close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

أخبار المنطقة

Monsur Alam
10 المشاهدات · منذ 2 ساعات

⁣ "জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন পূরণ হতে দেব না"

Monsur Alam
5 المشاهدات · منذ 2 ساعات

⁣"নুরের উপর হামলা প্রমাণ করে: প্রতিটি সেক্টরে এখনো আছে আওয়ামী দোসর"

Monsur Alam
2 المشاهدات · منذ 4 ساعات

⁣"চাঁদা বাজি-গুন্ডা*মীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ভিপি জয়নালের"

Monsur Alam
9 المشاهدات · منذ 15 ساعات

⁣‎"ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল, নতুন সংগঠনের আত্মপ্রকাশ"

Monsur Alam
7 المشاهدات · منذ 15 ساعات

⁣‎"নূরের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ ফেনীর এনসিপি নেতাদের"


Badsha Alamgir
10 المشاهدات · منذ 16 ساعات

⁣কুষ্টিয়ায় গণঅধিকার সহ অন্যান্য সংগঠনের বিক্ষোভ মিছিল

Badsha Alamgir
14 المشاهدات · منذ 16 ساعات

⁣নুরু তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। কুষ্টিয়ার ছাত্র জনতা ||

Shahajan Hoshian
15 المشاهدات · منذ 19 ساعات

শ্যামনগর উপজেলা সাতক্ষীরা

Al Mamun Gazi
14 المشاهدات · منذ 19 ساعات

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ ৩০ আগস্ট শনিবার সকাল ১০ টায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম।

উদ্বোধক হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ আহমদ আলী বিএসসি,নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভইয়া, ওসমান গনি মারাজ, খাইকুল ইসলাম লিটন, হাদিউল ইসলাম কামাল,হানিফ ভূঁইয়া, রফিকুল ইসলাম বিপুল, হানিফ ভূঁইয়া, মতিউর রহমান, প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সমাজসেবক শাহ আজিমুদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন এসময় বলেন এলাকায় অনেকের সুনির্দিষ্ট কবরস্থানের জায়গা ছিল না তাই বাধ্য হয়েই অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে কবর দেয়া হতো। এখন উন্মুক্ত কবরস্থান হওয়ায় যে কোন এলাকার মৃত ব্যক্তিদেরকে এখানে দাফন করতে পারবে। তাছাড়া যে কোন এলাকার বেওয়ারিস লাশ এবং গরিব মৃত ব্যক্তিদের দাফন কাফনের সম্পূর্ণ খরচ
উন্মুক্ত কবরস্থানের কর্তৃপক্ষ ব্যায়ভার বহন করবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, উন্মুক্ত কবরস্থান নির্মাণে মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মাহমুদুল ইসলাম এবং এলাকাবাসীকে
এরকম মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সামাজিক কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে। উন্মুক্ত কবরস্থানে যাওয়ার জন্য একটি রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আলোচনা শেষে অতিথিবৃন্দরা কয়েক শতাধিক গাছের চারা উন্মুক্ত কবরস্থানের চারপাশে রোপন করেন।

Monsur Alam
8 المشاهدات · منذ 20 ساعات

⁣নূরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে এনসিপির বিক্ষোভ

Juwel Hossain
11 المشاهدات · منذ 21 ساعات

⁣সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে অবরোধ ও বিক্ষোভ মিছিল

Badsha Alamgir
116,890 المشاهدات · منذ 21 ساعات

⁣ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা

Badsha Alamgir
25,583 المشاهدات · منذ 21 ساعات

ভিপি নুর এর ওপরে হামলার প্রতিবাদের কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নাগরিক অধিকার পরিষদ সহ অন্যান্য সংগঠন।

Nazrul Islam Zaki
9 المشاهدات · منذ 1 يوم

⁣নদীর দুপাশে দর্শনার্থীদের ভীরে তিল ধারণের জায়গা নেই। মেলায় আসার পূর্বেই বিভিন্ন ধরণের অটো, সিএনজি ও মোটরসাইকেলের জ্যাম প্রায় ১ কিলোমিটার পর্যন্ত। বগুড়ার শেরপুর সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া প্রবাহিত বাঙ্গালী নদীতে নৌকা বাইচের মেলা দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২৯ অগাস্ট) নৌকা বাইচের মেলায় চারটি নৌকার মধ্যে বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকার নাম পাগলা বাবা ও নয়নের মনি বিজয়ী হয়েছে। আশেপাশের গ্রামগুলোতে প্রত্যেক বাড়িতে ঝি জামাই এসে উৎসব করছে। এখানে খাবার হোটেল, মিষ্টির দোকান, মাছ, মাংসের দোকান সহ কসমেটিক্স দোকানের পসরা সাজিয়েছে। মেলা কমিটির একজন সদস্য সুঘাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত শাহ আলম জুয়েল বলেন, বিগত সরকারের অব্যবস্থার কারণে মেলা হয়নি। প্রায় ১২ বছর পরে সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ সাহেবের সহযোগীতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়রা কর্তৃপক্ষদের প্রতি এই মেলা প্রত্যেক বছর করার দাবী জানিয়েছেন।

MD IMRAN MUNSHI
20,547 المشاهدات · منذ 2 أيام

⁣পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বারিধারা রাধানগর উপশহর এলাকায় অবস্থিত ভেদুরিয়া স্টিল ব্রিজের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। ব্রিজটির স্টিলের পাতগুলি প্রয়োজনীয় নাট-বল্টু বা ছোট পাত দিয়ে সংযুক্ত না থাকার কারণে বর্তমানে এটি হয়ে উঠেছে মরণফাঁদ।

