আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২১/১২/২০২৪ ০৮:২১পি এম
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, নতুন উত্তেজনা সৃষ্টি
দিল্লি, ২১ ডিসেম্বর ২০২৪: দিল্লির পৌর করপোরেশন (এমসিডি) সম্প্রতি দিল্লির সব স্কুলে নির্দেশনা জারি করেছে, যাতে তারা অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করে এবং তাদের জন্মসনদ ইস্যু না করার ব্যবস্থা নেয়। এই পদক্ষেপটি দিল্লির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) এবং ভারতীয় জাতীয় পার্টি (বিজেপি) এর মধ্যে।
এমসিডির নতুন নির্দেশনায় বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার পাশাপাশি দিল্লির কিছু এলাকায় অবৈধ দখলকারীদের জায়গা খালি করার ব্যবস্থা নিতে হবে। এমসিডির ডেপুটি কমিশনার জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে হবে। দিল্লির শিক্ষা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে, শিক্ষার্থীদের ভর্তির সময় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ পদক্ষেপের প্রতিক্রিয়ায়, আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে তর্কবিতর্ক শুরু হয়েছে। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং অভিযোগ করেছেন, এমসিডির এই আদেশ পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কে অপমানিত করার চেষ্টা করছে। তার মতে, এই পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র কিছু নির্দিষ্ট জনগণের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি নেতা জেপি নাড্ডা পূর্বাঞ্চলীয়দের বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী হিসেবে অভিহিত করেছেন।
এছাড়া, সঞ্জয় সিং আরো দাবি করেছেন যে, বিজেপি নেতারা জানেন কোথায় অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীরা বাস করছেন এবং তারা বিশেষ করে দিল্লির বাকরওয়ালা অঞ্চলে অবস্থান করছেন।
এই পদক্ষেপের ফলে দিল্লির রাজনৈতিক পরিবেশে উত্তেজনা আরও বাড়তে পারে, কারণ এটি শিগগিরই দিল্লির বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।