
Badsha Alamgir
|Subscribers
Breaking news
সরকারি নিয়মের বহির্ভূত বালু উত্তোলনের প্রতিবাদে এবং নদী রক্ষার্থে মানববন্ধন করেছে রায়ডাঙ্গা শহিদ আবরার ফাহাদের এলাকাবাসী।
রায়ডাঙ্গা, কয়া, কুমারখালি, কুষ্টিয়া।
কুষ্টিয়ায় জেলা বিএনপির অফিস ঘেরাও করেছে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা
কুষ্টিয়া সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মিসেস কাঞ্চন মালার বিরুদ্ধে অশোভন আচরণ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে জেলার সাধারণ নাগরিকসমাজ ও ভুক্তভোগী।
কুষ্টিয়ায় প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
কুষ্টিয়ায় গণঅধিকার সহ অন্যান্য সংগঠনের বিক্ষোভ মিছিল
নুরু তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। কুষ্টিয়ার ছাত্র জনতা ||
ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্র জনতা
ভিপি নুর এর ওপরে হামলার প্রতিবাদের কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে নাগরিক অধিকার পরিষদ সহ অন্যান্য সংগঠন।
কুষ্টিয়ার নগরজীবন দখলদারদের হাতে: বৃষ্টি হলেই হাঁটু পানি
কুষ্টিয়া শহর প্রতিদিনই কংক্রিটের জঙ্গলে রূপ নিচ্ছে। একের পর এক বহুতল ভবন উঠছে মাথা উঁচু করে। কিন্তু সেই ভবনের ইট, বালু, খোয়া আর নানা ধরনের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে খোদ সরকারি রাস্তার উপর। শুধু তাই নয়—রাস্তার পাশের ড্রেন ঢেকে বাঁশ দিয়ে বানানো হচ্ছে মাচা। আর সেই মাচার উপর ঢালাওভাবে স্তূপ করে রাখা হচ্ছে বালু ও খোয়া। ফলে বালু-খোয়া ড্রেনের ভেতরে নেমে গিয়ে ড্রেন হয়ে যাচ্ছে অচল। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকছে হাঁটু পানি, ভোগান্তির শেষ নেই পথচারীদের।
কুমারখালীতে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার আটক ৪
কুষ্টিয়ার কুমারখালীতে ঘটেছে হৃদয়বিদারক এক হত্যাকাণ্ড। মাত্র ১৫ বছরের কিশোর ভ্যানচালক হৃদয় হোসেনের (১৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধ এলাকার পদ্মার চর থেকে এই লাশ উদ্ধার হয়। নিহত হৃদয় এলোঙ্গি গ্রামের ইউনুস আলীর ছেলে।
ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সামনে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ।
কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী মুকুল মেম্বার গ্রেফতার
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বারকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ দল।
আজ বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মুকুল দীর্ঘদিন ধরে নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও গুলাগুলির মাধ্যমে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
তিনি জাসদের গণবাহিনীর কালু বাহিনীর অন্যতম শীর্ষ সদস্য, এবং ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া দুটি মামলাতেও এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি।
সেই মামলায় জামিনে থাকলেও অপকর্ম থামাননি।
সম্প্রতি ৫ আগস্টের সবুজ হত্যা মামলায় মুকুলকে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
গ্রেফতারের পর মুকুলকে আদালতে পাঠানো হয়েছে।
বাদশা আলমগীর
আঁই নিউজ বিডি
কুষ্টিয়া।
কুষ্টিয়ায় বিএনপি নেতা হাবলু মোল্লা পুলিশ সদস্যকে হুমকির অডিও ভাইরাল
২৬ জুলাই, কুষ্টিয়ার কুমারখালিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে পদযাত্রা করেছে কেন্দ্রীয় কৃষক দল।
কেন্দ্রীয় নেতা হাফেজ মঈন উদ্দিনের নেতৃত্বে রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই পদযাত্রা শুরু হয়।
তিনি বলেন, “আবরার ফাহাদের শাহাদাত বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। আমি নিজেও কুমারখালির সন্তান। তাই আবরারের স্মৃতিকে ধারণ করে মানুষের পাশে থাকতে চাই।”
