বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৯/০৮/২০২৪ ০৮:৩৪পি এম

শেখ হাসিনার ক্ষোভ এবং ক্ষমতা লিপ্সার কথা প্রকাশ করলেন মেনন

শেখ হাসিনার ক্ষোভ এবং ক্ষমতা লিপ্সার কথা প্রকাশ করলেন মেনন
রাজধানীর আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলের শরিক দলের নেতা, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় রাশেদ খান মেনন জানিয়েছেন, শেখ হাসিনার মধ্যে দেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল।

ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন জিজ্ঞাসাবাদের সময় বলেন, ‘১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় দেশের মানুষের প্রতি শেখ হাসিনার মনোভাব নেতিবাচক হয়ে ওঠে। তার আচরণে এমনই প্রতিফলিত হত যে, দেশের মানুষ বাঁচুক বা মরুক, এ নিয়ে তার কোনো উদ্বেগ ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা এবং আজীবন ক্ষমতা ধরে রাখা। এই মানসিকতাই তার রাজনৈতিক জীবনে কাল হয়ে দাঁড়ায়।’

তিনি আরও জানান, ‘ছাত্র-জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের আগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কোনো পরামর্শকেই গুরুত্ব দেননি। আমরা তাকে দেশের অর্থনৈতিক সংকট সম্পর্কে সচেতন করেছি এবং ছাত্র-জনতার দাবি মেনে নিতে বলেছি, কিন্তু তিনি সেগুলোও উপেক্ষা করেছেন। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর ওপর নির্ভর করেই ক্ষমতায় থাকতে চেয়েছিলেন।’

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