প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় পাতগুলি উপরে উঠে যাওয়ার ঘটনা দেখা দিয়েছে। গত বুধবার রাত ৮:৩০ টার দিকে এমনই একটি ঘটনা ঘটে যখন একটি গাড়ি ব্রিজ পার হচ্ছিল। পথচারী মো: সালাম হাওলাদার, যিনি রাধানগর এলাকার স্থায়ী বাসিন্দা, তখন ব্রিজের পাশে চলছিলেন। ব্রিজের পাত উপরে উঠে যাবার ফলে তার এক পা সেখানে ঢুকে পড়ে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় বাসিন্দারা জানান যে, ভেদুরিয়া স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং এর রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কাছে বারবার আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

ব্রিজটি দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, একটি জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম শুরু করা প্রয়োজন যাতে করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলেও, বাস্তবে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এলাকাবাসীরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

গুরুতর সমস্যাটি সমাধানে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তবে এটি স্থানীয় অর্থনীতি এবং জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Md Babul Hossain
5,024 المشاهدات · منذ 2 أيام

⁣পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন ও বিষ দিয়ে মাছ নিধন

‎পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : ২৯ আগষ্ট/২৫

‎জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন, বাগানের বেড়া ভাঙচুর সহ গাছ কাটা ও পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। জমি-জমার জেরে ঘটনাটি উপজেলার রামভদ্রপুর গ্রামে ঘটে।

প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার বাগজানা ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন। ‎অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নফিরের ঘরে আগুন দেয়, পরদিন বাগানের নেটের বেড়া ভাংচুর সহ গাছ কেটে ও উপরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এর প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দেয় রাজু। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পুকুরে (গ্যাস বড়ি) বিষ প্রয়োগে মাছ মেরে ফেলে। ‎মাছ মেরে ক্ষতি করায় নফির থানায় আবারো অভিযোগ করেন। ‎অভিযোগের বিষয়ে রাজু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। যারা এ কাজ করেছে তাদেরকে ধরতে পারছে না। আমি জমি পাই তাই আমাকে সন্দেহ করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



SHARIF MIA
8 المشاهدات · منذ 2 أيام

⁣আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে মোটামুটি অনেকটাই ভালো সাধারণ মানুষের ভাবনা আশুলিয়া

Md Hamidul Islam
8 المشاهدات · منذ 2 أيام

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমতলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামে নিখোঁজ সোহেলের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ২৬ তারিখ রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। অবশেষে আজ শুক্রবার (২৯ তারিখ) সকাল ১০:৩০ মিনিটে পাঙ্গাসিয়া খালের কচুরি পানার মাঝখান থেকে ভেসে ওঠে তার লাশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Dr Md Jonaid
5 المشاهدات · منذ 2 أيام

শ্রীপুর থানার মাওনা এলাকায় ছদ্মবেশ আসা ভুয়া ডিবিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে

MD JAHANGIR ALAM
18 المشاهدات · منذ 2 أيام

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার, ২৭ আগস্ট সন্ধ্যায় উপজেলার পিরিজপুর বাংলা বাজার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

কসবামাজাইল নিউজ
16 المشاهدات · منذ 2 أيام

⁣মোঃ বাপ্পারাজ খান (পাংশা প্রতিনিধি)
সার সংকটে যখন রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কৃষকেরা দিশেহারা, ঠিক তখনই ২৬ বস্তা ডি এ পি সার শৈলকুপা উপজেলায় পাচার করা কালে কৃষকের হাতে আটক।
(২৮ আগস্ট ) বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেয়াগ্রাম খুলুমবাড়ী খেয়াঘাট দিয়ে দুটি ভ‍্যান গাড়িতে ২৬ বস্তা ডি এ পি সার নিয়ে গড়াই নদীর খেয়া ঘাটপার হয়ে খুলুমবাড়ী বাজারের দিকে যাচ্ছে দেখে ঐ এলাকার কৃষকেরা স্থানীয় সাংবাদিক ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ বাপ্পারাজ খান'কে খবর দেন।মোঃ বাপ্পারাজ খান তাৎক্ষণিক খেয়াঘাট এলাকায় গিয়ে ভ‍্যান চালকের কাছে জানতে চাইলে, তারা জানান এই সার বাগলী বাজার জাহিদ বিশ্বাস এর গোডাউন থেকে এনেছি। কোথায় নিচ্ছেন জানতে চাইলে ভ‍্যানচালক জানান, খুলুমবাড়ী বাজারে সাম কুন্ডুর ঘরে যাবে।
ঐ সাংবাদিক বিষয়টি জানতে তাৎক্ষণিক মুঠোফোনে সার এর ডিলার জাহিদ বিশ্বাস'কে ফোন দিলে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করেন।
তখন ঐ সাংবাদিক তাৎক্ষণিক নিজের ফেসবুক আইডি থেকে সার বোঝাই ভ‍্যানগাড়ীসহ একটি পোষ্ট দিলে বিষয়টি পাংশা উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসে। পাংশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান হোসেন ও মোঃ রফিকুল ইসলাম ও কসবামাজাইল ইউনিয়ন কৃষি কর্মকর্তা আবু হেনা মোস্তফা দ্রুত ঘটনা স্থলে পৌছে সার বোঝাই ভ‍্যানগাড়ী আটক করে বাগলী বাজারে জাহিদ বিশ্বাসের দোকানে নিয়ে আসেন।
সন্ধ্যায় পাংশা উপজেলা প্রেসক্লাবে আরেক সাংবাদিক রবিউল ইসলাম বাগলী বাজারে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে, তিনি ঘটনার সত‍্যতা স্বীকার করে ঐ সাংবাদিক'কে জানান, আমরা বিষয়টি আপাতত ক্ষমার চোখে দেখতে চাই। আপনারা ফেসবুক আইডি থেকে স্টাটাস তুলে নিন। তার কথায় ঐ সাংবাদিক রেগে গেলে, তখন উপসহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান হোসেন কথার প্রঙ্গ পাল্টিয়ে বলেন, আমরা অবশ্যই ডিলার জাহিদ বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব‍্যাবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়নের ভুক্তভোগী কৃষক তরুন জানান, জাহিদ বিশ্বাস দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ সারের ডিলারী করছেন। এখনো কিভাবে তার ডিলারী থাকে? মতিন, রতন, আরিফ, ও শিবলু আরো অন্যান্য ব্যক্তিরা জানান আমরা সার আনতে গেলে সার দেয় না। আরো বলেসার এখন নাই তা ছাড়া ও জাহিদ বিশ্বাস সার বিক্রি করে বস্তুা প্রতি ২০০থেকে ৩০০ টাকা বেশি দরে সার ডিলার জাহিদ বিশ্বাস নিজ ইউনিয়ন বাদ দিয়ে সার বিক্রি করেন সরিষা ইউনিয়নের বাগলী বাজারে। কসবামাজাইল ইউনিয়নের কৃষকেরা সার আনতে বাগলী বাজারে গেলে, ডিলার সার নেই বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে খালি হাতে ফেরত দেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান, জাহিদ বিশ্বাস দীর্ঘদিন ধরেই সার নিয়ে নয় ছয় করে আসছেন। আমরা তার ডিলারী বাতিল করতে অবিলম্বে নতুন ডিলার চাই।

