আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৫/০১/২০২৫ ১০:৫১এ এম
টিউলিপ সিদ্দিকের পদত্যাগ: লেবার সরকারের ‘স্বার্থের সংঘাত’ নিয়ে বিতর্ক
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়। টিউলিপ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।
খবরে বলা হয়, টিউলিপের খালা শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের প্রশ্ন ঘিরে বিতর্কের মুখে এই পদত্যাগ। যুক্তরাজ্যের অর্থনৈতিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার হিসেবে টিউলিপের কাজ ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে টিউলিপ দাবি করেছেন, তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ মেলেনি। তবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৪০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগে তার নাম জড়ানো এবং শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে সুবিধা নেওয়ার প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ তার বরখাস্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন বলেছে, এ অভিযোগ যুক্তরাজ্যের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, তিনি কোনো ভুল করেননি। তবে বিতর্কের কারণে তার পদে থাকা সঠিক কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।
এই পদত্যাগ লেবার পার্টি এবং যুক্তরাজ্যের সরকারের জন্য একটি বড় ধাক্কা।