close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ضلع کی خبریں

Md Babul Hossain
19 مناظر · پہلے 3 مہینے

⁣ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জামায়াতে ইসলামীর

Monsur Alam
16 مناظر · پہلے 3 مہینے

⁣"আসন্ন দুর্গাপূজায় ফেনীর সব পূজামণ্ডপ সেনাবাহিনীর নজরদারিতে থাকবে"

Monsur Alam
20 مناظر · پہلے 3 مہینے

⁣"অন্য জেলার ঘটনার রেশ যেন ফেনীতে না ঘটে: পুলিশ সুপার মো. হাবিবুর রহমান"

Mehedi Hasan
32 مناظر · پہلے 3 مہینے

⁣নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা সফলভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Monsur Alam
17 مناظر · پہلے 3 مہینے

⁣"ফেনীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা"

Mamun Sorder
20 مناظر · پہلے 3 مہینے

⁣ছাত্রদলের ভিপি প্রার্থীর তাজউদ্দীন হলে প্রবেশ, ভোট কেন্দ্রে উত্তেজনা

Monsur Alam
21 مناظر · پہلے 3 مہینے

⁣‎"ডাকসু নির্বাচন থেকে পরাজয় নয়, শিক্ষা নেওয়া উচিত: ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার"

Md Humayun
13 مناظر · پہلے 3 مہینے

⁣গ্রামীণ জনপদের কৃষক সমাজে আবারও ফিরে আসছে গ্রামীণ অর্থনীতির প্রাণচাঞ্চল্য।

Dr Md Jonaid
28 مناظر · پہلے 3 مہینے

⁣ভাত খাওয়ার জন্য মানুষ এমন উগ্র হয় কিভাবে ?

বাংলাদেশের মতো পাগল জাতি মনে হয় আর এই পৃথিবীতে নাই🤥😓

Monsur Alam
16 مناظر · پہلے 3 مہینے

⁣‎"নির্বাচনে আমার কাছে একটি কানা কড়ি পয়সাও ছিল না: অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি"


Monsur Alam
23 مناظر · پہلے 3 مہینے

⁣"ফেনীতে উৎসবমুখর আয়োজনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন"

Akm Kaysarul Alam
18 مناظر · پہلے 3 مہینے

⁣কালীগঞ্জে প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ

MD IMRAN MUNSHI
19 مناظر · پہلے 3 مہینے

⁣পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি উল্লেখযোগ্য উচ্ছেদ অভিযান। ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল সরকারি জমি অবমুক্তকরণ এবং এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।

এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদের সহায়তায় অবৈধভাবে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধার করা হয়। এ সময়, স্থানীয় জনগণের উপস্থিতি ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।

অভিযানের সময় বিশেষভাবে লক্ষ্য করা হয়েছিল ড্রেনেজ ব্যবস্থার অভাব। অতিবৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তাগুলোর অবস্থা দ্রুত অবনতি ঘটছে। এই সমস্যা সমাধানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়।

স্থানীয় জনগণের মতে, এই উদ্যোগের ফলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং রাস্তাগুলোর অবস্থা ভালো থাকবে। বিশেষ করে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড সিকদার বাড়ির রোডের পানিপ্রবাহের সমস্যা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।

এই অভিযান সম্পর্কে স্থানীয় একজন বাসিন্দা বলেন, 'আমাদের এলাকায় এমন উদ্যোগ খুবই প্রয়োজন ছিল। ড্রেনেজ ব্যবস্থা উন্নত হলে জলাবদ্ধতার সমস্যা কমে যাবে এবং পথচারীদের জন্য চলাচল সহজ হবে।'

উল্লেখ্য, এই ধরনের কার্যক্রম এলাকা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় প্রশাসনের এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের জন্য পথ প্রশস্ত করবে।

এই অভিযান একদিকে যেমন অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করেছে, তেমনি অন্যদিকে এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

⁣রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক মর্মস্পর্শী দুর্ঘটনায় চারজন পথচারী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িচালক মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পথচারীদের ওপর গাড়ি তুলে দেন।

ঘটনাটি ঘটে যখন চারজন অভিভাবক রাস্তা দিয়ে হাঁটছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়—ঢাকা মেট্রো-গ ৩৯-২৮-২৮ নম্বর প্লেটযুক্ত গাড়িটি হর্ণ না বাজিয়েই সরাসরি তাদের ওপর উঠে যায়।


আহতদের মধ্যে একজন গাড়ির নিচে আটকা পড়ে গুরুতর আহত হন এবং বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আরেকজনের পায়ে গুরুতর আঘাত লাগায় চিকিৎসকরা তার পা কেটে ফেলার আশঙ্কা করছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়িচালককে থামানোর চেষ্টা করলে তিনি আরও দু’তিনবার গাড়ির চাকা দিয়ে এক নারীকে পিষে সামনে টেনে নিয়ে দ্রুত পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির মালিক ও চালককে শনাক্তের কাজ চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও আহতদের পরিবার দ্রুত দোষী চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

MD IMRAN MUNSHI
20 مناظر · پہلے 3 مہینے

⁣ঝালকাঠিতে এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে অফিসের স্টাফ নাঈম হাসান প্রথমে এই দৃশ্য দেখতে পান। শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