Dr Md Jonaid
11,732 المشاهدات · منذ 3 أيام

⁣এশিয়ান হাইওয়ে এখন এলাকাবাসীর গলার কাটা,উঠতে পারছে না দুই ও তিন চাকার বাহন,অতিরিক্ত টোল আদায় এর কারনে গাড়ি উঠতে অনিহা

Monsur Alam
2,274 المشاهدات · منذ 3 أيام

⁣ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

Md Habibur rahman
11 المشاهدات · منذ 3 أيام

নারায়ণগঞ্জ রুপগন্জে সাইদ মার্কেটের রাস্তাটি চলাচলের অনুপযোগী

MD MAMUN
17 المشاهدات · منذ 4 أيام

বাগেরহাটের চারটি আসন বহন রাখার দাবিতে মংলায় চলছে হরতাল অবরোধ এই বিষয় নিয়ে ধারণকৃত ভিডিও

SHARIF MIA
9 المشاهدات · منذ 5 أيام

⁣সন্ত্রাসবাদি এবং চুরি কমবে না বেকারত্ব দূর না করলে আশুলিয়া জিরানী বাজার

ফরিদ হোসেন খিজির
13 المشاهدات · منذ 5 أيام

বরগুনা জেলার আমতলীর দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভা অনুষ্ঠিত হয়েছে।

SHARIF MIA
23 المشاهدات · منذ 6 أيام

⁣প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্তানায় বল্লেই চলে

SHARIF MIA
7,574 المشاهدات · منذ 6 أيام

⁣রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রান্তিক মানুষের ভাবনা

Al Mamun Gazi
37 المشاهدات · منذ 6 أيام

ইজি ভ্যানের ধাক্কায় সেনা কর্মকর্তা আহত

Monsur Alam
19,081 المشاهدات · منذ 7 أيام

⁣আফ্রিদিকে গ্রেফতার এর এক্সক্লুসিভ ফুটেজ

খায়রুল ইসলাম
2 المشاهدات · منذ 7 أيام

⁣গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর মধ্যে পাটোয়া সরকার পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন গরে উঠেছে একটি সুন্দর ক্বওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, সেখানে প্রতি বছর বের হচ্ছে হাফেজ,তৃতীয় শ্রেনি পর্যন্ত লেখা পড়ার সুযোগ,, হৃদয় বান ব্যাক্তিদের অত্র প্রতিষ্ঠানে দান সদকা জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কতৃপক্ষ।

MD ABDULLAH
5 المشاهدات · منذ 7 أيام

⁣বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে জেলায় হরতাল ও সড়ক অবরোধ, অচল যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় আজ রবিবার(২৪ আগস্ট) সকাল ৮টায় খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলার অন্য সকল স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন।

বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জেলা জামাতের সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা গেল ৩০ জুলাই তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকে বাগেরহাটে আন্দোলন করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো রাজপথ অবরোধ আবার নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এরপরেও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে আসেনি। যার কারণে আমরা আজকে সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি। জেলার সর্বস্তরের জনগণ আমাদের দাবির স্বপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করছেন। কোন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না। মোংলা বন্দর এলাকারও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিবে। তা না হলে এর থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গেল ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে।

আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Md Sale
9 المشاهدات · منذ 7 أيام

⁣⁣গাজীপুর শ্রীপুরের যুবকদের ব্যতিক্রমী উদ্যোগ। নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক নারিকেল গাছ দিয়ে অর্ধ কিলোমিটার রাস্তা সাজিয়েছেন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের একদল যুবক।

Monsur Alam
3 المشاهدات · منذ 7 أيام

⁣‎ফেনী শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের সড়ক প্রচার

⁣মুকসুদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা!
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ও ছাগলছিরার মাঝামাঝি স্থানে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। #মুকসুদপুরদুর্ঘটনা #গোপালগঞ্জসংবাদ #দিগনগরছাগলছিরা #সড়কদুর্ঘটনা #বাংলাদেশনিউজ #জরুরীখবর #সতর্কথাকুন #দুর্ঘটনারখবর #roadaccidentbd #breakingnewsbd #bangladeshnews #সড়কনিরাপত্তা

