close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

District News

MD JAHANGIR ALAM
52 Views · 17 days ago

কিশোরগঞ্জের বাজিতপুরে মনির হোসেন নামে এক অটো চালককে বেধড়ক মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছে আহত অটো চালকের মা মনোয়ারা বেগম।

উপজেলার সরারচর ইউনিয়নের নুরপুর গ্রামের মো: ফারুক মিয়া ও সবুজ মিয়াসহ মোট সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১১ আগষ্ট সকাল আনুমানিক ৮ টার দিকে অটোগাড়ি নিয়ে সরারচর যাওয়ার পথে নুরপুর এয়ারপোর্টের সামনে পাকা রাস্তার উপর গাড়ী আটকিয়ে অটোচালক মনির হোসনকে মারধর করা হয়। এতে গুরুত্বর আহত হয় অটোচালক মনির হোসেন।

আহত অটোচালকের বড় ভাই মোঃ হাবিব মিয়া জানান, মনিরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে হত্যার উদ্দেশ্যে গর্তের পানিতে ডুবিয়ে রাখে। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা খারাপ, ভাগলপুর জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে।

তিনি আরো বলেন, গত ৩০ জুলাই সরারচর রেলস্টেশনের পশ্চিমপাশে অটোস্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে আমার ভাই মনির ও ফারুকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আমার ভাইকে গুরুতর আহত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফারুক মিয়ার মুঠোফোনে (০১৮২৯৬৮৩৮৫৮) বারবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুরাদ হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Al amin Shadin
3 Views · 17 days ago

নওগাঁর মান্দায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ) মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এর হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ডঃ ইকরামুল বারী টিপু

SHARIF MIA
16 Views · 17 days ago

⁣আশুলিয়া বাইপেল দীর্ঘ যানজট প্রথমে চলছে যানজট নিরসন এর কাজ

SHARIF MIA
8 Views · 17 days ago

⁣রকেটের গতিতে চলছে কাজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রীপুর স্থানে

SHARIF MIA
7 Views · 17 days ago

প্রকাশ্যো দিবালোকে পুলিশের চাঁদাবাজি নবীনগর চন্দ্রা মহাসড়ক

Akm Kaysarul Alam
3 Views · 18 days ago

বন্যার্থদের পাশে থাকছেন ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার

Al Mamun Gazi
1 Views · 18 days ago

গাছ লাগান পরিবেশ বাচান
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুরে আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

SHARIF MIA
6 Views · 18 days ago

⁣নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজট #আই_নিউজ_বিডি

Al amin Shadin
5 Views · 18 days ago

নওগাঁর মান্দায় খাদ্য বান্ধব ডিলার নিয়োগের উন্মুক্ত লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে

Al Mamun Gazi
7 Views · 18 days ago

যশোরের অভয়নগরে অটোভ্যান চালক লিমন হত্যার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভ্যান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। আজ দুপুরে নওয়াপাড়া বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, লিমন ছিলেন পরিশ্রমী ও সৎ একজন শ্রমিক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে এলাকাকে আতঙ্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

Md Babul Hossain
5 Views · 18 days ago

⁣পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাসের সার্বিক সহযোগিতায় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে পাঁচবিবি প্রেসক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

Nazrul Islam Zaki
8,870 Views · 19 days ago

বগুড়া শেরপুরের ভবানীপুর ইউনিয়নের অন্তর্গত হলদিবাড়ি বিলের জলাবদ্ধতা

MD JAHANGIR ALAM
5,168 Views · 19 days ago

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সম্মানহানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী শিমুল মিয়া ও তাঁর প্রতিবেশী আঃ কাদির। গত ৫ আগস্ট ২০২৫ তারিখে অনিবন্ধিত একটি ওয়েবসাইটে প্রকাশিত ‘বিদেশে চাকরির প্রলোভনে নির্যাতন’ শীর্ষক সংবাদকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।
মঙ্গলবার বিকেলে বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বাগমারা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিমুল মিয়া। তিনি বলেন, উক্ত সংবাদে তাদের বিরুদ্ধে বিদেশগামী এক ব্যক্তিকে নির্যাতন ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শিমুল মিয়া জানান, সংবাদে উল্লিখিত লিটন বর্তমানে বিদেশে সুস্থভাবে কর্মরত আছেন এবং নিয়মিত বেতন পাচ্ছেন। তাকে কেউ কোথাও নির্যাতন করেনি—এমন তথ্য তারা নিশ্চিত হয়েছেন। বরং লিটন বিদেশে প্রথম দিকে তিন মাস তাঁর (শিমুল) সঙ্গে ছিলেন এবং থাকার সময় সমস্ত খরচ তিনিই বহন করেছেন।
তিনি অভিযোগ করেন, লিটনের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে উল্টো তাঁর বিরুদ্ধে সাজানো নাটক তৈরি করে মিথ্যা অভিযোগ তোলা হয়। একই সঙ্গে এক ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে তাদের কাছে টাকা দাবি করেছিলেন, টাকা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আঃ কাদির তাঁর বক্তব্যে বলেন, তাঁরা কোনো প্রতারণা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন। এলাকার মানুষের সঙ্গে কথা বললেই সত্যতা যাচাই করা যাবে। মিথ্যা সংবাদে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকাশিত সংবাদের সমস্ত অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই এবং তা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও মানহানি করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

