close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কুষ্টিয়ার নগরজীবন দখলদারদের হাতে: বৃষ্টি হলেই হাঁটু পানি।
0
0
26 צפיות·
22/08/25
কুষ্টিয়ার নগরজীবন দখলদারদের হাতে: বৃষ্টি হলেই হাঁটু পানি
কুষ্টিয়া শহর প্রতিদিনই কংক্রিটের জঙ্গলে রূপ নিচ্ছে। একের পর এক বহুতল ভবন উঠছে মাথা উঁচু করে। কিন্তু সেই ভবনের ইট, বালু, খোয়া আর নানা ধরনের নির্মাণসামগ্রী রাখা হচ্ছে খোদ সরকারি রাস্তার উপর। শুধু তাই নয়—রাস্তার পাশের ড্রেন ঢেকে বাঁশ দিয়ে বানানো হচ্ছে মাচা। আর সেই মাচার উপর ঢালাওভাবে স্তূপ করে রাখা হচ্ছে বালু ও খোয়া। ফলে বালু-খোয়া ড্রেনের ভেতরে নেমে গিয়ে ড্রেন হয়ে যাচ্ছে অচল। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে থাকছে হাঁটু পানি, ভোগান্তির শেষ নেই পথচারীদের।
להראות יותר
0 הערות
sort מיין לפי