আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ০১:৪৬পি এম
শেষ হচ্ছে হামজার ইংলিশ প্রিমিয়ার লিগ অধ্যায়!
ইংলিশ প্রিমিয়ার লিগে আর দেখা যাবে না হামজা চৌধুরীকে। লিস্টার সিটির এই উদীয়মান মিডফিল্ডারের ক্যারিয়ারে এবার ঘটছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে প্রিমিয়ার লিগে খেললেও এবার নতুন চ্যালেঞ্জের সন্ধানে যাচ্ছেন তিনি।
হামজার বর্তমান ক্লাব লিস্টার সিটি সম্প্রতি নিশ্চিত করেছে, নতুন সিজনে তারা তাকে দলে রাখছে না। যদিও গুঞ্জন চলছে, হামজার পরবর্তী গন্তব্য হতে পারে তুরস্কের সুপার লিগ বা সৌদি প্রো লিগ।
এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ বলছেন, নতুন লিগে হামজা নিজের প্রতিভার আরও প্রসার ঘটাতে পারবেন। অন্যদিকে, কিছু সমর্থক মনে করছেন, ইংলিশ লিগে তার ক্যারিয়ার আরও দীর্ঘ হওয়া উচিত ছিল।
নতুন লিগে হামজার পারফরম্যান্স কেমন হবে, সেটি দেখার জন্য এখন অপেক্ষায় তার অগণিত ভক্ত। প্রিমিয়ার লিগে তার দাপুটে খেলা ফুটবলপ্রেমীরা চিরকাল মনে রাখবে।