Akm Kaysarul Alam
4,928 Views · 19 days ago

লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত

⁣কে হবে সরকার? সাধারণ মানুষ কি ভাবছে রাজনৈতিক দলগুলো নিয়ে_পর্ব -২

Md Humayun
2 Views · 19 days ago

⁣সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত।

Rabiul Alam
5 Views · 19 days ago

⁣কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাটাবিল এলাকার বাসিন্দা নাসরিন আক্তারের জমি বিভিন্ন কৌশলে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী বাহিনী।

এরই প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নূর হোসেনের স্ত্রী ভুক্তভোগী নাসরিন আক্তার।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাসিম আক্তার জানায় ২০১২ সালের ১৫জুন সকালে পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালায় সন্ত্রাসীরা । আশেপাশের লোকজন নিয়ে প্রতিবাদ করায় সম্পত্তি দখল করতে না পেরে জানমালের ক্ষতি করবে এমন হুমকি দেন সন্ত্রাসীরা।

এই ঘটনায় ২০১২ সালের ১৮ই জুন আসলাম সহ ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। তখন থেকেই নিয়মিত বিভিন্ন কৌশলে সন্ত্রাসী জোর করে এই সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে।

এই হয়রানি থেকে মুক্তি পেতে অন্তর্বর্তীকালীন সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় এডভোকেট সোহেল মিয়া, নজরুল ইসলাম, জাহানারা বেগম উপস্থিত ছিলেন।

Monsur Alam
7,435 Views · 19 days ago

⁣এখন ১টি মোবাইল হলেই সে বড় সাংবাদিক হয়ে যায় বলেন ফেনী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

Md Sohag
7,565 Views · 19 days ago

⁣ভোলার লালমোহন বাজার হাইস্কুল মার্কেটে ভয়াবহ আগুন।

Md Humayun
3,944 Views · 20 days ago

⁣কেন্দুয়ার নওপাড়া ব্রিজের এপ্রোচ সড়কের প্যারাসাইটিং ওয়াল ধস!
ঠিকাদার বলছে দেখে ঠিক করে দেওয়া হবে।
ঘটনাটি ঘটেছে ১০ আগস্ট।

Abu Raihan
4,935 Views · 20 days ago

⁣জয়পুরহাটে গণশুনানি অনুষ্ঠান শেষে যা বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন..

Towhidul Islam
13 Views · 20 days ago

⁣সীতাকুন্ড (চট্টগ্রাম) :
আজ রবিবার বাদ মাগরিব সীতাকুন্ড ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার উদ্যোগে মরহুম মাওলানা জালাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

Towhidul Islam
2,474 Views · 20 days ago

⁣মাওলানা জালাল উদ্দিন রহ. এর জীবন ও কর্ম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সীতাকুন্ড (চট্টগ্রাম) :
আজ রবিবার বাদ মাগরিব সীতাকুন্ড ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার উদ্যোগে মরহুম মাওলানা জালাল উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন ছোট কুমিরা বাইতুল হাসান জামে মসজিদের সম্মানিত ইমাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ তৌহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী। তিনি বলেন,
মাওলানা জালাল উদ্দিন রহ. ছিলেন একজন নীতিবান, ত্যাগী ও নিরলস দ্বীনের খেদমতগার। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন।

প্রধান মেহমান বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ বলেন,
তিনি ইমামতি ও খুতবার পাশাপাশি সমাজ সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর চলে যাওয়ায় আমরা এক অমূল্য সম্পদ হারালাম।

বিশেষ মেহমান বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস বলেন,
তাঁর চরিত্র, আদর্শ ও কর্মপ্রেরণা তরুণদের জন্য অনুকরণীয় হবে।

মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী তাঁর বক্তব্যে বলেন,
মাওলানা জালাল উদ্দিন রহ. ছিলেন আল্লাহভীরু, পরহেযগার ও নিষ্ঠাবান আলেমে দ্বীন। তিনি কখনো দ্বীনের স্বার্থে আপস করেননি। তাঁর মতো আলেমদের জীবনই আমাদের জন্য পথনির্দেশ।