দীর্ঘ আট বছর ধরে শেখর বিশ্বাস এসএ পরিবহনের ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন এবং পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে এখানকার স্কুলে পড়াশোনা করে। সম্প্রতি তাকে হঠাৎ বদলির নির্দেশ দেওয়া হয়, যা তার মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেখরের স্ত্রী অভিযোগ করেন যে, বদলির অর্ডার পাওয়ার পর শেখর আরও ছয় মাস সময় চেয়েছিলেন কিন্তু কর্তৃপক্ষ রাজি হয়নি। বদলির চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কোম্পানির ঊর্ধ্বতনদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। সহকারী ম্যানেজার জাহিদ হাসান জানান, ভোরে অফিস থেকে খবর পাওয়ার পর স্টাফ নাঈম ভেতরে গিয়ে শেখরের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এসএ পরিবহনের বরিশাল বিভাগীয় অফিসের ম্যানেজার মো. শাহদাত হোসেন জানান, গত আগস্ট মাসের ২৮ তারিখে শেখর সাহেবের বদলির নোটিশ আসে। তিনি সময় চেয়ে কোনো আবেদন করেননি এবং আট বছর ধরে একই পদে থাকার কারণে অফিসের নিয়ম মানতে বাধ্য ছিলেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।

এই ঘটনা কর্মক্ষেত্রে মানসিক চাপের প্রভাবের একটি দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্মস্থলে সহযোগিতা ও সংবেদনশীলতা বাড়ানোর আহ্বান জানানো হচ্ছে।

Badsha Alamgir
440 مناظر · پہلے 3 مہینے

⁣কুষ্টিয়ায় জেলা বিএনপির অফিস ঘেরাও করেছে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা

MD JAHANGIR ALAM
31 مناظر · پہلے 3 مہینے

⁣কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ২ নং দিলালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাতাল চর নামাহাটি গ্রামের ১০০০ ফুট রাস্তার সলিং কাজ শুরু হলেও সম্পন্ন হয়েছে মাত্র ৩০০ ফুট। বাকি ৭০০ ফুট রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় এলাকাবাসীর ভোগান্তি শেষ হচ্ছে না। প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, আজিজ মুন্সির বাড়ি থেকে ফরহাদ মিয়ার বাড়ি পর্যন্ত সলিংয়ের কাজ শেষ হলেও বাকি অংশ এখনো অপরিচ্ছন্ন ও কর্দমাক্ত অবস্থায় রয়েছে। ফলে বর্ষা মৌসুমে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও বাজিতপুর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য রুহুল আমিন রানা এবং কিশোরগঞ্জ জেলা যুব অধিকারের পরিষদের ক্রীড়া সম্পাদক মোঃ মনসুর আলম। এলাকাবাসী দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন

Al Mamun-Ador
17 مناظر · پہلے 3 مہینے

⁣নির্বাচন কমিশনের (সিইসির) অবৈধ দাবি প্রত্যাখ্যান এবং বাগেরহাট জেলা বাসীদের দাবিগুলো মানার জন্য মংলায় এই হরতাল পালিত করা হচ্ছে। এই হরতাল চলাকালে সকল প্রকার যান চলাচল এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স এই হরতালের আওতায় থাকবে না
নেতারা বলেন, 'ছাত্রছাত্রীরা আমাদের আগামী ভবিষ্যৎ। তাদের পরীক্ষা যেন হরতালের কারণে ব্যাহত না হয়, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে।' তাই যাদের পরীক্ষা আছে, তাদের যেন হরতালের আওতায় না আনা হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
'স্থানীয়রা বলেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
বাগেরহাটের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই হরতাল জেলা এবং এর আশেপাশের এলাকায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মোংলা বন্দর এবং অন্যান্য শিল্পাঞ্চল এই হরতালের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে
তবে হরতাল চলাকালে যাতে কোন রকম সহিংসতা না ঘটে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।

Rabiul Alam
17 مناظر · پہلے 3 مہینے

⁣কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের হ*ত্যাকারীদের ১২ ঘন্টার মধ্যে গ্রে''ফতা''রের ঘোষনা এসপি কুমিল্লা।

Rabiul Alam
15 مناظر · پہلے 3 مہینے

⁣কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের ম'র'দেহ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা নগরীর কালিয়াজুড়িতে এই হ'ত্যা'কাণ্ড ঘটে। নিহতের ছেলে যা জানালেন.....

মিনহাজুল বারী
23 مناظر · پہلے 3 مہینے

⁣বগুড়ায় যেভাবে পেট্রোল পাম্পের ম্যানেজার কে হাতুড়ি দিয়ে যখম করে হত্যা করা হয়

Towhidul Islam
28 مناظر · پہلے 3 مہینے

⁣চট্টগ্রাম হাটহাজারী থানা ওসির অপসারণ এর দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা!
গতকাল লের ঘটনায় পুলিশ নিরব ভূমিকা পালন করায় মাদরাসার অনেক ছাত্রকে আহত করেছে মাজার পন্থীরা। এজন্য ছাত্রদের প্রদান দাবি ওসিকে অপসারণ

M Rasel Ahmed
25 مناظر · پہلے 3 مہینے

জয়পুরহাট জেলার কালাই উপজেলার বহুতী জি ইউ আলিম মাদ্রাসায় সভাপতি নিয়োগে স্থানীয়দের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।রবিবার সকাল ১১টার দিকে মাদ্রাসার মূল ফটকের সামনে এলাকার সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Rabiul Alam
45 مناظر · پہلے 3 مہینے

