বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০১/২০২৫ ১২:৪২পি এম

ক্যাডেট এসআইদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন অব্যাহত!

ক্যাডেট এসআইদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন অব্যাহত!
লিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সচিবালয়ের ১ নম্বর গেট সংলগ্ন উসমানী উদ্যানের পাশে তারা অনশন কর্মসূচি পালন করেন।

অব্যাহতি প্রাপ্ত ক্যাডেট এসআই রবিউল রবি জানান, "আমাদের যেন দেখার কেউ নেই। আমরা যোগ্যতার মাপকাঠি পেরিয়ে চাকরি পেয়েছিলাম। আজ শীতের মধ্যে রাস্তায় অনশনে বসে আছি। এরপরও কি আমাদের প্রতি রাষ্ট্রের দয়া হবে না?"

তিনি আরও জানান, সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তারা অনশনের ঘোষণা দেন। রবিউল অভিযোগ করেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনার সুযোগ দেওয়া হয়নি।"

সুবীর নামে আরেক অব্যাহতি প্রাপ্ত ক্যাডেট বলেন, "আমরা জানি না, আমাদের কী অপরাধে এত বড় শাস্তি দেওয়া হলো। আমাদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। দাবিপূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।"

অন্যদিকে, পুলিশ একাডেমির পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত মেন্যু অনুযায়ী প্যারেড বিরতিতে প্রশিক্ষণার্থীদের জন্য সকালের নাশতা পরিবেশন করা হয়েছিল। কিন্তু কিছু প্রশিক্ষণার্থী ওই নাশতা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং মাঠ ছেড়ে ব্যারাকে চলে যান। একাডেমি কর্তৃপক্ষকে হেয় প্রতিপন্ন করার অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে।

ক্যাডেটদের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন। তারা তাদের চাকরিতে পুনর্বহালের জন্য সরকারের সদিচ্ছা ও দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