবং নির্বাহী সদস্য হিসেবে ৭ জন প্রার্থীর অংশগ্রহণ করেন।
সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বান্দরবান সদর সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, বান্দরবান জেলা কাঠ ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪১ জন এবং মোট গৃহীত ভোটের সংখ্যা ১২৬ জন।

Badsha Alamgir
65 Visninger · 7 måneder siden

⁣আমি বিএনপি করি আওয়ামীলীগ আমার ঠ্যাং কেটে দিছে |
ইনুস সরকার চায়না, ইউনুস সরকার আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

Badsha Alamgir
42 Visninger · 7 måneder siden

⁣আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।


১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।


এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃশাকিল আহমেদ তিয়াস,

কুষ্টিয়া জেলা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ মিলন মালিথা,

যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক মোঃ জিলহজ খান, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া পৌরসভার সভাপতি এম এ শাহেদ ভিপি রঞ্জু, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া পৌরসভার সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সভাপতি মোঃ রাজিজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক মুরসালিন আলম রাফিদ, এনসিপি’র ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি, কুমারখালী প্রতিনিধি কেএমআর শাহীন, নাগরিক পার্টির কুখারখালীর প্রতিনিধি আলমাস হাসান মামুন,কুষ্টিয়া সদরের প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল,,রাসেল পারভেজ,মোঃ তাসের,শারমিন ইসলাম যুথি, খোকসার প্রতিনিধি নুসরাত জারা,ভেড়ামারা প্রতিনিধি শোভন,অভিরাজ,রাজ, সদরের প্রতিনিধি সুজন মাহমুদ,আয়েশ মাহমুদ, সহ আরো অনেকেই।


এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।

Badsha Alamgir
15 Visninger · 7 måneder siden

⁣কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করছে এনসিপি, গণ অধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিল গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।

Badsha Alamgir
32 Visninger · 7 måneder siden

১০ই মে (শনিবার) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গোলচত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।

এ সময় ভার্চুয়ালে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গণধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।প্রয়োজনে আরো একবার রক্ত দিব।

মিনহাজুল বারী
22 Visninger · 7 måneder siden

⁣বগুড়ায় ভ্যাপসা গরমে নাকাল সাধারণ খেটে খাওয়া মানুষ

Md Shahidul Islam
4 Visninger · 7 måneder siden

⁣বান্দরবানের রুমায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে,ঘটনার সময় বাড়ির মালিক বাড়িতে না থাকায় ভিতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিক উক্যথোয়াই মারমা।এতে তার প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী।

শনিবার (১০ই মে) উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে নিয়াংক্ষং পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সকাল ৭ টার দিকে সোলার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ঘটনার দিন ভুক্তভোগী উক্যথোয়াই মার্মা ও তার স্ত্রী ঘর বন্ধ করে চাষাবাদের জন্য জুম ক্ষেতে কাজ করতে চলে গেলে সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে উক্যথোয়াই এর বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। জ্বলতে থাকা আগুনের শব্দে পার্শ্ববর্তী বসত বাড়ি থেকে লোকেরা ঘুম থেকে জেগে উঠেন।

এদিকে রুমা মুননুয়াম ক্যাম্প থেকে সেনাবাহিনী ৩৬বীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক ভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের তৎপরতায় আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সেনাবাহিনী, স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর জানান উপজেলার দুর্গম নিয়াংক্ষং পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর আমাদের পেট্রোল টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী'র মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Rakibul Islam
7 Visninger · 7 måneder siden

⁣সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাসিলে
বাউল গান ও সাংস্কৃতিক সন্ধা




Showing 10 out of 11