⁣জমি দখল নিয়ে নিউজ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

Raju Mia
16 مناظر · پہلے 3 مہینے

⁣কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের আফজাল উদ্দিন হাইস্কুল মাঠে "চৌধুরীরহাট যুবসংঘ" কতৃক আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালিগঞ্জ- আদিতমারী) আসনের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও ছাত্র-জনতার বাস্তব আশা-আকাঙ্খার স্বপ্ন পূরণের এক নিবেদিত উজ্জ্বল নক্ষত্র, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মো: রোকনুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সদস্য-সচিব জনাব আব্দুল বাছেদ পাটোয়ারী।

Monsur Alam
23 مناظر · پہلے 3 مہینے

⁣দাগনভূঞায় সিন্দুরপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত

Nazrul Islam Zaki
13 مناظر · پہلے 3 مہینے

বগুড়ার শেরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ভবানীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন অসুস্থ্য থাকায় তাকে আর্থিক সহযোগীতা করলেন

Md Hamidul Islam
16 مناظر · پہلے 3 مہینے

🌍✅🌄পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের সুলিজ বাজার থেকে বরফ কল পর্যন্ত বহু প্রতীক্ষিত রাস্তার কাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তবে পথচারীরা বলছেন, কাজে ব্যবহৃত ইটের মান ভালো নয়। এলাকাবাসীর প্রত্যাশা— রাস্তা যেন টেকসই ও মানসম্মতভাবে নির্মিত হয়, যাতে দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়।

Monsur Alam
21 مناظر · پہلے 3 مہینے

⁣ফেনীর বারাহিগুনী দরবার শরীফে ঈদে মিলাদিন্নবী জশনে জুলুস

Badsha Alamgir
30 مناظر · پہلے 3 مہینے

কুষ্টিয়া সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মিসেস কাঞ্চন মালার বিরুদ্ধে অশোভন আচরণ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে জেলার সাধারণ নাগরিকসমাজ ও ভুক্তভোগী।

SHARIF MIA
116 مناظر · پہلے 3 مہینے

⁣শুভেচ্ছা পরিবহনের শুভ উদ্বোধন চন্দ্রা থেকে কাচপুর নারায়ণগঞ্জ পর্যন্ত বিগত সাত বছর বন্ধ থাকার পর পুনরায় আবার চালু হয়েছে চেয়ারম্যান এবং পরিচালক বৃন্দ তারা জানিয়েছে যে আগের থেকে পরিচালনা অনেকটাই ভালো হবে বলে আমরা আশাবাদী এটি চন্দ্র থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত যাবে সেটি তারা আমাকে বলেছে তবে তারা এই পরিবহন টাইম এর সিস্টেমে চালাবে

Rabiul Alam
10 مناظر · پہلے 3 مہینے

⁣কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

Badsha Alamgir
4 مناظر · پہلے 3 مہینے

⁣কুষ্টিয়ায় প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Rabiul Alam
25 مناظر · پہلے 3 مہینے

⁣কুমিল্লা সদর হাসপাতাল প্রাঙ্গণে অটোরিক্সা থেকে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার....

Mahfuz Bappi Khan
13 مناظر · پہلے 3 مہینے

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় ব্যাপক কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

Monsur Alam
16 مناظر · پہلے 3 مہینے

⁣ফেনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ফেনী উন্নয়ন ফোরাম

Monsur Alam
19 مناظر · پہلے 3 مہینے

⁣রিটকারী ছাত্রীকে ধ'র্ষণের হু'মকি, প্রতিবাদে ফেনী কলেজ ছাত্রদলের বি'ক্ষোভ

Md Babul Hossain
17 مناظر · پہلے 3 مہینے

⁣পাঁচবিবিতে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গফুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্য সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা আয়োজনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে বিকালে পৌর পার্ক থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ সহ কয়েক'শ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে পৌর বিএনপির সাবেক সদস্য দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী
প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রিটকারী নারী প্রার্থীকে 'গণধর্ষণের' হুমকি দিয়ে স্ট্যাটাস দেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন।

Monsur Alam
25 مناظر · پہلے 3 مہینے

⁣ফেনী উন্নয়ন ফোরামের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

Monsur Alam
7 مناظر · پہلے 3 مہینے

⁣ফেনীতে ভিপি জয়নালের ঘোষণা: ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তৈরি হন


Monsur Alam
16 مناظر · پہلے 3 مہینے

⁣অবহেলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠলেন ফেনী জেলা মহিলা দল নেত্রী

Monsur Alam
13 مناظر · پہلے 3 مہینے

⁣বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে নেতাকর্মীদের বর্ণাঢ্য শোভাযাত্রা


Monsur Alam
11 مناظر · پہلے 3 مہینے

⁣বিগত দিনে আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ব্যবসা করেছিল - জাবেদ উর রহমান