পদযাত্রায় কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্বপালনের সময় এক চিত্রগ্রাহককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার সকালে হাসপাতাল চত্বরে চোর সন্দেহে একজনকে আটক করে পুলিশ, সেময় সংবাদ সংগ্রহকালে ভিডিও ধারণ করছিলেন গ্লোবাল টেলিভিশনের চিত্রগ্রাহক মামুনুর রশিদ মামুন। এ সময় হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য নায়েক লিখন এসে তার পরিচয়পত্র কেড়ে নেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক। ঘটনার পর মামুনুর রশিদ মামুন জানান, “আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ নায়েক লিখন এসে আমার পরিচয়পত্র কেড়ে নেন ও ক্যামেরা এবং মোবাইল কেড়ে নেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি ধাক্কা দিয়ে সরিয়ে দেন।” এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কুষ্টিয়া জেলা সাংবাদিক সমাজ ঘটনার নিন্দা জানিয়ে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এবিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে সাংবাদিক সমাজ বলছে, এই ধরনের আচরণ শুধু পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, গণমাধ্যমের স্বাধীনতার উপরও হুমকি স্বরূপ। তারা দ্রুত বিচার দাবি করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে কুষ্টিয়ার সংবাদকর্মী মহল।
কুষ্টিয়ায় পথসভায় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আবরার ফাহাদের যে কট্টর লড়াই সেটি করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল সেই আধিপত্যবাদের গোলম হতে চায় আমরা তার বিরুদ্ধে লড়বো, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা গোলামী নয় আজাদী চাই। ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
কুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয় ঘেরাও কর্মসূচি।
কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে ভোট চুরির নির্বাচন বাতিলের দাবিতে এবং জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবিতে।
কুষ্টিয়ায় সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল আদায় সারা জীবনের জন্য বন্ধের দাবিতে মানববন্ধন।
রবিবার সকাল ১০:৩০ মিনিটে মানববন্ধন শুরু করে সর্বস্তরের মানুষ এবিং শেষ হয় দুপুর ১২:৪৫ মিনিটে । সবার একটাই দাবি এই সেতু থেকে ২০০৪ সাল থেকে দোল আদায় করছে। অবিলম্বে সারা জীবনের জন্য এই সেতু থেকে টোলা আদায় বন্ধ ঘোষণা করতে হবে।
যদি টোল আদায় বন্ধ না হয় তাহলে সাধারণ মানুষ কঠোর পদক্ষেপ নিবে এবং ডিসি কোর্ট ঘেরাও করবেন।
এই মানববন্ধনের কারণে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সদস্য হাফিজুর রহমান হাফিজ নিহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান হাফিজ (২৮) পাবনা জেলার চাটমোহর উপজেলার আহম্মদ আলীর ছেলে। তিনি চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
তিন চাকার গাড়িতে চার চাকার ফিল। মানুষের শখের কোন শেষ নাই। কেউ সাজাচ্ছে বাড়ি গাড়ি আবার কেউ সেজেছে নিজেই। কুষ্টিয়া ঝিনাইদহের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অটো রিক্সাটি। এই অটো রিক্সা চালকের এক সময় শখ ছিল চার চাকার গাড়ি কেনা কিন্তু সেটি সম্ভব না হলেও তার এই শখ পূরণ করার জন্যই অটোরিকশাকে সাজিয়েছে নিজের মত করে। এ যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি যানবাহন। তার এই অটোরিকশাটি সাজানো দেখে মনে হতে পারে অভিজ্ঞ কোন ডিজাইনার দিয়ে সাজিয়েছে তার এই গাড়িটি কিন্তু গাড়িচালকের সাথে কথা বলে জানতে পারি ডিজাইনটি তিনি নিজেই করেছেন। তিনি আরো বলেন গাড়িটি আমার অনেক স্বপ্নের। গাড়িটি আমার নিজের মতো করে সাজিয়েছি, আমার গাড়িতে সবকিছুই আপডেট। আমি ভবিষ্যতে গাড়িটি আরো বেশি সুন্দর করে সাজাবো।