বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ০৫:৫১পি এম

১০ ট্রাক অস্ত্র মামলা: বাবর খালাস,

১০ ট্রাক অস্ত্র মামলা: বাবর খালাস,
চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন। তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম হাইকোর্টে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় প্রদান শুরু হয়। এতে বাবরসহ বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়।

২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান আটক করা হয়। এই ঘটনার পর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১ রায়ে বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরবর্তীতে, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মামলার নথি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। দণ্ডিত আসামিরা পৃথক আপিল করলেও চলমান বিচার প্রক্রিয়ার পর অবশেষে বাবর খালাস পেলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভাবমূর্তিকে কলুষিত করতে দেওয়া যাবে না। এই মামলার রায় বিএনপিকে নতুন করে সংঘবদ্ধ হওয়ার সুযোগ এনে দিতে পারে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