এছাড়াও বক্তব্য রাখেন বাইতুল হাসান জামে মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা শাখার সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হারুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিরা ইউনিয়নের মাওলানা ইদ্রিস হক্কানী, বিএনপির মোঃ হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিরা ইউনিয়ন সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আব্দুল করিম, মাওলানা শফিক, বাংলাদেশ খেলাফত মজলিস সীতাকুন্ড থানা সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ রবিউল হাসান, বাইতুল হাসান জামে মসজিদের সভাপতি মাওলানা মাহমুদুল হক, সেক্রেটারি জানে আলম বাবুল ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস সীতাকুন্ড থানা শাখার মোঃ তানভীরুল হক।

দোয়া পরিচালনা করেন কুমিরা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আলমগীর।

Sujat Molla
18,490 Views · 20 days ago

⁣রাজবাড়ী প্রধান সড়কে মোটরসাইকেল এবং অটো বাইকের এক্সিডেন্ট

Mehedi Hasan
29 Views · 21 days ago

⁣তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে নরসিংদী সাংবাদিকদের ছয় দফা

Monsur Alam
7 Views · 21 days ago

⁣‎"ফেনীতে ছাত্র হত্যা মামলায় শাহজান সাজু সহ আওয়ামী শীর্ষদের জামিন বাতিলের দাবিতে আদালতে ছাত্র-জনতার বিক্ষোভ

Rabiul Alam
9 Views · 21 days ago

⁣কুমিল্লায় নাঙ্গলকোটে ইউপি সদস্যকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি গ্রেফতার


মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঢাকার হাতিরঝিল মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। শুক্রবার দিনগত রাতে অভিযানটি শেষ করে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামী শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লা অশোকতলা এলাকায় র‍্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন
র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

মেজর সাদমান জানান, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশপরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গেল গেল ২৫ জুলাই গরুর ঘাস খাওয়া কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।

সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।


এ ঘটনার রেশ ধরে গেলো ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে।

পরে এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Rabiul Alam
18,188 Views · 22 days ago

⁣গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ মানববন্ধন

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি। ।


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৯আগস্ট) দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান,সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ শতাধিক কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও স্বাধীনতার পর থেকে সাগর-রুনিসহ যত সাংবাদিক নিহত ও হেনস্তার স্বীকার হয়েছেন তাদের সকল অপরাধীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

পুলক শেখ
7 Views · 22 days ago

⁣ত্রিশালে বেহাল রাস্তার প্রতিবাদে ধান রোপণ: মানুষের দুর্ভোগ ও ক্ষোভ | Trishal Road | Social Issues

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীর রামপুর ঠাকুরবাড়ির মোড় থেকে গফাকুঁড়ি বাজার পর্যন্ত রাস্তাটি বহুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে, যা স্থানীয় মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ। আজ, ৯ আগস্ট ২০২৫, ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। একটানা বৃষ্টি ও কাদার কারণে এই রাস্তা চলাচলের জন্য অনুপযোগী, যা রোগীদের চিকিৎসা, প্রসূতি মায়েদের নিরাপত্তা, এবং শিশুদের স্কুলে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। স্থানীয়রা বলছেন, “চালের দাম বৃদ্ধির কারণে সরকার যেন রাস্তায় ধান রোপণের সুযোগ দিয়েছে, এবার হয়তো চালের দাম কমবে।”
Watch this video to know more about this unique protest and the struggles of the locals. Stay tuned for updates.

Cover Topic -
ত্রিশাল, বেহাল রাস্তা, ধান রোপণ, ময়মনসিংহ, প্রতিবাদ, স্থানীয় মানুষ, চালের দাম, রাস্তা সংস্কার, দুর্ভোগ, সামাজিক সমস্যা, Trishal, Road Protest, Poor Road Conditions, Bangladesh, Social Issues, Local News, Public Outrage, Infrastructure Issues, Info Today Bangla, Info Today,
#ত্রিশাল_প্রতিবাদ #বেহাল_রাস্তা #ধান_রোপণ #ময়মনসিংহ_নিউজ #চালের_দাম #সামাজিক_সমস্যা #trishalroadprotest #bangladeshnews #poorroads #localstruggle #socialjustice #InfrastructureBD
#ভালুকা #trishalroadprotest #bangladeshnews

হাবিবুর রহমান
8 Views · 23 days ago

নারায়ণগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আঃ মান্নান বক্তব্যে , শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করতে তিনি এই বক্তব্য তুলে ধরেন

SHARIF MIA
15 Views · 24 days ago

⁣সড়ক দুর্ঘটনা ঝুঁকিপূর্ণ সড়কে খাদে পড়ে গাড়ি উল্টে পড়েছে

SHARIF MIA
3 Views · 24 days ago

⁣উল্টো পথে যানবাহন দুর্ঘটনার প্রধান কারণ

SHARIF MIA
9 Views · 24 days ago

⁣ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কারে দুর্নীতি বাইপেল চন্দ্রা মহাসড়ক