Al Mamun Gazi
23 مناظر · پہلے 3 مہینے

⁣লালমনিরহাটে সংঘর্ষে যুবকের মৃত্যু: লাশ নিয়ে মহাসড়ক অবরোধে উত্তাল হাতীবান্ধা

Dr Md Jonaid
17 مناظر · پہلے 3 مہینے

কালিগন্জ মিশন রেল ক্রসিং ুএলাকয়া ঘটে

Al Mamun Gazi
18 مناظر · پہلے 3 مہینے

মোঃ ফজলুল করিম
নবাগত অফিসার ইনচার্জ, নওয়াপাড়া হাইওয়ে থানা,অভয়নগর,যশোর।

Al amin Shadin
23 مناظر · پہلے 3 مہینے

নওগার মান্দা থেকে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন এই বৃদ্ধার পাশে দাঁড়ালো

Monsur Alam
45,357 مناظر · پہلے 3 مہینے

⁣ "জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন পূরণ হতে দেব না"

Monsur Alam
3,417 مناظر · پہلے 3 مہینے

⁣"নুরের উপর হামলা প্রমাণ করে: প্রতিটি সেক্টরে এখনো আছে আওয়ামী দোসর"

Monsur Alam
15,133 مناظر · پہلے 3 مہینے

⁣"চাঁদা বাজি-গুন্ডা*মীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ভিপি জয়নালের"

Monsur Alam
7,054 مناظر · پہلے 3 مہینے

⁣‎"ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল, নতুন সংগঠনের আত্মপ্রকাশ"

Monsur Alam
1,713 مناظر · پہلے 3 مہینے

⁣‎"নূরের উপর হামলার ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ ফেনীর এনসিপি নেতাদের"


Badsha Alamgir
7,050 مناظر · پہلے 3 مہینے

⁣কুষ্টিয়ায় গণঅধিকার সহ অন্যান্য সংগঠনের বিক্ষোভ মিছিল

Badsha Alamgir
7,574 مناظر · پہلے 3 مہینے

⁣নুরু তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। কুষ্টিয়ার ছাত্র জনতা ||

Shahajan Hoshian
16 مناظر · پہلے 3 مہینے

শ্যামনগর উপজেলা সাতক্ষীরা

Al Mamun Gazi
18 مناظر · پہلے 3 مہینے

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় উন্মুক্ত কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আজ ৩০ আগস্ট শনিবার সকাল ১০ টায় এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহ মোহাম্মদ রিয়াজ উদ্দিন সুজন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাহমুদুল ইসলাম।

উদ্বোধক হিসেবে ছিলেন কটিয়াদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ আহমদ আলী বিএসসি,নুরুজ্জামান চন্দন, মাওলানা শামসুল আলম, আলম ভইয়া, ওসমান গনি মারাজ, খাইকুল ইসলাম লিটন, হাদিউল ইসলাম কামাল,হানিফ ভূঁইয়া, রফিকুল ইসলাম বিপুল, হানিফ ভূঁইয়া, মতিউর রহমান, প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সমাজসেবক শাহ আজিমুদ্দিন, সাংবাদিক আশরাফুল ইসলাম সুমন প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন এসময় বলেন এলাকায় অনেকের সুনির্দিষ্ট কবরস্থানের জায়গা ছিল না তাই বাধ্য হয়েই অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তিকে কবর দেয়া হতো। এখন উন্মুক্ত কবরস্থান হওয়ায় যে কোন এলাকার মৃত ব্যক্তিদেরকে এখানে দাফন করতে পারবে। তাছাড়া যে কোন এলাকার বেওয়ারিস লাশ এবং গরিব মৃত ব্যক্তিদের দাফন কাফনের সম্পূর্ণ খরচ
উন্মুক্ত কবরস্থানের কর্তৃপক্ষ ব্যায়ভার বহন করবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, উন্মুক্ত কবরস্থান নির্মাণে মানব কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মাহমুদুল ইসলাম এবং এলাকাবাসীকে
এরকম মহৎ কাজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন সামাজিক কাজে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে হবে। উন্মুক্ত কবরস্থানে যাওয়ার জন্য একটি রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আলোচনা শেষে অতিথিবৃন্দরা কয়েক শতাধিক গাছের চারা উন্মুক্ত কবরস্থানের চারপাশে রোপন করেন।

Monsur Alam
8 مناظر · پہلے 3 مہینے

⁣নূরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে এনসিপির বিক্ষোভ

Juwel Hossain
16 مناظر · پہلے 3 مہینے

⁣সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে অবরোধ ও বিক্ষোভ মিছিল

Badsha Alamgir
116,902 مناظر · پہلے 3 مہینے

⁣ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা

Badsha Alamgir
25,586 مناظر · پہلے 3 مہینے

ভিপি নুর এর ওপরে হামলার প্রতিবাদের কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নাগরিক অধিকার পরিষদ সহ অন্যান্য সংগঠন।