শাহাজাদ ইসলাম
11 المشاهدات · منذ 8 أيام

ঠাকুরগাঁওয়ে ২১ নং ঢোলার হাট ইউনিয়নে শুখ নদীর উপর নির্মিত শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ব্রিজ এখন কালের সাক্ষী হয়ে আছে স্থানীয়দের দাবি ব্রিজটি পুনরায় সংস্কার করা যাতে নতুন প্রজন্ম জানতে পারে।

Nafiz Ahamed
20 المشاهدات · منذ 8 أيام

রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে বাস ট্রাক এর মুখোমুখি সংঘর্ষ আহত- ২২


নাফিক আহমেদঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোর এলাকায় আজ শনিবার দুপুর ২ টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন বাসটি একটি পাট বোঝাই ভ্যান কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষের পরে সাথে সাথেই বাসের চালক পালিয়ে যায় এবং ট্রাক এর চালক গুরুতর আহত হয় পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।এই দুর্ঘটনার জন্য ১ ঘন্টার ও বেশি সময় যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়।


হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাক সরানোর ব্যবস্থা করেন এবং সড়ক যানচলাচল এর উপযোগী করে তুলেন। এ দুর্ঘটনায় বসের প্রায় ২২ জন যাত্রী আহত হয়। সকলেই পার্শ্ববর্তী কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুষ্টিয়া থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ব-১১-০০৭০) এবং ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এগ্রো পরিবহনের একটি ট্রাক (ট-২২-৪৬০৮) এর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

ফরিদ হোসেন খিজির
25 المشاهدات · منذ 8 أيام

বরগুনার আমতলী -তালতলী সংসদ আসন পুনঃ বহাল রাখান দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Rabiul Alam
9 المشاهدات · منذ 8 أيام

⁣গতকাল পদুয়ারবাজারে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে নূরজাহান হোটেলের পরিচালক লুতফুর রহমান রিপন যা বলেন।

Md Humayun
15 المشاهدات · منذ 8 أيام

⁣প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তব অভিজ্ঞতার কথা।
নেত্রকোণার কেন্দুয়া থেকে।

Rakibul Islam
14 المشاهدات · منذ 8 أيام

দেশ পরিচালনায় নাগরিকের ভাবনা, শান্তি চায় সাধারণ মানুষ

Nikson Ahammed Shuvo
15 المشاهدات · منذ 8 أيام

ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়কের ময়নাররমোড় এলাকায় ভয়াবহ সড়ক দু'র্ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে একটি ইমাম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ব্যাটারি চালিত অটোরিকশার।

দুর্ঘটনার তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোতে থাকা কেউ প্রাণে বাঁচতে পারেননি।

SHARIF MIA
5 المشاهدات · منذ 8 أيام

⁣প্রান্তিক মানুষের রাজনৈতিক মনোবাভ আশুলিয়া বাডইপাড়া

Rabiul Alam
7 المشاهدات · منذ 9 أيام

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিয়ে উল্টো পথে ঢাকামুখী লেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন পাশেই থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

এছাড়াও সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতদের সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

Badsha Alamgir
32 المشاهدات · منذ 9 أيام

⁣কুষ্টিয়ার নগরজীবন দখলদারদের হাতে: বৃষ্টি হলেই হাঁটু পানি
কুষ্টিয়া শহর প্রতিদিনই কংক্রিটের জঙ্গলে রূপ নিচ্ছে। একের পর এক বহুতল ভবন উঠছে মাথা উঁচু করে। কিন্তু সেই ভবনের ইট, বালু, খোয়া আর নানা ধরনের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে খোদ সরকারি রাস্তার উপর। শুধু তাই নয়—রাস্তার পাশের ড্রেন ঢেকে বাঁশ দিয়ে বানানো হচ্ছে মাচা। আর সেই মাচার উপর ঢালাওভাবে স্তূপ করে রাখা হচ্ছে বালু ও খোয়া। ফলে বালু-খোয়া ড্রেনের ভেতরে নেমে গিয়ে ড্রেন হয়ে যাচ্ছে অচল। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকছে হাঁটু পানি, ভোগান্তির শেষ নেই পথচারীদের।

SHARIF MIA
7 المشاهدات · منذ 9 أيام

⁣আশুলিয়া বাডইপাড়া সাপ্তাহিক মাছের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ

Rabiul Alam
16 المشاهدات · منذ 10 أيام

কুমিল্লার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা
সফি উল্ল্যাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন পরিষদ।

বুধবার দুপুরে লাকসাম বাইপাস এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সফিউল্লাহ, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের
নেতাকর্মীরা।

এসময় শফিউল্লাহর বিরুদ্ধে সিএনজি ড্রাইভার আব্দুর রহিম কে দিয়ে জোর পূর্বক চাঁদাবাজী মামলা, সোশ্যাল মিডিয়া অপপ্রচার ও মিথ্যা মামলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল থেকে বহিষ্কার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ এবং প্রসানের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্হা নেওয়ার জোর দাবি জানান তারা।

পরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

SHARIF MIA
15 المشاهدات · منذ 10 أيام

⁣শাক সবজির বাজার লাগামহীন নিম্ন মানুষের কেনার সাধ্যের বাইরে

SHARIF MIA
15 المشاهدات · منذ 10 أيام

⁣ডক্টর ইউনুস কে নিয়ে সাধারণ মানুষের ভাবনা

Al Mamun Gazi
15 المشاهدات · منذ 10 أيام

হবিগজ্ঞের নবীগজ্ঞ ঢাকা সিলেট মহাসড়কে আউশকান্দি ফিলিং ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল সহ ফিলিংস্টেশনের
প্রায় ৫০ % পুঁড়ে ছাঁই৷ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে৷ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্তরের অদূরে সিএনজি ফিলিং স্টেশন এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল অনুমান ৬ ঘটিকায় একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস ঢাকা মেট্রো (জ-১১-২৩০২) এতে গ্যাস ভরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন৷ এতে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল ও বাস সহ উক্ত সিএনজি ফিলিং স্টেশনের ৫০% পুড়ে ছাঁই হয়ে গেছে৷ এ ঘটনায় কোটি টাকার ক্ষয় কতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে৷ আহত হয়েছেন ৬জন৷ আগুনের লেলিহান শিখার হাতথেকে প্রান বাঁচাতে অনেক শ্রমিক ফিলিং স্টেশনের আবাসিক ভবনের ৩য় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেয়েছেন, এসময় অনেকেই আহত হয়েছেন। হবিগজ্ঞ ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,আমরা সকাল ৬টায় সংবাদ পাওয়ার সাথে আমরা ঘটনাস্থলে পৌছে ৬টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট
নবীগঞ্জ, বাহুবল ও ওসমানী নগরের দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি৷
এদিকে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে কর্মরত সিনিয়র ইঞ্জিনিয়ার এম,এ বাছিত বলেন, লোকাল বাসটিতে গ্যাস ভরার সময় এই বাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে৷
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে না বলতে পারলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে৷

Monsur Alam
18 المشاهدات · منذ 10 أيام

⁣স্থায়ী ক্যাম্পাস দাবিতে ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Monsur Alam
7 المشاهدات · منذ 10 أيام

⁣ফেনী ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিক্ষোভমুখর পরিবেশ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
13 المشاهدات · منذ 10 أيام

⁣নাটোরে একটি মামলায় আসামি স্বামী-স্ত্রী দুজন। স্ত্রীর জামিন হলেও স্বামীকে যেতে হয় জেলে। স্বামী তা কোনভাবেই মেনে নিতে পারছে না! স্ত্রীকেও সাথে নেয়ার ব্যর্থ চেষ্টা স্বামীর।



#natore #court #husbandwife #breakingnews #currentevents #newsupdates #trendingtopics #localnews #globalnews #stayinformed

SHARIF MIA
20 المشاهدات · منذ 10 أيام

⁣আশুলিয়া বাজার মূল্যবৃদ্ধি নিম্নআয়ের মানুষের ভাবনা

SHARIF MIA
19 المشاهدات · منذ 10 أيام

⁣আশুলিয়া বাডইপাড়া শুটকি মাছের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ

SHARIF MIA
17 المشاهدات · منذ 10 أيام

⁣আশুলিয়া বাডইপাড়া সাপ্তাহিক ব্যয়লার মুরগির বাজার পরিস্থিতি

Rabiul Alam
15 المشاهدات · منذ 11 أيام

⁣কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে প্রায় ২০ বছর ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, পশু হাসপাতালের পূর্বে শান্তি নিবাস ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশ দিয়ে উত্তর-দক্ষিণমুখী পাকা সড়কটি এলাকাবাসীর একমাত্র যাতায়াত পথ ছিল। রাস্তার দুই পাশে রয়েছে আবাসিক বাড়িঘর, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস। প্রায় ৭০-৮০টি পরিবারের দৈনন্দিন চলাচল এই পথের উপর নির্ভরশীল।

জানা যায় শোলাকান্দী গ্রামের মৃত নুরুল হক সরকারের ছেলে নাছিমুল হক, নজরুল ইসলাম ও সেলিম মোল্লার যোগসাজশে দলিলের ভুল ব্যাখ্যা দেখিয়ে জোরপূর্বক রাস্তাটি দখল করেছেন। এমনকি সেখানে একটি দোকান নির্মাণ করে যাতায়াতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নাছিমুল হক ও তার সহযোগীদের ভয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। ফলে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।


অভিযুক্তদের দাবী এখানে কোনো সরকারি রাস্তা নেই, এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা জানান, “ভাইয়েরা জায়গা বিক্রি করেছে, তবে রাস্তা অবশ্যই দিতে হবে। কিন্তু তারা দলিলে রাস্তার উল্লেখ করেনি।

ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে দখলকৃত রাস্তা মুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করতে হবে।

Rabiul Alam
14 المشاهدات · منذ 11 أيام

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে "খুনি কেন বাহিরে, হত্যার বিচার চাই"— এমন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন কয়েকশ মানুষ। অংশগ্রহণকারীরা মাথায় কালো কাপড় বেঁধে, হাতে হাত ধরে প্রতিবাদ জানান এবং প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত এ হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের নিজ বাড়ির সামনে থেকে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে মুখোশধারী সন্ত্রাসীরা তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৮ আগস্ট রাতে আসামি শেখ ফরিদকে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

Monsur Alam
7 المشاهدات · منذ 11 أيام

⁣৭১% মানুষ পিআর ভোট চায়: ফেনীতে ইসলামী আন্দোলনের আমীর

Nazrul Islam Zaki
63 المشاهدات · منذ 11 أيام

বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন গুরুতর অসুস্থ থাকায় তাকে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ। পরে আমিনপুর কেরানী বাজার ও ঘোগা বটতলায় বিভিন্ন জনগণের সাথে দেখা করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন।

Md Babul Hossain
13 المشاهدات · منذ 11 أيام

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ ২০ আগস্ট/২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারী যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ ও সরকারী ব্যবস্থাপনায় হজ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মোঃ সাজেদুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপাইভাইজার রবিউল ইসলাম, ফিল্ড অফিসার মোত্তাকিনুল ইসলাম, মাস্টার ট্রেইনার আব্দুল ফাতাহ, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ বোরহান উদ্দিন।

ফরিদ হোসেন খিজির
18 المشاهدات · منذ 11 أيام

আমতলী উপজেলার দঃ টেপুরা গ্রামের রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। এ রাস্তাটি করার পর থেকে কোন সংস্কার করা হয়নি, জনস্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার করা দাবি জানিয়েছেন সচেতন মহল।

