বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ০৫:৩৮পি এম

দুর্নীতি মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর!

দুর্নীতি মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর!
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে সংস্থাটির এনফোর্সমেন্ট টিম তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

আকতারুল ইসলাম জানান, "এস কে সুরকে আজ গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।"

গত ২৩ ডিসেম্বর দুদক এস কে সুরের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ ছিল, তিনি সম্পদের বিবরণী নোটিশের জবাব দেননি। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে তাঁর নাম উঠে আসার পর ২০২২ সালে দুদক এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।

২০১৮ সালে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়া এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ডেপুটি গভর্নর থাকাকালে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারিতে সহযোগিতা করেছেন এবং সুবিধা নিয়েছেন।

দুদক এই গ্রেপ্তারের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান প্রমাণ করেছে। বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা তৈরি হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