শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৪/০৯/২০২৪ ০৯:০৭পি এম

স্বৈরাচারী সরকারের দোসররা হামলার অপেক্ষায়, প্রতিহত করতে হবে: মির্জা ফখরুল

স্বৈরাচারী সরকারের দোসররা হামলার অপেক্ষায়, প্রতিহত করতে হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, স্বৈরাচারী সরকারের দোসররা হায়েনার মতো অপেক্ষায় আছে এবং তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণ’ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘‘স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে এবং হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’’

স্মরণসভায় নিহত, আহত ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন। কেউ কেউ বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সভায় মাঝে মাঝে গান পরিবেশন করা হয় এবং জুলাই অভ্যুত্থান নিয়ে মূকাভিনয় প্রদর্শন করা হয়।

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে গুম হওয়া ও খুন-হত্যার শিকার ব্যক্তিদের বিচারের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ছাড়া, শুক্রবার গোপালগঞ্জে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।

এদিকে, বিরূপ আবহাওয়ার কারণে শনিবার নির্ধারিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সমাবেশ স্থগিত করেছে বিএনপি এবং আগামী ১৭ সেপ্টেম্বর নয়াপল্টনে নতুন করে সমাবেশ করবে।

মির্জা ফখরুল বলেন, ‘‘সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। জনগণ মনে করে, এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।’’

তিনি আরও বলেন, ‘‘গত ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে এবং পঙ্গু ও নিহত ব্যক্তিদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দিতে হবে। আমাদের ৭০০ ভাই-বোন গুম হয়েছে। তাদের খুঁজে বের করতে হবে এবং এক লাখ ৪৫ হাজার মামলাসহ সব মামলা প্রত্যাহার করতে হবে।’’

মির্জা ফখরুল আওয়ামী লীগকে অভিযুক্ত করে বলেন, ‘‘১৯৭৫ সালে বকশাল প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগ প্রথম গণতন্ত্র ধ্বংস করেছিল এবং ২০০৮ সালের নির্বাচনের পর থেকে সুপরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।’’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্যালুট জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। ছয় বছর কারাভোগের পরও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়েছেন। মিথ্যা মামলায় নির্বাসিত থেকেও তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