Nazrul Islam Zaki
16 مناظر · پہلے 3 مہینے

⁣নদীর দুপাশে দর্শনার্থীদের ভীরে তিল ধারণের জায়গা নেই। মেলায় আসার পূর্বেই বিভিন্ন ধরণের অটো, সিএনজি ও মোটরসাইকেলের জ্যাম প্রায় ১ কিলোমিটার পর্যন্ত। বগুড়ার শেরপুর সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া প্রবাহিত বাঙ্গালী নদীতে নৌকা বাইচের মেলা দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২৯ অগাস্ট) নৌকা বাইচের মেলায় চারটি নৌকার মধ্যে বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকার নাম পাগলা বাবা ও নয়নের মনি বিজয়ী হয়েছে। আশেপাশের গ্রামগুলোতে প্রত্যেক বাড়িতে ঝি জামাই এসে উৎসব করছে। এখানে খাবার হোটেল, মিষ্টির দোকান, মাছ, মাংসের দোকান সহ কসমেটিক্স দোকানের পসরা সাজিয়েছে। মেলা কমিটির একজন সদস্য সুঘাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত শাহ আলম জুয়েল বলেন, বিগত সরকারের অব্যবস্থার কারণে মেলা হয়নি। প্রায় ১২ বছর পরে সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ সাহেবের সহযোগীতায় মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়রা কর্তৃপক্ষদের প্রতি এই মেলা প্রত্যেক বছর করার দাবী জানিয়েছেন।

MD IMRAN MUNSHI
20,564 مناظر · پہلے 3 مہینے

⁣পিরোজপুর জেলার ভান্ডারিয়ার বারিধারা রাধানগর উপশহর এলাকায় অবস্থিত ভেদুরিয়া স্টিল ব্রিজের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে। ব্রিজটির স্টিলের পাতগুলি প্রয়োজনীয় নাট-বল্টু বা ছোট পাত দিয়ে সংযুক্ত না থাকার কারণে বর্তমানে এটি হয়ে উঠেছে মরণফাঁদ।

প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় পাতগুলি উপরে উঠে যাওয়ার ঘটনা দেখা দিয়েছে। গত বুধবার রাত ৮:৩০ টার দিকে এমনই একটি ঘটনা ঘটে যখন একটি গাড়ি ব্রিজ পার হচ্ছিল। পথচারী মো: সালাম হাওলাদার, যিনি রাধানগর এলাকার স্থায়ী বাসিন্দা, তখন ব্রিজের পাশে চলছিলেন। ব্রিজের পাত উপরে উঠে যাবার ফলে তার এক পা সেখানে ঢুকে পড়ে এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় বাসিন্দারা জানান যে, ভেদুরিয়া স্টিল ব্রিজটি দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং এর রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কাছে বারবার আবেদন করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

ব্রিজটি দ্রুত সংস্কার না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীরা। বিশেষজ্ঞরা মনে করছেন, একটি জরুরি ভিত্তিতে মেরামত কার্যক্রম শুরু করা প্রয়োজন যাতে করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিলেও, বাস্তবে তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এলাকাবাসীরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

গুরুতর সমস্যাটি সমাধানে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তবে এটি স্থানীয় অর্থনীতি এবং জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Md Babul Hossain
5,026 مناظر · پہلے 3 مہینے

⁣পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন ও বিষ দিয়ে মাছ নিধন

‎পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : ২৯ আগষ্ট/২৫

‎জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন, বাগানের বেড়া ভাঙচুর সহ গাছ কাটা ও পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। জমি-জমার জেরে ঘটনাটি উপজেলার রামভদ্রপুর গ্রামে ঘটে।

প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার বাগজানা ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন। ‎অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নফিরের ঘরে আগুন দেয়, পরদিন বাগানের নেটের বেড়া ভাংচুর সহ গাছ কেটে ও উপরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এর প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দেয় রাজু। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পুকুরে (গ্যাস বড়ি) বিষ প্রয়োগে মাছ মেরে ফেলে। ‎মাছ মেরে ক্ষতি করায় নফির থানায় আবারো অভিযোগ করেন। ‎অভিযোগের বিষয়ে রাজু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। যারা এ কাজ করেছে তাদেরকে ধরতে পারছে না। আমি জমি পাই তাই আমাকে সন্দেহ করেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



SHARIF MIA
25 مناظر · پہلے 3 مہینے

⁣আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে মোটামুটি অনেকটাই ভালো সাধারণ মানুষের ভাবনা আশুলিয়া

Md Hamidul Islam
10 مناظر · پہلے 3 مہینے

⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমতলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামে নিখোঁজ সোহেলের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ২৬ তারিখ রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। অবশেষে আজ শুক্রবার (২৯ তারিখ) সকাল ১০:৩০ মিনিটে পাঙ্গাসিয়া খালের কচুরি পানার মাঝখান থেকে ভেসে ওঠে তার লাশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Dr Md Jonaid
7 مناظر · پہلے 3 مہینے

শ্রীপুর থানার মাওনা এলাকায় ছদ্মবেশ আসা ভুয়া ডিবিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে

MD JAHANGIR ALAM
19 مناظر · پہلے 3 مہینے

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার, ২৭ আগস্ট সন্ধ্যায় উপজেলার পিরিজপুর বাংলা বাজার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

