শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/১২/২০২৪ ১০:০৬এ এম

ঢাকার বাতাসে মৃত্যুর হুমকি: দূষণে শীর্ষের পথে আরও একদিন

ঢাকার বাতাসে মৃত্যুর হুমকি: দূষণে শীর্ষের পথে আরও একদিন
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়ে গেছে, যা সুস্থ মানুষের জন্যও মারাত্মক ক্ষতিকর। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্যমতে, শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয় ২০৫। এর ফলে, ঢাকার নাম উঠে এসেছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে।

দূষিত শহরের তালিকা: দিল্লি ও লাহোর শীর্ষে
বিশ্বের বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই সূচক ৩০০ ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের সূচক ২৬৬। এর পরেই ঢাকার অবস্থান। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ঘানার আক্রা (২০৩) এবং পাকিস্তানের করাচি (১৯৪)।

ঢাকার বাতাস: স্বাস্থ্যঝুঁকির ভয়াবহ বার্তা
ঢাকার বাতাসে প্রধান দূষণকারী উপাদান হিসেবে চিহ্নিত হয়েছে অতিক্ষুদ্র বস্তুকণা (PM 2.5), যা শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ, এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের কারণ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, একিউআই সূচক ৫০-এর নিচে থাকলে বাতাসকে বিশুদ্ধ হিসেবে ধরা হয়। কিন্তু ঢাকার বর্তমান সূচক ২০১-৩০০ এর মধ্যে থাকায় এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

দক্ষিণ এশিয়ার শহরগুলোতে দূষণের দাপট
দূষণের তালিকায় ঢাকার পরেই রয়েছে আফগানিস্তানের কাবুল, ইরাকের বাগদাদ, ভিয়েতনামের হ্যানয়, ভারতের মুম্বাই, এবং ইরানের তেহরান। দক্ষিণ এশিয়ার শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে, যা পুরো অঞ্চলের জন্য একটি উদ্বেগজনক সংকেত।

ঢাকার জন্য বিপদসীমা
গত কয়েকদিনের মতো আজও ঢাকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। মাত্রা সামান্য বাড়লেই এই অবস্থাকে দুর্যোগপূর্ণ বলা হবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ঢাকার বর্তমান দূষণের অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে, তা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে।

কেন দূষণ কমানোর উদ্যোগ জরুরি?
বিশেষজ্ঞদের মতে, দূষণ রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ঢাকার জনগণকে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হতে হবে। শিল্প কারখানার বর্জ্য নিয়ন্ত্রণ, যানবাহনের দূষণ কমানো এবং সবুজায়নের উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।

দূষণমুক্ত ঢাকার স্বপ্ন আমাদের সবার। তবে এর জন্য চাই সমন্বিত উদ্যোগ এবং সঠিক বাস্তবায়ন। এখনই সময় আমাদের সজাগ হওয়ার।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