বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ০৫:৪১পি এম

আজই কি মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর!

আজই কি মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর!
আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। হাইকোর্টের রায় অনুযায়ী যাবজ্জীবন দণ্ড থেকে খালাস পাওয়ার পর আজই সেই রায় কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর কথা। রায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাবরের মুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন তার আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী শিশির মনির জানান, আদালতের নির্দেশ অনুযায়ী রায় দ্রুত কারাগারে পাঠানো হবে।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।

১০ ট্রাক অস্ত্র মামলাটি দেশের অন্যতম আলোচিত মামলা। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার পর এই মামলা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বাবরসহ অন্যান্য আসামির বিরুদ্ধে দণ্ডাদেশ ঘোষণা করা হয়েছিল। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাবরের বিরুদ্ধে যাবজ্জীবন দণ্ড খারিজ হয়ে গেছে।

এই রায় বাবরের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার মুক্তি নিয়ে তাই রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের দৃষ্টি এখন কেন্দ্রীয় কারাগারের দিকে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