আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ০১:২৭পি এম
মিরপুরে ঝিলপাড় বস্তির উত্তেজিত জনতার সড়ক অবরোধ
রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকায় বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করতে যাওয়ার ঘটনায় উত্তেজিত ঝিলপাড় বস্তির বাসিন্দারা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়, যা মিরপুর-১২ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে একটি পোস্টে এই ঘটনার বিবরণ জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, বিদ্যুৎ এবং ওয়াসা কর্তৃপক্ষ পুলিশসহ ঝিলপাড় বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বস্তির বাসিন্দারা প্রতিবাদে সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক মিরপুর বিভাগের ডিসির নির্দেশে সংশ্লিষ্ট টিম কাজ করছে।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারিও মোল্লা বস্তির বাসিন্দারা উচ্ছেদ আতঙ্কে সড়ক অবরোধ করেছিলেন। ওই সময় মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
উল্লেখ্য, রাজধানীতে বস্তিবাসীদের পানি ও বিদ্যুতের সংযোগ নিয়ে নানা সময় উত্তেজনা দেখা দেয়। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। তবে নাগরিক সুবিধা নিয়ে এমন টানাপোড়েন বারবার জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।