কসবামাজাইল নিউজ
19 مناظر · پہلے 3 مہینے

⁣মোঃ বাপ্পারাজ খান (পাংশা প্রতিনিধি)
সার সংকটে যখন রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কৃষকেরা দিশেহারা, ঠিক তখনই ২৬ বস্তা ডি এ পি সার শৈলকুপা উপজেলায় পাচার করা কালে কৃষকের হাতে আটক।
(২৮ আগস্ট ) বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেয়াগ্রাম খুলুমবাড়ী খেয়াঘাট দিয়ে দুটি ভ‍্যান গাড়িতে ২৬ বস্তা ডি এ পি সার নিয়ে গড়াই নদীর খেয়া ঘাটপার হয়ে খুলুমবাড়ী বাজারের দিকে যাচ্ছে দেখে ঐ এলাকার কৃষকেরা স্থানীয় সাংবাদিক ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ বাপ্পারাজ খান'কে খবর দেন।মোঃ বাপ্পারাজ খান তাৎক্ষণিক খেয়াঘাট এলাকায় গিয়ে ভ‍্যান চালকের কাছে জানতে চাইলে, তারা জানান এই সার বাগলী বাজার জাহিদ বিশ্বাস এর গোডাউন থেকে এনেছি। কোথায় নিচ্ছেন জানতে চাইলে ভ‍্যানচালক জানান, খুলুমবাড়ী বাজারে সাম কুন্ডুর ঘরে যাবে।
ঐ সাংবাদিক বিষয়টি জানতে তাৎক্ষণিক মুঠোফোনে সার এর ডিলার জাহিদ বিশ্বাস'কে ফোন দিলে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করেন।
তখন ঐ সাংবাদিক তাৎক্ষণিক নিজের ফেসবুক আইডি থেকে সার বোঝাই ভ‍্যানগাড়ীসহ একটি পোষ্ট দিলে বিষয়টি পাংশা উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসে। পাংশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান হোসেন ও মোঃ রফিকুল ইসলাম ও কসবামাজাইল ইউনিয়ন কৃষি কর্মকর্তা আবু হেনা মোস্তফা দ্রুত ঘটনা স্থলে পৌছে সার বোঝাই ভ‍্যানগাড়ী আটক করে বাগলী বাজারে জাহিদ বিশ্বাসের দোকানে নিয়ে আসেন।
সন্ধ্যায় পাংশা উপজেলা প্রেসক্লাবে আরেক সাংবাদিক রবিউল ইসলাম বাগলী বাজারে গিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে, তিনি ঘটনার সত‍্যতা স্বীকার করে ঐ সাংবাদিক'কে জানান, আমরা বিষয়টি আপাতত ক্ষমার চোখে দেখতে চাই। আপনারা ফেসবুক আইডি থেকে স্টাটাস তুলে নিন। তার কথায় ঐ সাংবাদিক রেগে গেলে, তখন উপসহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান হোসেন কথার প্রঙ্গ পাল্টিয়ে বলেন, আমরা অবশ্যই ডিলার জাহিদ বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব‍্যাবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়নের ভুক্তভোগী কৃষক তরুন জানান, জাহিদ বিশ্বাস দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ সারের ডিলারী করছেন। এখনো কিভাবে তার ডিলারী থাকে? মতিন, রতন, আরিফ, ও শিবলু আরো অন্যান্য ব্যক্তিরা জানান আমরা সার আনতে গেলে সার দেয় না। আরো বলেসার এখন নাই তা ছাড়া ও জাহিদ বিশ্বাস সার বিক্রি করে বস্তুা প্রতি ২০০থেকে ৩০০ টাকা বেশি দরে সার ডিলার জাহিদ বিশ্বাস নিজ ইউনিয়ন বাদ দিয়ে সার বিক্রি করেন সরিষা ইউনিয়নের বাগলী বাজারে। কসবামাজাইল ইউনিয়নের কৃষকেরা সার আনতে বাগলী বাজারে গেলে, ডিলার সার নেই বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে খালি হাতে ফেরত দেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষক জানান, জাহিদ বিশ্বাস দীর্ঘদিন ধরেই সার নিয়ে নয় ছয় করে আসছেন। আমরা তার ডিলারী বাতিল করতে অবিলম্বে নতুন ডিলার চাই।

Dr Md Jonaid
11,732 مناظر · پہلے 3 مہینے

⁣এশিয়ান হাইওয়ে এখন এলাকাবাসীর গলার কাটা,উঠতে পারছে না দুই ও তিন চাকার বাহন,অতিরিক্ত টোল আদায় এর কারনে গাড়ি উঠতে অনিহা

Monsur Alam
2,287 مناظر · پہلے 3 مہینے

⁣ফেনীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

Md Habibur rahman
11 مناظر · پہلے 3 مہینے

নারায়ণগঞ্জ রুপগন্জে সাইদ মার্কেটের রাস্তাটি চলাচলের অনুপযোগী

Al Mamun-Ador
19 مناظر · پہلے 3 مہینے

বাগেরহাটের চারটি আসন বহন রাখার দাবিতে মংলায় চলছে হরতাল অবরোধ এই বিষয় নিয়ে ধারণকৃত ভিডিও

SHARIF MIA
16 مناظر · پہلے 3 مہینے

⁣সন্ত্রাসবাদি এবং চুরি কমবে না বেকারত্ব দূর না করলে আশুলিয়া জিরানী বাজার

ফরিদ হোসেন খিজির
16 مناظر · پہلے 3 مہینے

বরগুনা জেলার আমতলীর দঃ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভা অনুষ্ঠিত হয়েছে।