Salahuddin Ahmed
13 المشاهدات · منذ 11 أيام

স্টাফ রিপোর্টার, দিনাজপুর >
⁣খাদ্য বান্ধব কর্মসূচি সফল করতে দিনাজপুরে মত বিনিময় করেছেন অন্তবর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে গণ মাধ্যম কর্মীদের তিনি জানান, চাল শুধু মানুষ খায়না। গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগী এমনকি মাছ চাষেও চালের চাহিদা রয়েছে। দরকার কেজিতে ২০ থেকে ২৫ টাকা করে ভূতর্কি দেয়। কৃষি উপকরন চাষবাষে খরচ বেড়ে যাওয়ায় কৃষককে লাভবান করতে সরকার ধান কেনার সময় বাজার দরের চেয়ে কেজিতে ৪টাকা বেশী দিয়েছে। শতভাগ ক্রয় অভিযান সফল হয়েছে খাদ্য দপ্তরের।

তিনি আরো জানান, চলতি খাদ্য বান্ধব কর্মসূচি ১৭ তারিখ থেকে শুরু হয়েছে। কর্মসূচিতে সারাদেশে ৫৫ লাখ পরিবার টানা ৬ মাস ধরে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবে। এর মধ্যে খাদ্য ভান্ডার বলে পরিচিত রংপুর বিভাগে ১০ লাখ পরিবার সুবিধার আওতায় আসবে। কর্মসূচি সুষ্ঠু এবং সফল ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এবং খাদ্য দপ্তরের কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন খাদ্য উপদেষ্টা।

এসময় তার কাছে 'কোন পক্ষের ভোটের আগে সংষ্কার আবার অন্যপক্ষ রাজনৈতিক দলের ভোটের পরে সংষ্কারের দাবির প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। ওই বিপরিতধর্মী দুই ধরনের ওই দাবির প্রেক্ষিতে অন্তবর্তী সরকার কোন পথ অবলম্বন করতে আগ্রহী? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন তিনি খাদ্য এবং ভূমি মন্ত্রণালয়ের দ্বায়িত্বে। এবিষয়ে তিনি কিছু বলবেন না।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক হাছনাত হুমায়ুন কবির ,রংপুর বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, আঞ্চলিক রক্ষণা-বেক্ষণ প্রকৌশলী আরশাদ আলী, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এবং রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

###

MD IMRAN MUNSHI
11 المشاهدات · منذ 11 أيام

⁣ঝালকাঠি কালেক্টরেট জামে মসজিদের ক্যাশিয়ার মো. ফজলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী বুধবার (২০ আগস্ট ২০২৫) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করেছে।

অনুষ্ঠানে বক্তারা ক্যাশিয়ার ফজলুর রহমানের বিরুদ্ধে মসজিদের অর্থ লেনদেনে অনিয়ম ও ব্যক্তিস্বার্থে সম্পদ ব্যবহারের অভিযোগ এনে তার অবিলম্বে অপসারণের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল— 'আল্লাহর ঘরের সম্পদ নিয়ে দুর্নীতি সহ্য করা হবে না'।

বক্তারা বলেন, 'যারা পবিত্র মসজিদের নামে অসাধু কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।' তারা আরো বলেন যে, ফজলুর রহমানকে দ্রুত মসজিদের ক্যাশিয়ার পদ থেকে অপসারণ করে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের আয়োজন করবেন।

এই মানববন্ধনে ঝালকাঠির বিভিন্ন এলাকার মুসল্লি ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। তাদের মতে, মসজিদের অর্থ নিয়ে অনিয়ম ও দুর্নীতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ধরনের ঘটনা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের বিশ্বাসে ফাটল ধরাতে পারে। তাই বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

ফজলুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তের জন্য স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে বলে জানা গেছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সমাজের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কমে আসবে বলে আশা করা যায়।

এইচ,এম,এ ভূঁইয়া
13 المشاهدات · منذ 11 أيام

⁣স্থান: মতলব দক্ষিণ, চাঁদপুর
🕒 তারিখ: ১৯ আগস্ট ২০২৫

মতলব দক্ষিণ উপজেলার উত্তর নাগদা বকাউল বাড়ীর এক যুবক, Mehedy Hasan Anonto, যিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে অভিযুক্তের বাড়িতে হামলার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

🔍 সামাজিক প্রতিক্রিয়া:
এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে গভীর ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন, আবার কেউ কেউ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

🕊 সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি:
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যেমন নিন্দনীয়, তেমনি প্রতিক্রিয়াও যেন হয় আইনের পথে, শান্তিপূর্ণভাবে। সমাজে সহনশীলতা, সংহতি এবং নৈতিকতার চর্চা এখন আরও জরুরি।

Rakibul Islam
17 المشاهدات · منذ 11 أيام

গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বর্ণিল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার ১৮ ইউনিটের বিভিন্ন উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা, রঙিন ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও ধানের শীষের প্রতীক হাতে বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে শ্লোগান দিতে দিতে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে সমবেত হন।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বর্ণিল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক এসএস রোড প্রদক্ষিণ করে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।

Towhidul Islam
27 المشاهدات · منذ 11 أيام

ঋণখেলাপীর মামলায় বি এন পি স্থায়ী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
তারই প্রেক্ষিতে গতকাল রাতে সীতাকুণ্ড উপজেলা বি এনপির পক্ষ থকে বিক্ষোভ মিছিল করে।

SHARIF MIA
9 المشاهدات · منذ 11 أيام

⁣সাপ্তাহিক আশুলিয়া কাঁচাবাজারের সর্বশেষ পরিস্থিতি

Nazrul Islam Zaki
101 المشاهدات · منذ 12 أيام

ছোনকা বাজরের অবৈধ দোকানপাট উচ্ছেদ করার পরিকল্পনা স্থগীতের আবেদন করেছে দোকানদাররা

Monsur Alam
9 المشاهدات · منذ 12 أيام

⁣স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী : ফেনীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

