আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ০১:৩৫পি এম
মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল
চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৪ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, “জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের চিন্তা আসে কোথা থেকে? স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে আয়োজন করার কোনো সুযোগ নেই বলেই নির্বাচন কমিশন জানিয়েছে।”
তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “বিচার দ্রুত করলে সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।”
জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, “সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে আমরা একটি খসড়াপত্র পেয়েছি। এটি নিয়ে আলোচনা চলছে এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এটি বিএনপির সংস্কারমুখী অবস্থানেরই প্রমাণ। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি অব্যাহত থাকবে।”
তিনি জানান, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সকল দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে এবং এটি আরও বাড়ানো হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, “লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া মানসিক ও শারীরিকভাবে আগের চেয়ে ভালো আছেন।”
এ ছাড়া ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।