Monsur Alam
19,643 Views · 24 days ago

⁣আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে ফেনীতে জাতীয়তাবাদী পরিবারের খাবার বিতরণ ও দোয়া

পুলক শেখ
5 Views · 24 days ago

⁣গফরগাঁও-ভালুকা সড়কে ভয়াবহ দুর্ঘটনা | Road Accident News Update | Mahindra vs Autorickshaw Crash

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাটুরিয়া কাজীপাড়া এলাকায় ৬ জুলাই, দুপুর ২টার দিকে মাহিন্দ্র ট্রাক ও একটি রঙিন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

এই ভিডিওতে দেখানো হয়েছে দুর্ঘটনার সম্ভাব্য পরিস্থিতি এবং সড়ক নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ।
Watch the illustrated crash scene created with AI to understand how tragic and sudden such accidents can be.
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানাবেন, আপনি এই ধরনের সড়ক দুর্ঘটনার প্রতিরোধে কী ব্যবস্থা চান।

📌 বিস্তারিত রিপোর্ট: https://infotodaybangla.blogsp....ot.com/2025/08/blog-

🔔 Subscribe করুন এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে।

Cover Topic -
বাংলাদেশ সড়ক দুর্ঘটনা, গফরগাঁও নিউজ, ভালুকা এক্সিডেন্ট, মাহিন্দ্র ট্রাক, অটোরিকশা দুর্ঘটনা, গফরগাঁও ভালুকা সড়ক, ময়মনসিংহ খবর, Head-on Collision Bangladesh, Road Accident News BD, Breaking Accident News, Mahindra vs Auto Crash, Autorickshaw Crash BD, Rural Road Accident, Info Today Bangla, Info Today,
#roadaccident #bangladeshnews #gafargaon #baluka #autorickshawcrash
#mahindratruck #bdnews #breakingnews #newsupdate
#facebookviral #youtubeseo #bangladeshtraffic

Al Mamun Gazi
6 Views · 24 days ago

ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে ল্যাবে বি/স্ফো/রণ

Md Humayun
1,835 Views · 25 days ago

⁣নেত্রকোণার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসে
অতল শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

⁣সিরাজগঞ্জের বেলকুচিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ১৬২টি অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে কলেজ মোড় এলাকায় অবস্থিত ‘আইবুল মোটরস’ এর ভবনটি ভেঙে ফেলা হয়। একইসাথে বেশ কয়েকটি চায়ের দোকান ও স্থানীয়ভাবে পরিচিত ‘মনোহারী দোকান’সহ অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। এসময় পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, র‍্যাব-১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ, বেলকুচি থানা পুলিশ এবং বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে সরকারী জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোর কারণে নদী রক্ষা বাঁধ এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এজন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে।”
তবে উচ্ছেদকৃত দোকান মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ইমন ট্রেডার্সের মালিক অভিযোগ করে বলেন, “আমার দোকান মাত্র ১ ফুট সরকারি জমিতে ছিল, কিন্তু অর্ধেকেরও বেশি অংশ ভেঙে ফেলা হয়েছে।”
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত আরেক ব্যক্তি মনিরুল ইসলাম বলেন, “১৬২টি দোকান উচ্ছেদ হওয়ায় হাজারো পরিবার কর্মহীন হয়ে পড়বে। পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অভিযান চালানো মানবিক নয়।” তিনি সরকারের কাছে দাবি জানান, “যাদের দোকান ভাঙা হয়েছে, তাদের নতুনভাবে জায়গা লিজ দিয়ে পুনঃস্থাপনের অনুমতি দেওয়া হোক, যাতে সরকার রাজস্ব পায় এবং ব্যবসায়ীরাও আবার জীবিকা নির্বাহ করতে পারে।”
স্থানীয়রা জানান, উচ্ছেদ অভিযানের ফলে কিছু অংশে সঠিকভাবে নোটিশ দেওয়া হলেও, অনেক দোকানদার সময় না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিয়ে মানবিক বিবেচনায় দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।

Al Mamun Gazi
2,963 Views · 25 days ago

⁣কুষ্টিয়ায় ডিভোর্সের কাগজ হাতে পেয়ে চলন্ত ট্রেনে ঝাপ দিয়ে আত্মহত্যা করল সিয়াম নামের এক তরুণ! ঘটনার পর ট্রেন থামিয়ে লা/শ দেখতে এলেন চালক ও যাত্রীরা !!
ঘটনা আজ সকালে কুষ্টিয়ার জগতি পোড়াদহ স্টেশনের মধ্যবর্তী এসোগড়ি নামক স্থানে।