MD JAHANGIR ALAM
19 المشاهدات · منذ 12 أيام

⁣কিশোরগঞ্জের বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মোটরসাইকেল র‌্যালি ও পথসভা করেছে বাজিতপুর অনলাইন একটিভিস্ট ফোরাম।

রবিবার বিকেল ৪টায় উপজেলার ঐতিহাসিক ডাকবাংলো মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজিতপুর বাজারের আলোছায়া সিনেমা হল মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

আয়োজনে নেতৃত্ব দেন ফোরামের আহ্বায়ক বদরুল রহমান ও সদস্য সচিব নূর মোহাম্মদ বাচ্চু। শতাধিক মোটরসাইকেলের র‌্যালিতে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সাংবাদিকরা অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন ‘জেলা জেলা জেলা চাই, বাজিতপুরকে জেলা চাই,বাজিতপুর জেলা আমাদের প্রাণের দাবি, বাজিতপুর জেলা আমাদের ন্যায্য দাবি এবং বাজিতপুর জেলা আমাদের অধিকার।

পথসভায় বক্তারা বলেন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সুবিধার কারণে বাজিতপুর বহু আগে থেকেই জেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এ দাবির পক্ষে দীর্ঘদিন ধরে মতবিনিময় সভা, উঠান বৈঠক ও সেমিনারসহ নানা কর্মসূচি চালানো হচ্ছে।

তারা আরও জানান, ১৮৩৪ সালে ব্রিটিশ সরকার বাজিতপুরে দেওয়ানী (চৌকি) আদালত স্থাপন করে, যা এখনো চলমান। ১৮৩৫ সালে বাজিতপুর থানায় উন্নীত হয়, ১৮৬৯ সালে পৌরসভা ঘোষণা করা হয় এবং ১৯১২ সালে মহকুমা করার লক্ষ্যে প্রায় ২০০ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এছাড়া দেশের খ্যাতনামা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট, বাজিতপুর রেলস্টেশন, সরারচর রেলস্টেশন ও বিমানবন্দর বাজিতপুরেই অবস্থিত।

বক্তারা বলেন, ভৌগলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব ও অবকাঠামোগত যোগ্যতার কারণে বাজিতপুরকে জেলা ঘোষণায় আর দেরি করার কোনো সুযোগ নেই।

Badsha Alamgir
9 المشاهدات · منذ 13 أيام

⁣কুমারখালীতে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার আটক ৪

কুষ্টিয়ার কুমারখালীতে ঘটেছে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড। মাত্র ১৫ বছরের কিশোর ভ্যানচালক হৃদয় হোসেনের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে এই লাশ উদ্ধার হয়। নিহত হৃদয় এলোঙ্গি গ্রামের ইউনুস আলীর ছেলে।

Rabiul Alam
14 المشاهدات · منذ 13 أيام

⁣কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ।

সদর দক্ষিণ উপজেলার চাঁন্দপুর চৌমুহনী এলাকার সড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যার কোনো সুরাহা না হওয়া য় হত্যাকারীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবী জানান তারা।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন নিহত দুলালের স্ত্রী হনুফা বেগম,নিহতের মেয়ে জেমি,সিমা,সাথি, আবুল ভুঁইয়া,রব মজুমদার, হাজী মিজানুর রহমান, জাবেদ ওমর, নজরুল ইসলাম, কামাল মেম্বার, সোহরাব মৈশান, ফরিদ মাস্টার,আবুল হাসেম ,মাসুম, মনজুর হোসাইন সহ আরো অনেককে।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকার সর্বস্তরের জনগণ।

Rabiul Alam
7 المشاهدات · منذ 13 أيام

⁣"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরন,রেলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।


শুরুতে জেলা প্রশাসকের বাঙল সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্তকরনের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।

পরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি রেলী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সেলিম মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, আদর্শ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূইয়াসহ অনেকে।

এসময় নিরাপদ মাছ চাষ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা উপজেলা থেকে আগত বিভিন্ন ফিসারিজের মালিক ও উদ্যোক্তোরা।

সভা শেষে কুমিল্লা জেলা মৎস্য কর্মকান্ডের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Badsha Alamgir
15 المشاهدات · منذ 13 أيام

⁣ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সামনে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ।

Md Sohag
6 المشاهدات · منذ 13 أيام

⁣ভোলার দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডে প্রকাশ্যে থানা বিএনপির সাবেক সভাপতিকে কু*পিয়ে জ*খ*ম

গোলাম রব্বানী
17 المشاهدات · منذ 13 أيام

ধনবাড়ীতে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার নতুন বাজার এলাকায় আলোর দিশারী ক্বওমী ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন" গত ১৫ আগস্ট ২০২৫ ইং রোজঃ শুক্রবার বাদ জুমআ অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইনে ৭২ জন সেবাগ্রহীতার বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়। বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের পৃষ্ঠপোষকতায় ছিলেন- মেরিন স্পেশালাইজড হাসপাতাল, ময়মনসিংহ।

SHARIF MIA
8 المشاهدات · منذ 13 أيام

⁣শ্রীপুর পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেস এর গার্ডারের কাজ চলমান রয়েছে

SHARIF MIA
3 المشاهدات · منذ 13 أيام

⁣শ্রীপুর পয়েন্টে এলিভেটর এক্সপ্রেস এর পিলারের কাজ

Al Mamun Gazi
1 المشاهدات · منذ 14 أيام

ভোলাহাটে নির্যাতিত এক নারী! ঘুরছে দ্বারে দ্বারে! পাচ্ছে না ন্যায্য বিচার!

