আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ০৫:৫৩পি এম
লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা নিয়মিত খবর নিচ্ছি। উনি মানসিক ও শারীরিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন।”
গত ৮ জানুয়ারি বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখান থেকে তাকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার উন্নত চিকিৎসা শুরু হয়।
হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছেন।
ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, “খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা চলছে। সেগুলোর ওপর ভিত্তি করে তার পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।”
৭৯ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।
"খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর দোয়া প্রার্থনা করা হচ্ছে," সংবাদ সম্মেলনে যোগ করে বলেন মির্জা ফখরুল।