Monsur Alam
2,966 Views · 25 days ago

⁣ফ্যাসিবাদ বিদায়ের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি'র বিজয় র‌্যালি

Al Mamun Gazi
2,629 Views · 25 days ago

ইন্নালিল্লাহ
ওমান প্রবাসী কে নিয়ে বাড়ি ফিরার পথে লক্ষীপুর রোডের চন্দ্রগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে গিয়ে একই পরিবারের ৭ জন নি'*হ'*ত


আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন

আশিকুর রহমান
6,800 Views · 25 days ago

ঘাটাইলে প্রশাসন কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষ বেলার চতুর্থ দিন আজ

SHARIF MIA
1,983 Views · 25 days ago

⁣ ⁣বাইপাইল থেকে যানজটের সর্বশেষ সরাসরি..................

SHARIF MIA
2,481 Views · 25 days ago

⁣ যানজটের সর্বশেষ পরিস্থিতি বাইপাইল থেকে

SHARIF MIA
51 Views · 25 days ago

⁣বাইপেল থানা রোডে সর্বশেষ পরিস্থিতি #eyenewsbd

SHARIF MIA
17 Views · 25 days ago

⁣মাইক্রোবাস এবং ট্রাকের সংঘর্ষ আশুলিয়া থানা রোড

SHARIF MIA
10 Views · 25 days ago

⁣বাইপেল আশুলিয়া মহাসড়কের পরিস্থিতি

SHARIF MIA
10 Views · 25 days ago

⁣সড়ক সংস্কারে দুর্নীতি বাইপেল চন্দ্রা মহাসড়ক

SHARIF MIA
16 Views · 25 days ago

⁣সাপ্তাহিক মাছের বাজার পরিস্থিতি আশুলিয়া বাড়ইপাড়া

Juwel Hossain
16,382 Views · 25 days ago

⁣সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো "জুলাই গণঅভ্যুত্থান দিবস"। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মালশাপাড়া ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

আবেগঘন পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রাজনৈতিক সংকট ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনে শহীদ হওয়া নেতা-কর্মীদের স্মরণেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এ দিবসটি পালন করে আসছে। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জ, যেখানে সে সময়কার সংঘর্ষে অন্তত ৩১ জন তরুণ নেতা-কর্মী শহীদ হন।

এদিন মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করা হয়। এছাড়াও স্মরণ করা হয় আব্দুর রশিদ, আব্দুল আলীমসহ সিরাজগঞ্জ ও দেশের অন্যান্য শহীদদের।

কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সহ-সভাপতি ডা. এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস এবং বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোকাদ্দেস আলী বলেন,“জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র রক্ষার সাহসী অধ্যায়। যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”

সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন,“আমরা শহীদদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূলের প্রতিটি কর্মী আজও তাঁদের রক্তঋণ মাথায় নিয়ে রাজপথে অবিচল।”

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে গণ-আন্দোলন গড়ে তোলে। জুলাই মাসে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী সংঘর্ষের মধ্য দিয়েই শুরু হয় দেশের রাজনীতির বড় পরিবর্তন।

MD nurjaman
3,717 Views · 26 days ago

⁣বগুড়া পৌরসভার 13 নং ওয়ার্ড বেতগড়ি এলাকায় পানি জমে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছে তীব্র জনদুর্ভোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বাড়িঘরের সামনে পানি জমে যাচ্ছে, যার ফলে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
পানি নিষ্কাশনের জন্য হোসেন আলী ভাই নিজ উদ্যোগে পৌরসভার পরিছন্ন কর্মী দল নিয়ে আসেন এবং দ্রুত কাজ শুরু হয়। ইতোমধ্যে ড্রেন পরিষ্কার, মাটি খনন ও পানিনিষ্কাশন লাইনের কাজ শুরু হয়েছে

পুলক শেখ
5,420 Views · 26 days ago

⁣গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি: ভালুকায় বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা | Bhaluka BNP Rally


৫ আগস্ট ২০২৫, ময়মনসিংহের ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের ১ম বর্ষপূর্তিতে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা! পতনের ধ্বংসগাথা, জাগ্রত জনতার জয়োল্লাসে মুখরিত ভালুকা। আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, হাতেম খান, খান সোহাগসহ নেতৃবৃন্দের নেতৃত্বে হাজারো জনতার অংশগ্রহণ।
Watch the historic moment of democracy's triumph.