Monsur Alam
10 المشاهدات · منذ 14 أيام

⁣ফেনীতে জুলাই-২৪ শহীদ চত্বর ভাঙচুর

Sohag Hossain Shanto
1 المشاهدات · منذ 14 أيام

⁣লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা এলাকায় এ ঘটনা ঘটে।
#viralchallenge #videoviralシ #viralvideochallenge #lalmonirhat

Towhidul Islam
20 المشاهدات · منذ 14 أيام

⁣সমসাময়িক বিষয় নিয়ে প্রান্তিক মানুষের কথা।চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে।

Md Humayun
16 المشاهدات · منذ 15 أيام

⁣সমসাময়িক বিষয় নিয়ে প্রান্তিক মানুষের কথা।
নেত্রকোণা জেলার কেন্দুয়া থেকে।

SHARIF MIA
14 المشاهدات · منذ 15 أيام

এভাবে ভিজিটিং কার্ড ছাপিয়ে চলছে অনৈতিক কর্মকাণ্ড ড্রিমলেন গেস্ট হাউসে জিরানী বাজার আশুলিয়া

SHARIF MIA
9 المشاهدات · منذ 15 أيام

নবীনগর চন্দ্র মহাসড়কে চন্দ্রা বাস স্ট্যান্ডে হাইওয়ে রোডের মাঝখানে ময়দার স্ট্রোপ করা হয়েছে এ ময়লার স্টপ এর কারণে বায়ু দূষিত হচ্ছে

Azizar Rahman
21 المشاهدات · منذ 15 أيام

⁣দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী এলাকায় আত্রাই নদীর বুকজুড়ে ভেসে আছে ছোট্ট গ্রাম। চারপাশে নদীর ঢেউ আর সবুজ প্রকৃতির মাঝে মাত্র ১৩ টি পরিবার প্রায় ২০ একরের এ চরে বসবাস করছে। তবু নেই বিদ্যুৎ, চলাচলের জন্য নেই নিজেস্ব নৌকা

Al Mamun Gazi
9 المشاهدات · منذ 15 أيام

শুভ জন্মষ্টিমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী(হিন্দু সম্প্রদায়ের) কাছে এইদিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রুপে ধরাদামে আর্বিভাব ঘটে।

আজ শনিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের যৌথ সহযোগিতায় শহরের কালীবাড়ি মন্দিন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মন্দিরে গিয়ে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি এড. রাধাকান্ত সূত্রধরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রসেজিৎ নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান ডিও।

সভায় বিশেস অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. শেরেনুর আলী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিকসহ প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে আজকের এইদিনে এক বৈরী সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের উদ্দেশ্যে নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবেিত ভূমিষ্ট হয়েছিলেন তিনি। তাই আগামীর স্বনির্ভর বাংলাদেশ বির্নিমাণে সকল ধর্মের মানুষ একে অপরের পরিপূরক হয়ে একটি বাসযোগ্য সুন্দর বাংলদেশ গঠনের আহবান জানানো হয়।

Al Mamun Gazi
7 المشاهدات · منذ 15 أيام

⁣কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক সাব-রেজিস্ট্রারের রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধার

Md Hamidul Islam
10 المشاهدات · منذ 15 أيام

⁣গলাচিপায় এক অসহায় শারীরিক অক্ষম ব্যাক্তির পাশে দাড়ালেন- বসুন্ধরা শুভসংঘ। গলাচিপা, পটুয়াখালী।


how to get views on youtube



how to get views on youtube fast



grow on youtube



how to grow on youtube
galachipa, Patuakhali, asia



how to grow on youtube fast



how to get views on youtube shorts



how to start a youtube channel



how to get views on youtube without subscribers



how to get views on youtube without making videos

Abdullah Al Hasib
13 المشاهدات · منذ 15 أيام

⁣বাকেরগঞ্জের চরাদীতে চাঁদা না দেয়ায় স্কুল শিক্ষিকার কোচিং সেন্টারে হামলার প্রতিবাদে শেরে বাংলা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় (বোর্ড স্কুলের) শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

খায়রুল ইসলাম
6 المشاهدات · منذ 15 أيام

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর খুকশিয়া ঈদগাহ জামেমসজিদ এর উন্নয়ন কাজ চলছে,বিত্তবানদের সহযোগিতার আহব্বান জানিয়েছেন ওত্র মসজিদের সেক্রেটারি জনাব আব্দুর রশিদ সহ কমিটি বৃন্দ,,,,,

Naimul Islam Opu
14 المشاهدات · منذ 15 أيام

জীবন মরনের সন্ধিক্ষণে ফ্রি খেয়া পারাপার, তবুও অবহেলায় " তাছলিমা আক্তার "

Md Ubaydullah Rume
5 المشاهدات · منذ 16 أيام

⁣ঈশ্বরগঞ্জ- আঠারবাড়ী সড়কের সোহাগী এলাকার চিত্র।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী সড়কের সোহাগী এলাকার চিত্র। এ সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ ভোগান্তির মাত্রা ছাড়িয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

SHARIF MIA
14 المشاهدات · منذ 16 أيام

⁣চন্দ্রা হাইওয়ে রোডে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি

SHARIF MIA
9 المشاهدات · منذ 16 أيام

⁣আশুলিয়া শ্রীপুর পাইকারি কাপড়ের বাজার

Monsur Alam
10 المشاهدات · منذ 16 أيام

⁣বাংলাদেশে আর কখনো রাতে ভোট হবে না,ফেনীর লেমুয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

Abdus Samad
23 المشاهدات · منذ 17 أيام

⁣জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এক্সিকিউটিভ অফিসার ও ইউএনও মুশফিকীন নূর




Showing 1 out of 2