SHARIF MIA
23 مناظر · پہلے 3 مہینے

⁣প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্তানায় বল্লেই চলে

SHARIF MIA
7,575 مناظر · پہلے 3 مہینے

⁣রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রান্তিক মানুষের ভাবনা

Al Mamun Gazi
41 مناظر · پہلے 4 مہینے

ইজি ভ্যানের ধাক্কায় সেনা কর্মকর্তা আহত

Monsur Alam
19,094 مناظر · پہلے 4 مہینے

⁣আফ্রিদিকে গ্রেফতার এর এক্সক্লুসিভ ফুটেজ

খায়রুল ইসলাম
2 مناظر · پہلے 4 مہینے

⁣গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর মধ্যে পাটোয়া সরকার পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন গরে উঠেছে একটি সুন্দর ক্বওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, সেখানে প্রতি বছর বের হচ্ছে হাফেজ,তৃতীয় শ্রেনি পর্যন্ত লেখা পড়ার সুযোগ,, হৃদয় বান ব্যাক্তিদের অত্র প্রতিষ্ঠানে দান সদকা জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কতৃপক্ষ।

MD ABDULLAH
18 مناظر · پہلے 4 مہینے

⁣বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে জেলায় হরতাল ও সড়ক অবরোধ, অচল যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেরবাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় আজ রবিবার(২৪ আগস্ট) সকাল ৮টায় খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ডসহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বাগেরহাট জেলার অন্য সকল স্থানের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখেছেন।

বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ও জেলা জামাতের সেক্রেটারি শেখ মোহাম্মাদ ইউনুস বলেন, বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে আমরা গেল ৩০ জুলাই তিনটি আসনের প্রস্তাব দেওয়ার পর থেকে বাগেরহাটে আন্দোলন করে আসছি। কখনো সংবাদ সম্মেলন, কখনো রাজপথ অবরোধ আবার নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এরপরেও নির্বাচন কমিশন তাদের প্রস্তাব থেকে ফিরে আসেনি। যার কারণে আমরা আজকে সর্বত্র অবরোধ ও হরতালের ডাক দিয়েছি। জেলার সর্বস্তরের জনগণ আমাদের দাবির স্বপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করছেন। কোন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে না। মোংলা বন্দর এলাকারও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ। আশা করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিবে। তা না হলে এর থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গেল ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলা সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে।

আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Md Sale
22 مناظر · پہلے 4 مہینے

⁣⁣গাজীপুর শ্রীপুরের যুবকদের ব্যতিক্রমী উদ্যোগ। নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক নারিকেল গাছ দিয়ে অর্ধ কিলোমিটার রাস্তা সাজিয়েছেন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের একদল যুবক।

Monsur Alam
17 مناظر · پہلے 4 مہینے

⁣‎ফেনী শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের সড়ক প্রচার

⁣মুকসুদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা!
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ও ছাগলছিরার মাঝামাঝি স্থানে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। #মুকসুদপুরদুর্ঘটনা #গোপালগঞ্জসংবাদ #দিগনগরছাগলছিরা #সড়কদুর্ঘটনা #বাংলাদেশনিউজ #জরুরীখবর #সতর্কথাকুন #দুর্ঘটনারখবর #roadaccidentbd #breakingnewsbd #bangladeshnews #সড়কনিরাপত্তা

শাহাজাদ ইসলাম
12 مناظر · پہلے 4 مہینے

ঠাকুরগাঁওয়ে ২১ নং ঢোলার হাট ইউনিয়নে শুখ নদীর উপর নির্মিত শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ব্রিজ এখন কালের সাক্ষী হয়ে আছে স্থানীয়দের দাবি ব্রিজটি পুনরায় সংস্কার করা যাতে নতুন প্রজন্ম জানতে পারে।

Nafiz Ahamed
24 مناظر · پہلے 4 مہینے

রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কে বাস ট্রাক এর মুখোমুখি সংঘর্ষ আহত- ২২


নাফিক আহমেদঃ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোর এলাকায় আজ শনিবার দুপুর ২ টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন বাসটি একটি পাট বোঝাই ভ্যান কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষের পরে সাথে সাথেই বাসের চালক পালিয়ে যায় এবং ট্রাক এর চালক গুরুতর আহত হয় পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।এই দুর্ঘটনার জন্য ১ ঘন্টার ও বেশি সময় যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়।


হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাক সরানোর ব্যবস্থা করেন এবং সড়ক যানচলাচল এর উপযোগী করে তুলেন। এ দুর্ঘটনায় বসের প্রায় ২২ জন যাত্রী আহত হয়। সকলেই পার্শ্ববর্তী কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুষ্টিয়া থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ব-১১-০০৭০) এবং ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এগ্রো পরিবহনের একটি ট্রাক (ট-২২-৪৬০৮) এর মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

ফরিদ হোসেন খিজির
41 مناظر · پہلے 4 مہینے

বরগুনার আমতলী -তালতলী সংসদ আসন পুনঃ বহাল রাখান দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

Rabiul Alam
13 مناظر · پہلے 4 مہینے

⁣গতকাল পদুয়ারবাজারে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে নূরজাহান হোটেলের পরিচালক লুতফুর রহমান রিপন যা বলেন।