Cover Topic -
গণঅভ্যুত্থান দিবস, ভালুকা বিএনপি, বিজয় মিছিল, Bhaluka BNP, July Uprising 2025, গণতন্ত্র, ময়মনসিংহ, BNP Rally, আলহাজ্ব মোর্শেদ আলম, হাতেম খান, খান সোহাগ, Democracy Bangladesh, জুলাই আন্দোলন, Victory Rally 2025, বাংলাদেশ রাজনীতি, Info Today Bangla, Info Today, BNP News, Bangla News,
#গণঅভ্যুত্থান_দিবস #ভালুকা_বিএনপি #victoryrally #bnp2025 #জুলাই_আন্দোলন #democracybangladesh #bhalukarally #গণতন্ত্র #bnpunity #JulyUprising
#গণঅভ্যুত্থান_দিবস #ভালুকা_বিএনপি #victoryrally #bnp2025 #democracy

Monsur Alam
3,717 Views · 26 days ago

⁣ফ্যাসিবাদমুক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী জেলা খেলাফত মজলিসের বিজয় র্যালি

Monsur Alam
12 Views · 26 days ago

⁣‎৫ আগস্ট জাতীয় মুক্তি দিবস উপলক্ষে ফেনীতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

Monsur Alam
17,645 Views · 26 days ago

⁣গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলা বিএনপির বিজয় র‌্যালি

Rabiul Alam
3,944 Views · 26 days ago

⁣কুমিল্লায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলন

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় শহিদদের স্মরণে শহিদের কবরস্থানে শ্রদ্ধাসহ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে।

সকাল ৯টার দিকে নগরের উত্তর রামপুর শহিদ মাসুম মিয়ার কবরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। পরে একে একে পুলিশবাহিনীর পক্ষে পুলিশ সুপার নাজির আহমেদ খান,আনসার বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে মোনাজাত দোয়া করা হয়।
এদিকে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হাজী আমিসুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক –সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সম্মিলনে ৩৯জন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা উপহার বিতরণ করা হয়।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে এর আগে সকাল ৮টার দিকে জুলাই জাগরণ নব উদ্যোমে বিনির্মাণ শ্লোগানে ৩৬জুলাই গণঅভুত্থানের মাধ্যমে ফাতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে ইসলামী ছাত্রশিবির। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের প্রাণকেন্দ্র পূর্বালী চত্ত্বরে এসে শেষ হয়। এতে ইসলামী ছাত্র শিবির জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা অংশ নেন।

Salahuddin Ahmed
29 Views · 26 days ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জুলাই বিপ্লবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আমন্ত্রন জানানো ছাড়াই ( বাদ দিয়ে) সরকারি ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দিনাজপুরে আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। জবাবে কিছু উপদেশ বানী এবং উপমা টেনে সাফাই গেয়ে ভুলতারুটি হয়ে থাকলে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আজ ৫ আগষ্ট জেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পনকে কেন্দ্র করে ওই পরিস্থিতি ঘটেছে।
বৈষ্যমহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ৯টায়⁣ বড় মাঠে জিমন্যাসিয়াম চত্বরে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ পুষ্প স্তবক অর্পণ , সকালে ৯-১৫ মিনিটে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভ হতে শিশু একাডেমী পর্যন্ত জুলাই গণঅভ্যুথান দিবসের র‌্যালী, সকাল ১০ টায় শিশু একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ পরিবার,আহত,কারা নির্যাতিত এবং সন্মুখ জোদ্ধাদের মিলনমেলা , জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত স্ব স্ব ধর্মীয় উপাসনালয়, বিকেল ৩টায় জুলাই শহিদ আন্তঃ উপজেলা ফুটবল টুনামেন্ট বড়মাঠ এবং সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কাওয়ালী গানের আসর।
কর্মসূচি পালনের শুরুতেই ঘটে আপত্তি এবং বিপত্তির বিব্রতকর ঘটনা।

###

মিনহাজুল বারী
2,626 Views · 26 days ago

⁣বগুড়ার সোনাতলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আহাদ সৈকতের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন

Monsur Alam
12,634 Views · 27 days ago

⁣৪ আগস্ট ২০২৪ ফেনী সদর হাসপাতালে লাশের স্তূপ, আকাশ-বাতাস ভারী করে রেখেছিল আওয়ামী লীগের হত্যাযজ্ঞ

Juwel Hossain
7,298 Views · 27 days ago

⁣সিরাজগঞ্জে মিম হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হিজরা সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক হিজরা অংশ নেন। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, মিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও স্থানীয় থানায় মামলা নিতে গড়িমসি করা হচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ—বিভিন্ন অজুহাতে পুলিশ মামলার এজাহার গ্রহণ করছে না, ফলে হত্যাকারীরা এখনও আইনের বাইরে রয়েছে।

মানববন্ধনে হিজরা সম্প্রদায়ের নেত্রী বলেন, “মিম আমাদের পরিবারের সদস্য, সে আমার ভাতিজি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা পর্যন্ত নিচ্ছে না। আমরা সঠিক বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।”

Monsur Alam
3 Views · 27 days ago

⁣ফেনীতে তারুণ্যের কণ্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫' এর শুভ উদ্বোধন

Monsur Alam
12 Views · 27 days ago

⁣আগস্ট ২০২৪ ফেনীর মহিপাল গর্জেছিল ছাত্র-জনতার কণ্ঠে,দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ

SHARIF MIA
15 Views · 27 days ago

⁣সড়ক সংস্কারে দুর্নীতি নবীনগর চন্দ্র মহাসড়কের

Monsur Alam
8 Views · 27 days ago

⁣ফিরে দেখা, ৩ আগস্ট ২০২৪ নজিরবিহীন বিক্ষোভে কাঁপলো ফেনী: ছাত্র-জনতার অভূতপূর্ব প্রতিরোধ!

⁣সিরাজগন্জের সলঙ্গা থানার আমশড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ দুলাল উদ্দিনের (৪০) এর বাড়িতে বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন।
বিয়ে না হওয়া পর্যন্ত ছারবেন না দুলালের বাড়ি প্রয়োজনে দুলালের বাড়িতেই জীবন দিয়ে দিবেন।

খায়রুল ইসলাম
3,940 Views · 28 days ago

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর ডুমুর গাছা ও মধ্যে পাটোয়া বাইপাস রাস্তার বেহাল অবস্থা ঘটতে পারে যে কোনো অঘটন বিস্তারিত ভিডিওতে,,,

Shazzadul Alam Khan
0 Views · 28 days ago


ভালুকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে দূর্ঘটনা ।

Monsur Alam
0 Views · 28 days ago

⁣ফিরে দেখা,২ আগস্ট ২০২৪
‎২ আগস্টের গর্জন-ফেনীতে শিক্ষার্থীদের ‘মরণপণ’ মিছিল ইতিহাস হয়ে রইল

SHARIF MIA
6 Views · 28 days ago

⁣এলিব্রেটেড এক্সপ্রেস ধীরে ধীরে গা চলমান রয়েছে

SHARIF MIA
1 Views · 28 days ago

⁣⁣ডুবন্ত শ্রীপুর আশুলিয়া কাঁচাবাজার ভুক্তভোগী সাধারণ জনগণ

Akm Kaysarul Alam
0 Views · 29 days ago

⁣হয়রত মুহাম্মদ (সাঃ) নিয়ে ক'টু'ক্তির বিচারের দাবীতে উত্তাল লালমনিরহাট ।

Akm Kaysarul Alam
5 Views · 29 days ago

⁣ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে গণজাগরণ

SHARIF MIA
8 Views · 29 days ago

⁣ধীরে ধীরে কাজ চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের

SHARIF MIA
10 Views · 29 days ago

দীর্ঘ যানজটের শাড়ি বাইপেল নবীনগর চন্দ্রা মহাসড়ক

Monsur Alam
7,145 Views · 29 days ago

⁣ফিরে দেখা, ১ আগস্ট ২০২৪
‎ফেনীতে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে পুলিশের বাঁধা, উত্তপ্ত পরিস্থিতি

Monsur Alam
3 Views · 30 days ago

⁣‎"বৈষম্য দূর ও সংস্কার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না"

খায়রুল ইসলাম
16,367 Views · 1 month ago

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর মধ্যে পাটোয়া তিন ঘরিয়ার বাসিন্দা মৃত্যু হাফিজ এর স্ত্রী সন্তান নাতিদের কে নিয়ে এভাবেই চালাচ্ছেন তার জিবন,দেখুন বিস্তারিত ভিডিওতে,,,

SHARIF MIA
22,243 Views · 1 month ago

⁣বাইবেল আব্দুল্লাহপুর মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ চলছে হাজারো যানবাহন

MD ABDULLAH
2 Views · 1 month ago

⁣খুলনার ময়লাপোতায় বিপজ্জনক সড়ক, প্রতিনিয়ত ঝুঁকিতে পথচলা
খুলনার ময়লাপোতা এলাকার একটি সড়ক অংশ এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা এ রাস্তায় একটু এদিক-ওদিক হলেই নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যেতে পারে যানবাহনের চাকা। ৩০ কিলোমিটার গতিতে ধাক্কা খেলে মনে হবে যেন ৬০ কিলোমিটার গতিতে ধাক্কা খাচ্ছে—আঘাত কতটা ভয়ানক হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। সড়কটির এমন ভয়াবহ অবস্থায় প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কায় থাকেন পথচারী ও যানচালকরা।

SHARIF MIA
5 Views · 1 month ago

⁣আশুলিয়া বাইপাইল ঝুঁকিপূর্ণ মহা সড়কে প্রতিনিয়ত চলছে হাজারো পরিবহন মহাসড়ক

Mahfuzur Rahman Bappi
5 Views · 1 month ago

বাগেরহাটের ৪ টি আসন থেকে বিন্যাস করে তিনটি আসনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে বিএনপি, জামায়াত।