Md Humayun
22 مناظر · پہلے 4 مہینے

⁣প্রান্তিক মানুষের রাজনৈতিক ও বাস্তব অভিজ্ঞতার কথা।
নেত্রকোণার কেন্দুয়া থেকে।

Rakibul Islam
14 مناظر · پہلے 4 مہینے

দেশ পরিচালনায় নাগরিকের ভাবনা, শান্তি চায় সাধারণ মানুষ

Nikson Ahammed Shuvo
17 مناظر · پہلے 4 مہینے

ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়কের ময়নাররমোড় এলাকায় ভয়াবহ সড়ক দু'র্ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে একটি ইমাম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ব্যাটারি চালিত অটোরিকশার।

দুর্ঘটনার তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোতে থাকা কেউ প্রাণে বাঁচতে পারেননি।

SHARIF MIA
7 مناظر · پہلے 4 مہینے

⁣প্রান্তিক মানুষের রাজনৈতিক মনোবাভ আশুলিয়া বাডইপাড়া

Rabiul Alam
19 مناظر · پہلے 4 مہینے

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিয়ে উল্টো পথে ঢাকামুখী লেনে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিটি তখন পাশেই থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চার যাত্রী নিহত হন। নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং আরেক ছেলে আবুল কাশেম (৪৫)। নিহত আবুল হাশেমই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন।

এছাড়াও সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতদের সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।”

Badsha Alamgir
34 مناظر · پہلے 4 مہینے

⁣কুষ্টিয়ার নগরজীবন দখলদারদের হাতে: বৃষ্টি হলেই হাঁটু পানি
কুষ্টিয়া শহর প্রতিদিনই কংক্রিটের জঙ্গলে রূপ নিচ্ছে। একের পর এক বহুতল ভবন উঠছে মাথা উঁচু করে। কিন্তু সেই ভবনের ইট, বালু, খোয়া আর নানা ধরনের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে খোদ সরকারি রাস্তার উপর। শুধু তাই নয়—রাস্তার পাশের ড্রেন ঢেকে বাঁশ দিয়ে বানানো হচ্ছে মাচা। আর সেই মাচার উপর ঢালাওভাবে স্তূপ করে রাখা হচ্ছে বালু ও খোয়া। ফলে বালু-খোয়া ড্রেনের ভেতরে নেমে গিয়ে ড্রেন হয়ে যাচ্ছে অচল। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকছে হাঁটু পানি, ভোগান্তির শেষ নেই পথচারীদের।

SHARIF MIA
9 مناظر · پہلے 4 مہینے

⁣আশুলিয়া বাডইপাড়া সাপ্তাহিক মাছের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ

Rabiul Alam
19 مناظر · پہلے 4 مہینے

কুমিল্লার লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা
সফি উল্ল্যাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন পরিষদ।

বুধবার দুপুরে লাকসাম বাইপাস এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী সফিউল্লাহ, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের
নেতাকর্মীরা।

এসময় শফিউল্লাহর বিরুদ্ধে সিএনজি ড্রাইভার আব্দুর রহিম কে দিয়ে জোর পূর্বক চাঁদাবাজী মামলা, সোশ্যাল মিডিয়া অপপ্রচার ও মিথ্যা মামলার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল থেকে বহিষ্কার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ এবং প্রসানের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্হা নেওয়ার জোর দাবি জানান তারা।

পরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে লাকসাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

SHARIF MIA
34 مناظر · پہلے 4 مہینے

⁣শাক সবজির বাজার লাগামহীন নিম্ন মানুষের কেনার সাধ্যের বাইরে

SHARIF MIA
17 مناظر · پہلے 4 مہینے

⁣ডক্টর ইউনুস কে নিয়ে সাধারণ মানুষের ভাবনা

Al Mamun Gazi
16 مناظر · پہلے 4 مہینے

হবিগজ্ঞের নবীগজ্ঞ ঢাকা সিলেট মহাসড়কে আউশকান্দি ফিলিং ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল সহ ফিলিংস্টেশনের
প্রায় ৫০ % পুঁড়ে ছাঁই৷ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে৷ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্তরের অদূরে সিএনজি ফিলিং স্টেশন এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল অনুমান ৬ ঘটিকায় একটি লোকাল যাত্রীবাহী মিনিবাস ঢাকা মেট্রো (জ-১১-২৩০২) এতে গ্যাস ভরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন৷ এতে ৯টি সিএনজি অটোরিকশা, ১টি মোটর সাইকেল ও বাস সহ উক্ত সিএনজি ফিলিং স্টেশনের ৫০% পুড়ে ছাঁই হয়ে গেছে৷ এ ঘটনায় কোটি টাকার ক্ষয় কতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে৷ আহত হয়েছেন ৬জন৷ আগুনের লেলিহান শিখার হাতথেকে প্রান বাঁচাতে অনেক শ্রমিক ফিলিং স্টেশনের আবাসিক ভবনের ৩য় তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেয়েছেন, এসময় অনেকেই আহত হয়েছেন। হবিগজ্ঞ ফায়ার সার্ভিসের ইউনিট কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,আমরা সকাল ৬টায় সংবাদ পাওয়ার সাথে আমরা ঘটনাস্থলে পৌছে ৬টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট
নবীগঞ্জ, বাহুবল ও ওসমানী নগরের দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি৷
এদিকে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনে কর্মরত সিনিয়র ইঞ্জিনিয়ার এম,এ বাছিত বলেন, লোকাল বাসটিতে গ্যাস ভরার সময় এই বাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে৷
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে না বলতে পারলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে৷




Showing 3 out of 4