Al Mamun Gazi
1 Views · 1 month ago

⁣কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুর্গম চর ভেলামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই ) অনুষ্ঠিত এ ক্যাম্পে মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।


চরাঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। দিনব্যাপী চলা এই ক্যাম্পে শতাধিক নারী ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।


মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরওয়ার জাহান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাহাদ এবং পরিসংখ্যানবিদ রোকুনুজ্জামান রাজু।


চিকিৎসা নিতে আসা ভেলামারীর চরের বাসিন্দা মমতাজ বেগম, পারভিন ও আসমা জানান, “আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে নদী পার হয়ে সদরে গিয়ে সময়মতো চিকিৎসা নিতে পারি না। এখানে এসে চিকিৎসা পাওয়ায় আমরা অনেক উপকার পেয়েছি। যদি এমনভাবে সপ্তাহে একদিন করে মেডিকেল ক্যাম্প হয়, তাহলে আমাদের আর দুরচিন্তা থাকবে না।”


উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “চরাঞ্চলের মানুষরা যাতে সহজে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


চিকিৎসা নিতে আসা নারী ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। চরবাসী মনে করছেন, নিয়মিত এমন ক্যাম্প হলে স্বাস্থ্যসেবা ঘাটতি অনেকটাই পূরণ হবে।

Rabiul Alam
973 Views · 1 month ago

⁣কুমিল্লা ৭ সাংবাদিকের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আশিকুর রহমান
2,560 Views · 1 month ago

উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রসুলপুর! দুর্ভোগে হাজারো গ্রামবাসী”

Monsur Alam
1,330 Views · 1 month ago

⁣ফেনীতে ছাত্র মাসুম হত্যা মামলা: হাসিনার নামসহ ২২১ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে

SHARIF MIA
10 Views · 1 month ago

⁣এন সি পি নাহিদ হাসান বক্তব্য রাখছেন আশুলিয়া বাইপাইল

Badsha Alamgir
30,005 Views · 1 month ago

⁣কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী মুকুল মেম্বার গ্রেফতার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বারকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ দল।

আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মুকুল দীর্ঘদিন ধরে নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও গুলাগুলির মাধ্যমে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

তিনি জাসদের গণবাহিনীর কালু বাহিনীর অন্যতম শীর্ষ সদস্য, এবং ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া দুটি মামলাতেও এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।

সেই মামলায় জামিনে থাকলেও অপকর্ম থামাননি।

সম্প্রতি ৫ আগস্টের সবুজ হত্যা মামলায় মুকুলকে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর মুকুলকে আদালতে পাঠানো হয়েছে।


বাদশা আলমগীর

আঁই নিউজ বিডি

কুষ্টিয়া।

খায়রুল ইসলাম
7,646 Views · 1 month ago

⁣গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নে পাটোয়া মেহেদী বাগ সড়ক পাকা করণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয়দের জন্য সুফল বয়ে আনবে।

Rabiul Alam
7,770 Views · 1 month ago

⁣কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সহকারী পরিচালক এর নেতৃত্বে সীমান্ত পিলার ২০৮০/এম থেকে আনুমানিক ৭ কিলোমিটার ভেতরে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪,৭৫,৮৪০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি আটক করা হয়।

আটককৃত বাজিগুলোর বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

MUHAMMAD RAHMAN
5,472 Views · 1 month ago

ফাজিলাবাড়ী রাস্তার বেহাল দশা।

SHARIF MIA
1,289 Views · 1 month ago

⁣আশুলিয়া বাইপাইল-শ্রীপুরে জনসভা বিএনপি

SHARIF MIA
2 Views · 1 month ago

⁣আশুলিয়া শ্রীপুরে অনুষ্ঠিত জনসভা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে

SHARIF MIA
10,964 Views · 1 month ago

⁣শ্রীপুর থেকে বিএনপি সমাবেশ দলের পরিস্থিতি

SHARIF MIA
2,372 Views · 1 month ago

⁣আশুলিয়া জিরানী বাজার খাদে পড়ে গাড়ি দুর্ঘটনা

Al Mamun Gazi
20,277 Views · 1 month ago

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী। (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আশা মনি (১১) ও সুমাইয়া (১১)। সুমাইয়া ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পরও তাদের খোঁজ না মেলায় স্বজনরা খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, শাপলা ফুল তুলতে গিয়ে তারা পুকুরে ডুবে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

MD Hasan
5,480 Views · 1 month ago

⁣বান্দরবানে সুয়ালকে বিদ্যুৎ ও সড়ক বিহীন ১৫০ পরিবার




Showing 2 out of 3